05/11/2023
ব্যাঙ্গালুর, নিজের জন্মস্থান।
বাবার স্বপ্ন ছিলো এই মাঠেই একদিন ইন্ডিয়ার হয়ে তার ছেলে সেঞ্চুরি করবে। রাহুল শচীনের মতো সবাই ঐদিন রাচীন রাবিন্দ্র বলে জোরে জোরে চিল্লাবে।
রাচীন রাবিন্দ্র সেঞ্চুরি করেছেন, তার জন্মভূমিতেই সেঞ্চুরি করেছেন, কিন্তু সেটা নিউজিল্যান্ডের হয়ে।
বাবার স্বপ্ন ছিলো ছেলে একদিন রাহুল শচীনের মতো বড় ক্রিকেটার হবেন। ছেলে এখন সেই পথেই আছে।
হোক না সেটা নিউজিল্যান্ডের হয়ে, স্বপ্ন তো পূরণ হচ্ছে ঠিকই। ❤️
Rachin Ravindra is the real starboy❤️
Third century in for the New Zealand youngster 🫡