14/10/2025
বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এখন এক পরিচিত নাম—রিপন মিয়া। তার ভিডিও দেখলে মনে হয়, কতটা সহজ-সরল একজন মানুষ! সাধারণ কথাবার্তা, মাটির গন্ধ মেশানো ভাব, আর বিনয়ী আচরণ—সব মিলিয়ে মানুষ তাকে দ্রুত ভালোবেসে ফেলেছে। মনে হয়েছে, এই মানুষটা যেন আমাদের আশেপাশেরই কেউ—যে জীবনের ছোট ছোট সুখ-দুঃখ নিয়েই আনন্দ খুঁজে নেয়।
কিন্তু সম্প্রতি তার বাস্তব জীবন নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে, তাতে অনেকেই অবাক। জানা গেছে, রিপন মিয়া আসলে বিবাহিত, অথচ মিডিয়াতে তিনি নিজেকে অবিবাহিত হিসেবে উপস্থাপন করেন। আরও বিস্ময়ের বিষয়—তার বাবা-মা নিজেই জানিয়েছেন, রিপন নাকি এখন তাদের খোঁজ রাখেন না, তাদের পরিচয়ও কাউকে দেন না। গরীব বাবার কণ্ঠে সেই অভিমান যেন পুরো সমাজকেই নাড়া দিয়েছে।
এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—চেহারা বা আচরণ দিয়ে মানুষকে পুরোপুরি চেনা যায় না। সোশ্যাল মিডিয়ার আলোয় যে মানুষকে আমরা “সহজ-সরল” বলে ভাবি, বাস্তবে সে হতে পারে একেবারে ভিন্ন। কারণ জনপ্রিয়তা আজ এমন এক নেশা, যেখানে সত্য-মিথ্যার সীমারেখা প্রায় হারিয়ে যায়।
রিপন মিয়ার গল্প শুধু একজন কনটেন্ট ক্রিয়েটরের মুখোশ নয়, এটি আমাদের সমাজেরও প্রতিচ্ছবি। আমরা অনেকেই চাই, মানুষ আমাদের ভালো বলুক—সেজন্য নিজেদের আসল রূপটা লুকিয়ে রাখি। কিন্তু মনে রাখা দরকার, ভালোবাসা কখনো অভিনয়ে টেকে না।
শেষমেশ প্রশ্ন থেকেই যায়—“যে মানুষ নিজের বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, সে কি আসলেই সহজ-সরল হতে পারে?”
লেখা- Ariful Hasan
তথ্যসূত্র- ATN News TV