পার্শ্ব শিক্ষক বার্তা

  • Home
  • পার্শ্ব শিক্ষক বার্তা

পার্শ্ব শিক্ষক বার্তা WE THE FACE OF ALL PARA-TEACHERS PARSHOW SHIKSHAK BARTA is the face of all the para-teachers of west bengal.

বাংলা ও বাঙালির উপর বিজেপি শাসিত সরকারের আক্রমণের বিরুদ্ধে বাংলা ভাষার উপর বিজেপির রাষ্ট্রীয়ভাবে আগ্ৰাসন ও আঘাতের প্রতি...
27/07/2025

বাংলা ও বাঙালির উপর বিজেপি শাসিত সরকারের আক্রমণের বিরুদ্ধে বাংলা ভাষার উপর বিজেপির রাষ্ট্রীয়ভাবে আগ্ৰাসন ও আঘাতের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মূল শাখা সংগঠনগুলোর যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে তা অনুসারে ২৯ ও ৩০শে নভেম্বর গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু স্যারের পথনির্দেশনায় WBTPSMS-এর রাজ্য সভাপতি রমিউল ইসলাম সেখ এবং রাজ্য কার্যকরী সভাপতি জীবন কুমার দাস এর নেতৃত্বে ধর্ণা কর্মসূচি পালন করবে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক,SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি।

তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু জিন্দাবাদ 💚
অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ 🙏💚
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ✊💚
জননেত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ ✊💚

জয় বাংলা 💚
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 💚
WBTPSMS জিন্দাবাদ 💚


গতকাল ( 24/07/2025 ) দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে দলীয় সমস্ত শাখা সংগঠনের রাজ্য সভাপতি ও কার্যকরী সভাপতিদের নিয়ে বাং...
25/07/2025

গতকাল ( 24/07/2025 ) দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে দলীয় সমস্ত শাখা সংগঠনের রাজ্য সভাপতি ও কার্যকরী সভাপতিদের নিয়ে বাংলা ভাষা ও বাঙালিদের আপমানের প্রতিবাদের ধরনা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

# # এই প্রথম শাখা সংগঠন হিসেবে দলের রাজ্যস্তরীয় এই আলোচনায় আমাদের সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি"র রাজ্য সভাপতি মাননীয় রমিউল ইসলাম সেখ এবং রাজ্য কার্যকরী সভাপতি মাননীয় জীবন কুমার দাস মহাশয়কে আমন্ত্রণ করায় আমারা সাংগঠনিকভাবে আপ্লুত।

# # এছাড়া সাংগঠনিক আলোচনার ফাঁকে আমরা আমাদের অভিভাবক তথা শিক্ষামন্ত্রী মাননীয় ব্রত্য বসু মহাশয়ের সঙ্গে আমাদের পেশাগত উন্নয়নের বিষয়ও আলোচনা করেছি।
# # এই প্রথম দলের সদর কার্যালয় তৃণমূল ভবনে আমাদের সংগঠন "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির সাংগঠনিক ভাবে বসার জন্য ঘর প্রদান করা হয়েছে এবং ঐদিন আমাদের জন্য দলীয় ভাবে বরাদ্দকৃত ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তৃণমূল শিক্ষাসেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়।
এরজন্য সাংগঠনিক ভাবে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারপার্সন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দোপাধ্যায় ও মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়কে।🙏🙏🙏

২১শে জুলাই শহীদ দিবসে "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির"  মহামিছিলের একটি খণ্...
23/07/2025

২১শে জুলাই শহীদ দিবসে "পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক, SSK,MSK,শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির" মহামিছিলের একটি খণ্ডচিত্র দলীয় মুখপত্র জাগোবাংলা পত্রিকায়।

২১শে জুলাই শহীদ দিবসে সরকারপন্থী সংগঠনের পার্শ্বশিক্ষকদের অংশগ্রহণের খবর বিভিন্ন সাংবাদপত্রে।
22/07/2025

