Dhaka Xpress

Dhaka Xpress Gain knowledge and spread it among all.

ভালোবাসা যখন জীবন পাল্টে দেয়... ❤️🌸সানা খান—এক সময়ের রূপালী পর্দার আলো ঝলমলে নাম। ক্যামেরার ফ্ল্যাশ, র‍্যাম্পের হাঁটা, গ...
12/06/2025

ভালোবাসা যখন জীবন পাল্টে দেয়... ❤️🌸

সানা খান—এক সময়ের রূপালী পর্দার আলো ঝলমলে নাম। ক্যামেরার ফ্ল্যাশ, র‍্যাম্পের হাঁটা, গ্ল্যামার আর খ্যাতির ভিড়ে ছিলো তাঁর জীবনের প্রতিচ্ছবি। কিন্তু সময়ের স্রোত খুব নিখুঁতভাবে বেছে নেয় তার মোড় ঘোরানোর মানুষটিকে। আজ যখন দেখি তাঁকে শান্ত, পরিপূর্ণ এক জীবনযাপনে—আশ্চর্য হই!

একজন মানুষ জীবনে কী অসম্ভব পরিবর্তন আনতে পারে, সানা খান তার জীবন্ত প্রমাণ। হয়তো তিনি নিজেও ভাবেননি, একজন মানুষ তাঁর জীবনে এসে তাঁকে এতোটা শান্তি ও স্থিরতার পথ দেখাবে।

ভালোবাসা এমনই—যেটা কেবল বাহ্যিক সাজে নয়, অন্তরের আলোয় জীবনকে সাজিয়ে তোলে।
ভালোবাসা কেবল হাত ধরে হাঁটার নাম নয়, সেটা এমন এক আশ্রয়—যেখানে হৃদয় পায় তার নিঃশব্দ আরাম।

সানার গল্প তাই শুধু একজন তারকার গ্ল্যামার থেকে ধর্মীয় শান্তির পথে আসার গল্প নয়—এটা একজন নারীর আত্ম-আবিষ্কারের গল্প। একজন সঠিক মানুষের সান্নিধ্যে ভালোবাসার নতুন সংজ্ঞা খোঁজার গল্প।

এমন প্রেম, এমন ভালোবাসা পৃথিবীতে বারবার আসুক।
সব কোলাহলের ভিড়ে কেউ যেন হঠাৎ একদিন সত্যিকারের প্রশান্তি খুঁজে পায়—সানার মতো করে।
কারণ ভালোবাসা যখন সত্য হয়, তখন তা শুধু সম্পর্ক নয়—তা হয়ে ওঠে জীবন বদলে দেওয়া এক আশীর্বাদ। 😇❤️

04/06/2025

রাগ আর ঝড় থেমে যাওয়ার পরে বুঝা যায় ক্ষয়ক্ষতি কতটা হলো। তাই আপনার চিন্তা-ভাবনাকে পানির মতো পরিস্কার রাখুন। ময়লা পানির মতো বদ চিন্তাও গন্ধ ছড়ায়।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,"আমি শুধু একজন আইনজীবী নই-আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্...
02/06/2025

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,

"আমি শুধু একজন আইনজীবী নই-আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্যবাহক।"

এক বাচ্চার শরীরে ২০০ প্লেট পাওয়া গেছে এবং বাচ্চাটা বাঁচে নাই। একটা ১২ গেজের শটগানের প্রতিটা রাউন্ডে ৮ থেকে ১২টি পর্যন্ত প্লেট থাকতে পারে। অর্থাৎ, বাচ্চাটাকে শটগান দিয়ে কমপক্ষে ১৭ থেকে সর্বোচ্চ ২৬ বার গুলি করা হয়েছে। এই গুলিটা করেছে কে? শটগান তো আর ছাত্রলীগ বা সেনাবাহিনী নিয়ে ঘুরে না, এগুলা ব্যবহার করে পুলিশ। এই পুলিশেরা যখন বলে, "জুলাইয়ে পুলিশ হত্যার বিচার করতে হবে"- তখন শরীরে রক্ত টগবগ করে উঠে না?

"এ বিচার অতীতের প্রতিশোধ নয়-এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা।

যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এ দেশের সন্তানদের রক্তে পা ভেজাতে না পারে!!

ইউনূসের বিরুদ্ধে একটি প্রজন্মের ষড়যন্ত্র?১৮ লাখ সরকারি কর্মচারী একত্রিত হয়ে জানিয়ে দিয়েছেন—দুর্নীতির সুযোগ ফিরিয়ে না...
28/05/2025

ইউনূসের বিরুদ্ধে একটি প্রজন্মের ষড়যন্ত্র?

১৮ লাখ সরকারি কর্মচারী একত্রিত হয়ে জানিয়ে দিয়েছেন—দুর্নীতির সুযোগ ফিরিয়ে না দিলে তারা কাজে ফিরবেন না। সংস্কারের কথা শুনতেই নারাজ।

অন্যদিকে কিছু ব্যবসায়ী গ্যাস সরবরাহ নিয়ে মিথ্যাচার শুরু করে। তারা দাবি করে, সরকার নাকি গ্যাস সরবরাহ বন্ধ করেছে। অথচ সরকার স্পষ্ট পরিসংখ্যান দিয়েছে—গত বছরের তুলনায় এবার গ্যাস সরবরাহ বেড়েছে ২২%।

তবু নাটক থামে না। এবার ভোলা থেকে গ্যাস সরবরাহে বাধা তৈরি করা হচ্ছে। শুরু হয়েছে অবরোধ, যাতে গ্যাস ঢাকায় না পৌঁছায়। এই উদ্যোগের পেছনে রয়েছে একটি রাজনৈতিক দলের নেতা।

