পার্শ্ব শিক্ষক বার্তা

  • Home
  • পার্শ্ব শিক্ষক বার্তা

পার্শ্ব শিক্ষক বার্তা WE THE FACE OF ALL PARA-TEACHERS PARSHOW SHIKSHAK BARTA is the face of all the para-teachers of west bengal.

দেখুন আমরা "পার্শ্ব শিক্ষক বার্তা"র তরফে যখন কোন বিষয়ে ১০০% কনফার্ম হই ,তখনই সেটা আপনাদের সকলের জ্ঞাতার্থে তুলে ধরি।আবা...
02/12/2025

দেখুন আমরা "পার্শ্ব শিক্ষক বার্তা"র তরফে যখন কোন বিষয়ে ১০০% কনফার্ম হই ,তখনই সেটা আপনাদের সকলের জ্ঞাতার্থে তুলে ধরি।
আবারো বলছি আমরা ১০০ শতাংশ নিশ্চিত আমাদের বড় ধরনের বেতন বৃদ্ধি নিশ্চিত হচ্ছেই এবং সেটা শীঘ্রই আমরা জানতে পারবো সকলেই,,,,,,,
দেখুন আজকের (০২/১২/২০২৫) বর্তমান পত্রিকা পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমান পত্রিকা জানিয়েছে পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের ৯২ হাজার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের শীর্ষস্থান স্তরে আলোচনা হয়েছে।।।।
আজকের বর্তমান পত্রিকার পেপার কাটিং নিচে তুলে ধরলাম।।।।।।

30/11/2025

নির্ভরযোগ্য এক সূত্র মারফত জানতে পারলাম শাসকপন্থী সংগঠনের কার্যকরী সভাপতি মাননীয় জীবন কুমার দাস মহাশয় নিঃশব্দে আমাদের বেতন বৃদ্ধি জন্য উনার নিজের প্রচেষ্টা জারি রেখেছেন।

উনি আজও (৩০/১১/২০২৫) ছুটে গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর দরবারে। ওখানে খুব ভালো ও সদার্থক আলোচনা হয়েছে যার সুফল আমরা পার্শ্ব শিক্ষকরা তাড়াতাড়ি পেতে চলেছি।🙏

তাই এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে, আমরা পার্শ্বশিক্ষক বার্তার তরফে সম্পূর্ণরূপে নিশ্চিত আমাদের বেতন বৃদ্ধি হচ্ছেই এবং সেটা আসন্ন।।।।।।।
আমাদের বেতন বৃদ্ধি এবং পেশাগত মান উন্নয়নের জন্য জীবন কুমার দাস মহাশয়ের এই নিঃশব্দ প্রচেষ্টার জন্য উনাকে পার্শ্ব শিক্ষক বার্তার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।।।।।।

সেই সঙ্গে বঞ্চিত মঞ্চের যোদ্ধারাও আমাদের বেতন বৃদ্ধির জন্য আপ্রাণ প্রয়াস করে চলেছেন ও চেষ্টা জারি রেখেছেন,,,,,
আশা রাখি এই দ্বিমুখী প্রয়াসের ফলে আগামী ডিসেম্বর মাসেই আমাদের বেতন বৃদ্ধি অনেকটাই নিশ্চিত ।👏
আমরা চাই এইভাবেই আমাদের বেতন বৃদ্ধির জন্য সকলের প্রচেষ্টা জারি থাকুক এবং আমরা যেন আবার নতুনভাবে বেঁচে উঠার রসদপাই।।।।

তবে বেতন বৃদ্ধির গন্ধ পেলে অনেকই এর ক্রেডিট নেওয়ার জন্য আসরের ঝাঁপিয়ে পড়বে। এইসব পরজীবীদের থেকে দূরে থাকবেন এই অনুরোধটুকু রইলো।👏

গত ৫ই নভেম্বর আমরা পার্শ্ব শিক্ষক বার্তার তরফে আপনাদের জানিয়ে ছিলাম ক্ষীন হলেও ডিসেম্বর/ জানুয়ারী মাসে অর্থাৎ ভোটের আগ...
21/11/2025

গত ৫ই নভেম্বর আমরা পার্শ্ব শিক্ষক বার্তার তরফে আপনাদের জানিয়ে ছিলাম ক্ষীন হলেও ডিসেম্বর/ জানুয়ারী মাসে অর্থাৎ ভোটের আগেই পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সবারই বেতন বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে।
বর্তমান পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে।।।

