Fan Of Shokh

Fan Of Shokh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fan Of Shokh, Digital creator, .

অভিনন্দন 🌸শুভ জন্মদিনঅভিনেত্রী আনিকা কবির শখ(জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩)-----------------------------বাংলাদেশের টেলিভিশন জগত...
25/10/2025

অভিনন্দন 🌸
শুভ জন্মদিন
অভিনেত্রী আনিকা কবির শখ
(জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩)
-----------------------------
বাংলাদেশের টেলিভিশন জগতের এক প্রিয় মুখ — আনিকা কবির শখ, যিনি দর্শকদের কাছে শুধু “শখ” নামেই পরিচিত।
তাঁর স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত হাসি এবং মিষ্টি উপস্থিতি তাঁকে এক সময়ে ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল।
শখ ১৯৯৩ সালের ২৫ অক্টোবর মুন্সিগঞ্জের বিক্রমপুর পরগনায় জন্মগ্রহণ করেন। পিতা শামীম কবির, মাতা শাহিদা কবির।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন তিনি। নৃত্যশিল্পী হিসেবেই মিডিয়ায় পথচলা শুরু তাঁর।
শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ২০০২ সালে ‘স্বাক্ষর’ নামের নাটকে।
এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘অদ্ভুতুরে’-এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু।
বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুতই দর্শকদের নজরে আসেন — বিশেষ করে বাংলালিংক, দেশ টেলিভিশন, সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, ও তোশিন ফ্যান-এর বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
‘এফ.এন.এফ.’, ‘ফিফটি ফিফটি’, ‘দিবা রাত্রি খোলা থেকো’, ‘রং’, ‘কলেজ’ — প্রতিটি চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
২০১৬ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ, তবে বছর দেড়েক পর তাঁদের দাম্পত্য জীবন সমাপ্ত হয়।
বর্তমানে তিনি নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করছেন। নিজের প্রতিভা ও ব্যক্তিত্ব দিয়ে এখনও দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই প্রতিভাবান শিল্পী।
✨ জন্মদিনে রইল তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
তাঁর জীবন হোক আলোয় ভরা, সাফল্যে ভাসুক প্রতিটি দিন। 💐

শুভ জন্মদিন প্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ 🎉🎊🎈🎂🎀🎁আজ ২৫ শে অক্টোবর প্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ কে জানাই ...
24/10/2025

শুভ জন্মদিন প্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ 🎉🎊🎈🎂🎀🎁

আজ ২৫ শে অক্টোবর প্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ কে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️

শাড়িতে অপরুপ প্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ 💖💖
20/10/2025

শাড়িতে অপরুপ প্রিয় মডেল ও অভিনেত্রী
আনিকা কবির শখ 💖💖

আনিকা কবির শখ অনেকের ছোটবেলার টেলিভিশন ক্রাশ, যার হাসি যেন পুরো একটি প্রজন্মকে মুগ্ধ করে রেখেছিল। ড্রামা, বিজ্ঞাপন কিংবা...
19/10/2025

আনিকা কবির শখ
অনেকের ছোটবেলার টেলিভিশন ক্রাশ, যার হাসি যেন পুরো একটি প্রজন্মকে মুগ্ধ করে রেখেছিল।
ড্রামা, বিজ্ঞাপন কিংবা গানের ভিডিও—যেখানেই তিনি ছিলেন, সেখানেই চোখ আটকে যেত।
শখ শুধু একজন অভিনেত্রী নন, অনেকের শৈশব-কৈশোরের মিষ্টি স্মৃতি, এক অদ্ভুত নস্টালজিয়া।

আজও যখন তার নাম উচ্চারিত হয়, তখনই মনে পড়ে সেই সময়টা—
যখন আমরা টিভির সামনে বসে থাকতাম, শুধু তাকে এক ঝলক দেখার অপেক্ষায়।

শখ আমাদের শুধু বিনোদন দেননি, শিখিয়েছেন কিভাবে সৌন্দর্য আর সরলতা মিলে হৃদয় জয় করা যায়।

