পার্শ্ব শিক্ষক বার্তা

  • Home
  • পার্শ্ব শিক্ষক বার্তা

পার্শ্ব শিক্ষক বার্তা WE THE FACE OF ALL PARA-TEACHERS PARSHOW SHIKSHAK BARTA is the face of all the para-teachers of west bengal.

একটু ভাবুন """"""""""""""""""""""""বিদেশি ফান্ড সংগ্রহের নেশায় দশ হাজার পার্শ্বশিক্ষককে বুদ্ধ বানিয়ে সদস্য সংগ্রহের আশ...
19/05/2025

একটু ভাবুন
""""""""""""""""""""""""
বিদেশি ফান্ড সংগ্রহের নেশায় দশ হাজার পার্শ্বশিক্ষককে বুদ্ধ বানিয়ে সদস্য সংগ্রহের আশায় কোন এক অর্গানাইজেশনের কর্তাবাবু যার পেশা "*এনজিও র নাম করে ফান্ড সংগ্রহ"* পার্শ্বশিক্ষকদের বুদ্ধু বানাতে গিয়ে উনার আগের মতই " *ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে"* - এই সূত্রকে অন্যবারের মতোই কাজে লাগাতে গিয়ে ২০২১ সালের মাননীয়া মুখ্যমন্ত্রীর এক ভিডিও ফেসবুকে পোস্ট করে হিরো সাজতে গিয়ে আজ নিজেই এমন বুদ্ধু বনে গেলেন যে মুখ্যমন্ত্রীর আগের ভিডিওটা ঐ এনজিও কর্তাবাবু ওর facebook থেকে ডিলিট করতে বাধ্য হলেন।
দে তালি😄

19/05/2025

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি পুরানো ভিডিও কিছু গ্রুপে দেওয়া হয়েছিল । তিনি ( মিঃ X ) নাকি মাননীয়া কে বলার পর মাননীয়া আমাদের নিয়ে কথা বলেছেন বলে তিনি ( মিঃ X ) দাবি করলেন । কিন্তু এখন সেই ভিডিও টি তুলে নেওয়া হয়েছে ।

প্রশ্ন 1 . কেন ভিডিও দেওয়া হলো ? কেন তুলে নেওয়া হলো ?

প্রশ্ন 2. মিঃ X এর মনোভাব কি ?

প্রশ্ন 3. মিঃ X আদৌ কি14 তলে পৌঁচ্ছেন ?

মিথ্যে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না ।
না সাহায্য করতে পারেন করবেন না , 45000 এর আবেগ নিয়ে খেলা বন্ধ করুন ।

04/05/2025

✍️ একজন পার্শ্বশিক্ষকের কলমে
✴️✴️✴️বিষয়ঃ শ্রমিক, ও উপভোক্তা।।।✴️✴️✴️
সম্মানীয় সাথী,
পার্শ্ব শিক্ষক/ শিক্ষিকা গন
আপনাদের কাছে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আদান প্রদান করতে চাই এবং আপনাদের বিশেষ সিধান্ত গ্রহনের আবেদন রাখছি।।।
আপনারা প্রত্যকে অবগত আছেন যে বিগত বাম সরকারের আমলে আমরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যথাক্রমে ১হাজার /২ হাজারটাকা মাসিক ভাতার কাজে নিযুক্ত হয়েছিলাম,,,ছিলোনা কোনরুপ পেশাগত অন্যান্ন সুযোগ সুবিধা।।। সুতরাং,,,সেসময় নিজেদের পেশাগত স্বার্থে বিরোধী সংগঠন, এবং পাশাপাশি তৎকালীন শাষকপন্থী সংগঠন বিছিন্নভাবে লড়াই আন্দোলন করতেন। সময়ের কালক্ষেপে শাষকপন্থী সংগঠন,,,, আমাদের মতোন শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকা সত্ত্বেও,,,,, সিটু নামক শ্রমিক সংগঠনের আওতাভূক্ত করেন,,,,,, যেটা তাদের মতাদর্শ বিশ্বাসী শিক্ষক/ শিক্ষিকারা মেনে নেন,এমনকি আজও মেনে নিয়ে সিটু( একক আন্দোলন গ্রহনে) সংগঠনের নিয়ন্ত্রণে কর্মসূচি পালনও করেন। উল্লেখ্য সেই সময় বেশকিছু পি টি, যাদের অন্যতম এই মুহুর্তে ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বও বটে(দক্ষিণ২৪ পরগনার মানুষ,সাবেক তৃনমুল রাজ্যকমিটির সহ-সভাপতিও হিসাবে দাবী রাখেন) ,, তিনি মাঠে প্রান্তরে গলাফুলিয়ে চিৎকার করতেন,,,,, " আমরা কি শ্রমিক?
আমাদেরকে কেনই শ্রমিকের পরিচয় নিয়ে চলতে হবে???
আমি এর তিব্র প্রতিবাদ জানাই"...........।।।
আমি, একজন সাধারণ পি টি হিসাবে জীবনের পেশাগত সংগ্রামের ক্ষেত্রে তুলনামূলক " শ্রেণী সংগ্রামের " নিরিখে সিটু করনের প্রবক্তাদের সম্পূর্ণ সহমত না হলেও,,,,, কোথাও একটা সঙ্গতযুক্তি লক্ষ্য করি।।।।।।
কিন্তু,,,,,,,, আমি ঐ সকল মহাজ্ঞানী, মহামুনি দের কাছে কতকগুলো প্রশ্ন, এবং কর্মরত সাধারণ শিক্ষকদের কাছেও সঠিক দিশার আশা রাখি,,,,,।
প্রথমতঃ সম্প্রতি লক্ষ্য করলাম,,,,আবারও একটা পি টি সংগঠন আবির্ভূত হলো।যদিও স্বাধীন দেশে,গনতান্ত্রিক পরিকাঠামোয় সকলের নিত্য-নতুন সংগঠন, কমিটি রুপায়নের পূর্ণ অধিকার সংবিধান দিয়েছে।