২১শে জুলাই শহীদ দিবসে সরকারপন্থী সংগঠনের পার্শ্বশিক্ষকদের অংশগ্রহণের খবর বিভিন্ন সাংবাদপত্রে।

29/06/2025

একজন সাধারণ পার্শ্ব শিক্ষকের কলমে✍️
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কয়েকজন খুব ওয়েল ফেয়ারের নামে ঢোঁক গিলছেন।
প্রথমে নিজেদের অপদার্থতা ঢাকতে বললো জীবন দাস সহ কয়েকজন গদ্দারী করেছে। তাই সব নতুন করে করতে হলো।
°°°° কিন্তু হাঁতুড়ে NGO ডাক্তার বাবু যে প্রথমেই বলেছিলেন মাত্র দুটো দিন ওনাকে দিলেই উনি সব করে দেবেন।
সেই দুদিন কী আজও হয় নি? আসলে বিষয়টা তা ছিল না! লক্ষ্য ছিল অন্য। মেম্বারশিপ আর টাকা সংগ্রহ করা .......। ভাবুন কিভাবে বঞ্চিত অসহায় মানুষ গুলোকে কিভাবে ব্যবহার করার চক্রান্ত।

°°°° আচ্ছা কেউ কোনো দিন শুনেছেন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবী আদায় করতে দপ্তরের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে দাবিপত্র না দিয়ে কোনো সচিব কে দিয়েছেন? ভাঁওতা আর কাকে বলে!

°°°° এখানেই শেষ নয় উনি নাকি বিরাট ক্ষমতার অধিকারী! প্রথম প্রথম শোনা গিয়েছিল উনি বিশাল ব্যস্ত মানুষ। ওনার কোনো সময় নাই। অথচ দেখছি এখন বাঁশ বন, ধান জমি সহ বিভিন্ন জায়গা থেকে ফেসবুক লাইভ করার জন্য যথেষ্ট সময় ওনার হাতে আছে! ধান জমি বা বাঁশ বন থেকেই ভালো খবর বের করে আনবেন উনি!
°°°° আবার বুভুক্ষু প্যারা টিচারদের প্রতিনিধি হয়ে প্যারা টিচারদের হেও করার জন্য ছবি দিচ্ছেন বড় বড় হোটেল থেকে। ওনার ওই হাই ফাই হোটেলের ঘর বা অবস্থা দেখে কী প্যারা টিচারদের পেট ভরবে? আসলে উনি তো এটাই চেয়েছিলেন প্যারা টিচারদের মই হিসাবে ব্যবহার করতে!
°°°° একের একের পর এক ডেট দিয়েই যাচ্ছেনা জিও বের হবার ।কিন্তু সেই প্রথমের দিকে বলা দুদিন মাত্র সময়ের মত জিও এর দিন ও আজ হলো না। জানিনা সে ক্ষমতা ওনার আছে কিনা?
°°°° প্রশ্ন হলো তিনি যদি অসীম ক্ষমতার অধিকারী তাহলে ওনার মামাকে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কেনো দেখা করে জিও বার করছেন না। শোনা যায় ওনার তো ওখানেও ভালো যোগাযোগ!!
°°°° আরো আছে ~ কোথায় গেলেন নজরুল মোল্লা, কোথায় গেলেন স্বাসতী হাসান ? ওদের আজ আর কেন দেখা যায় না ঐ সংগঠনে?
কেন ওরা ঐ ধান্ধাবাজ হাঁতুড়ের সঙ্গ ছাড়লেন?
°°°° কেন আজ স্বাসতী হাসানের পদাঙ্ক অনুসরণ করে আরো বেশ কয়েক জন এই ওয়েলফেয়ার অর্গানাইজেশন ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন ?
°°°° কেন ওদের মধ্যে অনেকেই সরকারি সংগঠনের সাথে যোগাযোগ করছেন?
°°°° তাহলে কী আসতে আসতে ওনাদের মোহ ভঙ্গ হচ্ছে? এসব প্রশ্নের উত্তর কে দেবে?
তবে কী প্যারা টিচারদের বোকা বা দুর্বল ভাবা হচ্ছে ? মনে করা হচ্ছে এঁদের যা বোঝানো হবে এঁরা তাই বুঝবে? তাহলে ভুল করছেন ডাক্তার বাবু সহ তাঁর মামা।
°°°° শেষে আবারো প্রশ্ন প্রথমের সেই দুদিন কী আজও আসে নি? আদৌ কি আসবে? দেখা যাক সময় উত্তর দেবে।