#শৈশবের_ক্রাশ #নস্টালজিয়া

02/10/2025
01/09/2025
28/08/2025
🌸 আনিকা কবির শখ: হারিয়ে যাওয়া এক প্রিয় মুখ! 🌸ছোটবেলা থেকে শুরু হয়েছিল তার পথচলা—মাত্র ৮ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো...
01/07/2025

🌸 আনিকা কবির শখ: হারিয়ে যাওয়া এক প্রিয় মুখ! 🌸

ছোটবেলা থেকে শুরু হয়েছিল তার পথচলা—মাত্র ৮ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো সেই মেয়েটাই হয়ে উঠেছিলেন পুরো দেশের ক্রাশ! 💫

আনিকা কবির শখের অজানা কিছু তথ্য 🎬

1️⃣ শখের ক্যারিয়ার শুরু মাত্র ৮ বছর বয়সে!
শখ প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান শিশু শিল্পী হিসেবে। তখনই তার প্রতিভার ঝলক দেখা গিয়েছিল।

2️⃣ প্রথম কাজ ছিল বিটিভিতে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠানে।
অনুষ্ঠানটির নাম ছিল "শিশু প্রতিভা"। এরপরই জনপ্রিয় সব বিজ্ঞাপনচিত্রে দেখা যায় তাকে।

3️⃣ তিনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক।
টিভি নাটক ছাড়াও অসংখ্য বিজ্ঞাপন এবং ফ্যাশন শো-তে কাজ করেছেন।

4️⃣ ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি।
এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে তার অভিনয় আজও অনেকের মনে গেঁথে আছে।

5️⃣ শখ ছিলেন দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত বিজ্ঞাপন মুখ
বাংলালিংক ,গ্রামীণফোন, ডাবর, ইউরো লেমন, আরএফএল সহ একাধিক বড় ব্র্যান্ডে মুখ হিসেবে কাজ করেছেন।

6️⃣ ক্যারিয়ারে হঠাৎ দীর্ঘ বিরতি নেন।
বিয়ের পর কিছুটা গোপনীয়তা রক্ষা করে ব্যক্তিজীবনে সময় দেন, ফলে হঠাৎই মিডিয়া থেকে আড়াল হয়ে যান।

7️⃣ শখ খুব ভালো নাচতে পারেন!
অনেকেই জানেন না, অভিনয়ের পাশাপাশি তার নাচের দক্ষতাও দারুণ। শখ একাধিক স্টেজ শোতেও পারফর্ম করেছেন।

8️⃣ ব্যক্তিগত জীবনে চুপচাপ, মিডিয়া-সংকোচী একজন মানুষ।
ক্যারিয়ারে যতটা চঞ্চল ছিলেন, বাস্তব জীবনে শখ ততটাই নীরব ও পারিবারিক স্বভাবের।

9️⃣ সম্প্রতি আবার মিডিয়ায় ফেরার গুঞ্জন উঠেছে!
ভক্তরা আশা করছেন শখ আবার নাটক বা সিনেমায় নিয়মিত হবেন।

📢 আপনার প্রিয় শখ-মুহূর্ত কোনটা? জানাতে ভুলবেন না কমেন্টে!
📸 শেয়ার করে ছড়িয়ে দিন তার প্রতি ভালোবাসা 💖

#শখ

30/06/2025

"আনিকা কবির শখ—নামের মধ্যেই একধরনের আভিজাত্য আছে। স্টাইল, সৌন্দর্য আর আত্মবিশ্বাসে ভরপুর এক মুখ, যে তাকালেই মনে হয়—গ্ল্যামার যেন তার ছায়া হয়ে হাঁটে।
নাটকে অভিনয় হোক কিংবা বিজ্ঞাপনের পর্দা, শখ নিজেই এক ট্রেন্ড, এক অনুপ্রেরণা।
সে শুধু একজন মডেল নয়—সে এক ব্যক্তিত্ব, এক মুগ্ধতার গল্প।
আধুনিকতার মোড়কে দেশীয় রুচির পরিপূর্ণ মিশেল—এটাই শখ।"

Address


Alerts

Be the first to know and let us send you an email when Fan Of Shokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share