11/10/2025
আজ সারাদিন পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন গ্রুপে নিচের লিখাটি ভাইরাল,,,, ডাক্তার বাবু এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মান্যবর সালামবাবু,,
আপনার দিল্লি থেকে শেষ লাইভ বার্তা ছিলো আপনার আর একটা ওয়ার্কিং ডেজ দরকার। সেইমত আপনি কয়েকজনকে নিয়ে ৪ই আগস্ট নবান্নে গেলেন। দেবাঞ্জন বাবুর কথানুযায়ী ওই দিন একটা নতুন মহিলার দরকার ছিলো, কিন্তু দূর্ভাগ্য যে নতুন মহিলা নিয়ে যেতে পারেন নি। আচ্ছা সালামবাবু দেবাঞ্জন বাবুর হঠাৎ নতুন মহিলার প্রয়োজন কেন হলো এটা ঠিক বোধগম্য হলনা। কোর কমিটির পাঞ্চালি বা তন্দ্রিমা ম্যাডামদের আর কি পছন্দ হচ্ছেনা?? যাই হোক এই বিষয় এই পর্যন্ত আপাতত থাক।
নবান্ন বেরিয়ে আপনারা ভিডিও বার্তা দিলেন। আপনি প্রথম বার্তা দিলেন, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ একদমই জিরো মনে হলো। গোমড়া মুখে অনেক কথার মাঝে সার কথাটিই বললেন যে যা করবেন মাননীয়াই করবেন,তবে কবে করবেন আপনি তা জানেন না। সালামবাবু আপনার এই কথা খুবই হাস্যকর। কেননা এটা তো সবাই জানেন। এই কথার মধ্যে নতুনত্ব কিছু আছে কি?? আপনার এই কথা বাদ দিয়ে আপনি চারমাস পিছনে ফিরে যান। গত চারমাস আপনার লাইভবার্তা, ভিডিও বার্তা, সোস্যাল মিডিয়ায় লেখাগুলো একবার স্মরন করুন। আপনি কি কি বলেছিলেন, আর আজ নবান্নে থেকে বেরিয়ে যা বললেন তার কোনো মিল আছে কি?? দেখুন তো মিল পান কিনা??
(১)--বারুইপুর একটাকার বাড়ীতে বলেছিলেন খুব বেশি সময় নেবনা। মাত্র দুটো সমাবেশেই সমাধান। তারপর দুটো প্রেস কনফারেন্স, ভারতসভা হল, বৌদ্ধমন্দির হল আরো কত কি জাকজমক জৌলুশ আড়ম্বরি।
(২) বারইপুর উড়ালপুলের নীচে দক্ষিন ২৪ পরগনা জেলা সম্মেলনে বুক ফুলিয়ে বলেছিলেন ৩০ শে এপ্রিলের মধ্যে জিও। পারলে নিজের বক্তব্য একবার শুনে নেবেন।
(৩)-- এপ্রিল গেলো, মে মাস এলো। ১০ তারিখে হাইকোর্টের সামনে থেকে লাইভ করে বললেন পিটি বন্ধুরা সেলিব্রেশন করুন, আনন্দ উপভোগ করুন। ১২ থেকে ১৫ তারিখের মধ্যে হয়ে যাবে। ১৫ তারিখ পার হয়ে গেলে বললেন মে মাসের ৩১ তারিখের মধ্যে। মনে পড়ে কি??
(৪)-- মে মাস গেলো। জিওর ললিপকে সামনে রেখে জুন মাসের ৯ তারিখে হঠাৎ আপনার ফুল মিস্টির প্রয়োজন হলো। শিয়ালের কুমির ছানা দেখানোর মত কি একটা কাগজ দেখিয়ে বলেছিলেন জুন মাসেই জিও। মনে পড়ে কি??
(৫)--জুন গেলো, জুলাই এলো। কটা ডেট দিয়েছিলেন,দয়া করে নিজের লাইভ, ভিডিও বার্তা গুলো দেখুন। এবং জুলাই মাসকে নিয়ে বলেছিলেন চলতি মাসের শেষ সপ্তাহে জিও বেরিয়ে যাবে। তারপর বললেন আগস্টের প্রথম সপ্তাহ। আর আজ নবান্নে থেকে বেরিয়ে বললেন মাননীয়া যেদিন করবেন, সেদিন হবে, এতো মানুষ কেন জন্তু জানোয়াররাও জানে। তাই আজ আপনার কথা হাস্যকর, অবান্তর নয় কি?? কোথায় গেলো আপনার দাবাং মানসিকতা?? কোথায় গেলো সুন্দরবনের বাঘের গর্জন?? কোথায় গেলো আপনার ক্ষমতার আস্ফালন??
এগুলো ছাড়া, আপনার চোখের পলক, নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব, নৌকা তীরে ভেড়ানো, গোল হয়ে গেছে, এবার রেফারি বাঁশি বাজাবে, মুখ্যমন্ত্রী চারবার বৈঠক করেছেন, অনুমোদন হয়ে গেছে, ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে, ইত্যাদি ইত্যাদি। মনে করে একবার দেখুন কিভাবে ভাঁওতা ও বাতেলা মেরেছিলেন। আজ দিনের আলোর মত পরিস্কার হয়ে গেলো রমিউল, মইদুল, সেলিম পাইক এদের থেকে আপনিও কোনো অংশে কম নন।
সর্বপরি আপনি যাদের নিয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন,আজ তারা আপনার কাছে ব্রাত্য। একবারও ভেবে দেখেছেন এই সমস্ত অসহায়, দরিদ্র পিটিরা গাঁটের পয়সা খরচ করে আপনার একের পর এক কর্মসূচি সফল করেছেন, আর আজ তাদের দূরে ঠেলে দিয়ে নতুন নতুন মুখের সন্ধান করছেন?? তাদের অপরাধ কোথায়, তারা আপনার মুখের উপর সত্য কথা বলে তাই রোমিউলের মতো স্বৈরাচারি শুরু করেছেন?? এই আপনার সমাজ সেবার নিদর্শন?? মনে রাখবেন আপনার সাধের ptwo অচিরেই ধ্বংস হয়ে যাবে,যার প্রতিফলন আজ থেকে গ্রুপে গ্রুপে শুরু হয়ে গেছে।আপনার সহাই ফাউন্ডেশনের নামে গ্রুপ খুলে সেখানে পিটিদের এ্যাড করে কোন মহৎ কাজ করছেন একটু বলবেন কি??
প্লিজ সালামবাবু আপনি এবার থেমে যান। আপনার প্রচার পাওয়ার দরকার ছিল, সেটা আপনি পেয়ে গেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছেন, যে কোনো সময় বিস্ফোরন ঘটে যাবে। কেউ আপনাকে বাঁচাতে পারবেনা। আপনার ক্ষমতা সবাই জেনে গেছে। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত??