Ꮮɪꜰᴇ ʟɪɴᴇ

  • Home
  • Ꮮɪꜰᴇ ʟɪɴᴇ

Ꮮɪꜰᴇ ʟɪɴᴇ ভালোবেসে পেইজটি ফলো দিয়ে রাখুন ��

Big shout out to my newest top fans! 💎 Rahul Mia71San Das04Kartik Ruhi Das[6Raj Seikh27Md. Masum Islam],Sanjit Sarkar04R...
26/07/2025

Big shout out to my newest top fans! 💎 Rahul Mia71San Das04Kartik Ruhi Das[6Raj Seikh27Md. Masum Islam],Sanjit Sarkar04Raj Das8:Litu SahahiPartha Sarathi Ghosh35Md MizanRaBn Mondal Roy98Prosad SarmaMaPradip Paul @সাকিল রাজ10Abhijit BoseanSatyajit Aparna Mishra19Sitaram Mandalj Md Monirul Islam22Rakesh Sk8:স্মৃতির রক্তচাপ00ডায়রি অফ হার্ট48রাদিয়াহ নূর জারাhoAmit Das00Narsimha Modi2048:Md Mizan], Bn Mondal, :2048:Santanu Roy], Prosad Sarma, Pradip Paul, সাকিল রাজ, Abhijit Bose, Satyajit Aparna Mishra, Sitaram Mandal, Md Monirul Islam, Rakesh Sk, স্মৃতির রক্তচাপ, ডায়রি অফ হার্ট, রাদিয়াহ নূর জারা, Amit Das, Narsimha Modi

Drop a comment to welcome them to our community, @ [122150376446070699:49210:]

25/07/2025

একটা গোটা জাতি হটাৎ ডিটেক্টিভ হয়ে গেল! কি চুলচেরা বিশ্লেষণ! হিরো কে, ভিলেন কে, কে পাবে অ্যাওয়ার্ড চলছে মিডিয়া ট্রায়াল!

এই দুর্ঘটনাটা যদি রাশিয়ায় না হয়ে বাংলাদেশে হতো তাহলে মূর্খের দলগুলো এতক্ষণে রাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে...
25/07/2025

এই দুর্ঘটনাটা যদি রাশিয়ায় না হয়ে বাংলাদেশে হতো তাহলে মূর্খের দলগুলো এতক্ষণে রাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিত যেমনটি আমরা সাম্প্রতিক দেখতে পেলাম মাইলস্টোন 🏫 স্কুল এন্ড কলেজে। বিমান সম্পূর্ণ শূন্যের উপরে ভাসে এখানে যান্ত্রিক ত্রুটির ফলে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর এটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ নয় বহি-বিশ্বের বিভিন্ন দেশে বিমান দুর্ঘটনা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মূর্খ গুলোর মত তারা রাস্তায় নেমে বলে না সম্পূর্ণ সরকারের দোষ। শুনতে খারাপ লাগলেও রবীন্দ্রনাথ ঠাকুর বহু পূর্বে বলেছিল "মূর্খের দেশে আবার কিসের ইউনিভার্সিটি,,। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় এটাই প্রমাণ করেন। যে জাতির লোকজন শুধু পড়াশুনা করে চাকরির জন্য নিজেকে বাঁচানোর জন্য দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য নয়।

🔥🔥অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্...
20/07/2025

🔥🔥অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ, হরলিকস,সাদা-কালো তিল,ড্রাগন ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে,বাদাম খাচ্ছে এবং সাথে সাদা-কালো তিল তো আছেই...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খে*য়ে ক্যাডার হবেন? ......

যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন !!শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভু...
16/07/2025

যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন !!
শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো !!ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকে না... কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো বানিয়ে নেয়ার জন্য... মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না !!যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন...
অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক... বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে... এটুকুই বা কয়জন গর্ব করে বলতে পারে !!ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না... আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না... কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে...
যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইলো না !!একটু এদিকওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না... কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়া জানতে হয়...
ধৈর্য ধরতে হয় !!ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না... ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মনের মতো করে মানিয়ে চলতে হবে... শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবন সুন্দর হবে !!এ জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না...
আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই পারফেক্ট... ভালোবাসতে হয় একটু কমতি দেখে... ভালোবাসতে হয় একটু খুঁত দেখে... পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো !!