প্রশ্নটা হলো,,,,, আবার এই মুহুর্তে কি এমন সাংগঠনিক সংকোট, ও শূন্যতা দেখা দিলো,, যেখানে নতুন একটা সংগঠন করতে হবে????
আবার,,,,,সেটা সরকার পন্থী, নাকি বিরোধী সে বিষয়ে পরিস্কার কোন রুপরেখাও নেই,,,,,বলা যেতে পারে যাদের অবস্থান পুরোপুরি ভাসমান অবস্থায়।।।।
এবং,,,,, সংগঠন টি কেনই বা ওয়েলফেয়ার পরিকাঠামোয় নিয়ে আসা হলো?????
*️⃣*️⃣*️⃣*️⃣*️⃣এবার আপনাদের গুরুত্ব সহকারে বলতে চাই,,,, এর পিছনে গভীর রহস্য, ষড়যন্ত্র এবং শিক্ষক হিসাবে,,,, আমাদের মতোন পার্শ্ব শিক্ষকদের জন্য চরম অপমান জনক।।।।
প্রথমেই এদের লক্ষ্য ছিলো,,,,, আজগুবি, চাকচিক্য কিছু কথার মাধ্যমে অসহায় পি টি দের বিভ্রান্ত করে,,, নিজেদের পাতা জালে জাপ্টে নেওয়া। তারপর, ঐ সকল জালে ফেঁসে যাওয়া পি টি দের সামনে রেখে সকলকে বিভ্রান্ত ও বিপথে চালিত করা।।।তাই, এরা সংগঠন না করে সোস্যাইটি এ্যাক্ট অনুসারে,,,,, " ওয়েলফেয়ার " করেছে,,,,, যা সম্পূর্ণ একটা N.G.O@ Non Government Organisations "....
যাদের লক্ষ্য,,,, সামাজিক কিছু সমাজসেবা মূলক কাজ করা,এবং সেগুলোকে ছবি/ ওডিও/ ভিডিও সহকরে কোলাজ নির্মান করে,,,, বিভন্ন ব্যবসায়ী তথা কর্পোরেট কোং কে দেখিয়ে বিপুল টাকা ডোনেশন হিসাবে নিজেদের ফান্ডে সংগৃহীত করা।এমনকি,,, নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমানের জন্য,,,,, নানা সময়ে ক্যালচারাল প্রোগ্রাম করা,সেখানে নেতা,মন্ত্রী, আমলাদের নিয়ে সম্বর্ধনা দেওয়া ও তাদের কাছ থেকে সংহতিমূলক বিবৃতী নেওয়া,,,,প্রভূত কারসাজী করতে হয়,,,,যার মূল উদ্দেশ্য প্রচুর বেআইনি টাকা রোজগার।।।।।
উল্লেখ্য,,,,, এই " ফেয়ার এন্ড লাভলি কোং" এক্কেবারে সুচতুরভাবে পা মেপে মেপে এগিয়ে চলেছে।।।। এখন লক্ষ্য,,,,, নিজেদের সোসাইটির সদস্য সংখ্যা তৈরী করা। যাতে,,,, বাৎসরিক ওডিট রিপোর্ট দেখাতে পারবে যে,,,,, এনাদের সোস্যাইটিতে এতো হাজার হাজার মানুষ সরাসরি যুক্ত।
প্রতিটা সদস্যদের,,, দৈনন্দিন খাওয়া-দাওয়া( খিচুড়ি) ,তাদের সন্তান দের ভোরন-পোষন,পোষাক,শীতবস্ত্র, দাতব্য চিকিৎসা, বাৎসরিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গৃহনির্মাণ প্রভূত খাতে বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে। এক অর্থে,,,, এই সোসাইটির প্রতিটা সদস্য,,,, তাদের " উপভোক্তা"।।।।।