ফলে আমরা দেখতে পাচ্ছি—আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট আর রাজনৈতিক গোষ্ঠী একসাথে একটি লক্ষ্যেই কাজ করছে: দেশের প্রয়োজনে সংস্কার করতে আসা একজন সৎ ও মেধাবী নেতাকে ব্যর্থ প্রমাণ করা।

তারা জানে, যদি ইউনূস সফল হন, তবে প্রমাণ হয়ে যাবে—গত ৫৩ বছর ধরে যারা দেশ চালিয়েছে, তারা ব্যর্থ হয়েছে, বরং দেশের ক্ষতিই করেছে। তাই ইউনূস যেন সফল না হন, সে জন্য সব ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে।

আমরা আগে ভাবতাম, দেশের মেধাবীরা বাইরে চলে যায় কেন? কেউ দেশে থেকে কিছু করতে চায় না কেন? আজ ইউনূসের পরিস্থিতি দেখলেই এই প্রশ্নের উত্তর মিলছে।

একজন শিক্ষিত, সৎ, সাহসী মানুষ দেশ গড়তে এগিয়ে এলেন। কিন্তু তাকে ঘিরে ধরেছে আমলাতান্ত্রিক দুর্নীতি, ব্যবসায়ী সিন্ডিকেটের মিথ্যাচার, আর রাজনৈতিক ষড়যন্ত্র। প্রশ্ন হচ্ছে—এই দেশে আর কেউ সাহস করে কি আবার এগিয়ে আসবে?

28/05/2025

"দুর্নীতি করলেই বরখাস্ত" এই সিদ্ধান্তের বিরোধিতা করা মানেই হলো আপনি দুর্নীতিবাজ!

শুভ জন্মদিন ভাই!আজ ২২ মে। আমার ভাই শহীদ নাফিজের জন্মদিন আজ।
24/05/2025

শুভ জন্মদিন ভাই!
আজ ২২ মে। আমার ভাই শহীদ নাফিজের জন্মদিন আজ।

23/05/2025
তাহলে গুইসাপ আর সান্ডা একই প্রাণী নো ডিবেট 😄😄😄😄😄
21/05/2025

তাহলে গুইসাপ আর সান্ডা একই প্রাণী
নো ডিবেট 😄😄😄😄😄

চোখের সামনে একটা ছেলে সম্পূর্ণ মেয়েতে পরিণত হয়ে গেলো। আমি তাকে শুরু থেকেই দেখে আসছি। যখন বেশভূষায় সে ছেলে হিসেবেই থাকতো।...
20/05/2025

চোখের সামনে একটা ছেলে সম্পূর্ণ মেয়েতে পরিণত হয়ে গেলো।

আমি তাকে শুরু থেকেই দেখে আসছি। যখন বেশভূষায় সে ছেলে হিসেবেই থাকতো।
আমার আগের আইডিতে ফ্রেন্ড ছিল মোস্তাফিজ।
প্রতিদিন ছবি আপলোড করা তার অন্যতম প্রধান শখ।
ব্যাগ একটা কাঁধে ঝুলিয়ে কপালে টিপ পরে শাহবাগে যেত। ধীরে ধীরে সে নিজেকে মেয়ে হিসেবে পারফেক্ট একটা রূপ দাঁড় করিয়েছে।
এখন হট রিলসও বানায় দেখলাম।
তার পরিবার সম্পর্কে ধারণা নেই। তারা কীভাবে অ্যাকসেপ্ট করে কে জানে...


20/05/2025

"কোরবানির পশু খোঁজার আগে পাওনাদার খুঁজে ঋণ পরিশোধ করুন।
কোরবানি ওয়াজিব, কিন্তু ঋণ পরিশোধ ফরজ।"

একজন মোবাইল চোর ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়ে ফোন ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ে। চলন্ত ট্রেন থেকে ঝুলে পড়ার পর দুর্ঘটনাবশত স...
19/05/2025

একজন মোবাইল চোর ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়ে ফোন ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ে। চলন্ত ট্রেন থেকে ঝুলে পড়ার পর দুর্ঘটনাবশত সে চাকার নিচে পড়ে যায়।

এই ঘটনাটা ভিডিওতে স্পষ্ট, কেউ তাকে ইচ্ছে করে ফেলে দেয়নি, এটা একটা দুর্ঘটনা।

কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই চোরের জন্য এখন অনেকে মায়া কান্না করছে। ভাই, মায়া তখন দেখান যখন কেউ অভাবে পথে নামে, না খেয়ে থাকে, তবুও সৎ থাকে। চুরি করা, ছিনতাই করা কোনোভাবেই দয়া পাওয়ার কাজ না।

এই বাংলাদেশে প্রতিদিন শতশত মানুষ তাদের শেষ সম্বল মোবাইল, টাকা, ব্যাগ হারাচ্ছে ছিনতাইকারীদের হাতে। রাস্তায়, বাসে, ট্রেনে, সবখানে তারা তাণ্ডব চালাচ্ছে।

আজ যদি এই ছিনতাইকারী পালিয়ে যেত, তাহলে আরেকজনের ফোন যেত, কারো শেষ সামর্থ্যের উপর থাবা পড়ত।

এটা বিচার নয়, এটা দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা অন্য ছিনতাইকারীদের জন্য একটা শিক্ষা হোক, এই পথের পরিণাম ভয়ংকর।

সাহায্য দরকার সমাজের সত্যিকারের গরীবদের, not অপরাধীদের।

মায়া নয়, এবার বাস্তবতা বোঝার সময় এসেছে। শক্ত হোন। সমাজ বাঁচাতে হলে দুর্বলতা নয়, সচেতনতা জরুরি।


Address


Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Xpress:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share