Follow Life Line

10/07/2025

হালাল ইনকাম ও সততার সাথে চলা অনেক কঠিন 🕋

"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার ...
09/07/2025

"আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু 'আমার মানুষ' হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না।

আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে, সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম, আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না।

পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিলো, জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না, এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠাণ্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে।

একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম, আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো UNDO বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না।

হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না।

শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন - ছাড়াই মেনে নিয়েছি।

আমি মেনে নিয়েছি, হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয় - সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয়; জীবনের প্রয়োজনে, নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাওয়া ঠেকাতে।

আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই। কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলামঃ

দিনশেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্য দিকে, আমরা শুধু দেখি। আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী। আমরা নিজেকে মাঝি ভাবি। আমরা আসলে মাঝি নই, আমরা কখনোই মাঝি ছিলাম না।

নিজের জীবনটাকে প্রায়শই দর্শকের সারিতে বসে দেখতে হয়। দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না, কোনো কাহিনী বদলায় না, চলতে থাকে নিয়তির স্ক্রিপ্ট মেনে।

আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়টা চাইলেই অনেক লম্বা হতে পারতো। হ্যাঁ, 'চাইলেই'। কিন্তু স্রষ্টা কিংবা স্রষ্টার তৈরি করা মানুষ - কেউই তা চায় নি। বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরীচিকার পিছু ছুটে যাওয়ার মতো বোকামি আর হয় না। তাই কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়, শেষ করে দিতে হয়।

দিনশেষে অমোঘ সত্যি আসলে ওটাইঃ

No matter how much we try, no matter how much we want, no matter how much we pray for it... Some things are not meant to be! Some things are not meant to be!

And that's okay. That's absolutely okay.

আমার গোটা জীবন আমি ফ্রাঞ্জ কাফকার একটা কথা বুকে ধারণ করে বেঁচে আছি এবং বেঁচে থাকবো। সেই কথাটা দিয়েই লেখাটা শেষ করি।

“Everything you love will probably be lost but in the end, love will return in another way."

Follow Life Line

যে পুরুষ, একজন নারীর ভালোবাসা অর্জন করেছে, সে শুধু তার হাসিমুখ দেখেই থেমে থাকেনি। সে দেখেছে সেই নারীর রাগ, অভিমান, কষ্ট,...
05/07/2025

যে পুরুষ,
একজন নারীর ভালোবাসা অর্জন করেছে, সে শুধু তার হাসিমুখ দেখেই থেমে থাকেনি। সে দেখেছে সেই নারীর রাগ, অভিমান, কষ্ট, নীরব কান্না, ভাঙা মন, অব্যক্ত চাওয়া-সবকিছু।
নারী তার সবচেয়ে প্রিয় মানুষটির কাছেই সবচেয়ে বেশি অধিকার দেখায়, কারণ তার বিশ্বাস থাকে-“এই মানুষটা কখনো আমাকে নারী, কখনো হয় কোমলতায় মোড়ানো এক স্নেহময়ী, আবার কখনো রাগে আগুন হয়ে ওঠে।
কিন্তু এই রাগ বা অভিমান কখনোই ঘৃণা নয়-বরং এটা তার ভালোবাসারই আরেকটি রূপ।|

কারণ, একজন নারী কখনোই যাকে ভালোবাসে না, তার উপর এমন কিছু অনুভবই করে না।
তার রাগ মানে তার আগ্রহ, তার অভিমান মানেই অগাধ ভালোবাসা || হ্যাঁ, নারীদের মুড সুইং হয়-কখনো হেসে ফেলে, আবার হঠাৎ চুপ করে যায়।
কখনো খুঁটিনাটি বিষয়েও মন খারাপ হয়, আবার তুচ্ছ কিছুতেই আনন্দে ভরে ওঠে চোখ।

তাদের মন বোঝা কঠিন-তবে অসম্ভব নয় ||
শুধু দরকার একটু মনোযোগ, একটু সময়, আর সবচেয়ে বড় কথা-একটু হৃদয় দিয়ে তাকে অনুভব করার ইচ্ছা।