প্রথমেই আমরা অভিনন্দন জানাই পার্শ্ব শিক্ষক বার্তার তরফে বঞ্চিত মঞ্চের নেতৃত্বদের আমাদের বেতন বৃদ্ধির লক্ষ্যে উনাদের অদম্য লড়াইয়ের জন্য👏....
🔯 আজ বঞ্চিত মঞ্চের নেতৃত্ব মাননীয় মনোরঞ্জন বাবু, মাননীয় শামীম বাবু, মাননীয় নাজমুল হক লস্কর বাবুরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন।।।। শিয়ালদাহ স্টেশন থেকে পার্শ্ব শিক্ষক সহ বঞ্চিত শিক্ষকদের মিছিল শুরু হয় এবং সেটা ধর্মতলার ওয়াই চ্যানেলে পর্যন্ত এগোতে পুলিশ অনুমতি প্রদান করেন। ডেরিনা ক্রোসিন অবরুদ্ধ হয়ে পড়েছিল আজ,,,,, অতঃপর বঞ্চিত মঞ্চের নেতৃত্বরা নবান্নে ১৩ তলায় মুখ্য সচিব মাননীয় মনোজ পান্থের পিএ -এর নিকট দাবিপত্র প্রদান করেন এবং অফিসিয়ালি আলোচনায় বসেন।।।
এই আলোচনায় নবান্নের আধিকারিকগণ অফিসিয়ালি ভাবে জানিয়েছেন -- *" ফাইল অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা ও প্রাক্তন অর্থমন্ত্রী মাননীয় অমিত মিত্রর নিকটেই রয়েছে এবং ফাইলটি ইতিমধ্যে অমিত মিত্র মহাশয়ের টেবিল থেকে সিএমও দফতরে এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসেছিল।"*,,,, সেই সঙ্গে আরো জানিয়েছেন *"আমরা দেখছি অমিত মিত্র বাবুর সঙ্গে সঙ্গে কথা বলে কতদূর কি করা যায় এবং আমরা চেষ্টা করছি কি করে আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়া যায়"*,,,
🔯 এর পাশাপাশি আজ ( 21/11/25) পার্শ্বশিক্ষক হিতাকাঙ্খী নেতা মাননীয় সেলিম পাইক মহাশয় এবং মাননীয় বুবাই কোলে মহাশয়ের নেতৃত্বে সরকারি সংগঠনের প্রাক্তন কিছু নেতৃত্ব পার্শ্বশিক্ষক সহ সকল সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সেই আলোচনা থেকেও উঠে এসেছে খুব শীঘ্রই হয়তো আমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে।
উনাদেরও বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করার পার্শ্বশিক্ষক বার্তার তরফে হার্দিক সবুজ অভিনন্দন রইল।🙏
💥 অপরদিকে সরকারি সংগঠনের (খুব সম্ভবত ভেঙে যাওয়া) কার্যকরী সভাপতি মাননীয় জীবন কুমার দাস মহাশয় বেতন বৃদ্ধির জন্য কালীঘাটে উনার প্রচেষ্টা জারি রেখেছেন এবং প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। এই জন্য উনাকেও জানাই আন্তরিক অভিনন্দন।
*****আর একটা বিষয় না বললেই নয়- বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে অতি শীঘ্রই নতুন পার্শ্বশিক্ষক সরকারি সংগঠন ঘোষিত হতে চলেছে। আর যারা বিকাশ ভবনে গিয়েছিলেন হয়তো আগামীর নতুন সংগঠনের মুখ হিসাবে থাকতে পারেন।
➖➖➖➖➖➖➖➖➖
নিচে পার্শ্বশিক্ষক নেতৃত্ব সেলিম পাইক মহাশয়ের সাংগঠনিক বার্তাটা তুলে ধরলাম।
⤵️
***সাংগঠনিক বার্তা ------
প্রিয় সাথী,
আজ (21/11/25) সরকারি সংগঠনের প্রাক্তন কিছু নেতৃত্ব পার্শ্ব শিক্ষক সহ সকল SSM কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়ে বিকাশ ভবনে সর্বচ্চ পর্যায়ের আধিকারিক দের সাথে এক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়।
সেই আলোচনা থেকে আমরা জানতে পারি খুব শীঘ্রই আমাদের মৃত্যুসম যন্ত্রনার অবসান হতে চলেছে।
এই খুশির দিনের শুভক্ষণে ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , মাননীয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ও শিক্ষা দপ্তরের সকল আধিকারিকদের।
দিদির আশির্বাদ আমাদের উপর বর্ষিত হতে চলেছে। এ বিষয়ে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। সরকারের নিজস্ব একটি পলিসি থাকে সেই কারণেই হয়তো একটু দেরি হচ্ছে। তবে নতুন বছরে সবার মুখের হাসি চওড়া হবে এ বিষয়ে আজকের আলোচনার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। দিদির প্রতি ভরসা রাখুন, সরকারের পাশে থাকুন , ভুল পথে পা দিয়ে নিজেদের পরিবারগুলোকে শেষ করবেন না।🙏🙏🙏
দিদি তৃণমূল পার্শ্ব শিক্ষক শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
তৃণমূল পার্শ্ব শিক্ষক শিক্ষা সহায়ক সমিতির সকল সদস্যদের পরিবার এবং PBSSM এর সকল কর্মচারীদের কে অনেক অনেক শুভকামনা ও আগাম শুভেচ্ছা রইল।💚🙏🙏🙏💚🌹

