Boi Bikri

Boi Bikri Assalamu Alaikum,

Explore Islamic books that deepen faith and knowledge. Reflect. Grow.
(1)

Each book is carefully selected to inspire growth and strengthen your connection with Islam.

📚 Read.

28/12/2025

ইংরেজি শিখতে আর ভয় নয়! 'A to Z Basic English Grammar & Composition' বইটি এখন আপনার হাতের মুঠোয়! 🚀
আপনি কি ইংরেজি ব্যাকরণ নিয়ে ভুগছেন? চাকরির পরীক্ষায় ভালো করতে চান? কিন্তু ইংরেজি বাধা হয়ে দাঁড়াচ্ছে? অথবা দৈনন্দিন জীবনে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে ও লিখতে চান? 🤔
চিন্তা নেই! সজিব স্যারের লেখা এই বইটি আপনার সব সমস্যার সমাধান। সহজ ও সাবলীল ভাষায় লেখা, ধাপে ধাপে শেখার চমৎকার উপায় এবং প্রচুর অনুশীলনীর মাধ্যমে আপনি হয়ে উঠবেন ইংরেজির বস! 🎯

"যিনি জ্ঞান অন্বেষণ করেন, আল্লাহ তাঁর জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (MUNA) এর ন্যাশনাল প্...
27/12/2025

"যিনি জ্ঞান অন্বেষণ করেন, আল্লাহ তাঁর জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (MUNA) এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন কর্তৃক সংকলিত ও সম্পাদিত সেরা ৩টি বই একসাথে কুরআন ও হাদিসের অমূল্য সব কথা। আপনার যাপিত জীবনকে আরও সুন্দর ও আলোকিত করতে এই ৩টি বই হতে পারে আপনার নিত্যসঙ্গী।
​🎁 বিশেষ ছাড়: ২৮% ছাড়ে ৩টি বইয়ের হাদিয়া মাত্র ১০৫০ টাকা।
বইগুলো হলো:
১. মানবজীবনে কুরআন হাদীস
২. হাদীসের আলোকে ভালো কাজের সুফল ও মন্দ কাজের কুফল
৩. তাকওয়া ও মুত্তাকী
​বইগুলো পেতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন:
📞 01616772544
📲 01618549213 (WhatsApp)

তাকওয়া কী? উমর (রা.) ও উবাই (রা.)-এর কথোপকথন​একদিন হযরত উমর (রা.) হযরত উবাই ইবনে কাব (রা.)-কে জিজ্ঞেস করলেন, "হে উবাই! ত...
27/12/2025

তাকওয়া কী? উমর (রা.) ও উবাই (রা.)-এর কথোপকথন
​একদিন হযরত উমর (রা.) হযরত উবাই ইবনে কাব (রা.)-কে জিজ্ঞেস করলেন, "হে উবাই! তাকওয়া আসলে কী?"
​উবাই (রা.) তখন সরাসরি সংজ্ঞা না দিয়ে একটি উদাহরণের মাধ্যমে উমর (রা.)-কে বিষয়টি বুঝিয়ে দিলেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন:
​"হে আমীরুল মুমিনীন! আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো সরু পথ দিয়ে হেঁটেছেন?"
​উমর (রা.) উত্তর দিলেন, "হ্যাঁ, অবশ্যই।"
​উবাই (রা.) আবার জিজ্ঞেস করলেন, "তখন আপনি কীভাবে চলেছিলেন?"
​উমর (রা.) উত্তরে বললেন:
​"আমি খুব সতর্কতার সাথে আমার কাপড় গুটিয়ে নিয়েছিলাম এবং অত্যন্ত সাবধানে পা ফেলেছিলাম যাতে কোনো কাঁটা আমার গায়ে না লাগে বা আমার কাপড় ছিঁড়ে না যায়।"
​তখন হযরত উবাই ইবনে কাব (রা.) বললেন:
​"এটাই হলো তাকওয়া।

ইংরেজি শিখতে আর ভয় নয়! 'A to Z Basic English Grammar & Composition' বইটি এখন আপনার হাতের মুঠোয়! 🚀আপনি কি ইংরেজি ব্যাকরণ ...
24/12/2025

