Breaking News today

Breaking  News today আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই এই পেজটিকে লাইক শেয়ার করবেন এবং এই পেজটির সাথে সবসময় থাকবেন সাপট করবেন ধন্যবাদ সবাইকে
(1)

05/09/2025

যারা PR মানে পেঁয়াজ রোশন মনে করেন তারা পড়ে দেখতে পারেন

৪০% ভোটে ১০০% ক্ষমতা – আমাদের গণতন্ত্রের ভয়াবহতম বিপর্যয়!

🔹 বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দল ৪৯% এর বেশি ভোট পায়নি। অথচ সেই দলই সংসদে গিয়ে একচেটিয়াভাবে দাবি করে—
“আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।”

❓কিন্তু প্রশ্ন হলো— বাকি ৫১% মানুষ যারা তাদের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের মতামত কোথায়?
❓এই ৫১% জনগণ কি মানুষ নয়? তাদের ভোট কি দেশের ভবিষ্যতের জন্য অপ্রাসঙ্গিক?



বর্তমান নির্বাচন ব্যবস্থার ভয়াবহতা

▪️ বাস্তবতা হলো— মাত্র ৪০-৪৯% ভোট নিয়েই একটি দল সংসদে গিয়ে—
• নতুন আইন প্রণয়ন করে,
• সংবিধান পরিবর্তন করে,
• রাষ্ট্রের সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়।

এরচেয়ে অগণতান্ত্রিক, অবিচারপূর্ণ নির্বাচন ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই।



কেন PR (Proportional Representation) প্রয়োজন?

১️⃣ গণতন্ত্রের মূলনীতি হলো— জনগণের প্রতিটি মতামতকে সমান গুরুত্ব দেওয়া। কিন্তু বর্তমান ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (FPTP) ব্যবস্থায় ৫১% মানুষের ভোট কার্যত ডাস্টবিনে চলে যায়। PR এই সমস্যার সমাধান করে।

২️⃣ উন্নত বিশ্বে PR এর সফলতা: জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া— প্রায় সব উন্নত গণতন্ত্রেই PR বা মিশ্র ব্যবস্থা চালু আছে। ফলে—
• কোনো দল এককভাবে ক্ষমতার দখলদার হতে পারে না,
• ক্ষমতার ভারসাম্য তৈরি হয়,
• জবাবদিহিতা নিশ্চিত হয়।

৩️⃣ বাংলাদেশে অভিজ্ঞতা: ইতিহাস বারবার প্রমাণ করেছে— এক দল ক্ষমতায় এলেই তারা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের দখলে নিয়ে নেয়।
👉 এই রাজনৈতিক একচ্ছত্রতা ভাঙতে হলে PR ছাড়া কোনো বিকল্প নেই।



যারা PR এর বিরোধিতা করে, তারা কী চায়?

🔻 তারা বলে— “PR আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।”
কিন্তু প্রশ্ন হলো— কোন দেশে PR একদিনে উপযুক্ত হয়ে গিয়েছিল?
➡️ সব দেশেই ধীরে ধীরে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে PR চালু হয়েছে, এবং সময়ের সাথে তা পরিপক্ক হয়েছে।

🔻 তারা বলে— “PR আনলে অস্থিতিশীলতা হবে।”
➡️ বাস্তবতা হলো, অস্থিতিশীলতা হচ্ছে একদলীয় দখলদারিত্বের কারণে।
➡️ PR চালু হলে ক্ষমতা ভাগাভাগি হবে, আর কোনো দল ইচ্ছেমতো সংবিধান ও আইন নিয়ে ছেলেখেলা করতে পারবে না।

📌 সত্য হলো— যারা PR এর বিপক্ষে, তারা আসলে ৪০%-এর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায়। তারা গণতন্ত্র নয়, ক্ষমতার একচেটিয়া রাজনীতি রক্ষা করছে।



সম্ভাব্য সংস্কার: উচ্চকক্ষ (Upper House)

বর্তমান নিম্নকক্ষে হয়তো সরাসরি PR চালু করা কঠিন হতে পারে। তবে—
✅ একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করে সেখানে PR ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।
✅ সংরক্ষিত আসনগুলোতেও PR চালু করা সম্ভব।

এর ফলে—
• জনগণ তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে,
• যারা হেরে যাবে তাদের ভোটও নষ্ট হবে না,
• রাষ্ট্রের নীতি, আইন, সংবিধান সংশোধন— সবকিছুতে সবার মতামত প্রতিফলিত হবে।



উচ্চকক্ষের মূল দায়িত্ব
• সংবিধান সংস্কার বা পরিবর্তন
• আইন প্রণয়ন ও সংশোধন
• সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ

👉 এসব ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে।
অন্যথায়, যত সংস্কারই হোক না কেন, আবারও একটি দলের হাতে রাষ্ট্রযন্ত্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
ফলে গণতন্ত্র নয়, বরং একদলীয় স্বৈরতন্ত্রই বারবার ফিরে আসবে।



উপসংহার

বাংলাদেশের জনগণ বারবার দেখেছে—১২/১৩/ ৩০/ মাত্র ৪০% ভোট পেয়ে কোনো দল ১০০% ক্ষমতা ভোগ করে, আর ৫১% মানুষের ভোট ডাস্টবিনে চলে যায়।
এটি গণতন্ত্র নয়, একদলীয় স্বৈরতন্ত্রের মুখোশ।

👉 এখন সময় এসেছে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন করার।
👉 PR ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।

01/09/2025
15/08/2025

বিএনপি নেতা চাঁদাবাজি হাতেনাতে ধরা অতঃপর এরেস্ট

05/08/2025

#জুলাই৩৬
#শহীদওমরনুরুলআবছার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ট্রেনিং ডিভিশন বিএটিসির মেধাবী ছাত্র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে বিগত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে উত্তরাতে শহীদ হয়েছেন।
#বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শহীদ ওমর নুরুল আবছার এবং জুলাই-আগস্ট এর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

#ডকুমেন্টারি H.ANOWAR5483

05/08/2025

মারেন আমাকে গুলি করে মেরে ফেলেন আপনার হাসনাত আব্দুল্লাহ

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ 😂
05/08/2025

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ 😂

🤣🤣🤣
04/08/2025

🤣🤣🤣

গতকাল ছাত্রদলের মিটিং এর দর্শকের দৃশ্য
04/08/2025

গতকাল ছাত্রদলের মিটিং এর দর্শকের দৃশ্য

28/07/2025

এরা দেশটাকে শেষ করে ফেলবে

28/07/2025

বিএনপির মহাসম্মেলন ঢাকায় বিরানি নাই তাই মানুষও নাই

27/07/2025

এ জাতি সেনাবাহিনীর কাছে চির কৃতজ্ঞ থাকবে 🤲

যারা নিজের দলের লোককে সামলাতে পারে না তারা কি করে পুরো জাতিকে সামলাবে?
25/07/2025

যারা নিজের দলের লোককে সামলাতে পারে না তারা কি করে পুরো জাতিকে সামলাবে?

Address

Woodlands
756992

Alerts

Be the first to know and let us send you an email when Breaking News today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share