এবং বাৎসরিক ওডিট রিপোর্ট হিসাবে পরবর্তী আর্থিক বছরে আসবে বিপুল ডোনেশন,,,,,,,,তাই কিন্তু
এরা শুরু করলো বিগত আর্থিক সেশন ২০২৪/২৫ শেষের ঠিক পূর্ব মুহুর্ত অর্থাৎ ফেব্রুয়ারী থেকে সদস্য সংগ্রহ।।।।।
মূল লক্ষ্য,,,,,,, কয়েক হাজার হাজার নিথিভুক্ত উপভোক্তা( সদস্য (ওডিটে দেখানো।
তাহলে,,,,,,, চক্রান্তে আমরা যারা পা দিলাম,,,,,তারা আর কেউ শিক্ষক হিসাবে রইলাম না,,,,, আমরা হলাম এদের উপভোক্তা✅✅।।।।।
আর,,,,,, পার্শ্বশিক্ষক রা যাতে এই নোংরা ফাঁদে পা দেয়,,,, তার জন্য মায়াবী স্বপ্ন হিসাবে,,,,, কিছু মিথ্যার ফুলঝুরি মেশানো উদ্যোগ,
বেতনবৃদ্ধি, মাননীয়ার কাছে পৌছানো,বড়ো বড়ো আমলার সাথে সেলফি,,,,, প্রভূত।।।।।।।।
দায়িত্ব সহকারে,,,,, সকলকে আরোও একটা কথা জানিয়ে রাখি,,,,,,যেসব পি টি এই গভীর ষড়যন্ত্রে কর্মী হিসাবে কাজ করছেন( ওদের দায়িত্বশীল কর্মী) সোস্যাইটির পক্ষ থেকে তাদের জন্য,,,,, বিশেষ আর্থিক প্যাকেজের চুক্তিও আছে,,,,মূলত এনারা কয়েকজন এই কোং কর্মচারী হিসাবে নিযুক্ত।যাদের পেশাগত বেতনবৃদ্ধিটা মূল বিষয় নয়,,,,তাদের মূল লক্ষ্য হলো,,,,, সোস্যাইটির উপভোক্তা সদস্য বাড়ানো,
সোস্যাইটির বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া,,,,,এবং তারা চুক্তিবদ্ধ কর্মী হিসাবেও দায়িত্বপালন ঠিকঠাক এগিয়ে চলেছেন।অবশ্য,,,বেশ কয়েকজন প্রকৃত অভিসন্ধী আগাম আঁচ পেয়ে,,, পাপমুক্ত হওয়ার জন্য এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এমতজায়গায়,,,, দাঁড়িয়ে
সকল সাধারণ তথা শুভবুদ্ধি সম্পন্ন পি টি দের আহ্বান করবো,,,,,,,,
আপনারা আবারও কি শিক্ষক হিসাবে পরিচয় রাখবেন,নাকি কারুর দয়ায় নির্ভরশীল হয়ে নিজেকে একজন সামাজিক " উপভোক্তা" হিসাবে পরিচয় বহন করবেন???????
আপনাদের সময় এসেছে, কঠিন সিধান্ত নেওয়ার।
নতুবা,,,,, আবারও বিভ্রান্তীর জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে শেষ হবে নিজের জীবন, ও নিজের পরিবার।।।।।।।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✍️ মঞ্জুর আলম সরকার, পার্শ্বশিক্ষক

