Light Camera Action

  • Home
  • Light Camera Action

Light Camera Action বিনোদন জগতের নানান আপডেট নিয়ে আড্ডায়-আলাপে মাতিয়ে রাখতে, লাইট ক্যামেরা অ্যাকশন আছে আপনার পাশে। দেশ-বিদেশের বিনোদন জগতের নানান আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে।
(2)

অনেকটা চুপিসারেই, রায়হান রাফির আপকামিং হরর -ড্রামা ছবি আন্ধার এর শুটিং শুরু হয়ে গিয়েছে।
08/09/2025

অনেকটা চুপিসারেই, রায়হান রাফির আপকামিং
হরর -ড্রামা ছবি আন্ধার এর শুটিং শুরু হয়ে গিয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রোববার সন্ধ্যায় বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্কৃ...
08/09/2025

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রোববার সন্ধ্যায় বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পীর একক সংগীতানুষ্ঠানও অনুষ্ঠিত হয়। শুরুতে লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং সমবেত নৃত্য।

সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্পীকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

ফারুকী বলেন, সাবিনা ইয়াসমীন বাংলা গানের পাখি, যার গান আমাদের প্রাণে শিহরণ এনেছে। ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তাঁর কণ্ঠে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়, দীর্ঘ অর্ধশতকের সংগীত ক্যারিয়ারে তিনি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন।

বরেণ্য শিল্পীরা, ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা, সাবিনা ইয়াসমীনকে নিয়ে স্মৃতিচারণ করেন। এরপর শিল্পী একক সংগীতানুষ্ঠানে ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং ‘জন্ম আমার ধন্য হলো’ গানগুলো পরিবেশন করেন।

সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন এবং সংগীতের হাতেখড়ি তাঁর মায়ের কাছে। তিনি ১৬,০০০ গান রেকর্ড করেছেন, এবং একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। তিনি ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যা একটি রেকর্ড।

ঢাকাই সিনেমার যেসব কিংবদন্তি শিল্পীরা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা...
08/09/2025

ঢাকাই সিনেমার যেসব কিংবদন্তি শিল্পীরা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামের অনুষ্ঠানটি আজ রবিবার বিএফডিসিতে শিল্পী সমিতির আঙিনায় অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কোরআন খতম, স্মরণসভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শিল্পী সমিতি।

এরপর দেশবরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা, আলমগীর, আনোয়ারা, শবনম, খালেদা আক্তার কল্পনা, আহমেদ শরীফ, নূতন, নাঈম-শাবনাজ, বাপ্পারাজ-সম্রাট, রাশেদা আক্তারসহ পরের প্রজন্মের অনেক জনিপ্রয় তারকা স্মৃতিচারণ করবেন প্রয়াত কিংবদন্তি তারকাদের।

আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক আরমান বলেন, ‘আমরা ক’জন মিলে শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা করছি। কারণ হাতেগোনা কয়েকজন বাদে কিংবদন্তি শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন।
যাদের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং শিল্পী সমিতি পেয়েছি। সেসব শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে এই উদ্যোগ নেওয়া।’

নির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘শিল্পীদের কল্যাণেই শিল্পী সমিতি তৈরি হয়েছিল। কমিটিতে যুক্ত হওয়ার পর থেকে চেষ্টা করছি শিল্পীদের জন্য কিছু করার।

প্রথমবারের মতো আমরা কয়েকজন মিলে দুঃসাহসী এক সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এমন সাহস আগে কখনো কেউ দেখায়নি। এই আয়োজনের কথা যারাই অবগত হয়েছেন তারা বাহবা দিচ্ছেন। অনেক শিল্পী এখন আর এফডিসিতে আসেন না। তারাও আয়োজনের কথা জেনে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শুধু আমার কথায় আমেরিকা থেকে দেশে ছুটে এসেছেন আহমেদ শরীফ মামা। আশা রাখছি, নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে শিল্পী সমিতি।’

চিত্রনায়ক সনি রহমান বলেন, ‘প্রথমবারের মতো আমরা ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছি। সব মহল থেকে বেশ সাড়া পাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।এখন ফ...
07/09/2025

স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।

এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিনত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিলো তার ৩ গুণ বেজেছে গতো ৬ মাসে।

বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো।

ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয়না।

ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো।

সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবেনা।

ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিয়ো না 🌿

- আরশ খান

ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি সামাজিক যোগায...
07/09/2025

ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমনটা জানান তিনি।

অভিনেত্রী লিখেন, ‘ধাক্কা খেলেই মানুষ শেখে। জীবনে যাদের চোখ বন্ধ করে ভালোবেসেছেন, তাদের ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে।

পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়েছে মানুষকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলার জন্য।’
এদিকে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে মাস কয়েকের সফর শেষে দেশে ফিরেছেন ইভানা। সেখানে মায়ের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

এছাড়াও অবসর কাটানোর পাশাপাশি দেশটিতে নাচ এবং অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন তিনি।

