04/05/2025
✍️ একজন পার্শ্বশিক্ষকের কলমে
✴️✴️✴️বিষয়ঃ শ্রমিক, ও উপভোক্তা।।।✴️✴️✴️
সম্মানীয় সাথী,
পার্শ্ব শিক্ষক/ শিক্ষিকা গন
আপনাদের কাছে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আদান প্রদান করতে চাই এবং আপনাদের বিশেষ সিধান্ত গ্রহনের আবেদন রাখছি।।।
আপনারা প্রত্যকে অবগত আছেন যে বিগত বাম সরকারের আমলে আমরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যথাক্রমে ১হাজার /২ হাজারটাকা মাসিক ভাতার কাজে নিযুক্ত হয়েছিলাম,,,ছিলোনা কোনরুপ পেশাগত অন্যান্ন সুযোগ সুবিধা।।। সুতরাং,,,সেসময় নিজেদের পেশাগত স্বার্থে বিরোধী সংগঠন, এবং পাশাপাশি তৎকালীন শাষকপন্থী সংগঠন বিছিন্নভাবে লড়াই আন্দোলন করতেন। সময়ের কালক্ষেপে শাষকপন্থী সংগঠন,,,, আমাদের মতোন শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকা সত্ত্বেও,,,,, সিটু নামক শ্রমিক সংগঠনের আওতাভূক্ত করেন,,,,,, যেটা তাদের মতাদর্শ বিশ্বাসী শিক্ষক/ শিক্ষিকারা মেনে নেন,এমনকি আজও মেনে নিয়ে সিটু( একক আন্দোলন গ্রহনে) সংগঠনের নিয়ন্ত্রণে কর্মসূচি পালনও করেন। উল্লেখ্য সেই সময় বেশকিছু পি টি, যাদের অন্যতম এই মুহুর্তে ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বও বটে(দক্ষিণ২৪ পরগনার মানুষ,সাবেক তৃনমুল রাজ্যকমিটির সহ-সভাপতিও হিসাবে দাবী রাখেন) ,, তিনি মাঠে প্রান্তরে গলাফুলিয়ে চিৎকার করতেন,,,,, " আমরা কি শ্রমিক?
আমাদেরকে কেনই শ্রমিকের পরিচয় নিয়ে চলতে হবে???
আমি এর তিব্র প্রতিবাদ জানাই"...........।।।
আমি, একজন সাধারণ পি টি হিসাবে জীবনের পেশাগত সংগ্রামের ক্ষেত্রে তুলনামূলক " শ্রেণী সংগ্রামের " নিরিখে সিটু করনের প্রবক্তাদের সম্পূর্ণ সহমত না হলেও,,,,, কোথাও একটা সঙ্গতযুক্তি লক্ষ্য করি।।।।।।
কিন্তু,,,,,,,, আমি ঐ সকল মহাজ্ঞানী, মহামুনি দের কাছে কতকগুলো প্রশ্ন, এবং কর্মরত সাধারণ শিক্ষকদের কাছেও সঠিক দিশার আশা রাখি,,,,,।
প্রথমতঃ সম্প্রতি লক্ষ্য করলাম,,,,আবারও একটা পি টি সংগঠন আবির্ভূত হলো।যদিও স্বাধীন দেশে,গনতান্ত্রিক পরিকাঠামোয় সকলের নিত্য-নতুন সংগঠন, কমিটি রুপায়নের পূর্ণ অধিকার সংবিধান দিয়েছে।
প্রশ্নটা হলো,,,,, আবার এই মুহুর্তে কি এমন সাংগঠনিক সংকোট, ও শূন্যতা দেখা দিলো,, যেখানে নতুন একটা সংগঠন করতে হবে????
আবার,,,,,সেটা সরকার পন্থী, নাকি বিরোধী সে বিষয়ে পরিস্কার কোন রুপরেখাও নেই,,,,,বলা যেতে পারে যাদের অবস্থান পুরোপুরি ভাসমান অবস্থায়।।।।
এবং,,,,, সংগঠন টি কেনই বা ওয়েলফেয়ার পরিকাঠামোয় নিয়ে আসা হলো?????
*️⃣*️⃣*️⃣*️⃣*️⃣এবার আপনাদের গুরুত্ব সহকারে বলতে চাই,,,, এর পিছনে গভীর রহস্য, ষড়যন্ত্র এবং শিক্ষক হিসাবে,,,, আমাদের মতোন পার্শ্ব শিক্ষকদের জন্য চরম অপমান জনক।।।।
প্রথমেই এদের লক্ষ্য ছিলো,,,,, আজগুবি, চাকচিক্য কিছু কথার মাধ্যমে অসহায় পি টি দের বিভ্রান্ত করে,,, নিজেদের পাতা জালে জাপ্টে নেওয়া। তারপর, ঐ সকল জালে ফেঁসে যাওয়া পি টি দের সামনে রেখে সকলকে বিভ্রান্ত ও বিপথে চালিত করা।।।তাই, এরা সংগঠন না করে সোস্যাইটি এ্যাক্ট অনুসারে,,,,, " ওয়েলফেয়ার " করেছে,,,,, যা সম্পূর্ণ একটা N.G.O@ Non Government Organisations "....