একটু ভাবুন """"""""""""""""""""""""বিদেশি ফান্ড সংগ্রহের নেশায় দশ হাজার পার্শ্বশিক্ষককে বুদ্ধ বানিয়ে সদস্য সংগ্রহের আশ...
19/05/2025

একটু ভাবুন
""""""""""""""""""""""""
বিদেশি ফান্ড সংগ্রহের নেশায় দশ হাজার পার্শ্বশিক্ষককে বুদ্ধ বানিয়ে সদস্য সংগ্রহের আশায় কোন এক অর্গানাইজেশনের কর্তাবাবু যার পেশা "*এনজিও র নাম করে ফান্ড সংগ্রহ"* পার্শ্বশিক্ষকদের বুদ্ধু বানাতে গিয়ে উনার আগের মতই " *ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে"* - এই সূত্রকে অন্যবারের মতোই কাজে লাগাতে গিয়ে ২০২১ সালের মাননীয়া মুখ্যমন্ত্রীর এক ভিডিও ফেসবুকে পোস্ট করে হিরো সাজতে গিয়ে আজ নিজেই এমন বুদ্ধু বনে গেলেন যে মুখ্যমন্ত্রীর আগের ভিডিওটা ঐ এনজিও কর্তাবাবু ওর facebook থেকে ডিলিট করতে বাধ্য হলেন।
দে তালি😄

19/05/2025

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি পুরানো ভিডিও কিছু গ্রুপে দেওয়া হয়েছিল । তিনি ( মিঃ X ) নাকি মাননীয়া কে বলার পর মাননীয়া আমাদের নিয়ে কথা বলেছেন বলে তিনি ( মিঃ X ) দাবি করলেন । কিন্তু এখন সেই ভিডিও টি তুলে নেওয়া হয়েছে ।

প্রশ্ন 1 . কেন ভিডিও দেওয়া হলো ? কেন তুলে নেওয়া হলো ?

প্রশ্ন 2. মিঃ X এর মনোভাব কি ?

প্রশ্ন 3. মিঃ X আদৌ কি14 তলে পৌঁচ্ছেন ?

মিথ্যে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না ।
না সাহায্য করতে পারেন করবেন না , 45000 এর আবেগ নিয়ে খেলা বন্ধ করুন ।