✍️   রমিউল ইসলাম শেখ """""""""""""""""""""""""""""""""""""""""'''এই ছবিদুটো দিয়ে যদি বলা হয়, 3 ঘন্টা মিটিং ও চা পর্ব সম্...
28/04/2025

✍️ রমিউল ইসলাম শেখ
"""""""""""""""""""""""""""""""""""""""""'''
এই ছবিদুটো দিয়ে যদি বলা হয়, 3 ঘন্টা মিটিং ও চা পর্ব সম্পূর্ন হয়েছে, পার্শ্ব শিক্ষক শিক্ষিরা বোধহয় খুব খুশি হবেন, আপ্লুত হবেন, এমনকি মামার ধামা বাঁধতে ও রাজি হয়ে যাবেন !!!!!!

সত্যিই মামা তুমি বড়ই সবজান্তা গামছাওয়ালা!
তোমার সাগরেদের ভালোই প্রশিক্ষন দিয়েছো টাকা তোলার নির্মোঘ বানী, বাঘের মাসি সেজে ভালোই খেলছো।
তুমি নাকি কয়েকশো বিধায়ক কেনাবেচা, পরিবর্তন করার অসীম ক্ষমতা নিয়ে সাত ঘাটের জল খেয়ে অসহায় পার্শ্ব শিক্ষকদের খেতে বসেছো।
কথাগুলো তোমার ভাগ্নে সাধুর । তোমার ঠাকুরমার ঝুলিতে নাকি প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের রাজকুমার এর অহরহ আসা যাওয়া। রাজা নাকি তোমার প্রাতঃরাশের ঐচ্ছিক অতিথি !!!
বড় করুনা হয় , ভাগ্নে সাধুর জন্য। আর কত ছলাকলা নেবে মামা ??????????

(বিষয়: মামা ভাগ্নের চেঙ্গিজ খাঁন হওয়ার ভীমরতি)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

https://www.facebook.com/share/p/16NUpxjX1f/?mibextid=qi2Omg

21/04/2025

কলমে: রমিউল ইসলাম সেখ, সরকারপন্থী সংগঠনের রাজ্য সভাপতি
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কথায় কথায় হুমকি, ধমকি আর টাকা তোলার আন্দোলন পার্শ্ব শিক্ষক দের শেষ করে দিচ্ছে।
যে বা যারা মনে করেন, এইসব করে সরকার পরিবর্তন করে ফেলবেন, তারা মুর্খের স্বর্গে বাস করছেন।
ক্ষয়িষ্ণু, বহুভাগে বিভক্ত, পার্শ্ব শিক্ষক সমাজের উচিত ধৈর্য ও সংখ্যাধিক্য স্থিতিশীলতা বজায় রেখে সরকার কে সহযোগিতা করা ।
কিন্তু দুর্ভাগ্য গুটিকয়েক পার্শ্ব শিক্ষক তাদের ব্যক্তিগত দুরভিসন্ধি কে এগিয়ে নিয়ে যেতে কথায় কথায় সরকার বিরোধীতায় নামা প্রকারান্তরে পার্শ্ব শিক্ষক সমাজকে সরকার বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন।

নিরন্তর সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, সরকার বিরোধী মন্তব্য, মাসে মাসে পথে নামা, এইকরে না পার্শ্ব শিক্ষক না সরকার না নিজের পরিবার কে স্থিতিশীল রাখছেন।
সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিনম্র অনুরোধ এই ধরনের হঠকারিতা থেকে দুরে থাকুন।বিদ্যালয়য়ে ছাত্র ছাত্রীদের পাশে থাকুন।

16/04/2025

প্রথমে *এই গ্রুপের সকল শুভানুধ্যায়ীকে নতুন বছরের শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা জানাই*।
এবার আসি আজকের প্রসঙ্গে, *এই গ্রুপটি কোন বিক্ষোভ কর্মসূচি বা সরকার বিরোধী আলোচনার জায়গা নয়। এই গ্রুপটা খিচুড়ি আন্দোলনের গ্রুপ নয়*।

ইতিপূর্বে বহু আন্দোলন দেখেছি, খিচুড়ি নেতাদের দেখেছি, বিক্ষোভ কর্মসূচি দেখেছি পরিনামে কি হয়েছে?

