Bangladesh Railway Fan

Bangladesh Railway Fan Right Information help to make right decision.

আপনাদের পছন্দের ট্রেন ভ্রমণ কোনটা? আমার ৪ টা পছন্দ। ১) রুপসা-সীমান্ত এক্সপ্রেস। ২) পঞ্চগড় এক্সপ্রেস। ৩) পর্যটক এক্সপ্রেস...
01/07/2025

আপনাদের পছন্দের ট্রেন ভ্রমণ কোনটা?
আমার ৪ টা পছন্দ।
১) রুপসা-সীমান্ত এক্সপ্রেস।
২) পঞ্চগড় এক্সপ্রেস।
৩) পর্যটক এক্সপ্রেস।
৪) জাহানাবাদ এক্সপ্রেস।
আপনার কোনটা কমেন্ট এ জানান...

মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কা*টা পড়ে মেহেদী নামের এক মা/নু/ষিক প্র.তি.বন্ধির মৃ*ত্যু হয়েছে। তার বাড়ি কাশি পুর. …।সংগৃহ...
27/06/2025

মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কা*টা পড়ে মেহেদী নামের এক মা/নু/ষিক প্র.তি.বন্ধির মৃ*ত্যু হয়েছে। তার বাড়ি কাশি পুর. …।

সংগৃহীত

বোচাগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মহিলার মর্মান্তিক মৃ,ত্যু । এখন পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নিPic. ...
26/06/2025

বোচাগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মহিলার মর্মান্তিক মৃ,ত্যু । এখন পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নি

Pic. Collected

খুবই দুঃখজনক বিষয়,২৪/৬/ ২৫ চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস জ্ঞানদাস কানাইকাটা রেলগেট পার হয়ে, একট...
25/06/2025

খুবই দুঃখজনক বিষয়,২৪/৬/ ২৫ চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস জ্ঞানদাস কানাইকাটা রেলগেট পার হয়ে, একটা মোটরসাইকেল সিগনাল অমান্য করে লাইনে চলে আসে। ফলে মোটরসাইকেল আরহী সঙ্গে সঙ্গে মারা যায় আমটো অবস্থায় নীলফামারী পর্যন্ত মোটরসাইকেল চলে আসে,ইঞ্জিল এর সঙ্গে নীলফামারী স্টেশনে পৌঁছেয়,পরে যাত্রীগণের সহায়তায় মোটরসাইকেল বের করে আবার ঢাকার উদ্দেশ্য রওনা দেয়।

এখন থেকে ট্রেনের লোকেশন জানতে আর ঝামেলা নেই।  বিনামূল্যে জেনে নিতে পারেন। তবে বিনা প্রয়োজনে অযথা ওয়েবসাইটে ঢুকে সার্ভার ...
23/06/2025

এখন থেকে ট্রেনের লোকেশন জানতে আর ঝামেলা নেই। বিনামূল্যে জেনে নিতে পারেন।
তবে বিনা প্রয়োজনে অযথা ওয়েবসাইটে ঢুকে সার্ভার বিজি করবেন না।
লিংক দেওয়া হলো
https://bd-live-train-tracking.vercel.app/

21/06/2025

ইন্নালিল্লাহি কাওরাইদ স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে😢

ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটলেই কেনো জানি বেনাপোল এক্সপ্রেসের কথা মনে পড়ে যায়💔
ভিডিও: সংগৃহীত।
#ট্রেন #ট্রেনচলাচল

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন কাছে নীল সাগর এক্সপেস একজন দরজায় দাঁড়িয়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে প...
17/06/2025

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন কাছে নীল সাগর এক্সপেস একজন দরজায় দাঁড়িয়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে 😔
আহত অবস্থায়
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আছে।
মোবা:01730324691(হাসপাতাল)
সংগৃহীত

♦️দ্রুত শেয়ার করুন♦️পরিবারকে জানানো জরুরি↓ছেলেটা আজকে নীলসাগর এক্সপ্রেস থেকে দুর্ভাগ্যজনকভাবে ট্রেন থেকে পড়ে গেছে  নাটর...
17/06/2025

♦️দ্রুত শেয়ার করুন
♦️পরিবারকে জানানো জরুরি

ছেলেটা আজকে নীলসাগর এক্সপ্রেস থেকে দুর্ভাগ্যজনকভাবে ট্রেন থেকে পড়ে গেছে নাটরের চাটমোহর স্টেশনের তিন চার কিলোর মধ্যে। তিনি গেটের সাথে দাড়াই ছিলেন হয়তো কোন খাম্বার সাথে লেগে পড়ে গেছে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এটাও ক্লিয়ার না (আল্লাহ যেনো বাঁচাই রাখেন)
গাড়ির মধ্যে রাখা তাঁর ব্যাগ, তার মোবাইল, এবং মালামাল এখন বর্তমানে পুলিশের হেফাজতে আছে, মোবাইলটা লক করা থাকার কারণে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না অনুগ্রহপূর্বক কেউ যদি এই ছেলেটাকে চিনে থাকে তাহলে ইমিডিয়েটলি ওই নাম্বারে ফোন করতে বলেন। সূত্রে জানা গেছে ছেলেটা ঢাকা থেকে নীলফামারের উদ্দেশ্যে যাচ্ছিল।
-
দয়া করে দ্রুত শেয়ার করুন যাতে উনার পরিচয় আর উনার পরিবারকে অবগত করা যায়।
(ট্রেনে থাকা এক ভাই এই মেসেজটি দিয়েছেন)
-
সংগৃহীত
©APS

পার্বতীপুর স্টেশনে ট্রেন প্রবেশ এর সময় ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে 😭😭😭ছবি সংগৃহীত
16/06/2025

পার্বতীপুর স্টেশনে ট্রেন প্রবেশ এর সময় ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে 😭😭😭

ছবি সংগৃহীত

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! চট্টলা এক্সপ্রেস ট্রেনের এসি চ কোচের ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মা'রা গিয়েছেন। ঘ...
14/06/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
চট্টলা এক্সপ্রেস ট্রেনের এসি চ কোচের ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মা'রা গিয়েছেন। ঘ কোচ থেকে দু'জন ডাক্তার গিয়ে তা নিশ্চিত করেছেন। সামনে ফেনী স্টেশনে তার ম'রদেহ নামানো হবে।
আমাদের প্রাপ্ত পরিচয়:
নাম: নুরুল ইসলাম
বাড়ি: কুমিল্লা সদর
জব করতেন ওয়াল্টন বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম হেড অফিসে। কারো পরিচিত হলে মেনশন দিয়ে জানিয়ে দিন প্লিজ।

08/06/2025

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ।
--রেলপথ মন্ত্রণালয়।

ঈদ মোবারক
07/06/2025

ঈদ মোবারক

Address

Saidpur, Nilfamari
Saidpur
5100

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share