ছাগলনাইয়া-নিউজ ২৪

  • Home
  • ছাগলনাইয়া-নিউজ ২৪

ছাগলনাইয়া-নিউজ ২৪ ঘটনা ঘটার সাথে সাথে আপনাদের পাশে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কর্তৃক পরিচালিত অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ১৭৯০০০ টাকাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার। পূর্ব ছাগল...
27/05/2025

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কর্তৃক পরিচালিত অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ১৭৯০০০ টাকাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার।

পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়াস্থ আসামী শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) পিতা-মো:শাহা আলমের এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ২৯ (উনত্রিশ) বোতল ও মাদক বিক্রয় লব্ধ বাংলাদেশি বিভিন্ন মানের মুদ্রায়-১,৭৯,০০০/-(একলক্ষ উনআশি হাজার টাকা) উদ্ধার ও জব্দ করেছে। উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) কে ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়েছে।

আসামী নামঃ শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১)-গ্রেফতার, পিতা- মোঃ শাহ আলম, সাং- পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়া , ৯নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
গোপন সংবাদের মাধ্যমে নিয়ে জানা যায়, সে দীর্ঘদিন দরে মাদকদ্রব্য ব্যবসায় জড়িত। সে বাজারে ও বিভিন্ন জায়গায় মোটরসাইকেল যোগে মাদক বিক্রি করতো।

গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মিনু আটক।ফেনীর নাজির রোড এক নাম্বার গলি (ডিসি ভবন) থেক...
12/05/2025

ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মিনু আটক।
ফেনীর নাজির রোড এক নাম্বার গলি (ডিসি ভবন) থেকে ২ ঘন্টা অভিযান চালিয়ে নিজ বাসা থেকে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মিনুকে গ্রেফতার করেছে পুলিশ - ডিবি।
১২/৫/২০২৫

ছাগলনাইয়ায় বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামে আজ দুপুরে বজ্রপাতে লক্ষীপুর থেকে ধান কা...
03/05/2025

ছাগলনাইয়ায় বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত

ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামে আজ দুপুরে বজ্রপাতে লক্ষীপুর থেকে ধান কাটার কাজে এসে ভাসমান কৃষি শ্রমিক নিহত । নাম বেলাল । গ্রাম-চরবসু বাদামতলী, কমলনগর, লক্ষীপুর ।
৩/৫/২০২৫

শোক সংবাদছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ফয়েজ আহমেদ বিএ এর ছেলে এবং পৌরসভার সাবেক মেয়র এম মোস্তফার ভাতিজ...
26/04/2025

শোক সংবাদ
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ফয়েজ আহমেদ বিএ এর ছেলে এবং পৌরসভার সাবেক মেয়র এম মোস্তফার ভাতিজা মঈনুল হাসান আজ সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

09/04/2025

শ্মশান ঘাট উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলনে করে ছাগলনাইয়া উপজেলায় বাঁশপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়। বিস্তারিত ভিডিও তে দেখুন

একটা হারানো বিজ্ঞপ্তি!পাঠাননগর কাতালিয়া রোড়স্থ, সোহান মোলোবি বাড়ির মোঃ এরশাদের ছেলে মাহির আজ সন্ধ্যা ৭ টার থেকে খুঁজে পা...
21/03/2025

একটা হারানো বিজ্ঞপ্তি!

পাঠাননগর কাতালিয়া রোড়স্থ, সোহান মোলোবি বাড়ির মোঃ এরশাদের ছেলে মাহির আজ সন্ধ্যা ৭ টার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বয়স ১২-১৩ বছর।

কেউ সন্ধ্যান পেলে নিম্নোক্ত ঠিকানা যোগাযোগ করার অনুরোধ করা হলো-
মোবাইল: 01871-645814
অথবা: 8019-32098857
ঠিকানাঃ কন্ট্রাক্টর মসজিদ (মোল্লা চটপটি হাউস দোকান)।