*বিগত সপ্তাহে আমরা যখন শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করে বিকাশ ভবনের বাইরে একটা বার্তা দিয়েছিলাম, সেটা নিয়েও কিছু পার্শ্বশিক্ষক রটিয়ে বেড়াচ্ছেন যে সরকারি দলের নেতৃত্ববর্গ মন্ত্রীর সাথে দেখা না করেই, বাইরে এসে বার্তা দিচ্ছেন। তাহলে ভেবে দেখুন, আমরা কি ভাবে নোংরা রাজনীতির শিকার হচ্ছি*।

ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু পার্শ্বশিক্ষক সরকারি সংগঠনেও রয়েছেন, আবার বিরোধী সংগঠনেও রয়েছেন অর্থাৎ দুনৌকায় পা দিয়ে চলেছেন। এতে নিজেরও ক্ষতি, সংগঠনেরও ক্ষতি।

যাইহোক বিগত দিন শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হয় আলোচনার মাধ্যমে সমাধান হবে। আর আন্দোলন করলে আন্দোলন করো, দুই নৌকায় পা দিয়ে চললে হবে না, যেকোনো একটি পথ বেছে নিতে হবে। *আন্দোলন করবো আবার আলোচনাও করব, এটা সঠিক পথ নয়*।
সুতরাং আমরা সবাই শিক্ষক, শিক্ষক সুলভ ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্তটা বেছে নেবেন। এই সময় সরকার বিরোধীতা বা বিক্ষোভ সমাবেশ করাটা কি ঠিক? না সরকারের পক্ষে থেকে আলোচনা চালিয়ে দাবি আদায় করার পথটা ঠিক? আপনারাই বিবেচনা করে সঠিক পথ বেছে নেবেন। ধন্যবাদ

05/04/2025

✍️ রমিউল ইসলাম সেখ (শাসকপন্থী সংগঠনের রাজ্য সভাপতি)
"""""""""""""""""""'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

🙏🙏🙏পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দের আন্তরিক ভাবে লেখাটি পড়ার জন্য অনুরোধ করছি।

আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রা দীর্ঘ ৭ বছর ৩% ইনক্রিমেন্ট ছাড়া বড় ধরনের কোনো ভাতা বৃদ্ধি পাইনি। ফলে আমাদের কষ্ট হচ্ছে,এটা বাস্তব।

আমরা সর্বশিক্ষা অভিযান, পরে সর্বশিক্ষা মিশন এবং এখন সমগ্র শিক্ষায় কাজ করছি। যেহেতু প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের, ফলে তারা আমাদের কে বিভিন্ন নামের প্রজেক্টে হস্তান্তরিত করছেন।
একই প্রকল্প অথচ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে বাস্তবায়ন করছেন।
আমাদের রাজ্যে শেষ ২০১৮ সালে প্রায় তৎকালীন হিসেবে ৯০% ভাতা বৃদ্ধি হয়েছিল। এটা পেয়েও আমরা অখুশি কারণ তৎকালীন বামফ্রন্ট সরকার শুরুটাই করেছিলেন মাত্র ১০০০/২০০০ টাকায়। যেখানে অন্যান্য রাজ্যে শুরু হয়েছিল ১৪০০০/১৫০০০ টাকা মাসিকে।
ফলে পার্থক্য থেকে যাচ্ছেই ।

আমরা বারবার সরকারের কাছে আমাদের দাবী প্রতিষ্ঠা করেছি।
কিন্তু কি হলো!!!! ২০১৮ সালে ভাতা বৃদ্ধির ৬ মাসের মধ্যেই রাজনৈতিক দূরভিসন্ধি অর্থাৎ বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচন কে সামনে রেখে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রা পথে নামলেন। এবং সেটা রক্তক্ষয়ী, অশ্লীলতা, গালিগালাজ ও রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে।

বহু কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রী, মহাকাশে বিলীন হওয়া নেতাকর্মীরা সেদিন পার্শ্ব শিক্ষকদের আগাম কেন্দ্রের শেয়ার সরাসরি আপনার Account এ দেওয়ার কথা বলে তাতিয়ে আপনাদের কে অত্যন্ত সুকৌশলে সরকার বিরোধী তকমা লাগিয়ে দিয়েছিল। আপনারা কিন্তু কেউই ঐ গালগল্প ভরা বক্তব্যের একটুকরো কিছু পাননি।
তথাপি ২০২১ সালের ফেব্রুয়ারিতে Yearly 3% Increment ও 3 লাখ টাকা গ্রাচু্ইটি চালু হয়েছে যা এখন 5 লাখ টাকায় রুপান্তর হয়েছে।