যাদের লক্ষ্য,,,, সামাজিক কিছু সমাজসেবা মূলক কাজ করা,এবং সেগুলোকে ছবি/ ওডিও/ ভিডিও সহকরে কোলাজ নির্মান করে,,,, বিভন্ন ব্যবসায়ী তথা কর্পোরেট কোং কে দেখিয়ে বিপুল টাকা ডোনেশন হিসাবে নিজেদের ফান্ডে সংগৃহীত করা।এমনকি,,, নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমানের জন্য,,,,, নানা সময়ে ক্যালচারাল প্রোগ্রাম করা,সেখানে নেতা,মন্ত্রী, আমলাদের নিয়ে সম্বর্ধনা দেওয়া ও তাদের কাছ থেকে সংহতিমূলক বিবৃতী নেওয়া,,,,প্রভূত কারসাজী করতে হয়,,,,যার মূল উদ্দেশ্য প্রচুর বেআইনি টাকা রোজগার।।।।।
উল্লেখ্য,,,,, এই " ফেয়ার এন্ড লাভলি কোং" এক্কেবারে সুচতুরভাবে পা মেপে মেপে এগিয়ে চলেছে।।।। এখন লক্ষ্য,,,,, নিজেদের সোসাইটির সদস্য সংখ্যা তৈরী করা। যাতে,,,, বাৎসরিক ওডিট রিপোর্ট দেখাতে পারবে যে,,,,, এনাদের সোস্যাইটিতে এতো হাজার হাজার মানুষ সরাসরি যুক্ত।
প্রতিটা সদস্যদের,,, দৈনন্দিন খাওয়া-দাওয়া( খিচুড়ি) ,তাদের সন্তান দের ভোরন-পোষন,পোষাক,শীতবস্ত্র, দাতব্য চিকিৎসা, বাৎসরিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গৃহনির্মাণ প্রভূত খাতে বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে। এক অর্থে,,,, এই সোসাইটির প্রতিটা সদস্য,,,, তাদের " উপভোক্তা"।।।।।
এবং বাৎসরিক ওডিট রিপোর্ট হিসাবে পরবর্তী আর্থিক বছরে আসবে বিপুল ডোনেশন,,,,,,,,তাই কিন্তু
এরা শুরু করলো বিগত আর্থিক সেশন ২০২৪/২৫ শেষের ঠিক পূর্ব মুহুর্ত অর্থাৎ ফেব্রুয়ারী থেকে সদস্য সংগ্রহ।।।।।
মূল লক্ষ্য,,,,,,, কয়েক হাজার হাজার নিথিভুক্ত উপভোক্তা( সদস্য (ওডিটে দেখানো।
তাহলে,,,,,,, চক্রান্তে আমরা যারা পা দিলাম,,,,,তারা আর কেউ শিক্ষক হিসাবে রইলাম না,,,,, আমরা হলাম এদের উপভোক্তা✅✅।।।।।
আর,,,,,, পার্শ্বশিক্ষক রা যাতে এই নোংরা ফাঁদে পা দেয়,,,, তার জন্য মায়াবী স্বপ্ন হিসাবে,,,,, কিছু মিথ্যার ফুলঝুরি মেশানো উদ্যোগ,
বেতনবৃদ্ধি, মাননীয়ার কাছে পৌছানো,বড়ো বড়ো আমলার সাথে সেলফি,,,,, প্রভূত।।।।।।।।
দায়িত্ব সহকারে,,,,, সকলকে আরোও একটা কথা জানিয়ে রাখি,,,,,,যেসব পি টি এই গভীর ষড়যন্ত্রে কর্মী হিসাবে কাজ করছেন( ওদের দায়িত্বশীল কর্মী) সোস্যাইটির পক্ষ থেকে তাদের জন্য,,,,, বিশেষ আর্থিক প্যাকেজের চুক্তিও আছে,,,,মূলত এনারা কয়েকজন এই কোং কর্মচারী হিসাবে নিযুক্ত।যাদের পেশাগত বেতনবৃদ্ধিটা মূল বিষয় নয়,,,,তাদের মূল লক্ষ্য হলো,,,,, সোস্যাইটির উপভোক্তা সদস্য বাড়ানো,
সোস্যাইটির বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া,,,,,এবং তারা চুক্তিবদ্ধ কর্মী হিসাবেও দায়িত্বপালন ঠিকঠাক এগিয়ে চলেছেন।অবশ্য,,,বেশ কয়েকজন প্রকৃত অভিসন্ধী আগাম আঁচ পেয়ে,,, পাপমুক্ত হওয়ার জন্য এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এমতজায়গায়,,,, দাঁড়িয়ে
সকল সাধারণ তথা শুভবুদ্ধি সম্পন্ন পি টি দের আহ্বান করবো,,,,,,,,
আপনারা আবারও কি শিক্ষক হিসাবে পরিচয় রাখবেন,নাকি কারুর দয়ায় নির্ভরশীল হয়ে নিজেকে একজন সামাজিক " উপভোক্তা" হিসাবে পরিচয় বহন করবেন???????
আপনাদের সময় এসেছে, কঠিন সিধান্ত নেওয়ার।
নতুবা,,,,, আবারও বিভ্রান্তীর জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে শেষ হবে নিজের জীবন, ও নিজের পরিবার।।।।।।।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✍️ মঞ্জুর আলম সরকার, পার্শ্বশিক্ষক