
27/05/2025
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কর্তৃক পরিচালিত অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ১৭৯০০০ টাকাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার।
পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়াস্থ আসামী শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) পিতা-মো:শাহা আলমের এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ২৯ (উনত্রিশ) বোতল ও মাদক বিক্রয় লব্ধ বাংলাদেশি বিভিন্ন মানের মুদ্রায়-১,৭৯,০০০/-(একলক্ষ উনআশি হাজার টাকা) উদ্ধার ও জব্দ করেছে। উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) কে ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়েছে।
আসামী নামঃ শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১)-গ্রেফতার, পিতা- মোঃ শাহ আলম, সাং- পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়া , ৯নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী।
গোপন সংবাদের মাধ্যমে নিয়ে জানা যায়, সে দীর্ঘদিন দরে মাদকদ্রব্য ব্যবসায় জড়িত। সে বাজারে ও বিভিন্ন জায়গায় মোটরসাইকেল যোগে মাদক বিক্রি করতো।
গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।