04/05/2025

✍️ একজন পার্শ্বশিক্ষকের কলমে
✴️✴️✴️বিষয়ঃ শ্রমিক, ও উপভোক্তা।।।✴️✴️✴️
সম্মানীয় সাথী,
পার্শ্ব শিক্ষক/ শিক্ষিকা গন
আপনাদের কাছে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আদান প্রদান করতে চাই এবং আপনাদের বিশেষ সিধান্ত গ্রহনের আবেদন রাখছি।।।
আপনারা প্রত্যকে অবগত আছেন যে বিগত বাম সরকারের আমলে আমরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যথাক্রমে ১হাজার /২ হাজারটাকা মাসিক ভাতার কাজে নিযুক্ত হয়েছিলাম,,,ছিলোনা কোনরুপ পেশাগত অন্যান্ন সুযোগ সুবিধা।।। সুতরাং,,,সেসময় নিজেদের পেশাগত স্বার্থে বিরোধী সংগঠন, এবং পাশাপাশি তৎকালীন শাষকপন্থী সংগঠন বিছিন্নভাবে লড়াই আন্দোলন করতেন। সময়ের কালক্ষেপে শাষকপন্থী সংগঠন,,,, আমাদের মতোন শিক্ষকতার পেশার সাথে যুক্ত থাকা সত্ত্বেও,,,,, সিটু নামক শ্রমিক সংগঠনের আওতাভূক্ত করেন,,,,,, যেটা তাদের মতাদর্শ বিশ্বাসী শিক্ষক/ শিক্ষিকারা মেনে নেন,এমনকি আজও মেনে নিয়ে সিটু( একক আন্দোলন গ্রহনে) সংগঠনের নিয়ন্ত্রণে কর্মসূচি পালনও করেন। উল্লেখ্য সেই সময় বেশকিছু পি টি, যাদের অন্যতম এই মুহুর্তে ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বও বটে(দক্ষিণ২৪ পরগনার মানুষ,সাবেক তৃনমুল রাজ্যকমিটির সহ-সভাপতিও হিসাবে দাবী রাখেন) ,, তিনি মাঠে প্রান্তরে গলাফুলিয়ে চিৎকার করতেন,,,,, " আমরা কি শ্রমিক?
আমাদেরকে কেনই শ্রমিকের পরিচয় নিয়ে চলতে হবে???
আমি এর তিব্র প্রতিবাদ জানাই"...........।।।
আমি, একজন সাধারণ পি টি হিসাবে জীবনের পেশাগত সংগ্রামের ক্ষেত্রে তুলনামূলক " শ্রেণী সংগ্রামের " নিরিখে সিটু করনের প্রবক্তাদের সম্পূর্ণ সহমত না হলেও,,,,, কোথাও একটা সঙ্গতযুক্তি লক্ষ্য করি।।।।।।
কিন্তু,,,,,,,, আমি ঐ সকল মহাজ্ঞানী, মহামুনি দের কাছে কতকগুলো প্রশ্ন, এবং কর্মরত সাধারণ শিক্ষকদের কাছেও সঠিক দিশার আশা রাখি,,,,,।
প্রথমতঃ সম্প্রতি লক্ষ্য করলাম,,,,আবারও একটা পি টি সংগঠন আবির্ভূত হলো।যদিও স্বাধীন দেশে,গনতান্ত্রিক পরিকাঠামোয় সকলের নিত্য-নতুন সংগঠন, কমিটি রুপায়নের পূর্ণ অধিকার সংবিধান দিয়েছে।

