Qari Masum Parvaj

  • Home
  • Qari Masum Parvaj

Qari Masum Parvaj - নিজেকে তুলে ধরার মতো কিছুই নাই..!!
- আমি এখনো'ও নির্মাণাধীন..!!🙂🥀

Our madrasha.!🍁☺️
03/10/2024

Our madrasha.!🍁☺️

গন্তব্য যখন মাটির নিচে, তাহলে আমাদের এতো আকাশ ছোঁয়ার স্বপ্ন কেন.!🖤🥀
13/09/2024

গন্তব্য যখন মাটির নিচে, তাহলে আমাদের এতো আকাশ ছোঁয়ার স্বপ্ন কেন.!🖤🥀

আলহামদুলিল্লাহ রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা সেই আগের রূপে নতুন উদ্যমে ক্লাস শুরু হয়েছে। আজকের সমাবেশের কিছু স্থির...
11/09/2024

আলহামদুলিল্লাহ রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা সেই আগের রূপে নতুন উদ্যমে ক্লাস শুরু হয়েছে।
আজকের সমাবেশের কিছু স্থির চিত্র.🥰

#রাজশাহী_দারুসসালাম_কামিল_মাদ্রাসা

09/09/2024

এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে কয়জন??

জবাবে মুরুব্বী বললো ৪ জন। ৪ জনের মধ্যে কে কি করে? মুরুব্বীর উত্তর প্রথম টা ইঞ্জিনিয়ার, দ্বিতীয়টা এমবিএ পাস, তৃতীয়টা ব্যাচেলর শেষ করছে, চতুর্থটা চোর। মুরুব্বীকে আবারো বলা হলো ৪ নাম্বারটা চোর ওরে ঘর থেকে বের করে দেন। মুরুব্বী জবাবে বললো কি বলেন ওরে বেরা করে দিলে খাবো কি ?😐

ওই তো সংসার চালায়, বাকি ৩ টা বেকার।
এটাই বাস্তবতা.🙂

- সুন্দর চেহারা কখনো.!🍁- সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না.!🍁
18/08/2024

- সুন্দর চেহারা কখনো.!🍁
- সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না.!🍁

আলহামদুলিল্লাহ রাজশাহী দারুসসালাম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান,🍁 সকলের কাছে দোয়ায় দরখাস্ত,যেন সুন্দর ভাবে লেখাপড়া করত...
12/08/2024

আলহামদুলিল্লাহ রাজশাহী দারুসসালাম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান,🍁 সকলের কাছে দোয়ায় দরখাস্ত,যেন সুন্দর ভাবে লেখাপড়া করতে পারি, এবং নিজে সৎ মানুষ হয়ে অন্যদেরকে সৎ মানুষ হওয়ার আহ্বান জানাতে পারি,

শূন্যতার শহরে পূর্ণতা নেই.!🙂আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই.!💔
14/07/2024

শূন্যতার শহরে পূর্ণতা নেই.!🙂
আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই.!💔

একা বাঁচতে শিখো..! মানুষ সান্ত্বনা দিবে শান্তি না..!
20/06/2024

একা বাঁচতে শিখো..!
মানুষ সান্ত্বনা দিবে শান্তি না..!

আমার ছেলের বিয়ের জন্য আমি দুইটি শর্ত নিজের উপর আরোপ করেছিলাম :১. মেয়েকে পর্দা করতে হবে।২. বিয়েটি সামাজিকভাবে না হয়ে শারী...
13/05/2024

আমার ছেলের বিয়ের জন্য আমি দুইটি শর্ত নিজের উপর আরোপ করেছিলাম :

১. মেয়েকে পর্দা করতে হবে।
২. বিয়েটি সামাজিকভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।

আল্লাহর রাহমাতে তাঁর এমন এক বান্দা পেয়ে গেলাম, আমি যা বলেছি তিনি শুধু হাঁ বলেছেন, কোনো কথায় দ্বিমত পোষণ করেননি।

কথা ছিলো :

* মেয়ে দেখতে ছেলে, মা ও ছোট দুইবোন ছাড়া আর কেউ যাবে না।
* কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।
* গায়ে হলুদ হবে না।
* বাড়ি লাইটিং হবে না।
* আক্বদ অনুষ্ঠানে প্যাকেট হবে না।
* বিশাল অংকের মোহর হবে না।
* বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।
* আক্বদের পর বউ নিয়ে আসা হবে।
* যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও একটি লাকড়িও যাবে না।
* সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।
* বিয়ে উপলক্ষে মেয়ের বাবার একটি টাকাও খরচ হবে না।
* যে দিন আপনার মেয়ে এসে বলবে আব্বা! আমার শ্বশুর আমার ইযযাত রক্ষা করতে পারছেন না, সেদিন আপনি তার জন্য কাপড় পাঠিয়ে দেবেন।
* যে দিন আপনার মেয়ে এসে বলবে আব্বা! আমার শ্বশুর আমার খাবার দিতে পারছেন না সেদিন আপনি চাউলের বস্তা পাঠিয়ে দেবেন এর আগে নয়।

আলহামদুলিল্লাহ!
সবই পেয়ে গেলাম। আমি মেয়েকে কি দিচ্ছি এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তিনি একবারের জন্যও জানতে চাননি। উল্টে নিজে বললেন, আপনার ছেলের বউ আপনি কীভাবে সাজাবেন সেটি আপনাদের বিষয়।

এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। তারপরও কেউ কেউ অতি দরদী সেজে বিয়ের ভাঙানী দিতে এগিয়ে এসেছেন। কিন্তু দ্বীনকে অগ্রাধিকার দেয়াতে তার ভাঙানী কাজে লাগেনি। সব আমি এবং মেয়ের বাবা এমন এক সময় ঠিক করেছি যে সময় সমাজ চৌদ্দগোষ্ঠির অপেক্ষায় থেকে এবং তাদের পরামর্শে বিয়ে ভাঙছে ও গড়ছে।

[আমরা যারা আল্লাহ্'র সন্তুষ্টির জন্য বিবাহ করতে চাই, আমাদেরও এমন দৃঢ় প্রত্যয় রাখা উচিত।]

লিখেছেন : প্রফেসর আতাউর রহমান নাদভী
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)

Studio Vocal Records  হচ্ছে  আমার ভালোবাসার জায়গা  আমার সপ্ন পূরণের জায়গা  আমাদের সুযোগ করে দেওয়ার জন্য  ও পাশে থাকার জন...
04/05/2024

Studio Vocal Records হচ্ছে আমার ভালোবাসার জায়গা
আমার সপ্ন পূরণের জায়গা আমাদের সুযোগ করে দেওয়ার জন্য ও পাশে থাকার জন্য প্রিয় মোহাব্বতের Elias Hasan
ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম..!

Ghura ghuri 🫠🥀
13/04/2024

Ghura ghuri 🫠🥀

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Masum Parvaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share