17/11/2024
Clerkship Exam 2023 CUT OFF
Exam শেষের সবার মনে একটাই প্রশ্ন যে cut off কত যাবে!! আমি কি পাস করব!! আমি কি Part II এর জন্য প্রস্তুতি নেবো!!
অনেককেই দেখি cut off আলোচনা করলে হাসাহাসি করে!!
তবে আমি মনে করি যে এই প্রশ্নগুলো যেকোনো aspirant এর মনে আসা টা খুব স্বাভাবিক। অবশ্যম্ভাবী।
এখন কথা হলো এই যে,
যেকোনো exam এর Cut off Predict করা খুবই কঠিন।
আর Clerkship 23 এর মত exam এ যেখানে Question booklet বাড়ি দেওয়া হয়নি।
Exam এর Cut Off নির্ভর করে, কয়েকটা ফ্যাক্টর এর উপর! যেমন -
1) Number of Vacancies
2) Attendance of the Candidates
3) Standard of the Questions
Etc..
# CLERKSHIP এর vacancy শোনা যাচ্ছে যথেষ্টই। PSC retired personnel Mr. Niladri Roy Sir YouTube channel এর Comment থেকে জানা গেছে যে vacancy এর নম্বর টা প্রায় 5000 বা তার বেশি।
# Candidate দের থেকে জানা যাচ্ছে যে Attendance এর পার্সেন্টেজ average 55-60%
# আর Question এর Standard বা কাঠিন্যমান যথেষ্টই কঠিন। ক্লাস 10 লেভেলের একটা exam এ যে এতো tough question হতে পারে, সেটা ভাবতে পারা টাও কঠিন। তবে question কঠিন হোক বা সহজ, সেটা matter করে না। Matter করে Cut Off।
উপরের বিষয়গুলো বিবেচনা করলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, CUT OFF একটু নিচের দিকেই থাকবে।
দ্বিতীয় সিদ্ধান্ত, Part II এর জন্য পড়া start করবে কি না!
তো, আমি বলব, এই তো exam শেষ হলো, রেস্ট নাও 2টো দিন।
তারপর PSC SCANNED OMR প্রকাশ করুক, Answer key প্রকাশ করুক, মিলিয়ে দেখে নাও কত থাকছে, যদি দেখো 50+ হচ্ছে, Part II এর জন্য পড়া শুরু করবে। PSC answer key, omr প্রকাশ করতে করতে 3 মাস সময় নিয়ে নেবে, সেই সময় গুলো তে বেশ কয়েকটি ভালো অভ্যাস গড়ে তোলো,
1) Daily English আর Bengali newspaper পরো। খেয়াল করো, Newspaper report কীভাবে লেখে!
2) যাদের handwriting খারাপ, তারা প্র্যাকটিস করো, হাতের লেখা অভ্যাস করো।
3) বাংলা এবং ইংরেজি বানান ভুল শোধরাতে হবে, তার জন্য Newspaper পড়লেই চলবে।
4) Newspaper থেকে নতুন নতুন বাংলা, ইংলিশ শব্দ শেখো, সেগুলোর ব্যবহার অভ্যাস কর।
5) লেখার ক্ষেত্রে সঠিক শব্দ চয়ন করতে শেখো।
6) ছোটো ছোটো translation অভ্যাস করো।
যদি কারও Cut Off clear নাও হয়, আগামী যেকোনো এক্সামেই কাজে লাগবে এইগুলো।
শুভকামনা।
ধন্যবাদ।
Ashif Hassan।