Ashik Official

Ashik Official Following Diye Pase thako �
(1)

সহমত
20/10/2025

সহমত

দাঁড়াশ সাপ, প্রকৃতির বন্ধু
এই সাপকে রক্ষা করা আমাদের কর্তব্য
এই সাপের কোন বিষ নেই। এটি সহজে মানুষের ক্ষতি করে না। কামড় দিলেও আপনার কিছু হবে না। এটির অন্যতম প্রধান খাবার ইদুর।

প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ধান ও গমের। কিন্তু ইঁদুর নিয়ন্ত্রণের জন্য দাঁড়াশ সাপটি যেহেতু প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই এই সাপকে রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসলের পাশাপাশি ইঁদুর নিধনের খরচও বাঁচানো সম্ভব।

19/10/2025

10 seconds back to back 💯

Don't be jealous of what Allah has given to someone, because you never know what Allah took of them. The real blessing i...
19/10/2025

Don't be jealous of what Allah has given to someone, because you never know what Allah took of them. The real blessing in this dunya is to appreciate & recognize yourself first. There is always someone else having lesser than you.
Alhamdulillah for everything I got!✨

মুহাম্মাদ আশিক আল মাহমুদ

কেমন জানি এক প্রকার বিষন্নতাকিসের জানি অভাব ,কিসের প্রতি যেন তীব্র জেদ!
19/10/2025

কেমন জানি এক প্রকার বিষন্নতা
কিসের জানি অভাব ,কিসের প্রতি যেন তীব্র জেদ!

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এখন এক পরিচিত নাম—রিপন মিয়া। তার ভিডিও দেখলে মনে হয়, কতটা সহজ-সরল একজন মানুষ! সাধারণ ক...
14/10/2025

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এখন এক পরিচিত নাম—রিপন মিয়া। তার ভিডিও দেখলে মনে হয়, কতটা সহজ-সরল একজন মানুষ! সাধারণ কথাবার্তা, মাটির গন্ধ মেশানো ভাব, আর বিনয়ী আচরণ—সব মিলিয়ে মানুষ তাকে দ্রুত ভালোবেসে ফেলেছে। মনে হয়েছে, এই মানুষটা যেন আমাদের আশেপাশেরই কেউ—যে জীবনের ছোট ছোট সুখ-দুঃখ নিয়েই আনন্দ খুঁজে নেয়।

কিন্তু সম্প্রতি তার বাস্তব জীবন নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে, তাতে অনেকেই অবাক। জানা গেছে, রিপন মিয়া আসলে বিবাহিত, অথচ মিডিয়াতে তিনি নিজেকে অবিবাহিত হিসেবে উপস্থাপন করেন। আরও বিস্ময়ের বিষয়—তার বাবা-মা নিজেই জানিয়েছেন, রিপন নাকি এখন তাদের খোঁজ রাখেন না, তাদের পরিচয়ও কাউকে দেন না। গরীব বাবার কণ্ঠে সেই অভিমান যেন পুরো সমাজকেই নাড়া দিয়েছে।

এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—চেহারা বা আচরণ দিয়ে মানুষকে পুরোপুরি চেনা যায় না। সোশ্যাল মিডিয়ার আলোয় যে মানুষকে আমরা “সহজ-সরল” বলে ভাবি, বাস্তবে সে হতে পারে একেবারে ভিন্ন। কারণ জনপ্রিয়তা আজ এমন এক নেশা, যেখানে সত্য-মিথ্যার সীমারেখা প্রায় হারিয়ে যায়।

রিপন মিয়ার গল্প শুধু একজন কনটেন্ট ক্রিয়েটরের মুখোশ নয়, এটি আমাদের সমাজেরও প্রতিচ্ছবি। আমরা অনেকেই চাই, মানুষ আমাদের ভালো বলুক—সেজন্য নিজেদের আসল রূপটা লুকিয়ে রাখি। কিন্তু মনে রাখা দরকার, ভালোবাসা কখনো অভিনয়ে টেকে না।

শেষমেশ প্রশ্ন থেকেই যায়— “যে মানুষ নিজের বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, সে কি আসলেই সহজ-সরল হতে পারে?”

লেখা- Ariful Hasan
তথ্যসূত্র- ATN News TV

এখানে কিছুই থাকেনা, সময় ও মানুষ কচুরিপানার মতো ভেসে যায়।যে হারাবার ভয় করে, সে হেরে যায়।
13/10/2025

এখানে কিছুই থাকেনা, সময় ও মানুষ কচুরিপানার মতো ভেসে যায়।
যে হারাবার ভয় করে, সে হেরে যায়।

12/10/2025

হরিণের রাজ্যে বাঘের রাজত্ব,
আর সেখানে সিংহাসনের স্বপ্ন দেখছে কুমির!💗

All the favourite ❤️
12/10/2025

All the favourite ❤️

শুক্রবার দুরুদ পাঠের দিন;আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ) 🤍
10/10/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন;
আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ) 🤍

ছিলাম, থাকবো সাথেচলো যাই বহুদূর 🙌একটি দেশ একটি স্বপ্ন 🇧🇩দেখা হচ্ছে আজ ❤️
09/10/2025

ছিলাম, থাকবো সাথে
চলো যাই বহুদূর 🙌

একটি দেশ একটি স্বপ্ন 🇧🇩
দেখা হচ্ছে আজ ❤️

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share