ইংরেজি শিখতে আর ভয় নয়! 'A to Z Basic English Grammar & Composition' বইটি এখন আপনার হাতের মুঠোয়! 🚀
আপনি কি ইংরেজি ব্যাকরণ নিয়ে ভুগছেন? চাকরির পরীক্ষায় ভালো করতে চান? কিন্তু ইংরেজি বাধা হয়ে দাঁড়াচ্ছে? অথবা দৈনন্দিন জীবনে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে ও লিখতে চান? 🤔
চিন্তা নেই! সজিব স্যারের লেখা এই বইটি আপনার সব সমস্যার সমাধান। সহজ ও সাবলীল ভাষায় লেখা, ধাপে ধাপে শেখার চমৎকার উপায় এবং প্রচুর অনুশীলনীর মাধ্যমে আপনি হয়ে উঠবেন ইংরেজির বস! 🎯
বইটি যাদের জন্য
 স্কুল ও কিন্ডার গার্টোন Class One to Ten
 কলেজের SSC to Masters
 আলিয়া মাদরাসা
 কওমী মাদরাসা
 টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী
 বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি
 সরকারি-বেসরকারি ব্যাংক নিয়োগ
 শিক্ষক-প্রভাষক নিবন্ধন
 জুডিসিয়াল সার্ভিস
 BCS
 প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ
 PSC'র সকল নিয়োগ
 বিভিন্ন চাকরি প্রত্যাশী
 বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিতদের ইংরেজি মাধ্যমে বৈশ্বিক যোগাযোগকারী
 IELTS Spoken GRE
 ইংরেজিতে এক্সপার্ট হতে ইচ্ছুক সকলের জন্যই এ বইটি প্রস্তুত হয়েছে।
বইটির অনন্য বৈশিষ্ট্য
 ইসলামী মূল্যবোধের আলোকে রচিত।
 সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপিত।
 ইংরেজি Grammar এবং Composition-এর প্রতিটি Chapter যথেষ্ট সমৃদ্ধ।
 Grammar-এর প্রতিটি Chapter-এ ব্যাপক Practice-এর সাথে Answer key প্রদত্ত।
 English Sounds/Phonetics আলাদা Chapter-এ পর্যান্ত রয়েছে।
 বাংলা ভাষার সাথে মিল রেখে Grammar এবং Composition-এর প্রতিটি Chapter সাজানো হয়েছে।
 প্রতিটি Paragraph লেখার ক্ষেত্রে Topic sentence, Body at Terminator ব্যবহার করা হয়েছে, যা প্রচলিত সকল বই থেকে একটু আলাদা।
 বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজি Grammar এবং Composition বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য অনন্য।
 বিভিন্ন Example-এর ক্ষেত্রে মার্জিত ও সুন্দর নাম ব্যবহার করা হয়েছে।
 সর্বশেষ নতুন কারিকুলামের আলোকে রচিত।
 সর্বোপরি ইংরেজিতে ০ (জিরো) থেকে Hero (হিরো) হতে সহায়ক হবে, ইনশা আল্লাহ।
তাহলে আর দেরি কেন? আজই সংগ্রহ করুন আপনার কপি এবং ইংরেজিতে হন আত্মবিশ্বাসী!
অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন 📩
অথবা কমেন্টে "বইটি চাই" লিখুন। (অগ্রীম কোন টাকা লাগবে না বই হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ)
বি.দ্র.~পাইকারী অর্ডার নেওয়া হয় সর্বনিম্ন ১০পিস বই
সারা বাংলাদেশে দ্রুত ডেলিভারি ব্যবস্থা আছে!
ঢাকার ভিতরে ৮০ টাকা
ঢাকার বাহিরে ১২০ টাকা

হযরত আনাস (রা.) এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে যে, সাহাবায়ে কেরাম রমাদান আসার ৬ মাস আগে থেকেই আল্লাহর কাছে দো...
23/12/2025

হযরত আনাস (রা.) এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে যে, সাহাবায়ে কেরাম রমাদান আসার ৬ মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন। তাঁদের দোয়ার মূল সুর ছিল—

"হে আল্লাহ! আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং রমাদানকে আমাদের জন্য কবুল করে নিন।"

