Sanatan Flag

Sanatan Flag Hare Krishna Everyone �
Follow my page Sanatan Flag

শ্রী গুরু-চরণ-পদ্ম কেবল ভকতি সদ্মবংদো মুযি সাবধান মতেজাহার প্রসাদে ভাই এ ভব তোরিযা জাইকৃষ্ণ-প্রাপ্তি হোয্ জাহা হ’তেগুরু-...
25/09/2025

শ্রী গুরু-চরণ-পদ্ম কেবল ভকতি সদ্ম
বংদো মুযি সাবধান মতে
জাহার প্রসাদে ভাই এ ভব তোরিযা জাই
কৃষ্ণ-প্রাপ্তি হোয্ জাহা হ’তে

গুরু-মুখ-পদ্ম-বাক্য, চিত্তেতে কোরিযা ঐক্য
আর্ না কোরিহো মনে আশা
শ্রী গুরু-চরণে রতি, এই সে উত্তম-গতি,
জে প্রসাদে পূরে সর্ব আশা

চখু-দান্ দিলো জেই জন্মে জন্মে প্রভু সেই
দিব্য-জ্ঞান্ হৃদে প্রোকাশিতো
প্রেম-ভক্তি জাহা হোইতে অবিদ্যা বিনাশ জাতে
বেদে গায্ জাহার চরিতো

শ্রী গুরু করুণাসিংধু, অধম জনর বংধু
লোকনাথ্ লোকের জীবন
হা হা প্রভু কোরো দোযা, দেহো মোরে পদ-ছাযা,
এবে জশ ঘুষুক্ ত্রিভুবন

কৃষ্ণ ভক্তদের দেখতে চাই 🙏🙏সবাই একবার বলি " হরে কৃষ্ণ" 🙏🙏
25/09/2025

কৃষ্ণ ভক্তদের দেখতে চাই 🙏🙏
সবাই একবার বলি " হরে কৃষ্ণ" 🙏🙏

কোন্বীশ তে পাদসরোজভাজাং                 সুদুর্লভোহর্থেষু চতুর্ষ্বপীহ।তথাপি নাহং প্রবৃণোমি ভূমন্    ভবৎ পদাম্ভোজনিষেবণোৎস...
25/09/2025

কোন্বীশ তে পাদসরোজভাজাং
সুদুর্লভোহর্থেষু চতুর্ষ্বপীহ।
তথাপি নাহং প্রবৃণোমি ভূমন্
ভবৎ পদাম্ভোজনিষেবণোৎসুকঃ।।(শ্রীমদ্ভাগবত - ১৫/৩-৪)
অর্থাৎ, হে প্রভু! আপনার পাদপদ্ম ভজনকারীদের এই জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ --এই চতুর্বর্গরূপ পুরুষার্থের মধ্যে কোনোটাই দুর্লভ নয়; তবুও আমার এই সব কিছুই চাই না। আমি কেবল আপনার চরণকমলই সেবা করার অভিলাষী।

🌺🥀শরীরে কোন সুন্দরতা নেই -------  সুন্দরতা মানুষের -------🌺🥀🌿কর্মে, বিচারে, ব্যবহারে, বাণীতে, সংস্কার ও চরিত্রে 🍂🥀🌿যার জ...
25/09/2025

🌺🥀শরীরে কোন সুন্দরতা নেই
------- সুন্দরতা মানুষের -------🌺🥀🌿
কর্মে, বিচারে, ব্যবহারে, বাণীতে, সংস্কার ও চরিত্রে 🍂🥀🌿
যার জীবনে এসব আছে, সেই মানুষটিই
------এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ 🌺🌿
---------------ভগবান শ্রী কৃষ্ণ,🙏🌺🥀🍂🌿🌺🙏🙏

হরে কৃষ্ণ 🙏❤️,🌺🌿🌺🙏❤️🙏

🌸 রাধা-গোবিন্দ ভক্তির কবিতা 🌸হে ভক্তবৃন্দ,রাধা-গোবিন্দের প্রেম শুধু জগতের নয়, এটি আধ্যাত্মিক প্রেমের চিরন্তন প্রতীক। 💛✨...
25/09/2025

