Mokka library and stationery,মক্কা-লাইব্রেরী এন্ড ষ্টেশনারী

  • Home
  • Mokka library and stationery,মক্কা-লাইব্রেরী এন্ড ষ্টেশনারী

Mokka library and stationery,মক্কা-লাইব্রেরী এন্ড ষ্টেশনারী Welcome to Official page of mokka library. mob:01749137161
islampur bazar, (mejartila) Sadar sylhet
bkash Agent:-01645331447

আপনাদের দু'আ ও ভালোবাসা একান্ত প্রয়োজন। মসজিদ গেইটের বিপরীতে ইসলামপুর বাজার মেজরটিলা, সিলেট।
14/12/2024

আপনাদের দু'আ ও ভালোবাসা একান্ত প্রয়োজন।
মসজিদ গেইটের বিপরীতে ইসলামপুর বাজার মেজরটিলা, সিলেট।

17/07/2023

যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাহিরের লোককে প্রিয় মনে হয়, তখন বুঝে নিবেন আপনি ধ্বংসের পথে।

16/07/2023

-মেয়ের বিয়ে নিয়ে ভাবছ শুনলাম? তা কেমন পাত্র চাও?
-তুমি তো জানই, একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ করে ফেলব! অবশ্য গতকাল একটা প্রস্তাব এসেছিল।
-ছেলে কেমন? কী করে?
-ছেলে অত্যন্ত ধার্মিক। কিন্তু খুবই গরীব! তাই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারিনি! ভদ্রভাবে পাশ কাটিয়ে গেছি!
-আজ আরেক পক্ষকে দেখলাম?
-হাঁ, ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল!
-পাত্র?
-বেশ মোটা বেতনে চাকুরি করে। বিদেশী এক সংস্থায়। সবাই এককথায় পছন্দ করে ফেলল। তবে আম্মার পছন্দ হয়নি! তার পছন্দ ছিল প্রথম প্রস্তাবটা!
-কেন?
-তিনি চাচ্ছিলেন তার নাতনী একজন ধার্মিক মানুষের ঘরনী হোক!
-তাহলে এটাকেও ফিরিয়ে দিলে?
-নাহ! ফিরিয়ে দেবো কেন! সবাই মিলে দু‘আ করে দিলাম:
আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন!
-এত সহজেই সমাধান করে ফেললে? ধার্মিক পাত্রই যদি চাইবে, তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করে কেন দু‘আ করলে না:
'আল্লাহ তাকে রিযিক বাড়িয়ে দিন?'

- শাইখ আতিকুল্লাহ

সুবহানাল্লাহ.....
13/07/2023

সুবহানাল্লাহ.....

13/07/2023
আ-মীন ইয়া রব!
13/07/2023

আ-মীন ইয়া রব!

11/07/2023

♡ মাটির উপর ..!
যতটা ভালো কাজ করবেন ✪
মাটির নিচে ততটা ভালো থাকবেন।
🤍✍️

গত রমজানের আগে নীলফামারি জলঢাকা গিয়েছিলাম। এক তরুণ মাওলানার সাথে পরিচয় হল। তিনি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন। বললাম, কমপক...
02/07/2023

গত রমজানের আগে নীলফামারি জলঢাকা গিয়েছিলাম। এক তরুণ মাওলানার সাথে পরিচয় হল। তিনি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন।
বললাম, কমপক্ষে ৫ টি বিষয়ে খোঁজ নিবেন। যথা,

১. মেয়ের ঘুমের টাইম। কখন কখন ঘুমায়?
২. মেয়ের নিজের কাজকর্ম কে করে দেয়? যেমন তার কাপর-চোপর কে ধুয়ে দেয়? বিছানা কে ঝেড়ে দেয়। খানা কে বেড়ে দেয়? ইত্যাদি।
৩. মেয়ে তার মা বাবার কী কী খেদমত করে?
৪. মেয়ের ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৫. দুলাভাই, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইদের সাথে কথাবার্তা বলে কিনা? বললে কিভাবে?

তখন সেখানে উপস্থিত এক বৃদ্ধ বললেন, মেয়ের জন্য ছেলে দেখতে গেলে কী দেখব?

বললাম, এক্ষেত্রে কমপক্ষে ৭ টি বিষয়ে খোঁজ নিবেন। যথা,
১. ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ে?
২. আয়ের কতটুকু বাড়িতে দেয়?
৩. সংসারের কোন কোন দায়িত্ব পালন করে?
৪. বাসায় মা বাবা কোন কোন ওষুধ সেবন করেন?
৫. বাসায় কখন ফেরে?
৬. ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৭. পরিবার ও সমাজের গায়রে মাহরাম নারীদের সাথে তার আচরণ কেমন?

লিখা: আহমাদ ইউসুফ শরীফ (হাফি.)

01/07/2023

রাসুলুল্লাহ ( ﷺ) ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।

27/06/2023

আল্লাহ রাব্বুল আলামীন আরাফার দিনের ওসিলায় আমাদের কে মাফ করুন, আ-মীন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mokka library and stationery,মক্কা-লাইব্রেরী এন্ড ষ্টেশনারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share