প্রশ্নটা হলো,,,,, আবার এই মুহুর্তে কি এমন সাংগঠনিক সংকোট, ও শূন্যতা দেখা দিলো,, যেখানে নতুন একটা সংগঠন করতে হবে????
আবার,,,,,সেটা সরকার পন্থী, নাকি বিরোধী সে বিষয়ে পরিস্কার কোন রুপরেখাও নেই,,,,,বলা যেতে পারে যাদের অবস্থান পুরোপুরি ভাসমান অবস্থায়।।।।
এবং,,,,, সংগঠন টি কেনই বা ওয়েলফেয়ার পরিকাঠামোয় নিয়ে আসা হলো?????
*️⃣*️⃣*️⃣*️⃣*️⃣এবার আপনাদের গুরুত্ব সহকারে বলতে চাই,,,, এর পিছনে গভীর রহস্য, ষড়যন্ত্র এবং শিক্ষক হিসাবে,,,, আমাদের মতোন পার্শ্ব শিক্ষকদের জন্য চরম অপমান জনক।।।।
প্রথমেই এদের লক্ষ্য ছিলো,,,,, আজগুবি, চাকচিক্য কিছু কথার মাধ্যমে অসহায় পি টি দের বিভ্রান্ত করে,,, নিজেদের পাতা জালে জাপ্টে নেওয়া। তারপর, ঐ সকল জালে ফেঁসে যাওয়া পি টি দের সামনে রেখে সকলকে বিভ্রান্ত ও বিপথে চালিত করা।।।তাই, এরা সংগঠন না করে সোস্যাইটি এ্যাক্ট অনুসারে,,,,, " ওয়েলফেয়ার " করেছে,,,,, যা সম্পূর্ণ একটা N.G.O@ Non Government Organisations "....
যাদের লক্ষ্য,,,, সামাজিক কিছু সমাজসেবা মূলক কাজ করা,এবং সেগুলোকে ছবি/ ওডিও/ ভিডিও সহকরে কোলাজ নির্মান করে,,,, বিভন্ন ব্যবসায়ী তথা কর্পোরেট কোং কে দেখিয়ে বিপুল টাকা ডোনেশন হিসাবে নিজেদের ফান্ডে সংগৃহীত করা।এমনকি,,, নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমানের জন্য,,,,, নানা সময়ে ক্যালচারাল প্রোগ্রাম করা,সেখানে নেতা,মন্ত্রী, আমলাদের নিয়ে সম্বর্ধনা দেওয়া ও তাদের কাছ থেকে সংহতিমূলক বিবৃতী নেওয়া,,,,প্রভূত কারসাজী করতে হয়,,,,যার মূল উদ্দেশ্য প্রচুর বেআইনি টাকা রোজগার।।।।।
উল্লেখ্য,,,,, এই " ফেয়ার এন্ড লাভলি কোং" এক্কেবারে সুচতুরভাবে পা মেপে মেপে এগিয়ে চলেছে।।।। এখন লক্ষ্য,,,,, নিজেদের সোসাইটির সদস্য সংখ্যা তৈরী করা। যাতে,,,, বাৎসরিক ওডিট রিপোর্ট দেখাতে পারবে যে,,,,, এনাদের সোস্যাইটিতে এতো হাজার হাজার মানুষ সরাসরি যুক্ত।
প্রতিটা সদস্যদের,,, দৈনন্দিন খাওয়া-দাওয়া( খিচুড়ি) ,তাদের সন্তান দের ভোরন-পোষন,পোষাক,শীতবস্ত্র, দাতব্য চিকিৎসা, বাৎসরিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গৃহনির্মাণ প্রভূত খাতে বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে। এক অর্থে,,,, এই সোসাইটির প্রতিটা সদস্য,,,, তাদের " উপভোক্তা"।।।।।
এবং বাৎসরিক ওডিট রিপোর্ট হিসাবে পরবর্তী আর্থিক বছরে আসবে বিপুল ডোনেশন,,,,,,,,তাই কিন্তু
এরা শুরু করলো বিগত আর্থিক সেশন ২০২৪/২৫ শেষের ঠিক পূর্ব মুহুর্ত অর্থাৎ ফেব্রুয়ারী থেকে সদস্য সংগ্রহ।।।।।
মূল লক্ষ্য,,,,,,, কয়েক হাজার হাজার নিথিভুক্ত উপভোক্তা( সদস্য (ওডিটে দেখানো।
তাহলে,,,,,,, চক্রান্তে আমরা যারা পা দিলাম,,,,,তারা আর কেউ শিক্ষক হিসাবে রইলাম না,,,,, আমরা হলাম এদের উপভোক্তা✅✅।।।।।
আর,,,,,, পার্শ্বশিক্ষক রা যাতে এই নোংরা ফাঁদে পা দেয়,,,, তার জন্য মায়াবী স্বপ্ন হিসাবে,,,,, কিছু মিথ্যার ফুলঝুরি মেশানো উদ্যোগ,
বেতনবৃদ্ধি, মাননীয়ার কাছে পৌছানো,বড়ো বড়ো আমলার সাথে সেলফি,,,,, প্রভূত।।।।।।।।
দায়িত্ব সহকারে,,,,, সকলকে আরোও একটা কথা জানিয়ে রাখি,,,,,,যেসব পি টি এই গভীর ষড়যন্ত্রে কর্মী হিসাবে কাজ করছেন( ওদের দায়িত্বশীল কর্মী) সোস্যাইটির পক্ষ থেকে তাদের জন্য,,,,, বিশেষ আর্থিক প্যাকেজের চুক্তিও আছে,,,,মূলত এনারা কয়েকজন এই কোং কর্মচারী হিসাবে নিযুক্ত।যাদের পেশাগত বেতনবৃদ্ধিটা মূল বিষয় নয়,,,,তাদের মূল লক্ষ্য হলো,,,,, সোস্যাইটির উপভোক্তা সদস্য বাড়ানো,
সোস্যাইটির বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া,,,,,এবং তারা চুক্তিবদ্ধ কর্মী হিসাবেও দায়িত্বপালন ঠিকঠাক এগিয়ে চলেছেন।অবশ্য,,,বেশ কয়েকজন প্রকৃত অভিসন্ধী আগাম আঁচ পেয়ে,,, পাপমুক্ত হওয়ার জন্য এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এমতজায়গায়,,,, দাঁড়িয়ে
সকল সাধারণ তথা শুভবুদ্ধি সম্পন্ন পি টি দের আহ্বান করবো,,,,,,,,
আপনারা আবারও কি শিক্ষক হিসাবে পরিচয় রাখবেন,নাকি কারুর দয়ায় নির্ভরশীল হয়ে নিজেকে একজন সামাজিক " উপভোক্তা" হিসাবে পরিচয় বহন করবেন???????
আপনাদের সময় এসেছে, কঠিন সিধান্ত নেওয়ার।
নতুবা,,,,, আবারও বিভ্রান্তীর জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে শেষ হবে নিজের জীবন, ও নিজের পরিবার।।।।।।।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✍️ মঞ্জুর আলম সরকার, পার্শ্বশিক্ষক