🌸 রাধা-গোবিন্দ ভক্তির কবিতা 🌸

হে ভক্তবৃন্দ,
রাধা-গোবিন্দের প্রেম শুধু জগতের নয়, এটি আধ্যাত্মিক প্রেমের চিরন্তন প্রতীক। 💛✨

রাধা রাণীর প্রেমে গোবিন্দ মোহিত,
মন ভরে যায় দুঃখে, ক্লেশে শান্তিতে।
বাঁশির সুরে নাচে গোপীরা,
ভক্তের হৃদয় জ্বলে প্রেমের আলোকিতীতে।

গোপাল, হে প্রিয় শ্রীকৃষ্ণ,
তোমার নামের জপে শান্তি আসে।
রাধার সাথে চিরন্তন মিলনে,
হৃদয় ভরে প্রেম ও ভক্তির আলোতে।

হে রাধা-গোবিন্দ, করুণাময় দয়ালু,
ভক্তদের প্রতি তোমার দয়া অশেষ।
নিয়মিত স্মরণ ও কীর্তনে,
হৃদয় হয় আনন্দময়, চিরস্থায়ী প্রেমময়।

✨ উপসংহার:
রাধা-গোবিন্দের প্রতি ভক্তি মানে নিঃস্বার্থ প্রেম, আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক শান্তি।
নিয়মিত স্মরণ, নামস্মরণ ও কীর্তনে জীবন হয়ে ওঠে আলোকিত এবং প্রেমময়। 🌺🙏

💛 রাধে রাধে… হরে কৃষ্ণ! 💛
📕:গ্রন্থ অবলম্বনে..........

"বৈষ্ণব গান"..."সর্বস্ব তোমার করণে সম্পীয়"এই গানটি লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর । এই গানটি শরণাগতি অধ্যায়: গোপ্তীত্বে বর্ণ ...
25/09/2025

"বৈষ্ণব গান"...
"সর্বস্ব তোমার করণে সম্পীয়"এই গানটি লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর । এই গানটি শরণাগতি অধ্যায়: গোপ্তীত্বে বর্ণ গান ৩. থেকে নেওয়া। ভক্তিবিনোদ ঠাকুরবলেছেন যে, শ্রীকৃষ্ণেরযে, যে জন্মই হোক না কেনো, তাঁর সর্বদা শ্রীকৃষ্ণচৈতন্যের প্রিয় ভক্তদের সঙ্গ লাভ করা উচিত। সর্বদা মহাপ্রসাদ গ্রহণ করা উচিত যা তাঁর ভক্তদের অবশিষ্টাংশ। এই প্রসাদ গ্রহণের মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে।

(1)
সর্বস্ব তোমার, কারানে সাম্পিয়া,
পড়েছি তোমার ঘরে
তুমি' ঠাকুর, তোমারা কুকুর,
বোলিয়া জানাহো মোরে

(২)
বান্ধিয়া নিকেতে, আমারে পালিবে,
রোহিবো তোমারা দ্বারে
প্রতিপা-জানেরে, অসিতে না দিবো,
রাখিব গাদের পরে

(3)
তব নিজ-জন, প্রসাদ সেবা,
উচিস্তা রাখিব জহা
আমার ভোজন, পরম-আনন্দে,
প্রতি-দিন হ'বে তাহা

(4)
বসিয়া সুইয়া, তোমারা কারানা,
চিন্তিবো সাতটা আমি
নাচিতে নাছিতে, নিকেতে যাইবো,
জাখোনা ডাকিবে তুমি

(5)
নিজের পোষান, কভু না ভাবিবো,
রোহিবো ভাভেরা ভোরে
ভক্তিবিনোদ, তোমারে পালাকা,
বলিয় বরণ কোরে