আবার ও ঠিক একই ভাবে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে ঐ বিজেপি ও সিপিএম এর যোগসাজশে এবং ষড়যন্ত্রে পার্শ্ব শিক্ষকদের আবার ও সরকার বিরোধী তকমা লাগানোর মরিয়া প্রয়াসের চেষ্টা হচ্ছে।
যা গত তিন বছরে ক্ষত সারানোর চেষ্টা করেছি এবং ক্রমাগত প্রচেষ্টা জারি রেখেছি। এবং এ বিষয়ে সর্বোত ভাবে সাহায্য করছেন মাননীয় শিক্ষামন্ত্রী সহ দলের আরও নেতৃবৃন্দ।
ইতিমধ্যেই আমরা আমাদের একটি দাবি বিশেষ করে 1091 মেমো নম্বর এর Slab অনুযায়ী (Slab + 1) হারে ভাতা বৃদ্ধির দাবি রেখেছি।
সেইসাথে আমরা জানি শিক্ষা দপ্তর ও আমাদের দাবিকে মান্যতা দিয়ে অর্থ দপ্তরে অনুমোদন এর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে ২৬০০০ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিলে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সমস্যা দেখা দেবে। এমতাবস্থায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সরকার, জনগণ ও ছাত্র ছাত্রীদের কাছে সদর্থক চিন্তা ভাবনা যাবে বলেই মনে করি। এই মুহূর্তে রাজ্যের জণগন তারা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান সচল থাকুক, সেটাই কামনা করবে। পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হিসেবে এই পরিস্থিতি কে সদর্থক মানসিকতা বহন করায় শ্রেয়।

যদিও রাজনৈতিক দূরভিসন্ধি যুক্ত বিজেপি ও সিপিএম এটা চাইবে না। মনে রাখবেন বিজেপি ও সিপিএম এর রাজনৈতিক সুবিধা করে পার্শ্ব শিক্ষকদের কোনো লাভ হবে না। তার প্রকৃত উদাহরণ উত্তরপ্রদেশ ও ত্রিপুরা। যেখানে উত্তরপ্রদেশে মাত্র ১০০০০ টাকা ও ত্রিপুরায় বামফ্রন্টের ছেড়ে যাওয়া ২৫০০০ টাকাতেই অদ্যাবধি সীমাবদ্ধ।

আমি আপনাদের ২০১৯ সালে বহু চেষ্টা করেছি বোঝানোর, আপনারা বোঝেন নি। আজকে আবারও বলছি, নঞর্থক না ভেবে সদর্থক মানসিকতা বহন করুন।
কোনো ভাবেই বিজেপি, সিপিএমের রাজনৈতিক সুবিধা করবেন না। কোনো কর্মবিরতি তে যোগ দেবেন না।

আমরা আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ পর্যায়ে। গত রোজার মাসে যেখানে আপনারা বাড়িতে থেকেছেন, আমি সেখানে নীরবে দুই দপ্তরের সংযোগ স্থাপনে সর্বোতভাবে চেষ্টা করেছি এবং গতকাল রাত ৩ টায় বাড়ি ফিরেছি।
আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হয়তো কারো অর্থকষ্টের বহিঃপ্রকাশ আমার এই লেখাটি বিরক্তিকর বা একঘেয়েমি বা ফালতু মনে হতে পারে। কিন্তু 🙏🙏🙏 আপনারা দয়াকরে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, আমাদের পাশে, সরকারের পাশে থেকে আমাদের দাবি পূরণে সহযোগিতা করবেন।

"কর্মনাশা কর্মবিরতি কলমডাউন আর নয়,
বিজেপি সিপিএমকে রাজনৈতিক সহায়তা থেকে দূরে রও" ।🙏🙏🙏

🔯 দেখুন আগামীকাল (২৩/০৩/২০২৫) রোববার *পার্শ্বশিক্ষক বঞ্চিত মঞ্চ* কে সামনে রেখে বা শিখন্ডি বানিয়ে  বামপন্থীদের বহুল প্রচ...
22/03/2025

🔯 দেখুন আগামীকাল (২৩/০৩/২০২৫) রোববার *পার্শ্বশিক্ষক বঞ্চিত মঞ্চ* কে সামনে রেখে বা শিখন্ডি বানিয়ে বামপন্থীদের বহুল প্রচারিত *গণ কনভেনশন* হতে যাচ্ছে।

💥 *যেহেতু বামপন্থীদের ডাকে পার্শ্ব শিক্ষকরা সাড়া দিচ্ছে না।*
*তাই ওরা ঘুর পথে "বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ"কে সামনে রেখে এই কনভেনশনটা করতে যাচ্ছে।*
💥 *এই কনভেনশনটা হচ্ছে কোথায়? ---সিপিএমের শ্রমিক ভবনে।*
এটা সিপিএমের শ্রমিক ভবনে না হয়ে অন্য কোন নিরপেক্ষ জায়গায় ও হতে পারতো।

