25/09/2025
"বৈষ্ণব গান"...
"সর্বস্ব তোমার করণে সম্পীয়"এই গানটি লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর । এই গানটি শরণাগতি অধ্যায়: গোপ্তীত্বে বর্ণ গান ৩. থেকে নেওয়া। ভক্তিবিনোদ ঠাকুরবলেছেন যে, শ্রীকৃষ্ণেরযে, যে জন্মই হোক না কেনো, তাঁর সর্বদা শ্রীকৃষ্ণচৈতন্যের প্রিয় ভক্তদের সঙ্গ লাভ করা উচিত। সর্বদা মহাপ্রসাদ গ্রহণ করা উচিত যা তাঁর ভক্তদের অবশিষ্টাংশ। এই প্রসাদ গ্রহণের মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে।
(1)
সর্বস্ব তোমার, কারানে সাম্পিয়া,
পড়েছি তোমার ঘরে
তুমি' ঠাকুর, তোমারা কুকুর,
বোলিয়া জানাহো মোরে
(২)
বান্ধিয়া নিকেতে, আমারে পালিবে,
রোহিবো তোমারা দ্বারে
প্রতিপা-জানেরে, অসিতে না দিবো,
রাখিব গাদের পরে
(3)
তব নিজ-জন, প্রসাদ সেবা,
উচিস্তা রাখিব জহা
আমার ভোজন, পরম-আনন্দে,
প্রতি-দিন হ'বে তাহা
(4)
বসিয়া সুইয়া, তোমারা কারানা,
চিন্তিবো সাতটা আমি
নাচিতে নাছিতে, নিকেতে যাইবো,
জাখোনা ডাকিবে তুমি
(5)
নিজের পোষান, কভু না ভাবিবো,
রোহিবো ভাভেরা ভোরে
ভক্তিবিনোদ, তোমারে পালাকা,
বলিয় বরণ কোরে
১) এখন যেহেতু আমি আমার সবকিছু সমর্পণ করেছি, তাই আমি তোমার গৃহের সামনে প্রণাম করছি। তুমিই পরমেশ্বর। দয়া করে আমাকে তোমার গৃহপালিত কুকুর হিসেবে বিবেচনা করো।
২) আমাকে কাছে শৃঙ্খলিত করো এবং তোমার ইচ্ছামত আমাকে রক্ষা করো। আমি তোমার দরজায় থাকবো এবং কোন শত্রুকে তোমার ঘরে প্রবেশ করতে দেবো না। তোমার ঘরের চারপাশের পরিখার সীমানায় তাদের রাখবো।
৩) তোমার প্রসাদ বরণ করে তোমার ভক্তরা যা কিছু রেখে যাবে, তা আমার প্রতিদিনের খাদ্য হবে। আমি সেইসব অবশিষ্টাংশ অত্যন্ত আনন্দের সাথে ভোজন করব।
৪) বসে থাকাকালীন, শুয়ে থাকাকালীন, আমি সর্বদা তোমার পাদপদ্মের ধ্যান করব। যখনই তুমি ডাকবে, আমি তৎক্ষণাৎ তোমার কাছে ছুটে যাব এবং আনন্দে নৃত্য করব।
৫) আমি কখনও নিজের ভরণপোষণের কথা ভাবব না, বরং অসংখ্য আনন্দের দ্বারা পরিপূর্ণ থাকব। ভক্তিবিনোদ তোমাকেই তার একমাত্র ভরণপোষণ হিসেবে গ্রহণ করবেন।