08/12/2025
ভর্তি চললে ২০২৬ সেশনে ভর্তি চলছে
জি কম্পিউটার ট্রেনিং সেন্টার, গৌরনদী, বরিশালে জানুয়ারি-মার্চ/২০২৬, জানুয়ারি-জুন/২০২৬ ও জানুয়ারি-ডিসেম্বর/২০২৬ সেশনে ভর্তি চলছে।প্রশিক্ষণার্থীদের ভর্তি জন্য আবেদনপত্র অফিস চলাকালিন সময়ে (সকাল ০৯.০০ থেকে রাত ০৯.০০ পর্যন্ত) আবেদন ফরম সংগ্রহ করে আবেদনপত্র জমা দেওয়ার আহবান করা যাচ্ছে।
♻ বিগত ২০০৮ সাল থেকে সুনাম ও সাফল্যের সাথে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে। জি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা সচিবালয়, সেনাবিহীন, পুলিশ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও ব্যাংক-বীমা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের দক্ষতার সাথে চাকুরি করছে।এছাড়াও অত্র সেন্টারের প্রশিক্ষণার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান দিয়ে স্ব-নির্ভরতা অর্জন করেছে। অত্র প্রতিষ্ঠান গরিব, অসহায়, প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে।
♻ জি কম্পিউটার ট্রেনিং সেন্টার “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত”
♻ প্রাথমিক কম্পিউটার এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা আমাদের সকলের জানা উচিত। কেননা কম্পিউটার প্রযুক্তি শিক্ষা এবং পেশাগত অনেক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার দক্ষতায় পিছিয়ে থাকা মানে বর্তমান বিশ্বের সাথে বেমানান হয়ে যাওয়া। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি জানার বিকল্প কিছু নেই। আমাদের অনেকেরই ধারণা, কম্পিউটার মানেই কেবল প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রামিং এর বাহিরেও কম্পিউটারের ব্যাপক কাজ রয়েছে। যা আপনার বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সফল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে হবে।
দীর্ঘ ১৭ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষার এখন অনন্য প্রতিষ্ঠান
🚀 লেখাপড়া, চাকরি বা ফ্রিল্যান্সিং – ক্যারিয়ারে এগিয়ে থাকতে কম্পিউটার শেখা জরুরি!
বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব নয়। লেখাপড়া, চাকরি হোক কিংবা ফ্রিল্যান্সিং, ক্যারিয়ারে দক্ষতা অর্জনের মূল হাতিয়ার হলো কম্পিউটার স্কিল।
তাই, জি কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে দারুণ সুযোগ – অফলাইন বেসিক টু এ্যাডভান্সড কম্পিউটার কোর্স!
নির্দ্বিধায় আপনি জি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার কোর্স সম্পন্ন করতে পারেন, তাই সময় হেলায় অপচয় না করে দ্রুত ভর্তি হউন যেকোন কোর্সটিতে।
📌 অফিস অ্যাপ্লিকেশণ কোর্স:
📣অফিস, গ্রাফিক্স, হার্ডওয়্যার ও ইন্টারনেট সমন্বিত
🥇১ বছরের ডিপ্লোমা কোর্স
🥉৬ মাসের ডিপ্লোমা কোর্স
🎖৪ মাসের কোর্স
🎖৩ মাসের কোর্স
🎯৩ ও ৬ মাসের গ্রাফিক্স কোর্স
♻ জি কম্পিউটার ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্যেঃ
👉প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয়। যাহা- সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, সরকারি ও বেসরকারী স্কুল কলেজের চাকুরীর জন্য অগ্রাধিকার প্রাপ্ত হবে।
👉সুদক্ষ শিক্ষক দ্বারা ক্লাস প্রদান।
👉মানসম্মত কম্পিউটার ল্যাব।
👉প্রতি জনের জন্য আলাদা আলাদা কম্পিউটার।
👉মেয়েদের জন্য পৃথক ব্যাচ।
👉ক্লাস প্রতি লেকচার শীট প্রদান।
👉সপ্তাহে ০৩ দিন ক্লাসের ব্যবস্থা।
👉প্রতিদিনের ক্লাসের বিশেষ ব্যবস্থা (শর্তসাপেক্ষে)।
👉চাকুরিজীবিদের জন্য সকাল ও সন্ধ্যাকালীন ব্যাচ।
👉চাকুরিজীবিদের জন্য সাপ্তাহিক ২দিন ক্লাস (সরকারি ছুটির দিন-শুক্র ও শনিবার)
👉কোর্স শেষে রয়েছে ইন্টার্নশীপ করার সুযোগ।
👉শুক্রবার সাপ্তাহিক ছুটি।
ভিজিট করুনঃ
জি কম্পিউটার ট্রেনিং সেন্টার
সুপার মার্কেট (পশ্চিম পাশের গলি-২য় তলা)
হাইস্কুল রোড, গৌরনদী বাসস্ট্যান্ড, গৌরনদী, বরিশাল।
+8801719 137249 (WhatsApp, Imo)
+8801911 676653 (WhatsApp)
+8801851 063331
Zee Computer Training Center