তাঁরা রমাদানকে এতটাই গুরুত্ব দিতেন যে, শাবান মাস পড়লেই তাঁদের প্রস্তুতির ধরণ বদলে যেত।

দানবীর হযরত উসমান (রা.) ও একটি পানির কূপমদিনার মানুষ তখন প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল। মদিনায় মিষ্টি পানির খুব অভাব দেখা দিয়...
22/12/2025

দানবীর হযরত উসমান (রা.) ও একটি পানির কূপ

মদিনার মানুষ তখন প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল। মদিনায় মিষ্টি পানির খুব অভাব দেখা দিয়েছিল। সেখানে 'বি’রে রুমা' নামে একটি মাত্র পানির কূপ ছিল, যার পানি ছিল খুব মিষ্টি ও সুস্বাদু। কিন্তু সমস্যা হলো, সেই কূপটির মালিক ছিল একজন ইহুদি।
নির জন্য সেই মালিকটি ছিল খুব নিষ্ঠুর। সে মুসলমানদের কাছে খুব চড়া দামে পানি বিক্রি করত। গরীব মুসলমানদের জন্য পানি কিনে খাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। এমনকি পানির অভাবে অনেকে তৃষ্ণার্ত থাকত।

রাসূলুল্লাহ (সা.) সাহাবীদের এই কষ্ট দেখে খুব ব্যথিত হলেন। তিনি একদিন সাহাবীদের ডেকে বললেন:
"তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে এই 'বি’রে রুমা' কূপটি কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ (দান) করে দিবে? বিনিময়ে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে একটি পানির ঝর্ণা দান করবেন।"

রাসূলুল্লাহ (সা.)-এর এই ঘোষণা শুনে হযরত উসমান (রা.) আর দেরি করলেন না। তিনি জান্নাতের সেই নেয়ামতের আশায় সরাসরি সেই ইহুদির কাছে চলে গেলেন। কিন্তু ইহুদিটি প্রথমে পুরো কূপ বিক্রি করতে রাজি হলো না।

অনেক আলোচনার পর উসমান (রা.) একটি বুদ্ধি বের করলেন। তিনি বললেন, "ঠিক আছে, তুমি পুরো কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করো। অর্থাৎ, একদিন কূপের পানি তোমার থাকবে, আর একদিন আমার থাকবে।"

ইহুদিটি ভাবল, এতে তো বেশ লাভ! সে অনেক চড়া দামে উসমান (রা.)-এর কাছে অর্ধেক মালিকানা বিক্রি করে দিল।

চুক্তি অনুযায়ী, যেদিন হযরত উসমান (রা.)-এর দিন থাকত, সেদিন তিনি মদিনার সবার জন্য পানি ফ্রি বা বিনামূল্যে করে দিলেন। তিনি ঘোষণা করলেন, "আজ যার যতটুকু খুশি পানি নিয়ে যাও, কোনো টাকা লাগবে না।"

সবাই উসমান (রা.)-এর দিনে দুই দিনের পানি একসাথে সংগ্রহ করে রাখতে শুরু করল। ফলে পরের দিন (যখন ইহুদির পালা ছিল) আর কেউ তার কাছে পানি কিনতে আসত না। ইহুদিটি দেখল তার তো কোনো ব্যবসাই হচ্ছে না!

অবশেষে উপায় না দেখে সে নিজেই হযরত উসমান (রা.)-এর কাছে এসে বাকি অর্ধেক মালিকানাও বিক্রি করে দিল। এভাবে পুরো কূপটি মুসলমানদের হয়ে গেল।

কেন এই গল্পটি বিশেষ?
এই কূপটি আজও সৌদি আরবে হযরত উসমান (রা.)-এর নামে সংরক্ষিত আছে। আশ্চর্যের বিষয় হলো, ইসলামের প্রথম যুগের সেই দান আজও সচল। বর্তমানে সেই কূপকে কেন্দ্র করে বিশাল খেজুরের বাগান তৈরি হয়েছে এবং সেখান থেকে পাওয়া টাকা এখনো গরিবদের কল্যাণে ব্যয় করা হয়।

গল্পের শিক্ষা
পরোপকার: অন্যের বিপদে সাহায্য করাই হলো প্রকৃত মুসলমানের কাজ।
দানশীলতা: আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, বরং তা চিরস্থায়ী হয়ে যায়।
ধৈর্য ও বুদ্ধি: যেকোনো কঠিন পরিস্থিতি বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে মোকাবিলা করা উচিত।

