Feni Live - ফেনী লাইভ

Feni Live - ফেনী লাইভ সত্য প্রকাশে আমাদের সাহসিকতা সবার উর্ধ্বে।

পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জা'মা'য়াতের মতবিনিময় সভাফেনী :পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনী সদর উপজেলা জা'ম...
09/10/2025

পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জা'মা'য়াতের মতবিনিময় সভা

ফেনী :
পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনী সদর উপজেলা জা'মা'য়াতে ইস'লা'মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আ'মী'র মাওলানা নাদিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামা'য়া'তে ই'স'লামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলার সাবেক আমীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য এ কে এম শামসুদ্দীন, ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।

এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সহ-সভাপতি আজিজুল করিম মোহরার, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ, ছাত্র শিবিরের ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু, লেমুয়া ইউনিয়ন আ'মীর মুন্সি কামরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন পি.আর পদ্ধতি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচনী মাধ্যম। এর মাধ্যমে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি কার্যকর সংসদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

09/10/2025

ব্রিটিশ যুগের বিধি-বিধানে দেশে অ'ন্যায় অ'বি'চার অ'শা'ন্তি বেড়েছে

ফেনী :
'ত'ও'হী'দভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আ'ন্দো'লন হে'য'বুত তও'হী'দের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ফেনীর ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূখ্য আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান।

তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও নিয়মেই আমাদের দেশ চলছে। এ কারনে সময়ের সাথে পাল্লা দিয়ে অ'ন্যা'য়, অ'বি'চার, অ'শা'ন্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মা'শু'ল দিচ্ছি। অন্যদিকে আ'ল্লা'হর দেওয়া জীবন'ব্যবস্থা প্রতিষ্ঠা করে রা'সু'ল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অ'ন্ধ'কারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে ম'স'জিদে যেত। আ'দা'লতে মাসের পর মাস অ'প'রাধ-সং'ক্রা'ন্ত মা'মলা আসত না।

ফেনী জেলা সভাপতি আবদুল ওয়াহেদ মামুন'র সভাপতিত্বে ও হে'য'বুত ত'ওহী'দের সদস্য তারিকুল ইসলাম সোহেল'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা হেযবুত তাওহীদের উপদেষ্টা নুরুল আবছার সোহাগ।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মূখ্য আলোচকের বক্তব্য শেষে সাংবাদিকগণ তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

09/10/2025

সোনাগাজীতে ফু'টপাত উ'চ্ছে'দে উপজেলা প্রশাসনের অ'ভি'যান 🔻

09/10/2025

'দেশের সব বিমানবন্দরে হঠাৎ সর্বোচ্চ স'ত'র্ক'তা জারি'
-বাসস

09/10/2025

শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছেন ৫ উপদেষ্টা
-গণ-অধিকারের রাশেদ খান

সোনাগাজীতে ফু'টপাত উ'চ্ছে'দে উপজেলা প্রশাসনের অ'ভি'যান 🔻
09/10/2025

সোনাগাজীতে ফু'টপাত উ'চ্ছে'দে উপজেলা প্রশাসনের অ'ভি'যান 🔻

09/10/2025

ফেনীতে ৭৪% টাইফয়েড ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সম্পন্ন

09/10/2025

জাতিসংঘ শা'ন্তি'র'ক্ষী বা'হি'নীর সদস্য ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
-রয়টার্স

09/10/2025

কোম্পানীগঞ্জে মায়ের ম'র'দে'হ ২০ ঘণ্টা আ'ট'কে রেখে ১২ শতক জমি ভা'গা'ভাগি

দোকানের বাহিরে উপ-দোকান...! বাজারের শৃঙ্খলা নষ্ট করে, যানজট সৃষ্টি করে এসব উপ-দোকান। মুল দোকানের মালিকগণ লোভে পড়ে এসব উপ...
09/10/2025

দোকানের বাহিরে উপ-দোকান...!

বাজারের শৃঙ্খলা নষ্ট করে, যানজট সৃষ্টি করে এসব উপ-দোকান।

মুল দোকানের মালিকগণ লোভে পড়ে এসব উপ-দোকানগুলোকে সুযোগ দেন।

ফেনী বড় বাজারের নিত্যদিনের চিত্র

Address

Feni
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Live - ফেনী লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Live - ফেনী লাইভ:

Share