17/03/2024
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আমেরিকা সফর।
পাইপ টোব্যাকো হাতেই হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবেশ করলেন সদ্য স্বাধীন দেশের সুদর্শন স্মার্ট প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতাকারী রাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড আর. ফোর্ডের সঙ্গে তাঁর পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হলো।
১৯৭৪ সালে অনুষ্ঠিত বৈঠকের ছবি গুরুত্বের সঙ্গে প্রকাশ করল আন্তর্জাতিক গণমাধ্যম।
স্টাইল আর ব্যক্তিত্ব, এই দুইটা ব্যপার জন্মগত থাকতে হয়, অর্জন করা যায় না।
সারা দুনিয়া যেখানে আমেরিকার প্রেসিডেন্টের সামনে লেজ নাড়ে,
সেখানে এভাবে বসতে... হ্যাডম লাগে...
আর এই হ্যাডম আসে.... সততা,ত্যাগ আর সাহস থেকে।
বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা যত কম হবে,বঙ্গবন্ধুর নাম ততো বেশীদিন বাঁচবে।
শুভ জন্মদিন শেখ সাব!