Rakib Mahmud

Rakib Mahmud একজন সৎ সত্যবাদী প্রকৃত মানুষ!
একজন ভালোবাসা বিরোধী 💔
কম্পিউটার প্রকৌশলী

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব...
18/07/2025

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব্যক্তির বাসস্থান অনুসন্ধান করে। দেখা গেল যে তিনি মিউনিখে অ 'বৈধভাবে বসবাস করছেন। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন: "স্যার, আপনি কি জানেন যে আপনার পাশে বসে থাকা স্বর্ণকেশী হলেন মাইসি উইলিয়ামস, বিখ্যাত সিরিজ "গেম অফ থ্রোনস" এর একজন নায়িকা, যার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যারা কেবল তার সাথে সেলফি তোলার স্বপ্ন দেখেন, এবং আপনি তার প্রতি কোনও নড়াচড়া বা আগ্রহ দেখাননি?" তিনি উত্তর দিলেন: "ম্যাডাম, আমি কেবল টিকিট ইন্সপেক্টরকে কীভাবে
ফাঁ "কি দেব তা নিয়েই আগ্রহী ছিলাম, কারণ আমি
"অ 'বৈধভাবে" ট্রেনে চড়তে অভ্যস্ত কারণ আমার কোনও বৈধ আবাসিক পারমিট বা পকেটে এক ইউরোও নেই।" সাক্ষাৎকারের পরে, ম্যাগাজিন তাকে 800 ইউরো মাসিক বেতনের পোস্টম্যান হিসেবে নিয়োগ করেছিল, তাই এখন তার কোনও সমস্যা ছাড়াই একটি কাজের চুক্তি এবং একটি বৈধ আবাসিক পারমিট রয়েছে।

কেউ জানে না কোথায় বা কখন তার জীবিকা আসবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হল দুর্দশাকে আপনার উপর আছড়ে পড়তে দেবেন না; আপনার সুযোগ শীঘ্রই বা পরে আসবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন।❤️

14/07/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

12/07/2025

RAB জানায়, ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে, সেজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা রয়েছে।
Bangladesh is not for beginners 🤣😂

মর্মান্তিক একটি ঘটনা 😪 ময়নার শোক খাটিয়ে উঠতে না ওঠতেই আরেক ময়না শেষ আমাদের দেশে কি শুরু ওইছে ফুটফুটে এই বাচ্চা মেয়েটা ৫ ...
12/07/2025

মর্মান্তিক একটি ঘটনা 😪

ময়নার শোক খাটিয়ে উঠতে না ওঠতেই
আরেক ময়না শেষ আমাদের দেশে কি শুরু ওইছে

ফুটফুটে এই বাচ্চা মেয়েটা ৫ দিন যাবত নিখোঁজের পর আজ তার অর্ধগলিত দেহ পাওয়া গেছে বাড়ির পাসের একটি পাট ক্ষেতে 😪 বাবা মা স্পষ্ট বলে দিয়েছিল দরকার হলে
বাড়ি বিক্রি করে দিবে যদি কেউ যদি সন্ধান দিতে পারে,
কতটা নির্মম ঘটনা 😪
গ্রাম : চরমারিয়া, কিশোরগঞ্জ সদর

আল্লাহ এই বাচ্চা মেয়েটাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন
বাবা মা পরিবারকে শোক সইবার শক্তি দান করুন। আমিন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের ঘটনা। ৭ বছরের শিশু মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।...
12/07/2025

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের ঘটনা। ৭ বছরের শিশু মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।

মনে আছে তনুর ঘটনা? পুরো দেশ প্রতিবাদে ফেটে পড়েছিল। এখন প্রতিদিন অসংখ্য তনুর জন‍্য কারো আকাশ কাঁপে না। তনুর ঘটনায় আমরা দেখিনি সরকারে কে আছে। তখন যাদের তথাকথিত নিরপেক্ষতার আড়ালে ভন্ডামি করতে দেখেছি এখন তাদের জগত ফুল পাখি লতা পাতাময়।

তখন সেসবের কারণে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ বয়ান দেয়া লোকজনের কাছে এখন এসব বিচ্ছিন্ন ঘটনা। মহাজনকে সময় দিলে দেশে সুখ শান্তির নহর বইবে। তাই এক বছর হতে চললেও মহাজনের ভক্তদের টনক নড়ছে না।

আবার হেলিকপ্টারে সীট খালি নেই বলে এসব ঘটনাস্থলে যেতে পারছে না নতুন নেতারা।

আহা, এই মৃত্যু উপত্যকাটাই আমার দেশ। যারা নিজের দেশকেই ধারণ করে না, তাদের জন‍্য এসব কিছুই না। “বিপ্লবের” সাইড এফেক্ট মাত্র। এরাতো আর মানুষ নয়। এদের ধর্ষণ করা, হত্যা করা সবই ন্যায্য।

দেশের আইন ব্যবস্থা কতোটা পঁচে গেলে এমন ঘটনা প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতে থাকে একের পর এক আল্লাহ হেফাজত করুন 😭

পোস্ট ডিলিট করেন নইলে সমস্যা হবে Season-2
12/07/2025

পোস্ট ডিলিট করেন নইলে
সমস্যা হবে Season-2

হ্যাঁ, Trend শেষ হলে ভুলে যাবো।
12/07/2025

হ্যাঁ, Trend শেষ হলে ভুলে যাবো।

চাঁদা চাইলে দিয়ে দিয়েন ভাই। ছেলে মেয়ের এতিম করার দরকার নাই।🥺
11/07/2025

চাঁদা চাইলে দিয়ে দিয়েন ভাই। ছেলে মেয়ের এতিম করার দরকার নাই।🥺

মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে। তারপ...
11/07/2025

মারতে মারতে উলঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খুন করেছে।
বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।

তাদের কিছুই বলা যাবে না।

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!

©️

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—"আমার জন্ম আ...
11/07/2025

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।
একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—
"আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।"
এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার কর্মজীবী মা-বাবা।
নিরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি।
নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান?

কিন্তু এখানেই শেষ নয়।
এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শরীরী ভাষা— সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর মনোভাব।
সে যেন বাবা-মা নয়, একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে!
শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—
এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোংরা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।
তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?
এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে?

সংগৃহীত।

আগেই ভালো ছিলাম বলতে বাধ্য হচ্ছি 🥲
11/07/2025

আগেই ভালো ছিলাম বলতে বাধ্য হচ্ছি 🥲

Allha😭
09/07/2025

Allha😭

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Mahmud:

Share