15/08/2024
আজ আমাদের ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস।🧡🤍💚
আজ এই তারিখে আমাদের ভারত স্বাধীন হয়ে ছিলো তাই তো💕, আর এই স্বাধীন দেশে মেয়ে দের কি কোনো সম্মান আছে 😞 আর যদি ভাবিও আমরা মেয়ে রা স্বাধীন তালে আমরা কেনো রাতে বেরোতে পারি না😓, আমরা কেনো সুস্থ্য ভাবে জীবন জাপন করতে পারি না🤐, কেনো আমাদের হিংস্র মানুষের মুখে পড়তে হয় কেনো🥺, কেনো তালে অভয়া দিদি কে হাসপাতাল এর মতো জায়গায় ধর্ষিত হতে হলো কেনো, এই আমাদের ভারতের অবস্থা এই আমাদের স্বাধীন ভারত ছিঃ এই দেশে যদি মেয়ে দের কোনো সম্মান না থাকে তালে এই সমাজ এই দেশ কিসের স্বাধীন ।😓😞
দরকার নেই এরকম স্বাধীনতা।।।।।।🥺😓