🎯ছোটদের ইসলাম শিক্ষা বইয়ে ইসলামের সকল প্রাথমিক বিষয়াদি সম্পর্কে বিশধ আলোচনা করা হয়েছে যা একটি ছোট বাচ্চার ইসলামিক শিক্ষা সম্পর্কে বিকশিত হবে বলে আশা করছি ইনশা-আল্লাহ।

📞বইটি অর্ডার করতে কল করুন 01616772544 / 01618549213 (What’s app)

#ইসলাম #বই #যাকাত #সালাত

একবার খলিফা উমর (রা.) তাঁর কিছু সঙ্গীকে নিয়ে মদীনার বাইরে যাচ্ছিলেন। পথে এক জায়গায় তাঁরা বিশ্রামের জন্য থামলেন। সেখানে ত...
22/12/2025

একবার খলিফা উমর (রা.) তাঁর কিছু সঙ্গীকে নিয়ে মদীনার বাইরে যাচ্ছিলেন। পথে এক জায়গায় তাঁরা বিশ্রামের জন্য থামলেন। সেখানে তাঁরা এক যুবক রাখালকে পাহাড়ের পাদদেশে ভেড়ার পাল চরাতে দেখলেন।
​হযরত উমর (রা.) সেই রাখাল বালকের সততা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি রাখালকে ডেকে বললেন, "হে রাখাল! তোমার এই পাল থেকে একটি ভেড়া আমার কাছে বিক্রি করো।"
​রাখাল উত্তর দিল, "আমি এই ভেড়াগুলোর মালিক নই, আমি শুধু একজন কর্মচারী। এগুলো আমার মনিবের।"

​উমর (রা.) তাকে পরখ করার জন্য বললেন, "তোমার মনিব তো এখানে নেই, তিনি দেখছেনও না। তুমি আমাকে একটি ভেড়া দিয়ে দাও আর তার দাম তুমি নিজে রেখে দাও। আর তোমার মনিবকে গিয়ে বলো যে, একটি নেকড়ে এসে ভেড়াটি খেয়ে ফেলেছে। তিনি তো আর সন্দেহ করবেন না।"
​রাখাল বালক উমর (রা.)-এর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আকাশের দিকে আঙুল তুলে একটি মাত্র প্রশ্ন করল:
​"ফা-আন্নাল্লাহ? (তাহলে আল্লাহ কোথায়?)"
​অর্থাৎ, আমার মনিব না দেখলেও আল্লাহ তো দেখছেন! আল্লাহর কাছে আমি কী জবাব দেব?

​রাখালের এই ঈমানদীপ্ত জবাব শুনে হযরত উমর (রা.) কেঁদে ফেললেন। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে, বারবার বলতে লাগলেন, "একটি রাখাল বালক বলছে—আল্লাহ কোথায়?"

​পরবর্তীতে উমর (রা.) সেই বালকের মনিবের কাছে গেলেন এবং তাকে গোলামি থেকে মুক্ত করে দিলেন। পাশাপাশি তিনি সেই ভেড়ার পালটিও কিনে রাখালকে উপহার হিসেবে দিয়ে দিলেন। তিনি বালকটিকে উদ্দেশ্য করে বললেন:
​"তোমার এই একটি বাক্য ('আল্লাহ কোথায়?') তোমাকে এই দুনিয়ায় মুক্তি দিয়েছে, আশা করি কিয়ামতের দিনেও এটি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে।"

​এই গল্প থেকে আমাদের শিক্ষা:
​আল্লাহভীতি: কেউ না দেখলেও আল্লাহ আমাদের সব কাজ দেখছেন—এই বিশ্বাসই হলো সততার মূল ভিত্তি।
​আমানতদারিতা: পরের সম্পদ বা দায়িত্বের প্রতি পূর্ণ বিশ্বস্ত থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য।
​লোভ জয় করা: সামান্য লাভের আশায় নিজের চরিত্র নষ্ট না করা।