যত দিন যাচ্ছে আমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা ক্ষীন থেকে ক্ষীনতর হচ্ছে। তবুও এই ঘোর অন্ধকারাচ্ছন্নতার মধ্যেও একটা সামান্য আ...
05/11/2025

যত দিন যাচ্ছে আমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা ক্ষীন থেকে ক্ষীনতর হচ্ছে।
তবুও এই ঘোর অন্ধকারাচ্ছন্নতার মধ্যেও একটা সামান্য আশার আলো যে, আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের সকলেরই বেতন বৃদ্ধি হতে চলেছে --কালিঘাট এবং নবান্নের উপর মহলের সূত্র মোতাবেক।
যদি ডিসেম্বরের মধ্যে আমাদের বেতন বৃদ্ধি না হয় তবে ধরে নেবেন এই জামানায় আর আমাদের বেতন বৃদ্ধি হবে না।

তবে সকলকে অনুরোধ অবশ্যই আপনারা ভাষার শালীনতা বজায় রেখে রাস্তার আন্দোলনে শামিল হন,,,,,,,
তবে কোনমতেই ঐ চিটিংবাজ হাতুড়ে এনজিও ব্যবসায়ীর ফাঁদে পা দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।।।।🙏

পার্শ্ব শিক্ষকদের অন্যতম লড়াকু সৈনিক সৈকত ব্যানার্জী আজ আর আমাদের মাঝে নেই। খবরটি সকালে যখন শুনলাম মন থেকে মেনে নিতে কষ...
02/11/2025

পার্শ্ব শিক্ষকদের অন্যতম লড়াকু সৈনিক সৈকত ব্যানার্জী আজ আর আমাদের মাঝে নেই। খবরটি সকালে যখন শুনলাম মন থেকে মেনে নিতে কষ্ঠ হচ্ছিল, অনেক্ষন বাকরুদ্ধ হয়ে ছিলাম। মাত্র 37 বছর বয়সে ওকে চলে যেতে হলো। ওর পরিবারের সকলের প্রতি সমবেদনা রইল।
ওর একটি ছোট বাচ্চা, ওর স্ত্রী আর মা রয়েছেন। ওই একমাত্র রোজগারে ছিল। দীর্ঘদিন যাবত অসুখে ভুগছিলেন। চিকিৎসা করাতে গিয়ে প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। এখন ওর পরিবারটি যাতে কিছুটা বাঁচার রসদ পায় তার জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে।
রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এর কাছে একান্ত অনুরোধ সৈকত ব্যানার্জী এর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জীর Phone pay Number 6291716598, এই নম্বরে আর্থিক সহায়তা করে সৈকত ব্যানার্জী এর পরিবারের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করব।
🙏🙏🙏

11/10/2025

আজ সারাদিন পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন গ্রুপে নিচের লিখাটি ভাইরাল,,,, ডাক্তার বাবু এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মান্যবর সালামবাবু,,

আপনার দিল্লি থেকে শেষ লাইভ বার্তা ছিলো আপনার আর একটা ওয়ার্কিং ডেজ দরকার। সেইমত আপনি কয়েকজনকে নিয়ে ৪ই আগস্ট নবান্নে গেলেন। দেবাঞ্জন বাবুর কথানুযায়ী ওই দিন একটা নতুন মহিলার দরকার ছিলো, কিন্তু দূর্ভাগ্য যে নতুন মহিলা নিয়ে যেতে পারেন নি। আচ্ছা সালামবাবু দেবাঞ্জন বাবুর হঠাৎ নতুন মহিলার প্রয়োজন কেন হলো এটা ঠিক বোধগম্য হলনা। কোর কমিটির পাঞ্চালি বা তন্দ্রিমা ম্যাডামদের আর কি পছন্দ হচ্ছেনা?? যাই হোক এই বিষয় এই পর্যন্ত আপাতত থাক।