💥 *এই কনভেনশনের মুখ্য বক্তা কারা* ➖
পার্শ্বশিক্ষকদের বামপন্থী রাজনীতির হাতিয়ার করে রাজ্যে অরাজগতা তৈরীর মূল কারিগর *কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য*
বামপন্থায় বিশ্বাসী এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর চরম বিরোধী সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি (কমরেড) *অশোক গাঙ্গুলী*
এবং বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবী (কমরেড) *মিরাতুন নাহার।*

*তাহলে বুঝতেই পারছেন এদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন নয় বরং পার্শ্ব শিক্ষকদের রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করা।*

💥 *আপনারা সকলেই শিক্ষক তাই সিদ্ধান্তটা আপনাদের উপর ছেড়ে দেওয়া হল।*
💥ভুলে যাবেন না এই সিপিএম ই আমাদের কফিনে শেষ পেরেকটা পুতে দিয়ে বিধানসভায় বিল এনে পাস করিয়ে রেখে গেছে *Para Teacher is not a Teacher.*
💥 *তাই শুধু এটুকুই বলবো এই চক্রান্তকারী বামপন্থীদের সঙ্গে যাওয়াটা একটা ঐতিহাসিক ভুল হবে।*

*কারণ মনে রাখবেন আমাদের বেতন বৃদ্ধি করলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়েই হবে* আমাদের বেতন বৃদ্ধি না প্রধানমন্ত্রী মোদি করবেন, না ডোনাল্ড ট্রাম্প করবে।

✍️ *একজন পার্শ্ব শিক্ষকের কলমে কিছু কথা* """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""গতকালকে কয়ে...
19/03/2025

✍️ *একজন পার্শ্ব শিক্ষকের কলমে কিছু কথা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
গতকালকে কয়েকটি পোর্টাল নিউজ এর মাধ্যমে জানতে পারলাম, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় পার্শ্ব শিক্ষক বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন।
☀️আজ ছিল বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব, যেখানে আইএস এফ এর বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, শিক্ষা ও উচ্চশিক্ষার ওপর কিছু প্রশ্ন রেখেছিলেন, *( প্রশ্ন নং ১৩৫২ ➖ (ক) এটা কি সত্যি যে, রাজ্য প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে পার্শ্বশিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী শিক্ষকদের ন্যায় পারিশ্রমিক প্রদান করা হবে, এবং (খ) সত্যি হলে কবে নাগাদ তারা নতুন পারিশ্রমিক পাবে বলে আশা করা যায়? )*
মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই দুটি প্রশ্নের
☀️ *পরিপ্রেক্ষিতে মাননীয় শিক্ষা মন্ত্রী কিছু বলেছেন (কোট আনকোট) কিন্তু তার কোন ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।*
*না পাওয়া গেছে নওশাদ সিদ্দিকীর কথোপকথন আর না পাওয়া গেছে শিক্ষামন্ত্রীর ভাষণ।*

