09/10/2025
পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জা'মা'য়াতের মতবিনিময় সভা
ফেনী :
পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনী সদর উপজেলা জা'মা'য়াতে ইস'লা'মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আ'মী'র মাওলানা নাদিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামা'য়া'তে ই'স'লামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলার সাবেক আমীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য এ কে এম শামসুদ্দীন, ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সহ-সভাপতি আজিজুল করিম মোহরার, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, ছাত্র শিবিরের ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু, লেমুয়া ইউনিয়ন আ'মীর মুন্সি কামরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন পি.আর পদ্ধতি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচনী মাধ্যম। এর মাধ্যমে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি কার্যকর সংসদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।