একদিন এক লোক ক্ষুধার্ত অবস্থায় হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে এসে খাবার চাইলেন। আল্লাহর রাসূল (সা.) তাঁর স্ত্রীদের ঘরে খবর ...
22/12/2025

একদিন এক লোক ক্ষুধার্ত অবস্থায় হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে এসে খাবার চাইলেন। আল্লাহর রাসূল (সা.) তাঁর স্ত্রীদের ঘরে খবর পাঠালেন, কিন্তু জানা গেল কারো ঘরেই সামান্য পানি ছাড়া খাবার নেই।

​তখন রাসূল (সা.) সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, "আজ রাতে এই মেহমানকে কে খাওয়াবে? আল্লাহ তাকে রহমত করবেন।"

​হযরত আবু তালহা (রা.) দাঁড়িয়ে বললেন, "হে আল্লাহর রাসূল! আমি উনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি।"

​ঘরে ফেরার পর
​আবু তালহা (রা.) বাড়ি ফিরে তাঁর স্ত্রীকে বললেন, "আমাদের কাছে কি খাওয়ার কিছু আছে? রাসূল (সা.)-এর মেহমান আমাদের সাথে আছেন।"
​স্ত্রী উত্তর দিলেন, "ঘরে কেবল আমাদের বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে, এছাড়া আর কিছুই নেই।"
​আবু তালহা (রা.) একটি পরিকল্পনা করলেন। তিনি বললেন:
​"বাচ্চাদের কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও।"
​"যখন আমরা মেহমানকে নিয়ে খেতে বসব, তুমি বাতিটা ঠিক করার বাহানায় নিভিয়ে দেবে।"
​"অন্ধকারে আমরা খাওয়ার ভান করব যাতে মেহমান মনে করেন আমরাও খাচ্ছি, কিন্তু আসলে মেহমান একাই পুরোটা খাবেন।"

​ত্যাগের চরম পরীক্ষা
​পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। অন্ধকারে মেহমান পেট ভরে খেলেন, কিন্তু আবু তালহা (রা.) এবং তাঁর স্ত্রী সারা রাত ক্ষুধার্ত থাকলেন। তাঁরা নিজেদের খাবারের চেয়ে মেহমানের তৃপ্তিকে বেশি গুরুত্ব দিলেন।
​পরদিন সকালে যখন আবু তালহা (রা.) নবীজী (সা.)-এর কাছে গেলেন, তখন নবীজী (সা.) মুচকি হেসে বললেন:
​"গত রাতে তোমরা তোমাদের মেহমানের সাথে যা করেছ, তা দেখে আল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন এবং তোমাদের জন্য আয়াত নাযিল করেছেন।"

​তখন সূরা হাশরের ৯ নম্বর আয়াতটি নাযিল হয়,
وَالَّذِينَ تَبَوَّؤُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (٩)

যার অর্থ:
"আর যারা তাদের (মুহাজিরদের) পূর্বে মদিনায় স্থায়ী আবাস গড়েছিল ও ঈমান গ্রহণ করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে, সে বিষয়ে নিজেদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ পোষণ করে না। বরং তারা নিজেদের উপর মুহাজিরদের অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরই চরম অভাব থাকে। আর যে ব্যক্তি নিজের আত্মার লোভ থেকে সুরক্ষিত থাকে, সেই তো সফলকাম।"

​এই গল্প থেকে আমাদের শিক্ষা:
​পরোপকার: নিজের সামর্থ্য কম থাকলেও অন্যকে সাহায্য করার মানসিকতা রাখা।
​নিঃস্বার্থ ভ্রাতৃত্ব: সাহাবীরা শুধু মুখে নয়, কাজেও একে অপরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন।
​গোপন ইবাদত: আল্লাহর সন্তুষ্টির জন্য লোকচক্ষুর আড়ালে ত্যাগ স্বীকার করা মহান ইবাদত।

#নামাযের #যাকাত #বই #নামায #ইসলাম #কাহিনী #ইসলামী #ইসলামীবার্তা

🌟 ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র: আব্দুল্লাহ ইবন আল-মুবারক (র.)​ইলমে হাদিস ও আরবি সাহিত্যে যে কয়জন মনীষী তাঁদের অসা...
21/12/2025