১) এখন যেহেতু আমি আমার সবকিছু সমর্পণ করেছি, তাই আমি তোমার গৃহের সামনে প্রণাম করছি। তুমিই পরমেশ্বর। দয়া করে আমাকে তোমার গৃহপালিত কুকুর হিসেবে বিবেচনা করো।

২) আমাকে কাছে শৃঙ্খলিত করো এবং তোমার ইচ্ছামত আমাকে রক্ষা করো। আমি তোমার দরজায় থাকবো এবং কোন শত্রুকে তোমার ঘরে প্রবেশ করতে দেবো না। তোমার ঘরের চারপাশের পরিখার সীমানায় তাদের রাখবো।

৩) তোমার প্রসাদ বরণ করে তোমার ভক্তরা যা কিছু রেখে যাবে, তা আমার প্রতিদিনের খাদ্য হবে। আমি সেইসব অবশিষ্টাংশ অত্যন্ত আনন্দের সাথে ভোজন করব।

৪) বসে থাকাকালীন, শুয়ে থাকাকালীন, আমি সর্বদা তোমার পাদপদ্মের ধ্যান করব। যখনই তুমি ডাকবে, আমি তৎক্ষণাৎ তোমার কাছে ছুটে যাব এবং আনন্দে নৃত্য করব।

৫) আমি কখনও নিজের ভরণপোষণের কথা ভাবব না, বরং অসংখ্য আনন্দের দ্বারা পরিপূর্ণ থাকব। ভক্তিবিনোদ তোমাকেই তার একমাত্র ভরণপোষণ হিসেবে গ্রহণ করবেন।

Gopal
17/09/2025

Gopal

হরে কৃষ্ণ🙏যে সব মানুষ নির্বিকল — কোন আসক্তি, ভয়, ক্রোধ নেই — এবং সম্পূর্ণ মন দিয়েই ভগবানের আশ্রয় নেয়, তারা জ্ঞান-তপস্যায়...
17/09/2025

হরে কৃষ্ণ🙏
যে সব মানুষ নির্বিকল — কোন আসক্তি, ভয়, ক্রোধ নেই — এবং সম্পূর্ণ মন দিয়েই ভগবানের আশ্রয় নেয়, তারা জ্ঞান-তপস্যায় পবিত্র হয়ে ভগবানের প্রতি অদ্ভুত প্রেম (ভক্তি) লাভ করে🥰
জয় শ্রীকৃষ্ণ🙏

নৃসিংহ দেবের নয় নাম হল:১) জ্বালা নৃসিংহদেব – এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তা হলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়।২) অহাে...
17/09/2025

নৃসিংহ দেবের নয় নাম হল:
১) জ্বালা নৃসিংহদেব – এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তা হলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়।

২) অহােবিলা নৃসিংহ –এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়।

৩) মালােলা নৃসিংহদেব - এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়।

৪) বরাহ নৃসিংহদেব – এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়

৫) করঞ্জ নৃসিংহ – এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়।

৬) ভার্গব নৃসিংহদেব - এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবিগ্রহের দোষ নষ্ট হয়

৭) যােগানন্দ নৃসিংহদেব - এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়।

৮) ছত্রবটা নৃসিংহদেব – এই বিগ্রহের নাম স্মরণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়।

৯) পাবন নৃসিংহ – এই বিগ্রহের নাম উচ্চারণ করলে বা স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়।

জয় নৃসিংহ দেব🙏🙏

🙏🌸হরে কৃষ্ণ হরে কৃষ্ণ🌸 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে🌸 হরে রাম হরে রাম 🌸রাম রাম হরে হরে 🌸🙏
17/09/2025

🙏🌸হরে কৃষ্ণ হরে কৃষ্ণ🌸 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে🌸 হরে রাম হরে রাম 🌸রাম রাম হরে হরে 🌸🙏

🌹🌹মহাভারতের কাহিনীতে অভিমন্যুর মৃত্যুর মধ্যে একটি  শিক্ষা লুকিয়ে আছে।🌹🌹অর্জুন যখন শুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার রহস্য বল...
17/09/2025