সেখানের প্রপার টেকনিক অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সের জন্য বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেন ইভানা।
নাচই তার কাছে ধ্যান-জ্ঞান। ভারত নাট্যমে গোল্ড মেডেলিস্ট ইভানা ২০১৪ সালে সেরা নাচিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর অভিনয়ে নাম লেখান।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

নায়লা নাঈম, এক সময়ের আলোচিত মডেল, বর্তমানে শোবিজের আলো ঝলমলে দুনিয়ায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সক্রিয়। তিনি...
07/09/2025

নায়লা নাঈম, এক সময়ের আলোচিত মডেল, বর্তমানে শোবিজের আলো ঝলমলে দুনিয়ায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সক্রিয়। তিনি নিয়মিত ফেসবুকে মতামত প্রকাশ করেন, সম্প্রতি নারীদের বিয়ে ও বিয়ের পরবর্তী জীবন নিয়ে একটি পোস্ট করেছেন।

শুক্রবার রাতে তার পোস্টে তিনি লিখেছেন, “মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে এবং বাচ্চা জন্ম দিয়ে তাকে বড় করতে গিয়ে।” তিনি বলেন, নারীত্ব এবং মাতৃত্ব একে অপরের সাথে সম্পর্কিত এবং সেই সব নারীদের তিনি সম্মান করেন।

নায়লা আরও প্রশ্ন তুলেছেন, “পুরুষরা তো সুঠাম গড়নের সুন্দরী মেয়েদের পেছনে পড়ে থাকে। তাহলে দোষটা কার? ওই নারীর, যারা সৌন্দর্য হারিয়ে সংসার করতে এবং সন্তান লালন-পালন করতে গিয়ে?" নাকি পুরুষদের, যাদের নজর সব সময় বাঁকা থাকে?

২০১৩ সালের শেষভাগে নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন, যখন সামাজিক মাধ্যমে তিনি আলোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার শোবিজ ক্যারিয়ার দ্রুত বেড়ে যায়, তিনি বিজ্ঞাপন, গানের মডেল এবং নাটকে কাজ করতে থাকেন। তার প্রথম শোবিজ অভিষেক ঘটে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে।

অনেক সময় পোশাকের মডেল হিসেবেও কাজ করেছেন, তবে বর্তমানে তিনি ব্যস্ত আছেন চিকিৎসা পেশায়।

বিদেশের বিভিন্ন উৎসবে ঘুরে অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সা...
07/09/2025

বিদেশের বিভিন্ন উৎসবে ঘুরে অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। তবে ছবিটির মুক্তির তারিখ নিয়ে এখনও কিছুটা দ্বিধায় আছেন নির্মাতারা।

পরিচালক মাকসুদ হোসাইন সমকালকে বলেন, `সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিংবা অক্টোবরের শুরুতে ‘সাবা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে সঠিক দিন এখনও চূড়ান্ত হয়নি। অবশেষে দেশের দর্শকের কাছে আমাদের গল্পটা পৌঁছে দেওয়ার অপেক্ষায় আছি। আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসা পেয়েছে, এবার দেখব দেশের মানুষ কেমনভাবে গ্রহণ করেন।'

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, `স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বহু উৎসবে ঘুরে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।'

একই পোস্টে তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন- ‘সাবা’ মুক্তি পেলে কোন তারিখে দেখতে চান, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?

‘সাবা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাবা ও তার মাকে ঘিরে। বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন হয়ে ওঠে সাবা। হৃদযন্ত্রের জটিলতায় ভুগতে থাকা মায়ের সঙ্গে একাকী জীবনের টানাপোড়েনের মাঝেই তাদের জীবনে আসে অঙ্কুর নামের এক তরুণ, যাকে ঘিরেই গল্পে আসে মোড়।

ছবিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার মা শিরিন হয়েছেন রোকেয়া প্রাচী, আর অঙ্কুরের চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার।

আন্তর্জাতিক যাত্রায় ‘সাবা’র শুরু টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক উৎসবে অংশ নেয় ছবিটি। চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও জিতে নেয় ‘সাবা’।

শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রা...
07/09/2025

শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘সরকার’সহ একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত এই ডিওপিকে যুক্ত করার খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানায়, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে; যা দর্শকদের জন্য হবে এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”

ঘোষণার পর থেকেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অমিত রায়। তিনি কত টাকায় এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, তা নিয়ে কৌতূহলও তুঙ্গে। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে।

‘প্রিন্স’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৪০ দিনের শিডিউলের জন্য তিনি নিচ্ছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা।