অনেক পুরুষ হয়তো ভাবে-“আমি কেন সবসময় সহ্য করবো? আমারও তো রাগ আছে, আমিও তো মানুষ!” ঠিকই, আপনি মানুষ,আপনিও কষ্ট পান আপনি চাইলে কঠোর হতে পারেন, চাইলেই তাকে দূরে সরিয়ে দিতে পারেন।

কিন্তু আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে একবার তার চোখের দিকে তাকান -সেখানে আপনি দেখতে পাবেন অগাধ ভালোবাসা, একটু ভয়, একটু নির্ভরতা, আর একটুখানি দিশেহারা ভরসা। আপনি চাইলে সেই নারীকে আরও ভেঙে দিতে পারেন, কিংবা চাইলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারেন-“ আমি আছি।” আপনি যদি সত্যিই
শক্তিশালী হন, তাহলে তা প্রমাণ হয় রাগ দেখিয়ে নয়, তাকে সান্ত্বনা দিয়ে, বুঝিয়ে , ভালোবেসে আগলে রেখে।

পুরুষেরা জানে-নারীর হৃদয়ে পৌঁছাতে কঠোরতা নয়, দরকার অশেষ ধৈর্য আর অকৃত্রিম ভালোবাসা।
নারীদের উপর জোর খাটিয়ে কিছুদিনের জন্য কিছু জেতা যায়, কিন্তু হৃদয় জয় করা যায় না। হৃদয় জয় করতে হয়-সহমর্মিতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সাহচর্য দিয়ে। একজন নারী তার ভালোবাসার পুরুষকে শুধুই ভালোবাসে না
তাকে আশ্রয় করে, প্রার্থনায় রাখে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে। যদি আপনি সেই পুরুষ হন, তাহলে সে আপনার জন্য পুরো পৃথিবী হয়ে উঠতে পারে। শুধু তার ভালোবাসাকে সম্মান দিন, বোঝার চেষ্টা করুন ||
আর কখনো কখনো... তার অভিমানগুলোকে ছোট ছোট চুমু দিয়ে ভেঙে দিন।

নারী কে জয় করার জন্য শুধু তাকে বোঝার মতো মন, এবং ভালোবাসার মতো বুক দরকার।
২০২৫ এ খাটি ভালোবাসার মানুষ পাওয়া বিরল, যদি পেয়ে যান তাহলে নিজের সর্বোচ্চ টা দিয়ে ধরে রাখুন|
Follow করুন Life Line

এই চাচার সাথে দেখা হলো বেইলি রোডে। মরিচ কিনতে গিয়েছিলাম। বললাম, চাচা, আমাকে দুই হালি মরিচ দেন। তিনি মৃদু হেসে বললেন, মা...
16/06/2025

এই চাচার সাথে দেখা হলো বেইলি রোডে। মরিচ কিনতে গিয়েছিলাম। বললাম, চাচা, আমাকে দুই হালি মরিচ দেন। তিনি মৃদু হেসে বললেন, মা, তুমি নিজেই নিয়ে নাও। আমি ভাবলাম আমাকে মা বললো?🙄

হাত দিতে একটু ভ 'য় লাগছিল, ভাবলাম মরিচের ঝা 'ল হাতে লেগে যাবে। তখন তিনি ধীরে বলে উঠলেন, আমি চোখে দেখি না মা।

এক মুহূর্তের জন্য স্ত 'ব্ধ হয়ে গেলাম। চোখে না দেখেও মানুষজনকে বি 'শ্বা 'স করে ব্যবসা করছেন তিনি। কতটা সা 'হ 'স, কতটা আস্থার জায়গা হলে একজন মানুষ এমনটা করতে পারেন?

আমরা তো অনেক সময়, অনেক বছর একসাথে কাটিয়েও কাউকে পুরোপুরি বি 'শ্বা 'স করতে পারি না। আর এই মানুষটা অচেনা পথচারীকেও চোখ বুজে বি 'শ্বা 'স করছেন।

বাস্তবতা থেকে নেওয়া

11/06/2025

"ভালোবাসার মানুষটা
পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক।
তুমি পাশে থাকলে, আমি বিশ্বজয় করতে পারি।”

____ _হুমায়ূন আহমেদ_______

সত্যিকারের ভালোবাসা, না কি শুধু সময় কাটানোর সম্পর্ক? পার্থক্য কীভাবে বুঝবেন?এই প্রশ্নটা আমাদের জীবনে অনেক সময় আসে। হয়তো ...
05/06/2025

সত্যিকারের ভালোবাসা, না কি শুধু সময় কাটানোর সম্পর্ক? পার্থক্য কীভাবে বুঝবেন?