নবান্ন বেরিয়ে আপনারা ভিডিও বার্তা দিলেন। আপনি প্রথম বার্তা দিলেন, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ একদমই জিরো মনে হলো। গোমড়া মুখে অনেক কথার মাঝে সার কথাটিই বললেন যে যা করবেন মাননীয়াই করবেন,তবে কবে করবেন আপনি তা জানেন না। সালামবাবু আপনার এই কথা খুবই হাস্যকর। কেননা এটা তো সবাই জানেন। এই কথার মধ্যে নতুনত্ব কিছু আছে কি?? আপনার এই কথা বাদ দিয়ে আপনি চারমাস পিছনে ফিরে যান। গত চারমাস আপনার লাইভবার্তা, ভিডিও বার্তা, সোস্যাল মিডিয়ায় লেখাগুলো একবার স্মরন করুন। আপনি কি কি বলেছিলেন, আর আজ নবান্নে থেকে বেরিয়ে যা বললেন তার কোনো মিল আছে কি?? দেখুন তো মিল পান কিনা??

(১)--বারুইপুর একটাকার বাড়ীতে বলেছিলেন খুব বেশি সময় নেবনা। মাত্র দুটো সমাবেশেই সমাধান। তারপর দুটো প্রেস কনফারেন্স, ভারতসভা হল, বৌদ্ধমন্দির হল আরো কত কি জাকজমক জৌলুশ আড়ম্বরি।

(২) বারইপুর উড়ালপুলের নীচে দক্ষিন ২৪ পরগনা জেলা সম্মেলনে বুক ফুলিয়ে বলেছিলেন ৩০ শে এপ্রিলের মধ্যে জিও। পারলে নিজের বক্তব্য একবার শুনে নেবেন।

(৩)-- এপ্রিল গেলো, মে মাস এলো। ১০ তারিখে হাইকোর্টের সামনে থেকে লাইভ করে বললেন পিটি বন্ধুরা সেলিব্রেশন করুন, আনন্দ উপভোগ করুন। ১২ থেকে ১৫ তারিখের মধ্যে হয়ে যাবে। ১৫ তারিখ পার হয়ে গেলে বললেন মে মাসের ৩১ তারিখের মধ্যে। মনে পড়ে কি??

(৪)-- মে মাস গেলো। জিওর ললিপকে সামনে রেখে জুন মাসের ৯ তারিখে হঠাৎ আপনার ফুল মিস্টির প্রয়োজন হলো। শিয়ালের কুমির ছানা দেখানোর মত কি একটা কাগজ দেখিয়ে বলেছিলেন জুন মাসেই জিও। মনে পড়ে কি??

(৫)--জুন গেলো, জুলাই এলো। কটা ডেট দিয়েছিলেন,দয়া করে নিজের লাইভ, ভিডিও বার্তা গুলো দেখুন। এবং জুলাই মাসকে নিয়ে বলেছিলেন চলতি মাসের শেষ সপ্তাহে জিও বেরিয়ে যাবে। তারপর বললেন আগস্টের প্রথম সপ্তাহ। আর আজ নবান্নে থেকে বেরিয়ে বললেন মাননীয়া যেদিন করবেন, সেদিন হবে, এতো মানুষ কেন জন্তু জানোয়াররাও জানে। তাই আজ আপনার কথা হাস্যকর, অবান্তর নয় কি?? কোথায় গেলো আপনার দাবাং মানসিকতা?? কোথায় গেলো সুন্দরবনের বাঘের গর্জন?? কোথায় গেলো আপনার ক্ষমতার আস্ফালন??