ঘটনা হচ্ছে, কিন্তু পোর্টাল নিউজ মারফত আমরা জানতে পারছি।
এই সমস্ত সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে যেগুলি জানতে পারলাম.... সেগুলি হল......
১. শিক্ষামন্ত্রী বলেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য কি করা হয়েছে.....।
২. তারপর জানতে পারলাম কেন পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতন দেওয়া সম্ভব নয়..... তিনি তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নাকি.... আমাদের নিয়োগ প্রক্রিয়া এবং আইনগত সমস্যা(শিক্ষক আর পার্শ্ব শিক্ষক এর মধ্যে)....।
*৩. একটা বিষয় লক্ষ্য করলাম তিনি কি কি হয়েছে সেটা বলে গেলেন (সংবাদ মাধ্যমের লেখা পড়ে).....। কিন্তু কি করতে চান, সেটা কিন্তু বলেননি...!*
৪. তিনি কি করতে চান, সেই বিষয়টা নিশ্চিত ভাবে বলা উচিত, তাঁর সংগঠনের দুই সভাপতি অর্থাৎ সভাপতি ও কার্যকরী সভাপতিকে.....! হয়তো তিনি বলেছেন, তাই তাঁরা এখনো কোনো বক্তব্য দেননি!
৫. আমরা যেটুকু সর্বশেষ জানতে পেরেছি ১৭ ই জানুয়ারি থেকে আজ ১৮ ই মার্চ পর্যন্ত প্রায় দুমাস একদিন হল...... এই সময়ের মধ্যে ফাইলের যে গল্প/বা বাস্তবতা.... তা ধীরগতিতে হলেও এখনো পর্যন্ত নেগেটিভ ফল দেয়নি।
৬. যদি পোর্টাল নিউজ এর তথ্য শুনে রে রে করে উঠি..... মনে হয়, আমাদের কোথাও না কোথাও ভ্রান্তি থেকে যাচ্ছ.... আগেকার দিনে সংবাদপত্রের কাটিং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তথ্য হিসেবে তুলে ধরা হতো..... বর্তমানে ভিডিও ফুটেজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, পেপার কাটিং কে নয়!
৭. এখন মনের মধ্যে প্রশ্ন দেখা দিতে পারে উনি শুধু বলে গেলেন কি হয়েছে...... উনি কেন বললেন না...... আগামী দিনে কিছু করতে পারছি না।
তাহলে এত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কিছু লাভ হবে!
পরিশেষে বলি, আমাদের মত সাধারণ পার্শ্ব শিক্ষকরা যদি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে..... সরকারের পতন ঘটিয়ে দিতে পারতো (২০১৯ ও ২০২১ এর নির্বাচনে তার কোন প্রতিক্রিয়া পড়েনি) তাহলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে লাভ হতো......!
আসলে সোশ্যাল মিডিয়াতে হতাশা যন্ত্রণা বিষাদগার গালি গালাজ করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে....
💥 *যে বা যারা নিঃস্বার্থভাবে পার্শ্ব শিক্ষকদের সার্বিক পেশাগত মান উন্নয়ন দিনরাত পরিশ্রম করে চলেছেন, তারা সব থেকে বেশি গালিগালাজ খাচ্ছেন! কারণ তারা শাসক পন্থী সংগঠন করেন বলে.... এটা তোদের কাছে অপরাধ!*
অতীতে অনেক বড় আন্দোলন সংগঠিত হয়েছে..... যেখানে সরকারের গুষ্টি উদ্ধার করা হয়েছে.... সেখানে যেহেতু কিছু হয়নি.... আন্দোলন করে আর কিছু হবে বলে মনে হয় ন!
☀️যদি শেষ অস্ত্র আলাপ আলোচনার ভিত্তিতে হয়, তার জন্য কিছুটা হলেও ভরসা করে অপেক্ষা করতে হবে (অতি বড় নিন্দুকরা বলবে, আর কতদিন অপেক্ষা করবো)!
আমি যেটুকু জানি এখনো কিন্তু পজেটিভ ওয়েতেই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রক্রিয়া আছে.....!!
*পরিশেষে একটা কথা বলবো যে, আমাদের বেতন বৃদ্ধি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই করবেন, প্রধানমন্ত্রী মোদী অথবা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে এসে করবে না।-- এ কথাটা মাথায় রেখে ভাষা সন্ত্রাস বন্ধ করে হোয়াটসঅ্যাপ বিপ্লবী সেজে গালিগালাজ না করে সংযতভাবে শিক্ষক সুলভ ভাষায় নিজের বক্তব্য পেশ করুন সকলেরই মঙ্গল হবে।* 👏

ভালো থাকবেন।।

16/03/2025

সাংগঠনিক বার্তা
~~~~~~~~~~~~~
প্রায় সাত-সাত টি বছর আমাদের বেতন বৃদ্ধি হয়নি। এক কথায় আমরা খুব কষ্টের মধ্যেই আছি।
*তাই বেতন বৃদ্ধি করার লক্ষ্যে আমরা অবিচল আছি। আর সেই প্রচেষ্টা আমরা আন্তরিকভাবে করে চলেছি।সফলতা খুব শীঘ্রই পাবো সে আশা রাখতে পারেন আপনারা।
*আমি প্রতিনিয়ত মাননীয় শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
তাই এখনই নেগেটিভ কিছু কেউ ভাববেন না এবং *কারোর কোনো কথায় বিভ্রান্ত হবেন না।

এত বছর আপনারা ধৈর্য ধরেছেন আর কিছুটা সময় দিন। এটুকু অনুরোধ করছি আপনাদের কাছে।
*এই সময় কোন হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে ঐতিহাসিক ভুল করতে যাবেন না এবং বিপথে চালিত হবেন না।

আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে
জীবন কুমার দাস
রাজ্য কার্যকারী সভাপতি,
পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্শ্ব শিক্ষক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share