13/09/2025
এই যে দেখছেন হাসি খুশি ছেলেটা, সবসময় কি এরকম থাকে। ভিডিও এর মধ্যে কত কিছুই তো দেখি, এই যে ছেলে টা দুই দিন ও ভালো থাকে না, জন্মের পর থেকেই নানা ধরণের প্রবলেম, অসুখ - বিসুখ লেগেই আছে । ইদানিং পরিবার এর কেউ ভালো থাকে না। দুই দিন পর পর একজনের পর আরেকজন রোগে আক্রান্ত হয়ে থাকে। মানুষের হিংসা, বধ নজর কত ভয়ংকর।বদনজর হলো হিংসুকের বিষাক্ত দৃষ্টি। অন্যের অর্জনে জ্বলতে থাকা হিংসুকের বিষাক্ত দৃষ্টিতে অনেক সময় মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। মানুষের স্বাস্থ্য, সম্পদ, সুখ, অর্থ বিত্ত সব নষ্ট করে দেয়। আপনারা মনে রাখবেন যে হৃদয়ে হিংসা বাস করে সেখানে আল্লাহর নূর ঢুকতে পারে না।এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা ফালাকের ৫নং আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আর (আমি আশ্রয় চাই) হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।’ এ মর্মে রাসুল (সা.) বলেছেন, ‘সন্দেহ নেই, হিংসা নেক আমলগুলোর নুর ও আলোকে নিভিয়ে দেয়’- (সুনানে আবু দাউদ : ৪৯০৬)।