বলিউডে অমিত রায়ের যাত্রা শুরু ২০০০ সালে, নির্মাতা রামগোপাল ভার্মার হাত ধরে। ২০০৩ সালে ‘দরনা জরুরি হ্যায়’ ছবির একটি পর্বে তার নির্মিত দৃশ্য মুগ্ধ করেছিল রামগোপাল ভার্মা ও সাজিদ খানকে। মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে তিনি এমন এক ভিজ্যুয়াল তৈরি করেছিলেন, যা পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার কথা ছিল। সেই মুহূর্ত থেকেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘লাভ আজকাল’, ‘দম মারো দম’, ‘ডানকি’ থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট ‘অ্যানিমেল-সবখানেই তিনি দেখিয়েছেন তার ভিজ্যুয়াল ম্যাজিক। এমন একজন ডিওপিকে ঢালিউডে যুক্ত হওয়া শিল্পের জন্য বড় সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

শাকিব খানের ‘প্রিন্স’নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় ছবিটিতে থাকছেন তিন নায়িকা-দুটি পরিচিত মুখ ও একটি নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি তিনি নতুন কয়েকটি ছবি পোস...
07/09/2025

পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি তিনি নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার সামনে নানা ধরনের পানীয় গ্লাস দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ওহ, আমার বয়স ৪৪। আই লুক সো হট।”

স্বস্তিকার পোস্টে ভক্তদের মন্তব্যের জন্য তিনি লেখেন, “যা-ই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে।” তিনি আরও বলেন, “যারা আমাকে বুড়ি বলবে, তাদের আমি বলবো, যারা কচি তে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।”

স্বস্তিকা আরও বলেন, “এদের ট্রল বলা যায় না, এটা তো চরম এন্টারটেইনমেন্ট।” পোস্টের মাধ্যমে তিনি জানান, এই জুসগুলো কমলা, মৌরি মিছরির জল, হিমালয়ের জড়িবুটির রস, এবং পাতা কপি দিয়ে তৈরি।

স্বস্তিকার পোস্টের প্রতি ভক্তদের বেশ ভালো সাড়া পাওয়া গেছে, ১১ ঘণ্টায় ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৩ হাজারের বেশি মন্তব্য এসেছে।

****ka

মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির সম্পর্ক নিয়ে শোবিজে প্রচুর আলোচনা হয়েছে। অনেকেই ভেবেছ...
07/09/2025

মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির সম্পর্ক নিয়ে শোবিজে প্রচুর আলোচনা হয়েছে। অনেকেই ভেবেছিলেন যে, তারা বিয়ে করবেন, তবে তারা এই সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব বলে দাবি করেছেন। সম্প্রতি, আফ্রিদি বিয়ে করেছেন, তবে দীঘির সঙ্গে নয়, বরং পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

আফ্রিদি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায়, যা নিয়ে অনেক আলোচনা ও অভিযোগ উঠেছে। দীঘি সম্প্রতি কালের কণ্ঠের আয়োজনে এক অনুষ্ঠানে তার সম্পর্কে কথা বলেন। তিনি জানান, আফ্রিদির সঙ্গে তার প্রথম পরিচয় ছিল মাই টিভির একটি প্রোগ্রামে, যেখানে আফ্রিদি ছিলেন অ্যাংকর। তাদের সম্পর্ক ভাইরাল হয়ে ওঠে, কিন্তু তারা কখনোই এই সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি। দীঘি বলেন, আফ্রিদি নিজেকে তার বয়ফ্রেন্ড দাবি করলেও তারা কখনো সে কথা বলেননি। এই পরিস্থিতিতে তাদের পরিবার বিব্রত হয়ে পড়ে এবং এক থেকে দেড় বছর তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন।

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান, শাহরুখ , সালমান ...
07/09/2025

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান, শাহরুখ , সালমান ও আমির । তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ় ‘ব্যাড্‌স অব বলিউড’এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজ়ের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা।

গত বছর, আমির নিজেও ইচ্ছে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির। আমিরই বলেছিলেন, 'তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।'

নাটক ‘রূপনগর’ দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে, যেখানে অভিনয় করছেন আনিকা কবির শখ। এটি একটি মেগা ধারাবাহিক নাটক, যার কাহিনি...
07/09/2025

নাটক ‘রূপনগর’ দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে, যেখানে অভিনয় করছেন আনিকা কবির শখ। এটি একটি মেগা ধারাবাহিক নাটক, যার কাহিনি গড়ে উঠেছে দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের শত্রুতার মধ্যে। এক সময় ভালো বন্ধু থাকা এই দুই চেয়ারম্যান এখন পরস্পরের শত্রু। একজন চোরাকারবারি এবং অন্যজন দখলবাজ। শত্রুতা বজায় রাখার জন্য তাদের পরিবার ও এলাকার মানুষদের মাঝেও tension বিরাজমান। তবে রূপনগরে কিছু রঙিন চরিত্র রয়েছে, যারা একে অপরের পাশে থাকে সুখ-দুঃখে।

এই নাটকের গল্প জীবনের এক ভিন্ন দিক তুলে ধরেছে, যা শখের পছন্দ। তার মতে, নাটকটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে। শখ ছাড়াও নাটকে অভিনয় করছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরও অনেক অভিনেতা। নাটকটি চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Light Camera Action posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share