এই প্রশ্নটা আমাদের জীবনে অনেক সময় আসে। হয়তো কারো সাথে কথা বলা শুরু হলো, প্রথমে সবকিছুই সুন্দর মনে হলো—সময়মতো ফোন, আদরভরা মেসেজ, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখা। কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগলো, সবকিছু যেন একপাক্ষিক। আপনি যতটা সিরিয়াস, সে ততটা নয়।

তাহলে বুঝবেন কীভাবে—এই সম্পর্কটা সত্যিকারের ভালোবাসার, না কি কেবল "time pass"?

✅ সত্যিকারের ভালোবাসার কিছু স্পষ্ট লক্ষণ:

👉 সে আপনার কথাগুলো মন দিয়ে শোনে।
👉 আপনার কষ্ট বা আনন্দ—সবকিছুতে সে নিজের একটা জায়গা তৈরি করে নেয়।
👉 আপনাকে নিয়ে ভবিষ্যতের প্ল্যান করে, আপনাকে তার জীবন ও সিদ্ধান্তে গুরুত্ব দেয়।
👉 সম্পর্কের ব্যাপারে ওপেন থাকে—পরিবার, বন্ধুবান্ধব সবাই জানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।(সবার জন্য প্রযোজ্য নয়)
👉 ঝগড়া হলেও সম্পর্ক ভাঙার ভয় দেখায় না, বরং ঠিক করার চেষ্টা করে।

❌ আর সময় কাটানোর সম্পর্কের লক্ষণ?
👉 সে কেবল তখনই খোঁজ নেয়, যখন তার সময় ফাঁকা থাকে বা কিছু দরকার হয়।
👉 সম্পর্কটা গোপন রাখে, কোনো দায় নিতে চায় না।
👉 আপনাকে বুঝতে চায় না—আপনার অনুভূতি, কষ্ট তার কাছে গুরুত্ব পায় না।
👉 প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজে নেই কোন ধারাবাহিকতা।
👉 বারবার আপনাকেই সন্দেহ হয়, যেন আপনি জোর করে সম্পর্কটা টেনে নিচ্ছেন।
👉 আমরা অনেক সময় নিজের ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে এমন কাউকে ধরে রাখি, যে নিজেই আমাদের ভালোবাসেনি কখনো।

এই ধরনের time pass সম্পর্ক আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়। নিজেকে ছোট মনে হয়, আত্মবিশ্বাস কমে যায়, ভালোবাসা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়।

তাই সময় থাকতে প্রশ্ন করুন নিজেকে:
"এই মানুষটা কি আমাকে সম্মান করে? ভালোবাসে, না কেবল আমার সময়টা দখল করে রাখছে?"

ভালোবাসা হলে তার প্রমাণ পাবেন কাজের মাধ্যমে—not just কথায়।
ভালোবাসা হলে সেখানে স্বচ্ছতা থাকবে, দায়িত্ববোধ থাকবে।
আর সময় কাটানো হলে থাকবে শুধু দ্বিধা, অনিশ্চয়তা, আর অপমান।

নিজের মূল্য বোঝান। আপনি কারও সময় কাটানোর মাধ্যম নন। আপনি এমন কারো সঙ্গী হওয়ার যোগ্য, যে আপনাকে ভালোবাসে হৃদয়ের গভীর থেকে।

আমাদের কিছুই ছিল না অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারায়, আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকি। আমাদের জন্ম হয়েছে খালি হাতে ...
01/06/2025

আমাদের কিছুই ছিল না অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারায়, আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকি। আমাদের জন্ম হয়েছে খালি হাতে মৃত্যুও হবে খালি হাতে,অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যায়।
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
আমি যে সত্যটি খুঁজছিলাম - এই সত্যটি মৃত্যু। তবু মৃত্যুও অন্বেষী। চিরকাল আমাকে খুঁজছে। তাই - আমরা শেষ পর্যন্ত দেখা করেছি। এবং আমি প্রস্তুত. আমি শান্তিতে আছি।
-----প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।

— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ꮮɪꜰᴇ ʟɪɴᴇ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share