🌟 ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র: আব্দুল্লাহ ইবন আল-মুবারক (র.)
​ইলমে হাদিস ও আরবি সাহিত্যে যে কয়জন মনীষী তাঁদের অসামান্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন, আব্দুল্লাহ ইবন আল-মুবারক (র.) তাঁদের অন্যতম। তাঁর জীবনের কিছু বিশেষ দিক যা আমাদের অনুপ্রাণিত করে:
​✨ বহুমুখী প্রতিভা: তিনি একাধারে ছিলেন প্রখ্যাত হাদিস বিশ্লেষক, উঁচুমাপের কবি, মননশীল লেখক এবং ভাষাবিদ।
​🤲 তাকওয়া ও সাধনা: সমকালীন যুগে তাকওয়া ও পরহেজগারিতে তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ইবাদত-বন্দেগির পাশাপাশি মানুষের কল্যাণেও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।
​🎓 জ্ঞান অর্জন: ইমাম আবু হানীফা (র.) ও ইমাম মালিক (র.)-সহ তৎকালীন বিশ্ববিখ্যাত 'উলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করেন তিনি।
​তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য এক অশেষ অনুপ্রেরণার উৎস.............আরো বিস্তারিত ভাবে পড়তে আজই সংগ্রহ করুন।
​অর্ডার করতে ভিজিট করুন www.boibikri.com
অথবা আমাদের ইনবক্স করুন 📩 অথবা কমেন্টে "বইটি চাই" লিখুন। দ্রুত ডেলিভারির ব্যবস্থা আছে!

হযরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) বর্ণনা করেন, এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নফল সালাত...
21/12/2025

হযরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) বর্ণনা করেন, এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নফল সালাতে (তাহাজ্জুদ) দাঁড়িয়েছিলেন। তিনি ভেবেছিলেন রাসূল (সা.) হয়তো সাধারণভাবেই সালাত আদায় করবেন, কিন্তু যা ঘটল তা ছিল বিস্ময়কর।

​সূরা বাকারার তিলাওয়াত: রাসূল (সা.) সালাত শুরু করলেন এবং সূরা বাকারা তিলাওয়াত করতে লাগলেন। হুজাইফা (রা.) মনে মনে ভাবলেন, ১০০ আয়াত শেষ হলে হয়তো তিনি রুকুতে যাবেন। কিন্তু রাসূল (সা.) থামলেন না। হুজাইফা (রা.) ভাবলেন, হয়তো এই এক সূরা দিয়েই তিনি এক রাকাত শেষ করবেন।

​সূরা নিসা ও আলে-ইমরান: কিন্তু সূরা বাকারা শেষ করে তিনি সূরা নিসা শুরু করলেন এবং সেটিও শেষ করলেন। এরপর তিনি সূরা আলে-ইমরান পড়া শুরু করলেন। তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে তিলাওয়াত করছিলেন। যখনই কোনো তাসবিহ বা আল্লাহর প্রশংসার আয়াত আসত, তিনি সুবহানাল্লাহ বলতেন; যখন কোনো দোয়ার আয়াত আসত, তিনি দোয়া করতেন; আর যখন কোনো ভয়ের আয়াত আসত, তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন।

​দীর্ঘ রুকু ও সিজদা: তিলাওয়াত শেষে তিনি যখন রুকুতে গেলেন, তখন তাঁর রুকু ছিল প্রায় তাঁর দাঁড়ানোর (কিয়াম) সময়ের সমান দীর্ঘ। এরপর সিজদাতে গিয়েও তিনি দীর্ঘ সময় অতিবাহিত করলেন।

​হযরত হুজাইফা (রা.) বলেন, রাসূল (সা.) এক রাকাতেই এত দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন যে হুজাইফা (রা.) ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু রাসূল (সা.) আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তাঁর ক্লান্তি দানা বাঁধেনি।

​এই কাহিনী থেকে আমাদের শিক্ষা :
​এই ঘটনাটি রাসূলুল্লাহ (সা.)-এর সালাতের তিনটি বিশেষ দিক ফুটিয়ে তোলে:
​ধীরস্থিরতা: তিনি তাড়াহুড়ো না করে প্রতিটি আয়াত অনুভব করে পড়তেন।
​আল্লাহর সাথে সংলাপ: সালাতে কোনো আয়াত পড়ার সময় তিনি সেটির মর্মার্থ অনুযায়ী আল্লাহর কাছে সাড়া দিতেন (যেমন রহমতের আয়াতে দোয়া করা)।
​শারীরিক কষ্টকে তুচ্ছ করা: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় তাঁর পা ফুলে যেত, তবুও তিনি বলতেন, "আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হবো না?" (সহিহ বুখারি)।

