
01/09/2024
আলাহামদুনিল্লাহ, প্রজেক্ট বি কানেক্ট ( https://bconnectbd.com ) পরিক্ষামূলক ভাবে চালনায় সফল। খুব তারাতারি অফিসিয়ালভাবে পথ চলা শুরু করবে বাংলার আগামী কমিউনিটি বি কানেক্ট। অনেক গুলো মানুষ প্রজেক্ট টা ভাল মতো না শুনেও আমার প্রতি বিশ্বাস রেখে পাশে থেকেছেন। মানষিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যখন ভেঙ্গে পরেছি সাহস দিয়েছেন। তাদের কৃতত্ব শুধুমাত্র লিখে প্রকাশ করা খুবই সামান্য হবে। প্রজেক্টের সফলতায় দেশ ও দেশের মানুষের কল্যানে অবশ্যয়ই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ! পাশে থাকা প্রতিটি মানুষ নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ওনারা আমার মনেই থাকুক। যখন প্রায় নিরুপায় হয়ে গেছিলাম, যারা আমাকে অসুদুপায় অবলম্বন করার সাজেশন দিয়েছিলেন, নিশ্চয়ই ভালবেসেই দিয়েছিলেন সাজেশন। তবুও বলছি যে কোন পরিস্থিতে সবাই ধৈর্য্য ধরুন, " নিশ্চয়ই ধৈর্য্যশীলদের সাথে আল্লাহ আছেন " । আমরা সবাই যদি একে অন্যের পাশে থাকি তবে সফলতা সহজ হবে। সবাই ভালবাসা নেবেন। - সুন্দর হোক আগামীর পথচলা।