Asha Hasin

Asha Hasin Assalamu alaikum, I'm Asha Hasin, a content creator from Bangladesh. If you like my content, please Support my page.

24/07/2025

বাচ্চা মেয়ে নাজিয়াকে দেখতে তার বাবা-মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তাররা এসে বলল- দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তাড়াতাড়ি মা-----Ra যায়।

ডাক্তারদের মুখে এ কথা শুনে নাজিয়ার মা আশ্চর্য হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল- আমার মেয়ের মৃ" ত্যুর জন্যে আমি দোয়া করব.? মা হয়ে এ কাজ কিভাবে করব আমি.?

ডাক্তাররা বলল- এ দোয়াই করুন প্লিজ, বাচ্চাটা এত য"ন্ত্রণা নিতে পারছে না।

মা এবং পরিবারের বাকি লোকজন তখন জানালার কাচ দিয়ে দেখতে পায় নাজিয়া হাত-পা ছোড়াছুড়ি করছে, চিৎকার করছে।

পুরো শরীরটাই পু'-" -রে গিয়েছিল নাজিয়ার। ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড সবকিছু।

এ দৃশ্য দেখার পর সবার চোখগুলো ছলছল করছিল শুধু। নাজিয়ার মা না জানি কি দোয়া করছিল সে সময়।💔

দারাজের 59tk mystery box থেকে পাওয়া, এটা পইরা আমি এখন কই যাবো😢না গাউন, না বোরকা, না জুব্বা, না পাঞ্জাবী, না রেইনকোট!!Wh...
24/07/2025

দারাজের 59tk mystery box থেকে পাওয়া, এটা পইরা আমি এখন কই যাবো😢
না গাউন, না বোরকা, না জুব্বা, না পাঞ্জাবী, না রেইনকোট!!
What a mystery!!!!!👽

কিছু মানুষ এমনই!বেঁচে থাকবেন ভালোবাসায়😢🙏💔
24/07/2025

কিছু মানুষ এমনই!
বেঁচে থাকবেন ভালোবাসায়😢🙏💔

৬ বাচ্চার পু/ ড়ে অঙ্গার সারা দেহ। তাই ডিএনএ টেস্টে সন্তানের দাঁতে মিলবে বাবার পরিচয়।
23/07/2025

৬ বাচ্চার পু/ ড়ে অঙ্গার সারা দেহ। তাই ডিএনএ টেস্টে সন্তানের দাঁতে মিলবে বাবার পরিচয়।

মাইলস্টোন স্কুলের, একটি বাচ্চা মীরসাদের মৃত্যুশোকে তার মা গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন। এমন অনেক মা তার সন্তানের মৃত্যুর...
23/07/2025

মাইলস্টোন স্কুলের, একটি বাচ্চা মীরসাদের মৃত্যুশোকে তার মা গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন। এমন অনেক মা তার সন্তানের মৃত্যুর শোকে কাতরাচ্ছেন,,আল্লাহ সকল মাকে এই শোক সইবার ক্ষমতা দিন।

ভাষা হারিয়ে ফেলেছি। হায় আল্লাহ!! 😢😭
21/07/2025

ভাষা হারিয়ে ফেলেছি। হায় আল্লাহ!! 😢😭

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

লেখা- Shafin Rahman

18/07/2025

আপনার ছোটবেলার নিজেকে একটা উপদেশ দিতে পারলে কী দিতেন? আমি: Don’t trust people so easily, even salt looks like sugar. (বন্ধু- বান্ধব = খাতারনাক)

আপনি যদি এমন কোন নারীকে জীবনসঙ্গী করতে চান—যিনি soft, surrendered, আর deeply connected থাকবেন আপনার সঙ্গে—তাহলে আপনাকেই ...
18/07/2025

আপনি যদি এমন কোন নারীকে জীবনসঙ্গী করতে চান—যিনি soft, surrendered, আর deeply connected থাকবেন আপনার সঙ্গে—তাহলে আপনাকেই হতে হবে সেই পুরুষ, যিনি lead করেন love দিয়ে, আর stability ও security provide করেন

একটা কথা মনে রাখবেন…

যদি তাকেও hustle করতে হয় আপনার মতো, বাইরে গিয়ে same burden carry করতে হয়, আর constant battle করতে হয় জীবন নিয়ে, তাহলে naturally সে feminine থেকে masculine energy-তে shift করবে।

সে তখন challenge করবে আপনার leadership! একারনে না যে, সে disrespect করছে, বরং এই কারণ যে সে তখন survival mode-এ আছে, surrender নয়।

একজন truly feminine woman তখনই bloom করে, যখন সে feel করে she is safe.
সে তখনই মন দিয়ে শুনে, যখন সে বুঝতে পারে she’s seen, she matters.

