Mira Bala Barman

  • Home
  • Mira Bala Barman

Mira Bala Barman I am digital marketer

কনটেন্ট কি?🧭কনটেন্ট: কনটেন্ট হলো কোন বিষয় সম্পর্কে সুস্পষ্ট, সঠিক ধারণা প্রদান করার সক্ষমতাকে কনটেন্ট বলে।অন্যভাবে বলা য...
27/12/2023

কনটেন্ট কি?
🧭কনটেন্ট: কনটেন্ট হলো কোন বিষয় সম্পর্কে সুস্পষ্ট, সঠিক ধারণা প্রদান করার সক্ষমতাকে কনটেন্ট বলে।
অন্যভাবে বলা যায় যে,কোন একজন শিক্ষক প্রথম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে যোগের ধারণা এমনভাবে প্রদান করবেন যাতে শিক্ষার্থীরা সহজভাবে,সুস্পষ্টভাবে যোগের ধারণা পায়,তারা যোগ কি সেটা বুঝতে পারে এবং যোগ করে দেখাতে পারে।
✍🏻কনটেন্ট কে চার ভাগে ভাগ করা হয়েছে :
🌸১.টেক্সট কনটেন্ট/ লিখিত কনটেন্ট :
লেখার মাধ্যমে কোন বিষয় সুসম্পন্ন করা হয় তাকে টেক্সট কন্টেন্ট বলে।
🌸ভিডিও কনটেন্ট: বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত শিশুদের নাচ চলাকালীন ভিডিও ধারণ করে সেই ভিডিওটা বিভিন্ন এ্যনিমিশন ও Thanks for watching দিয়ে ভিডিওটা পূর্ণাঙ্গভাবে তৈরি করাকে ভিডিও কনটেন্ট বলে।
🌸ইমেজ কনটেন্ট :ছবির মাধ্যমে কোন ব্যক্তিকে সঠিকভাবে চিহ্নিত করার প্রক্রিয়াই ইমেজ কনটেন্ট।
🏵️অডিও কনটেন্ট : ব্যক্তিকে সরাসরি না দেখে শুধু তার কণ্ঠস্বরের মাধ্যমে ঐ ব্যক্তিকে জানাই অডিও কনটেন্ট।
🏵️🌼🌸ভালো একজন কনটেন্ট নির্মাতা হতে হলে তাকে আগে মাতৃভাষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তারপর বাংলা ভাষার পাশাপাশি আমাদের আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষায় কনটেন্ট লেখার অভ্যাস করতে হবে যাতে নিজেকে ভালো একজন কনটেন্ট নির্মাতা হিসেবে সকলের মাঝে পরিচিতি করা সম্ভব হবে।
✍🏻সুদক্ষ একজন কনটেন্ট রাইটার হতে হলে নিজের মেধা, বুদ্ধি কৌশল প্রয়োগ করে কনটেন্ট লেখার অভ্যাস করতে হবে সেক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে বিভিন্ন রাইটারের লেখা কনটেন্ট পড়ে, সেখান থেকে মুল বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে নতুন কিছু লেখার সক্ষমতাকে কনটেন্ট বলে। কনটেন্টের ক্ষেত্রে অন্যের লেখা কপি পেষ্ট করে নিজের ফেসবুকপেজ, ফেসবুকওয়ালে পোস্ট করা যাবেনা।
🏵️🌸✍🏻কনটেন্টের জনপ্রিয়তা পেতে হলে কনটেন্ট হতে হবে সহজ, সরল, প্রাঞ্জলভাষায় লেখনী।
🏵️🌸✍🏻একজন শিক্ষক তার পাঠের প্রাসঙ্গিক বিষয় তার ছাত্রদের সামনে সুন্দর ও গঠনমুলকভাবে উপস্থাপন করাই হচ্ছে কনটেন্ট।

✍🏻আমরা সাধারণত কনটেন্ট লেখার ধরণকে
দুই ভাবে বুঝে থাকি। যথা:
১.অফলাইন কনটেন্ট
২.অনলাইন কনটেন্ট

১,অফলাইন কনটেন্ট :
অফলাইন কনটেন্ট বলতে আমরা বুঝি কোন লেখকের নতুন কোন লেখা তার ডায়রীতে লিপীবদ্ধ করে রাখা এবং সেই লেখাটা কোন কোম্পানী বা প্রকাশনী তাহারা সেই লেখাগুলা পড়ে যদি মনে করে এই লেখাটা সমাজ পরিবর্তনের জন্য উপকারী তার লেখা তথ্য উপাত্তগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে বই আকারে বের করে বাজারজাত করণকেই অফলাইন কনটেন্ট বলে।

২,অনলাইন কনটেন্ট :
বিভিন্ন মানুষের কনটেন্ট যেগুলো মানুষের উপকারে আসে এবং মানুষের প্রয়োজন অনুযায়ী গুগলে সার্চ করে দ্রুত সমাধান পাই যে কারণে মানুষ অফলাইন ছেড়ে অনলাইনে আসছে।
পরিশেষে বলতে পারি বর্তমানে অনলাইন কনটেন্ট পাঠকদের মধ্যে অনেক জনপ্রিয়। যেকারণে অফলাইন কনটেন্ট সংস্থাগুলো অনলাইনে এসে তাদের পরিচিতি বাড়াচ্ছে।
কনটেন্ট রাইটার
মীরা বালা বর্মণ

21/12/2023
09/12/2023

Namoskar,
I am Mira Bala Barman. Welcome to my New page.I want to your virtual support 🙏🙏🙏.

19/11/2023

Hi, Everyone wellcome to my new page.I want to your vertual support.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mira Bala Barman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mira Bala Barman:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share