21/03/2025

থানা থেকে বের হয়ে নিজেক নির্দোষ দাবি করে আবদুল মোমিনের সংবাদ সম্মেলন।

গরু চুরির মামলায় ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন আটক। খবর নিয়ে জানা যায় পূর্ব দেবপুর গ্রামের ...
21/03/2025

গরু চুরির মামলায় ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন আটক।

খবর নিয়ে জানা যায় পূর্ব দেবপুর গ্রামের জনৈক নবীর ৫টি গরু সম্প্রতি চুরি হয়। এ ব্যাপারে নবীর পুত্র সাইফুল বাদি হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করে।
পরে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে চোরাই ২টি গরু সহ মহামায়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিনকে আটক।
উল্লেখ্য আবদুল মোমিনের নামে এলাকায় আরও আগে থেকে চাঁদাবাজি, চুরি ও চোরাচালানের অভিযোগ রয়েছে।

**একটি মানবিক আকুল আবেদন**আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,আশা করছি সকলেই ভালো আছেন।ইতোমধ্যেই আপনারা অনেকেই জেনেছেন এবং ...
12/03/2025

**একটি মানবিক আকুল আবেদন**

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আশা করছি সকলেই ভালো আছেন।
ইতোমধ্যেই আপনারা অনেকেই জেনেছেন এবং দেখেছেন। প্রয়াত আজিজুল হক মাস্টারের একমাত্র ছেলে *আশরাফুল ইসলাম লিমন* ছাগলনাইয়া পাঠানগড় মারাত্মকভাবে সিএনজি এক্সিডেন্টে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসারত আছেন। সর্বশেষ ডাক্তারের সাথে আলোচনা করে জানা গেছে লিমনের ডান হাত খুব বাজে ভাবে নষ্ট হয়ে গেছে। হাত রাখার সম্ভাবনা নাই বললেই চলে। এমতাবস্থায় খুবই উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই আমরা দেশে-বিদেশে যে যেখান থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেই।
নিচে বিকাশ ও ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া হলো। সাধ্যানুযায়ী সকলের সহযোগিতা কামনা করছি।

★মো. ফারুক।
01840135988 ( বিকাশ, পার্সোনাল)

★সাইফুল ইসলাম শুভ।
01517128022 (বিকাশ, নগদ, রকেট)
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট: 7017338286436 (Account Name: Md. Saiful Islam )

★নজরুল ইসলাম। 01842001313 (বিকাশ,নগদ,রকেট)
ইসলামি ব্যাংক: 20503396700247513
(Account Name: Md. Nazrul Islam Mazumder)

বিএসটিআই এর লাইসেন্স না থাকা, খাবারে কৃত্রিম রং ব্যবহার করা, অপরিছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ছাগল...
12/03/2025

বিএসটিআই এর লাইসেন্স না থাকা, খাবারে কৃত্রিম রং ব্যবহার করা, অপরিছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ছাগলনাইয়া বাজারের মৌবন রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

শোক সংবাদ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ভূইয়া বাড়ির বাসিন্দা সাবেক ফুটবল খেলোয়াড় এসএসসি ৯৬ ব্যাচ শিক্ষার্...
12/03/2025

শোক সংবাদ
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ভূইয়া বাড়ির বাসিন্দা সাবেক ফুটবল খেলোয়াড় এসএসসি ৯৬ ব্যাচ শিক্ষার্থী তারেক ফয়সল রিকা (৪৫) আজ বুধবার সকালে নিজ কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় বঙ্গোপসাগরে জাহাজে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।
১২/৩/২০২৫ইং

ছাগলনাইয়া সিএনজি পাম্পের সামনে এক্সিডেন্ট মেয়েটি গুরুতর আহত পরিচিত লোক থাকলে যোগাযোগ করুন
05/03/2025

ছাগলনাইয়া সিএনজি পাম্পের সামনে এক্সিডেন্ট মেয়েটি গুরুতর আহত পরিচিত লোক থাকলে যোগাযোগ করুন

Address


Alerts

Be the first to know and let us send you an email when ছাগলনাইয়া-নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share