Promise - প্রমিস

Promise - প্রমিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Promise - প্রমিস, Cox's Bazar.

আমাদের পেজ এর বেশীর ভাগ পোস্ট সংগ্রহ করা আমাদের পোস্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাদের ইনবক্স এ knock দিবেন আমরা পোস্ট delete করে দিব.

এই পেজ কখনো Sell হবে না! কেউ প্রতারিত হবেন না.., হলে এডমিন পক্ষ দায়ী থাকবে না..!

❤️‍🩹
05/09/2025

❤️‍🩹

🤐
05/09/2025

🤐

My Mom🤍🥀~সংগৃহীত
05/09/2025

My Mom🤍🥀

~সংগৃহীত

05/09/2025

It's not "মা...

It's "মাআআআআআআআআআ! ও মাআআআআআ!এভাবে না ডাকলে কেমন যেনো শান্তি আসে না! 😫🖤

মনে থাকে যেনো😾
05/09/2025

মনে থাকে যেনো😾

চিরন্তন সত্যি এটাই !~সংগৃহীত
05/09/2025

চিরন্তন সত্যি এটাই !
~সংগৃহীত

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লি...
05/09/2025

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!

এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,
অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে 'জীবনসঙ্গী সুনির্ধারিত' কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন।

কারো 'বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ।

আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।

বইঃ বিবাহ_সমাচার
ড.শায়খ আলী তানতাভী

মিস্টার বিন দেখে হেসে কুটিকিুটি হয়েছি। কিন্তু একটা দৃশ্য দেখে, জানি না কেন, কান্না পেয়েছিল। বছরের প্রথম দিন। মিস্টার বিন...
05/09/2025

মিস্টার বিন দেখে হেসে কুটিকিুটি হয়েছি। কিন্তু একটা দৃশ্য দেখে, জানি না কেন, কান্না পেয়েছিল।

বছরের প্রথম দিন। মিস্টার বিন তার পরিচিত স্যুট-টাই পরে ঘর থেকে বেরোল। দরজা লাগাল। তার পর নিজেই নিজের রুমের দরজার তল দিয়ে একটা খাম ঠেলে দিল।

দরজা খুলে আবার ঘরে ঢুকল। ঢুকেই চোখ গেল মেঝেতে। অবাক চোখ। খাম! কে পাঠাল! অবাক হয়ে খামটা তুলল। ভেতর থেকে বেরিয়ে এল একটা হ্যাপি নিউ ইয়ার কার্ড! মিস্টার বিন এত্ত খুশি!

সিটকমগুলায় ব্যাকগ্রাউন্ডে লাফট্র্যাক বসানো হয়। হাসির সাউন্ড এফেক্ট দর্শকদের প্রভাবিত করে। সাধারণ দৃশ্যেও হাসি আসে।
এই সিনেও ওই মোমেন্টে লাফট্র্যাক বেজে উঠল। আমার মন ভরে গেল বিষাদে।

একটা মানুষ কতটা নিঃসঙ্গ হলে নিজেই নিজেকে নিউ ইয়ারের কার্ড পাঠায়!
***
একটু আগে একজনের পোস্ট দেখলাম। মজা করেই হয়তো লিখেছে: কাউকে রিল পাঠালে সিনই করে না। তাই নিজেই নিজেকে রিল পাঠাই, রিলে রিঅ্যাক্ট দেই, রিপ্লাই হিসেবে আরেকটা রিল পাঠাই। আবার দেখি...।

সবাই ওই পোস্টে হাহা দিচ্ছে। আমিও তা-ই দিচ্ছিলাম। কেমন করে জানি কেয়ার ইমোতে আঙুলের চাপ পড়ে গেল!
***
হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতিদিন ১০০ বিলিয়ন মেসেজ আদান-প্রদানের এই যুগেও আমরা কতটা একা! কতটা নিঃসঙ্গ!

মিস্টার বিনের তবু টেডি ছিল। আমাদের টেডিটা কই?

©

ভুলেই গেছিলাম এটাতো পিছু ছাড়ে নাহ
05/09/2025

ভুলেই গেছিলাম এটাতো পিছু ছাড়ে নাহ

🩶
04/09/2025

🩶

04/09/2025

যখন দেখবেন বড় ধরনের কোনো বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নিবেন আপনার কোনো গোপন দান-সদকা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে।

- মাহমুদ বিন নূর (হাফি)

মাই-র চিনস..?
04/09/2025

মাই-র চিনস..?

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Promise - প্রমিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share