✍️   রমিউল ইসলাম শেখ """""""""""""""""""""""""""""""""""""""""'''এই ছবিদুটো দিয়ে যদি বলা হয়, 3 ঘন্টা মিটিং ও চা পর্ব সম্...
28/04/2025

✍️ রমিউল ইসলাম শেখ
"""""""""""""""""""""""""""""""""""""""""'''
এই ছবিদুটো দিয়ে যদি বলা হয়, 3 ঘন্টা মিটিং ও চা পর্ব সম্পূর্ন হয়েছে, পার্শ্ব শিক্ষক শিক্ষিরা বোধহয় খুব খুশি হবেন, আপ্লুত হবেন, এমনকি মামার ধামা বাঁধতে ও রাজি হয়ে যাবেন !!!!!!

সত্যিই মামা তুমি বড়ই সবজান্তা গামছাওয়ালা!
তোমার সাগরেদের ভালোই প্রশিক্ষন দিয়েছো টাকা তোলার নির্মোঘ বানী, বাঘের মাসি সেজে ভালোই খেলছো।
তুমি নাকি কয়েকশো বিধায়ক কেনাবেচা, পরিবর্তন করার অসীম ক্ষমতা নিয়ে সাত ঘাটের জল খেয়ে অসহায় পার্শ্ব শিক্ষকদের খেতে বসেছো।
কথাগুলো তোমার ভাগ্নে সাধুর । তোমার ঠাকুরমার ঝুলিতে নাকি প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের রাজকুমার এর অহরহ আসা যাওয়া। রাজা নাকি তোমার প্রাতঃরাশের ঐচ্ছিক অতিথি !!!
বড় করুনা হয় , ভাগ্নে সাধুর জন্য। আর কত ছলাকলা নেবে মামা ??????????