এগুলো ছাড়া, আপনার চোখের পলক, নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব, নৌকা তীরে ভেড়ানো, গোল হয়ে গেছে, এবার রেফারি বাঁশি বাজাবে, মুখ্যমন্ত্রী চারবার বৈঠক করেছেন, অনুমোদন হয়ে গেছে, ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে, ইত্যাদি ইত্যাদি। মনে করে একবার দেখুন কিভাবে ভাঁওতা ও বাতেলা মেরেছিলেন। আজ দিনের আলোর মত পরিস্কার হয়ে গেলো রমিউল, মইদুল, সেলিম পাইক এদের থেকে আপনিও কোনো অংশে কম নন।

সর্বপরি আপনি যাদের নিয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন,আজ তারা আপনার কাছে ব্রাত্য। একবারও ভেবে দেখেছেন এই সমস্ত অসহায়, দরিদ্র পিটিরা গাঁটের পয়সা খরচ করে আপনার একের পর এক কর্মসূচি সফল করেছেন, আর আজ তাদের দূরে ঠেলে দিয়ে নতুন নতুন মুখের সন্ধান করছেন?? তাদের অপরাধ কোথায়, তারা আপনার মুখের উপর সত্য কথা বলে তাই রোমিউলের মতো স্বৈরাচারি শুরু করেছেন?? এই আপনার সমাজ সেবার নিদর্শন?? মনে রাখবেন আপনার সাধের ptwo অচিরেই ধ্বংস হয়ে যাবে,যার প্রতিফলন আজ থেকে গ্রুপে গ্রুপে শুরু হয়ে গেছে।আপনার সহাই ফাউন্ডেশনের নামে গ্রুপ খুলে সেখানে পিটিদের এ্যাড করে কোন মহৎ কাজ করছেন একটু বলবেন কি??

প্লিজ সালামবাবু আপনি এবার থেমে যান। আপনার প্রচার পাওয়ার দরকার ছিল, সেটা আপনি পেয়ে গেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছেন, যে কোনো সময় বিস্ফোরন ঘটে যাবে। কেউ আপনাকে বাঁচাতে পারবেনা। আপনার ক্ষমতা সবাই জেনে গেছে। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত??

04/10/2025
আপনারা সকলেই জানেন যে গতকাল (২৫/০৯/২০২৫ )সন্ধ্যা নাগাদ দলের দলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের...
26/09/2025

আপনারা সকলেই জানেন যে গতকাল (২৫/০৯/২০২৫ )সন্ধ্যা নাগাদ দলের দলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি নির্দেশক্রমে দলের শিক্ষাসেলের অধ্যাপক এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা ও রাজ্য স্তরের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
তবে দলের এই নির্দেশিকায় পার্শ্ব শিক্ষক সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি"র নাম নেই।

এতে এতদিন যিনি পার্শ্ব শিক্ষক সংগঠনের মাথায় জগদ্দল পাথর হিসাবে বসে রয়েছেন, যার সাকসেস রেসিও বিগ জিরো,,, সেই জগদ্দল পাথর সভাপতি এবং তার অনুগামীদের খুশি হওয়ার কোনো জায়গা নেই।।
কারণ দলের কাছে এই সংগঠনের কোন প্রকার অনুমোদনই নেই।

বাকি তিন সংগঠনের জেলা কমিটি ও রাজ্য কমিটি তৃণমূলের শিক্ষাসেলের রাজ্য চেয়ারম্যান তথা শিক্ষা মন্ত্রীর ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছিল কিন্তু পার্শ্ব শিক্ষক সংগঠনের নাম শিক্ষাসেলের চেয়ারম্যানের ফেসবুক হ্যান্ডেলে অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হয়নি বরং ওটা পার্শ্ব শিক্ষক সমাজের কাছে সবচাইতে নিকৃষ্ট ও গ্রহণযোগ্যতাহীন সভাপতি রোমিউল ইসলাম শেখ নিজে ঘোষণা করেছিলেন।

তাই যে সংগঠন দল ঘোষণা করেনি, সেটা দল ভেঙে দেওয়া প্রয়োজন মনে করে না।।।।

এই জগদ্দল পাথর সাদৃশ্য সভাপতির পার্শ্ব শিক্ষক সংগঠনটা দলের অনুমোদনহীন পুরোপুরি একটা পকেট সংগঠন বলে আজ প্রমাণিত হলো।।।।।

নির্ভরযোগ্য সূত্রের খবর জগদ্দল পাথর সাদৃশ্য অপয়া সভাপতি কে সরিয়ে দিয়ে দীর্ঘ আট বছর পর
পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

