GImini

GImini Life journey

02/01/2024

Delays are part of life, Get used to it. Not everything will go according to your plan. When Allah delays, there is khair in it. You might not be able to see it right now but Allah will show you why He made you wait. So be patient. Because you will soon see beautiful blessings. ❤️

01/01/2024

Ya Allah, Bless my Father and Mother with long life, health and happiness. Ameen ❤️

31/12/2023

শাশুড়ী অসুস্থ ছিলেন। দীর্ঘ ৪ বছর তার বউমা হিসেবে সেবাযত্ন করার পর গত ডিসেম্বরে তিনি মারা গেছেন। মৃত্যুর আগে সবাইকে কত আহ্লাদ করে বলেছেন,

--- "আমার বউমার মত মেয়ে হয় না। লাখে একটা।"

আলহামদুলিল্লাহ, আমিও খুশি।


গত জুলাইয়ে আমার মা এক্সিডেন্টে করে পা ভে'ঙেছেন। বাবা বৃদ্ধ,চাষা ঘর। আমিই মাঝে মাঝে গিয়ে মায়ের সেবাযত্ন করি, খাবার দিয়ে আসি। আমার স্বামী আজ অব্দি মাত্র দুইদিন দেখা করে এসেছেন। গতকাল উনি কিছুটা বিরক্তি নিয়ে বললেন,

--- "আমি নিজের সংসার ফেলে ঘনঘন বাবার বাসায় যাই, এইটা উনার পছন্দ না।"

প্রতিবার সে আমার মায়ের বাড়ি গেলেই এখন অব্দি আমার মা.. বড় ডিম, তাজা মাছ, টাটকা সবজি, শত অভাবেও জামাইয়ের বাড়ি আমার মান রাখতে গরুর মাংসও খাওয়ান। আর আমি এসব না পেয়েও নিঃস্বার্থে তার মাকে নিজের মনেই যত্ন করতাম।


--- 'আচ্ছা, ওদের কি শাশুড়ীর প্রতি দায়িত্ব নেই? গলা দিয়ে অত আপ্যায়ন নামে কীভাবে?' 💔

(সুহাসিনীর ডায়েরী থেকে সংগ্রহীত)

31/12/2023

Last day of 2023,
May Allah forgive our mistakes and make our future better❤️.

31/12/2023

–মানুষের পিছনে কখনো ছুটবেন না, দিনশেষে আপনি শুধু কষ্ট আর আঘাত পাবেন, বরং আপনি ছুটে চলুন রবের দিকে, তিনি আপনাকে তার রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন _🌸

31/12/2023

(সত্য ঘটনা অবলম্বনে।বিশেষভাবে পড়ার অনুরোধ)

আমাদের কাজের মেয়েটির সাথে বাবার ঘনিষ্ঠতা রয়েছে।শ"রীর স্প"র্শ করার মতো নিষিদ্ধ সম্পর্ক তাদের।

জানিয়ে রাখি,আমি একজন মেয়ে,এবার ক্লাস টেনে উঠেছি।এবার ঘটনাটা বলি।

কাজের মেয়েটার বয়স বিশের মতো হবে।ফর্সা,পে"ট হালকা মেদযুক্ত,আকর্ষনীয় শরীর।বেশ রুপবতী।সেদিনের ঘটনা বলি,ছিপছিপ বৃষ্টি পড়ছে।মা প্রচন্ড মাথা ব্যথায় ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে।বৃষ্টির বেগ আরো বাড়লো।ছাঁদে ফুলের গাছগুলোর সাথে একটু ভিজতে ইচ্ছে করলো।দৌড়ে ছাঁদে গেলাম।আমাদের ছাঁদ ভর্তি ফুল,শিমগাছ সহ আরো লতাপাতার গাছে ভরপুর।

শিম গাছের লতাপাতার আঁড়ালে দেখলাম বাবা আধশোয়া হয়ে মেঝেতে বসে আছে,বাবার কোলে কাজের মেয়েটা।বাবার হাত কাজের মেয়েটার বু"কে.....

