দৃষ্টিতেই প্রাপ্তি

  • Home
  • দৃষ্টিতেই প্রাপ্তি

দৃষ্টিতেই প্রাপ্তি দৃষ্টির প্রাপ্তিতেই যত সুখ ও আনন্দ।
(4)

16/10/2025

কবিতা: চিরকুট

15/10/2025

শৈশবের আনন্দময় দিনগুলি বড় হয়ে গেলে আর ফিরে আসে না।

সাদা মানেই শুভ্রতা মনটা ও কি সাদা হয় না?শুভ সকাল।
15/10/2025

সাদা মানেই শুভ্রতা
মনটা ও কি সাদা হয় না?
শুভ সকাল।

শুভ সকাল।
14/10/2025

শুভ সকাল।

13/10/2025

কাকাতুয়া ❤️

12/10/2025

দূর্গা পূজা -২০২৫
মায়ের আগমন থেকে শেষ পর্যন্ত
সাথে আমাদের এরোহেড ক্লাবের ৯০ বছর পূর্ণ হলো।

শুভ সকাল। ১২.১০.২০২৫
12/10/2025

শুভ সকাল।
১২.১০.২০২৫

11/10/2025

পূজার ভাইরাল নাচ ❤️❤️

১ম দর্শন রাজশাহীর নভোথিয়েটার।
11/10/2025

১ম দর্শন রাজশাহীর নভোথিয়েটার।

রান্না করতে গিয়ে ছ্যাকা লেগেছে। খুব জ্বালা করছে। এই জ্বালা দূর করতে কি করলে যন্ত্রণাটা তৎক্ষনাৎ কমে যাবে কারো জানা থাকলে...
11/10/2025

রান্না করতে গিয়ে ছ্যাকা লেগেছে। খুব জ্বালা করছে। এই জ্বালা দূর করতে কি করলে যন্ত্রণাটা তৎক্ষনাৎ কমে যাবে কারো জানা থাকলে একটু জানাবেন প্লিজ।

10/10/2025

যে কোন জুস তাঁহার খুব প্রিয় ❤️

09/10/2025

তুমি যদি office politics না বোঝো, politics একদিন তোমার career শেষ করবে — এই সরল কথাটাই কর্পোরেট জীবনের কঠিন বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

ট্যালেন্ট, দক্ষতা আর কাজের অনুশাসন—এসব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু এগুলোই যথেষ্ট নয়। অফিস কেবল কাজের জায়গা নয়; এটা হলো সম্পর্ক, ক্ষমতার ভারসাম্য আর মানবিক বোঝাপড়ার এক অদৃশ্য খেলা। যারা এই খেলা বুঝতে পারে না, তারা প্রায়শই দুর্বল হয়ে পড়ে—কাজে অসাধারণ হলেও রাজনৈতিক কৌশলে পিছিয়ে যায়।

প্রফেশনাল হওয়ার মানে শুধু দক্ষতা নয়, বরং বুদ্ধিমত্তাও—কিভাবে নিজের ইমেজ তৈরি করবে, কিভাবে জটিল পরিস্থিতি সামলাবে, কিভাবে ভুল বোঝাবুঝি ঠেকাবে। এটা মেকি হাসি নয়; বরং পরিপক্বতা, সম্মান আর সংবেদনশীলতার প্রকাশ। নিজের কাজকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা, অন্যের সফলতায় আনন্দিত হওয়া, আর বিরোধের সময় শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া—এসবই office politics সামলানোর আসল শক্তি।

অফিস রাজনীতির মুখোমুখি হওয়া মানে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা। এখানে যুক্তি, নীতি আর আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। তুমি যদি শুধু কাজ করো, অথচ মানুষের সম্পর্ক আর ক্ষমতার রসায়ন না বোঝো, একদিন দেখতে পাবে—তোমার কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিল, তোমার কণ্ঠস্বর হারিয়ে গেল, আর তুমি ধীরে ধীরে পিছিয়ে গেলে। তাই কাজ করো মন দিয়ে, কিন্তু সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশলও শিখে নাও।

তবে মনে রেখো, অফিস রাজনীতি সবসময় নোংরা খেলা নয়। কখনো এটা তোমাকে শেখায় কিভাবে জটিল সম্পর্ক সামলাতে হয়, কিভাবে চাপের মধ্যে স্থির থাকতে হয়, আর কিভাবে মানবিকতা ধরে রেখে পেশাগত জীবন এগিয়ে নিতে হয়। তাই এটাকে নেতিবাচক না ভেবে—একটি শেখার ক্ষেত্র, একটি দক্ষতা হিসেবে নাও।

শেষ কথা হলো—নিজেকে ছোট করে দেখো না। তোমার পরিশ্রম, সততা আর মেধাই তোমার আসল শক্তি। কিন্তু সেই শক্তিকে বাঁচিয়ে রাখতে হলে কৌশল দরকার। অফিস রাজনীতি বুঝে নাও, প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করো, কিন্তু—কখনো নিজের মর্যাদা বিসর্জন দিও না।
Collected....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিতেই প্রাপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share