18/09/2025

শাসকপন্থী সংগঠনের রাজ্য সভাপতি রমিউল ইসলাম সেখের ফেসবুক পেজ থেকে:--
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
পার্শ্বশিক্ষক সহ অন্যান্য চুক্তিভিত্তিক দের এখন একটাই মনে প্রানে অভিলাষ, অতি দ্রুত ভাতা বৃদ্ধি হোক। 7 বছর ধরে একই ভাতায় সংসার চালাতে আমরা আজ হতদরিদ্র।
সাংগঠনিক ভাবে আমরা আমাদের কাজ করেছি। শিক্ষাদপ্তর ও যথেষ্ট সহানুভুতিসম্পন্ন এবং সমস্ত ছাড়পত্র আমাদের পক্ষে। এখন কোষাগারের সবুজ সংকেতের অপেক্ষায়।
গত 16/9/2025 মঙ্গলবার পার্শ্বশিক্ষকসহ অন্যান্যদের আর ও কিছু দাবী মাননীয় সচিব গ্রহণ করেছেন। যেগুলো আমাদের সামাজিক সম্মান অক্ষুন্ন রবে।
1. M.L. বছরে 10 থেকে 15 টি করে 5 বছর সঞ্চয়।
2. বৈবাহিক সূত্রে কর্মরত মহিলা পার্শ্বশিক্ষিকাদের Transfer চালু।
3. Special C.C.L. চালু ।
4. Service Book with Service Rules চালু।
5. Member of Staff Council and Academic Council.
6. Invigilation Duty in M.P. and H.S. Exams.
7. 5 Lakhs Terminal Benefit for Deceased family members of S.S.K. and M.S.K. Teachers.

বাংলা ও বাঙালির উপর বিজেপি শাসিত সরকারের আক্রমণের বিরুদ্ধে বাংলা ভাষার উপর বিজেপির রাষ্ট্রীয়ভাবে আগ্ৰাসন ও আঘাতের প্রতি...
27/07/2025

বাংলা ও বাঙালির উপর বিজেপি শাসিত সরকারের আক্রমণের বিরুদ্ধে বাংলা ভাষার উপর বিজেপির রাষ্ট্রীয়ভাবে আগ্ৰাসন ও আঘাতের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মূল শাখা সংগঠনগুলোর যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে তা অনুসারে ২৯ ও ৩০শে নভেম্বর গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু স্যারের পথনির্দেশনায় WBTPSMS-এর রাজ্য সভাপতি রমিউল ইসলাম সেখ এবং রাজ্য কার্যকরী সভাপতি জীবন কুমার দাস এর নেতৃত্বে ধর্ণা কর্মসূচি পালন করবে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক,SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি।

তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু জিন্দাবাদ 💚
অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ 🙏💚
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ✊💚
জননেত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ ✊💚

জয় বাংলা 💚
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚
WBTPSMS জিন্দাবাদ 💚


গতকাল ( 24/07/2025 ) দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে দলীয় সমস্ত শাখা সংগঠনের রাজ্য সভাপতি ও কার্যকরী সভাপতিদের নিয়ে বাং...
25/07/2025

গতকাল ( 24/07/2025 ) দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে দলীয় সমস্ত শাখা সংগঠনের রাজ্য সভাপতি ও কার্যকরী সভাপতিদের নিয়ে বাংলা ভাষা ও বাঙালিদের আপমানের প্রতিবাদের ধরনা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

# # এই প্রথম শাখা সংগঠন হিসেবে দলের রাজ্যস্তরীয় এই আলোচনায় আমাদের সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি"র রাজ্য সভাপতি মাননীয় রমিউল ইসলাম সেখ এবং রাজ্য কার্যকরী সভাপতি মাননীয় জীবন কুমার দাস মহাশয়কে আমন্ত্রণ করায় আমারা সাংগঠনিকভাবে আপ্লুত।

# # এছাড়া সাংগঠনিক আলোচনার ফাঁকে আমরা আমাদের অভিভাবক তথা শিক্ষামন্ত্রী মাননীয় ব্রত্য বসু মহাশয়ের সঙ্গে আমাদের পেশাগত উন্নয়নের বিষয়ও আলোচনা করেছি।
# # এই প্রথম দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে আমাদের সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির সাংগঠনিক ভাবে বসার জন্য ঘর প্রদান করা হয়েছে এবং ঐদিন আমাদের জন্য দলীয় ভাবে বরাদ্দকৃত ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়।
এরজন্য সাংগঠনিক ভাবে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারপার্সন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দোপাধ্যায় ও মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়কে।🙏🙏🙏

২১শে জুলাই শহীদ দিবসে "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির"  মহামিছিলের একটি খণ্...
23/07/2025

২১শে জুলাই শহীদ দিবসে "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির" মহামিছিলের একটি খণ্ডচিত্র দলীয় মুখপত্র জাগোবাংলা পত্রিকায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্শ্ব শিক্ষক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share