30/07/2025
একই মানুষকে বারবার অ্যাড দেখিয়ে নিজের কম্পিটিটর নিজে হচ্ছেন না তো!
অনেকেই ভাবেন — "আরো অ্যাডসেট দেই, অনেকগুলো audience টার্গেট করি, রেজাল্ট বেশি আসবে!"
কিন্তু আসলে আপনার ৩টা অ্যাডসেটই যদি প্রায় একই টাইপের মানুষকে টার্গেট করে, তাহলে ফেসবুক কী করে?
👉 ফেসবুক ভাবে — "এই তিনটা অ্যাডসেট তো একে অপরের সাথে প্রতিযোগিতা করছে!"
⚠️ মানে — নিজের বাজেট নিজেই খেয়ে ফেলছেন আপনি।
এই জিনিসটা কে বলে Audience Overlap।
🎯 তাহলে এর সমাধান কী?
একই রকম অডিয়েন্স নিয়ে যদি একাধিক অ্যাডসেট থাকে, ওগুলো এক করে দিন — একটা consolidated অ্যাডসেট বানান।
বাজেটটা একটু বাড়ান, তাতে বরং বেশি ভালো কাজ হবে।
⏬ এখন জেনে নিন এতে কী লাভ হবে?
✔️ অ্যাডস গুলো একে অপরের সঙ্গে মারামারি করবে না 😅
✔️ ফেসবুকের অ্যালগরিদম ঠিকভাবে কাজ করতে পারবে
✔️ কস্ট কমবে, রেজাল্ট বাড়বে 💰
আসল সত্যি হচ্ছে — বেশি অ্যাডসেট মানেই বেশি সেল না।
বুদ্ধিমানের মতো audience ঠিক করেন, সেল ভালো আসবে।
📌 Audience Overlap কিভাবে চেক করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। কমেন্টে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন।👇