না থাক,বাবাকে নিয়ে এতো বাজে কথা লিখলাম না।আশা করি আপনারা বুঝবেন।

ঘটনা মা"কে বলতেই মায়ের মুখ ফ্যাকাসে হয়ে গেলো।বাবা মায়ের মধ্যে আগে থেকেই প্রতিনিয়ত ঝগড়া ছিলো।ঘটনাটা বলার পর সেটা ভয়ঙ্কর রুপ ধারণ করেছে।বাবা রীতিমতো যেন দানব হয়ে উঠলেন।মাকে এমন মা'রলেন যে টানা সাতদিন মা বিছানায় পড়ে রইলেন।

এরপর থেকেই মা সারাদিন সারারাত কেঁদেই চলেছে।বাবাকে কিছু বললেই বেদম প্র"হার করছে।এমনকি আমার গা"য়ে হাত তুলতেও দু'বার ভাবে না।

মা'কে অনেকবার বলেছি অন্য কোথাও চলে যেতে। মা জ"ড়িয়ে ধরে কান্না করতে করতে বলে " কই যাবো রে মা? কার কাছে যাবো? আমার যে যাওয়ার কোনো যায়গা নাই "

ইদানীং বাবা খোলামেলা ভাবেই কাজের মেয়েটার সাথে মেলামেশা করছে।মেয়েটাকে নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সময় পার করছে।আমি কিছুই করতে পারছি না।

মা কষ্ট সহ্য করতে না পেরে গতরাতে বাবার পা চে"পে ধরে বলেছিলো " মেয়েটার কথাটা একবার ভাবো,এসব ও নিজের চোখে দেখছে "

বাবা উল্টে মা'য়ের বু"কে প্রচন্ড এক লা"থি বসিয়ে দিলেন।লা"থির ভারে মা কয়েকহাত দূরে ছিঁটকে পড়ে গেলেন।

লেখাটা লিখছি মাঝরাতে।মনে হয় মা ভোরের আলো দেখার আগেই মা"রা যাবেন।এমনিতেই না খেয়ে শরীর দূর্বল।তার উপর সন্ধায় বাবার প্রচন্ড এক লা"থির ভার মা সহ্য করতে পারছেন না।মায়ের মুখ থেকে গো গো শব্দ বেড় হচ্ছে।

আমি কিছু করতেও পারছি না।মায়ের শরীর ইতোমধ্যে সাপের মতো ভাঁজ হয়ে যাচ্ছে।আমি প্রাণপণে চিৎকার করছি কিন্তু লাভ হচ্ছে না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।

মা যদি মা"রা যায় তাহলে আমি কি নিয়ে থাকবো?বড্ড অসহায় লাগছে,নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে।এই মুহুর্তে আমার করণীয় কি?

31/12/2023

#তাহাজ্জুদ
জীবনে বহুবার এমন হয়েছে-
আমি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহর কাছে হাত দুইটা তুলে শুধু চোখের পানি ফেলেছি অবিরাম আর বলেছি-
"আল্লাহ্! তুমি আমার চোখের পানির ভাষা বোঝো! যে যন্ত্রণায় আমার চোখে এ পানি; সে যন্ত্রণা তুমি দূর করে দাও।সে যন্ত্রণাকে তুমি শান্তিতে পরিণত করে দাও!"
আল্লাহ্ শুনেছেনও প্রতিবার, আর কবুলও করেছেন এই দোয়া! আলহামদুলিল্লাহ্!💗

#তাহাজ্জুদ মানে এমন একটি তীর যে তীরটি সঠিকভাবে লক্ষ্যভেদ করেছে! অর্থাৎ তাহাজ্জুদ নামাজের দোয়া কখনোই বিফলে যায় না! তা যেরকম দোয়া হোক না কেন, আল্লাহ তা'আলা সঠিকসময়ে আপনাকে তা দিয়ে ধন্য করবে! শুধুমাত্র কিছু আল্লাহর কাছের বান্দাদের আল্লাহ তা'আলা তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দেয়! আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে ধরে নিতে পারেন আপনি আল্লাহর প্রিয় থেকে প্রিয়, একদম কাছের বান্দায় পরিণত হচ্ছেন!

27/12/2023
26/12/2023

Allah will never let you down, Smile and say Alhamdulillah 🌸🦋

25/12/2023

As long as your niyaat is pure, whatever you wish will come true In sha Allah.❤️

25/12/2023

Allāh ﷻ isn't ignoring your dua. He is simply just delaying His response because He loves hearing your voice calling out to him. He loves you so much and by Him delaying His response, He is testing how much trust you have in Him and His plan. please have patience and do not give up on your duas. your voice which you think doesn't go beyond your ceiling, it goes beyond 7 skies. have sabr.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when GImini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share