​রাসূল (সা.)-এর সালাতের এই একাগ্রতা আমাদের শেখায় যে, নামাজ কেবল কিছু অঙ্গভঙ্গি নয়, বরং এটি স্রষ্টার সাথে সৃষ্টির গভীরতম সংযোগ।

📖বই প্রসঙ্গ⤵️’শিশুর উপহার আমার ছোটবেলা’ ১০ বছর পর্যন্ত শিশুর আনন্দঘন স্মৃতিময় দিনগুলোর স্মারক।📑ইসলাম ১০ বছরের শিশুকে নাম...
21/12/2025

📖বই প্রসঙ্গ⤵️
’শিশুর উপহার আমার ছোটবেলা’ ১০ বছর পর্যন্ত শিশুর আনন্দঘন স্মৃতিময় দিনগুলোর স্মারক।
📑ইসলাম ১০ বছরের শিশুকে নামাযের জন্যে শাসন করতে বলেছে। এর পূর্বে সোহাগ ভালবাসা আর দরদ দিয়ে শিশুকে গড়ে তুলতে হবে। পিতামাতা অথবা আইনগত অভিভাবকের কাছে শিশুর অনেক অধিকার আছে। অভিভাবকেরও দায়িত্ব অনেক।
📑শিশুর এই স্মারকে সেসব দায়িত্বের প্রতি কুরআন হাদীসের উদ্ধৃতি দিয়ে পথনির্দেশ করা হয়েছে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ তার বংশধারা বলতে পারে না। বড়জোর দাদা পর্যন্ত বলেই শেষ। এ বইয়ের মাধ্যমে এ সমস্যারও একটি সমাধান হবে। জন্ম_নিবন্ধন শিশুর একটি অধিকার। জন্ম নিবন্ধীকরণের মত গুরুত্বপূর্ণ কাজটিও এর মাধ্যমে সহজেই সমাপ্ত হবে।
📑শিশুর পরিচয় সম্পর্কে এখানে তাৎপর্যময় নির্দেশনা রয়েছে। শিশুর জন্ম থেকে ১০টি বছরে একজন শিশুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়। ঘটনাবহুল স্মৃতিময় বিষয়গুলো এ বইয়ে লিপিবদ্ধ করে রাখলে আপনার শিশুর পরবর্তী জীবনে অনেক কাজে আসবে।
শিশুর জন্ম থেকে ১০টি বছরে একজন শিশুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যায়। ঘটনাবহুল স্মৃতিময় বিষয়গুলো এ বইয়ে লিপিবদ্ধ করে রাখলে আপনার শিশুর পরবর্তী জীবনে অনেক কাজে আসবে।
⚠️ প্রত্যেক বিষয়ে সংশ্লিষ্ট কুরআনের আয়াত অথবা হাদীসের বাংলা অনুবাদসহ উদ্বৃতি বইটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এ অ্যালবামটি ২০০১ সাল থেকে প্রকাশিত। ইতোমধ্যে অনেক অসাধু প্রকাশনী অসৎ উদ্দ্যেশে সামান্য পরিবর্তন করে বইটি প্রকাশ করেছে। নকল এড়িয়ে এরকম সৃজনশীল বই সংগ্রহের অনুরোধ করছি।
☘️আশা করি, শিশুর উপহার আমার ছোটবেলা বইটি আপনার শিশুর জন্য সুন্দর, সফল ও আদর্শ_জীবন গড়ার মাইলস্টোন হবে, ইনশা’আল্লাহ।
সারাদেশে ক্যাশঅন এবং হোম ডেলিভারি সুবিধা আছে।

21/12/2025

Address

Shahid Faruque Road, South Jatrabari, Dhaka-1204
Dhaka-1204

Alerts

Be the first to know and let us send you an email when Boi Bikri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boi Bikri:

Share

বই বিক্রি

বই বিক্রি