Sarcasm At Its Finest

  • Home
  • Sarcasm At Its Finest

Sarcasm At Its Finest SAR-casm is the best defense of a weak mind

17/05/2025
05/02/2025

"মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও, আর ঠিকানা দিও ধানমণ্ডি ৩২
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

05/02/2025

এরকম সংস্কার বাংলাদেশের মাটিতে আর কখনো থামবে না... ভাঙেন, দেয়ালই তো।

05/02/2025

বঙ্গবন্ধুর বাড়ি এমনিতেই পুড়ে গেছে। বঙ্গবন্ধু নিজেও জীবিত নেই। কাজেই তার সমাধি বা ভস্মীভূত বাড়িটির উপরে আরো ধ্বংসযজ্ঞ চালালে নতুন করে বঙ্গবন্ধু, শেখ পরিবার বা আওয়ামী লীগের আর কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই। বরং ইউনুস ও তার সরকার এবং সমন্বয়ক প্রজাতির রাজনৈতিক কফিনে শেষ পেরেক মারা হয়ে গেলো।

03/02/2025

আজকে শেখ হাসিনা এটিমের লাইভে যা বললেন সেখানে কয়েকটা বিষয় বেশ লক্ষণীয়:

১. এতো কিছু ঘটে যাওয়ার পরেও তিনি আইনের বাহিরে যেয়ে কিছু করার নির্দেশ দেন নাই, জাস্ট লাইক অতীতে যুদ্ধাপরাধী এবং ১৫ আগস্টের বিচারে যেমন আইনি পথে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন তেমন।

২. বর্তমানে দেশ যারা চালাচ্ছেন তারা আইনের বাহিরে যেয়ে কি কি করছেন সেইটা উল্লেখ করেছেন। যেমন ভ্যাট, ট্যাক্স ইত্যাদি বিষয়গুলো চাইলেই ইম্পোজ করা যায় না সেইটার জন্য সংসদে আলোচনা করে বিল পাশ করতে হয়। আর অর্থ বছরের বাজেট থাকার পরেও কেন দেশের মানুষের সমস্যা হচ্ছে, ছাত্ররা কেন সময় মতো বই পেলো না, দরিদ্র ছাত্রদের কেন বৃত্তি বন্ধ হয়ে গেলো, বয়স্ক ভাতা, দরিদ্রদের রেশন বন্ধ হয়ে গেলো ইত্যাদি নিয়ে প্রশ্ন রেখেছেন।

৩. শুধু মাত্র নিজ দলের যারা বিভিন্ন কারণে ভিকটিম শুধু তারাই না, দেশের যেসব জনগণ এই মুহূর্তে কষ্ট আছে তাদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন।

৪. কোনো প্রকার জ্বালাও পোড়াও আর হুমকি ধামকি নয় বরং শান্তিপূর্ণ ভাবে দেশের জনগণের পাশে যেয়ে, সবাইকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন!

লাস্ট বাট নট লিস্ট, বর্তমান উপদেষ্টা আর সমন্বয়ক যারা আছে তাদেরকে তিনি "আপনি" করে সম্বোধন করেছেন! শিষ্টাচার মেনে চলা, পরিস্থিতি উস্কে না দেয়া ইত্যাদি ইতিবাচক দিক গুলো আশাকরি যারা একটিভ রাজনীতি করছেন এবং নানা ধরণের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তারা নিজ ও দেশের স্বার্থে ভেবে দেখবেন। ভুলে যাওয়া উচিত না, 'নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না' এবং এই পৃথিবীতে কেউই অপরিহার্য না!

Sushil Kushil দা
#জয়বাংলা
্গবন্ধু ✌️

03/02/2025

৮০০ জন নিহতের পরিবার এবং কয়েক হাজার আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিতে গিয়ে ৬ মাস পার হয়ে যাবার পরও ৫ লাখ কোটি টাকার বাজেটের সরকার হিমশিম খাচ্ছে।

প্রায় প্রতিদিনই আহত ও নিহতদের পরিবারগুলো বিক্ষুব্ধ হয়ে হেলিকপ্টার দাবড়ে কম্বল বিতরণ করা কিংবা নদীর মাঝে লাল গালিচায় হেঁটে খননকাজ উদ্বোধন করা সরকারকে দোষারোপ করে যাচ্ছেন, আন্দোলনে রাজপথ অবরোধ করে রাখছেন।

কারণটা অবশ্য ফেসবুক সেলিব্রেটি ফাহাদ আবদুল সালামের জবানিতেই শুনুন, "জুলাই আগস্ট দেড় মাসে ছাত্ররা শুধু সবকিছু ভেংগেই গেছেন কিন্তু গড়ার অভিজ্ঞতা বা সামর্থ্য তাঁদের নেই বললেই চলে। ভাংগা যত সহজ, গড়া তার চেয়ে বহুগুণ কঠিন।"

এবার বুঝুন ৩০ লাখ শহীদ, ১ কোটি শরনার্থী আর কয়েক লাখ যুদ্ধাহত মানুষ, বীরাংগনা নারী নিয়ে যুদ্ধবিধ্বস্ত, মৃত্যুপুরীর ন্যায় বাংলাদেশ শুরুর মুহুর্তগুলো কেমন ছিলো!! সাড়ে সাত কোটি মানুষের চাওয়া, সম্পূর্ণ ধ্বংসস্তুপ হয়ে যাওয়া কলকারখানা, রাস্তাঘাট আর একেবারে শুণ্য বৈদেশিক তহবিল নিয়ে কেমন করে কাজ শুরু করছিলো সেই সরকার!!

সামান্য কিছু কাগুজে সংস্কার করতেই নাকি বর্তমান সরকারের দুই বছর সময় লাগবে। তাহলে ১৯৭২ এর সরকারকে আঁতুড়ঘরে ভূমিষ্ট বাংলাদেশ পুননির্মাণ করতে কত বছর সময় দেয়া দরকার ছিলো!!

প্রায় কোনো অর্জন ছাড়া,চলার পরও ৬ মাস পরে এসেও বর্তমান সরকার বিরোধী আন্দোলন নেই বললেই চলে। অথচ ১৯৭২ সালেই জাসদ, ন্যাপ আর সর্বহারাদের মুহুর্মুহু ধ্বংসাত্মক সরকার বিরোধী কর্মকান্ডে তখনকার সরকারের নিত্যনৈমিত্তিক কাজ করাই ছিলো দুরুহ।

২৪ এর তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী অরাজক বিশৃঙ্খল বাংলাদেশের বর্তমান সময়কে যারা নানা অজুহাতে সয়ে নিতে বলেন, ১৯৭২-৭৫ তাহলে কেমন কঠিন দমবন্ধ চাপের সময় ছিলো একটু কি বোঝা যাচ্ছে এখন!
©Russeel Chowdhury

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarcasm At Its Finest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share