🌹🌹মহাভারতের কাহিনীতে অভিমন্যুর মৃত্যুর মধ্যে একটি শিক্ষা লুকিয়ে আছে।🌹🌹

অর্জুন যখন শুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার রহস্য বলছিলেন, তখন অভিমন্যু মাতৃগর্ভে থেকেই তা শুনেছিল। কিন্তু শুভদ্রা মাঝপথে ঘুমিয়ে পড়ায় ভেদ করার উপায় সে জানল, কিন্তু বের হওয়ার উপায় জানল না। এজন্য কুরুক্ষেত্র যুদ্ধে সে প্রবেশ করতে পারল, কিন্তু বের হতে পারল না—এবং বীরত্বের সাথে শহীদ হল।

অভিমন্যুর গর্ভকালীন পর্ব থেকে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ শিক্ষা পাওয়া যায়—

---

গর্ভবতী মায়েদের জন্য শিক্ষা 🌿

1. গর্ভাবস্থায় মায়ের মনোভাব ও পরিবেশ গুরুত্বপূর্ণ

অভিমন্যু মাতৃগর্ভেই অর্জুনের কথা শুনেছিল। অর্থাৎ, গর্ভে থাকাকালীন সন্তানও শোনে ও শেখে।

তাই গর্ভাবস্থায় মা যেন সর্বদা শান্ত, ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশে থাকেন।

2. অমনোযোগের ক্ষতি হয়

শুভদ্রা মাঝপথে ঘুমিয়ে পড়ায় অভিমন্যুর জ্ঞান অসম্পূর্ণ হলো।

তাই গর্ভবতী মায়ের উচিত মনকে একাগ্র রাখা, ভালো কথা, ভালো শিক্ষা ও ভালো সঙ্গ গ্রহণ করা।

3. শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা

গর্ভাবস্থায় মা যা শোনেন, পড়েন, দেখেন, ভাবেন—সবকিছু শিশুর মনে ছাপ ফেলে।

তাই মায়ের উচিত ধর্মীয় পাঠ, ভক্তিমূলক সংগীত, শান্তিপূর্ণ গল্প, ইতিবাচক চিন্তা করা।

4. শিক্ষার পূর্ণতা জরুরি

অভিমন্যুর মতো অর্ধেক জ্ঞান যেন না হয়, তাই গর্ভবতী মায়েদের উচিত সন্তানকে পূর্ণ ও সঠিক জ্ঞান দেওয়ার প্রস্তুতি নেওয়া।

5. ধ্যান ও ভক্তি চর্চা

গর্ভাবস্থায় জপ, প্রার্থনা, গীতা বা ভাগবত পাঠ করলে সন্তান পবিত্র, সাহসী ও জ্ঞানী হয়।

✨ সংক্ষিপ্ত শিক্ষা:
গর্ভবতী মায়েদের উচিত — শান্ত থাকা, ভক্তি ও ধর্মীয় পাঠে মনোযোগী হওয়া, ইতিবাচক চিন্তা ও আধ্যাত্মিক পরিবেশে থাকা। কারণ মাতৃগর্ভই সন্তানের প্রথম বিদ্যালয়।

"কৃষ্ণ নামেই শান্তি, কৃষ্ণ নামেই আনন্দ।যে হৃদয় কৃষ্ণ নাম জপে, সে কখনো একা থাকে না।কৃষ্ণ নাম স্মরণ মানেই অন্ধকারে আলো, দু...
17/09/2025

"কৃষ্ণ নামেই শান্তি, কৃষ্ণ নামেই আনন্দ।
যে হৃদয় কৃষ্ণ নাম জপে, সে কখনো একা থাকে না।
কৃষ্ণ নাম স্মরণ মানেই অন্ধকারে আলো, দুঃখে সান্ত্বনা আর জীবনে মুক্তির পথ।
হরে কৃষ্ণ 🙏💐"

শুভ রাত্রি ❤️💗

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Flag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share