সে follow করে তখনই, যখন সে দেখে আপনার direction আসছে care থেকে, control থেকে না।

So, ask yourself honestly—

আপনি কি এমন একটা home বানাচ্ছেন, যেখানে সে নিজের softness নিয়ে শান্তিতে থাকতে পারে?
নাকি আপনি নিজের অজান্তেই তাকে একটা warrior-এ পরিণত করছেন, যাকে নিজের protection নিজেকেই করতে হয়?

Lead করুন তবে not to dominate, but to create space for her to be in her feminine.

Provide করুন but not just টাকা দিয়ে, but with your presence, emotional safety, আর grounded support দিয়ে।

Because, যত বেশি সে feel করে সে secure আপনার leadership-এ, তত বেশি সে flow করবে grace, trust, আর deep devotion নিয়ে।

Often, a woman’s behavior reflects the environment she lives in—if her partner is emotionally unavailable, disrespectful, or unsupportive, it can deeply impact her attitude and mental well-being.

16/07/2025

বৃষ্টির দিনে কচু/কচুর মোথা খেলে গলা চুলকায়। এটা আবারো প্রমাণ করলো দুইটা আপু। বহুদিন ঝগড়া হচ্ছেনা, এভাবে তো চলেনা। তাই Tony আপু আর বারিশ আপার যু**দ্ধ আবার শুরু। ভাবসিলাম এই ঠাণ্ডার দিনে রিল্যাক্স করবো। তা আর হলোনা। ডেইলি নতুন কোনো কাহিনী😒

#বারিশ #তনি

সুখ আসলে কী?জানতে হলে লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীরভাবে উপলব্ধি করে পড়ুন যারা মনে করেন , সুখ মানে অনেক ধন-দৌলত টাক...
14/07/2025

সুখ আসলে কী?
জানতে হলে লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীরভাবে উপলব্ধি করে পড়ুন যারা মনে করেন , সুখ মানে অনেক ধন-দৌলত টাকা পয়সা আরো কত কি? তাদের জন্য রইলো লেখাটি প্রকৃত সুখ যে কিভাবে খুঁজে পাওয়া যায় তার অর্থ অনুধাবন করতে পারবেন !

সুখ আসলে কী?
একবার এক তুর্কি কবি তার প্রিয় চিত্রশিল্পী বন্ধুকে বললেন,
“সুখ কাকে বলে, তুমি কি তা একে দেখাতে পারো?”

শিল্পী তার ক্যানভাসে আঁকলেন এক অমূল্য দৃশ্য—
একটা ভাঙা খাট, যার একটা পায়া নেই।
সেই পায়ের জায়গায় ঠেস দিয়ে রাখা দুটো ইট।
ছাদের ফুটো দিয়ে টুপটাপ পানি পড়ে,
সেই জায়গায় উল্টে ঝুলে আছে একটি পুরনো ছাতা।

তবু বিছানায় শান্তিতে ঘুমিয়ে আছে একদল মানুষ—
একজন বাবা, একজন মা, আর তাদের চারটি শিশু সন্তান।
জড়াজড়ি করে তারা ঘুমায়, মুখে প্রশান্তির ছোঁয়া, বুকভরা ভালোবাসা।
পাশে ঘুমিয়ে আছে তাদের বিশ্বস্ত কুকুরটিও।
জানালার ধারে বসে আছে একটি পাখি,
ঘরের মেঝেতে নিশ্চিন্তে হাঁটছে একটি মুরগি—
শেয়ালের ভয় নেই, চিন্তার ছায়া নেই।

ছবিটা যেন চোখে বলে দেয়—
সুখ মানে সমস্যাহীনতা নয়।
সুখ মানে হলো, অভাব আর কষ্টের মাঝেও ভালোবাসা আর নির্ভরতায় শান্তিতে ঘুমিয়ে পড়তে পারা।

যা নেই, তা নিয়ে হাহাকার নয়—
যা আছে, তাতেই খুঁজে নেওয়া প্রশান্তির ঠিকানা—
এই তো সুখ।

📷 সংগৃহীত ভাবনা ও ছবি থেকে
, ,

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha Hasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

5 Minute Treatment

Welcome to 5-Minute Treatment on Facebook. We post about DIY, Beauty, Health, Fitness & Lifestyle information. Also, 5-Minute Treatment brings tips on weight loss, anti-aging, or acne and pimples related videos for people looking natural ways to prevent, treat and heal ailments. Check out our Official YouTube channel as well, https://www.youtube.com/channel/UCPG-5mZpFNcIQs_87lZiWhQ/featured

Live Healthy & Strong