31/12/2023
শাশুড়ী অসুস্থ ছিলেন। দীর্ঘ ৪ বছর তার বউমা হিসেবে সেবাযত্ন করার পর গত ডিসেম্বরে তিনি মারা গেছেন। মৃত্যুর আগে সবাইকে কত আহ্লাদ করে বলেছেন,
--- "আমার বউমার মত মেয়ে হয় না। লাখে একটা।"
আলহামদুলিল্লাহ, আমিও খুশি।
গত জুলাইয়ে আমার মা এক্সিডেন্টে করে পা ভে'ঙেছেন। বাবা বৃদ্ধ,চাষা ঘর। আমিই মাঝে মাঝে গিয়ে মায়ের সেবাযত্ন করি, খাবার দিয়ে আসি। আমার স্বামী আজ অব্দি মাত্র দুইদিন দেখা করে এসেছেন। গতকাল উনি কিছুটা বিরক্তি নিয়ে বললেন,
--- "আমি নিজের সংসার ফেলে ঘনঘন বাবার বাসায় যাই, এইটা উনার পছন্দ না।"
প্রতিবার সে আমার মায়ের বাড়ি গেলেই এখন অব্দি আমার মা.. বড় ডিম, তাজা মাছ, টাটকা সবজি, শত অভাবেও জামাইয়ের বাড়ি আমার মান রাখতে গরুর মাংসও খাওয়ান। আর আমি এসব না পেয়েও নিঃস্বার্থে তার মাকে নিজের মনেই যত্ন করতাম।
--- 'আচ্ছা, ওদের কি শাশুড়ীর প্রতি দায়িত্ব নেই? গলা দিয়ে অত আপ্যায়ন নামে কীভাবে?' 💔
(সুহাসিনীর ডায়েরী থেকে সংগ্রহীত)