01/11/2025
তিন বছর ধরে মৃত্যুর সাথে লড়ছে রহিম। ক্যানসারের যন্ত্রণায় দিনরাত ছটফট করে, তবুও মুখে হাসি রাখার চেষ্টা করে সে। জমানো টাকা সব শেষ, বন্ধুরা হারিয়ে গেছে, আত্মীয়রা দূরে সরে গেছে… একে একে সবাই চলে গেছে নিরব নিঃসঙ্গতার পথে।
তবুও কেউ একজন রয়ে গেছে পাশে—তার জীবনসাথী রহিমা বেগম।রহিমের মাথায় হাত রেখে প্রতিদিন বলে, “ভয় পেয়ো না, আমি আছি।”রাত জেগে ওষুধ খাওয়ানো, ডাক্তারের কাছে দৌড়, সান্ত্বনার কথা—সব কিছুর মাঝেও তার চোখে অদম্য ভালোবাসার ছাপ।
এই পৃথিবীতে হয়তো টাকা ফুরিয়ে যায়, আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো ফুরায় না।
রহিমা বেগম সেই ভালোবাসার নিঃস্বার্থ প্রতীক,
যে প্রমাণ করেছে — “সুখে নয়, দুঃখেই বোঝা যায় কে সত্যিকারের আপন।”
#মানবতা #ভালোবাসা #সংগ্রামেরগল্প #ক্যানসারযোদ্ধা