(বিষয়: মামা ভাগ্নের চেঙ্গিজ খাঁন হওয়ার ভীমরতি)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

https://www.facebook.com/share/p/16NUpxjX1f/?mibextid=qi2Omg

21/04/2025

কলমে: রমিউল ইসলাম সেখ, সরকারপন্থী সংগঠনের রাজ্য সভাপতি
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কথায় কথায় হুমকি, ধমকি আর টাকা তোলার আন্দোলন পার্শ্ব শিক্ষক দের শেষ করে দিচ্ছে।
যে বা যারা মনে করেন, এইসব করে সরকার পরিবর্তন করে ফেলবেন, তারা মুর্খের স্বর্গে বাস করছেন।
ক্ষয়িষ্ণু, বহুভাগে বিভক্ত, পার্শ্ব শিক্ষক সমাজের উচিত ধৈর্য ও সংখ্যাধিক্য স্থিতিশীলতা বজায় রেখে সরকার কে সহযোগিতা করা ।
কিন্তু দুর্ভাগ্য গুটিকয়েক পার্শ্ব শিক্ষক তাদের ব্যক্তিগত দুরভিসন্ধি কে এগিয়ে নিয়ে যেতে কথায় কথায় সরকার বিরোধীতায় নামা প্রকারান্তরে পার্শ্ব শিক্ষক সমাজকে সরকার বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন।

নিরন্তর সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, সরকার বিরোধী মন্তব্য, মাসে মাসে পথে নামা, এইকরে না পার্শ্ব শিক্ষক না সরকার না নিজের পরিবার কে স্থিতিশীল রাখছেন।
সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিনম্র অনুরোধ এই ধরনের হঠকারিতা থেকে দুরে থাকুন।বিদ্যালয়য়ে ছাত্র ছাত্রীদের পাশে থাকুন।

16/04/2025

প্রথমে *এই গ্রুপের সকল শুভানুধ্যায়ীকে নতুন বছরের শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা জানাই*।
এবার আসি আজকের প্রসঙ্গে, *এই গ্রুপটি কোন বিক্ষোভ কর্মসূচি বা সরকার বিরোধী আলোচনার জায়গা নয়। এই গ্রুপটা খিচুড়ি আন্দোলনের গ্রুপ নয়*।

ইতিপূর্বে বহু আন্দোলন দেখেছি, খিচুড়ি নেতাদের দেখেছি, বিক্ষোভ কর্মসূচি দেখেছি পরিনামে কি হয়েছে?

*বিগত সপ্তাহে আমরা যখন শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করে বিকাশ ভবনের বাইরে একটা বার্তা দিয়েছিলাম, সেটা নিয়েও কিছু পার্শ্বশিক্ষক রটিয়ে বেড়াচ্ছেন যে সরকারি দলের নেতৃত্ববর্গ মন্ত্রীর সাথে দেখা না করেই, বাইরে এসে বার্তা দিচ্ছেন। তাহলে ভেবে দেখুন, আমরা কি ভাবে নোংরা রাজনীতির শিকার হচ্ছি*।

ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু পার্শ্বশিক্ষক সরকারি সংগঠনেও রয়েছেন, আবার বিরোধী সংগঠনেও রয়েছেন অর্থাৎ দুনৌকায় পা দিয়ে চলেছেন। এতে নিজেরও ক্ষতি, সংগঠনেরও ক্ষতি।

যাইহোক বিগত দিন শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হয় আলোচনার মাধ্যমে সমাধান হবে। আর আন্দোলন করলে আন্দোলন করো, দুই নৌকায় পা দিয়ে চললে হবে না, যেকোনো একটি পথ বেছে নিতে হবে। *আন্দোলন করবো আবার আলোচনাও করব, এটা সঠিক পথ নয়*।
সুতরাং আমরা সবাই শিক্ষক, শিক্ষক সুলভ ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্তটা বেছে নেবেন। এই সময় সরকার বিরোধীতা বা বিক্ষোভ সমাবেশ করাটা কি ঠিক? না সরকারের পক্ষে থেকে আলোচনা চালিয়ে দাবি আদায় করার পথটা ঠিক? আপনারাই বিবেচনা করে সঠিক পথ বেছে নেবেন। ধন্যবাদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্শ্ব শিক্ষক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share