The Cox’s Bazar News

  • Home
  • The Cox’s Bazar News

The Cox’s Bazar News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Cox’s Bazar News, Media/News Company, .

শিক্ষানীয় পোস্ট।💖 আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট  টি অনেক প্রয়োজনীয়। আমার মন...
02/06/2025

শিক্ষানীয় পোস্ট।💖

আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট টি অনেক প্রয়োজনীয়। আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা উচিত যদি আপনাদের কোন না কোন উপকারে আসে।

"ইচ্ছে মাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কর‌বেন না"

চেম্বারে রোগী এসেছে ,

ডাক্তারঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রোগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ 💔

ডাক্তারঃ কবে থেকে সমস্যা??
রোগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

ডাক্তারঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রোগীঃ না স্যার,বমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

ডাক্তারঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রোগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

ডাক্তারঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা খেতে??
রোগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

ডাক্তারঃ আমি আমার এইটুকু বয়সে যতো রোগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রোগী এবং এই সকল কিডনি রোগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।🙄💔

রোগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।🥺

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।"🙂

সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi.

Collected

゚viralfbreelsfypシ゚viral

01/06/2025

বৃষ্টির মধ্যে গরু বাজার

30/05/2025

রবি বিনামূল্যে ২০ মিনিট টকটাইম ও ২৫০এমবি ইন্টারনেট দিচ্ছে

ডায়াল *২১২*০১ #

এখন কোটবাজারেই পাওয়া যাচ্ছে জাপানি প্রযুক্তিতে IAM লিথিয়াম ব্যাটারি,যাহার লাইফ টাইম ৮বছর২মাস। সাথে তিন বছরের ওয়ারেন্টি।
28/05/2025

এখন কোটবাজারেই পাওয়া যাচ্ছে জাপানি প্রযুক্তিতে IAM লিথিয়াম ব্যাটারি,যাহার লাইফ টাইম ৮বছর২মাস। সাথে তিন বছরের ওয়ারেন্টি।

আপনার ভেহিকেলের পারফরম্যান্স অবিশ্বাস্যভাবে বাড়াতে এখনই লাগান I-AM Technology Ltd- এর প্রস্তুতকৃত লিথিয়াম আয়রন ফসফেট ...
28/05/2025

আপনার ভেহিকেলের পারফরম্যান্স অবিশ্বাস্যভাবে বাড়াতে এখনই লাগান I-AM Technology Ltd- এর প্রস্তুতকৃত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি! 🔋

আমরা জানি, একটি শক্তিশালী ব্যাটারি আপনার গাড়ির জন্য কতটা জরুরি। I-AM লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারি আপনার গাড়িকে দেবে:

⚡️ দুর্দান্ত পাওয়ার: ইঞ্জিন স্টার্ট থেকে শুরু করে অ্যাক্সিলারেশন, সবখানে পাবেন অসাধারণ বুস্ট।
💨 উন্নত মাইলেজ: ব্যাটারির কার্যকারিতা আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
💪 দীর্ঘস্থায়ী পারফরম্যান্স: সাধারণ ব্যাটারির চেয়ে কয়েকগুণ বেশি টেকসই এবং নির্ভরযোগ্য।
🌿 পরিবেশবান্ধব: কম কার্বন ফুটপ্রিন্ট এবং নিরাপদ রাসায়নিক উপাদান।
আর সাধারণ ব্যাটারির লিকেজ বা রক্ষণাবেক্ষণের ঝক্কি? সেগুলোকে বিদায় জানান! I-AM ব্যাটারি মেইনটেনেন্স-ফ্রি এবং নিরাপদ।

আজই আপগ্রেড করুন এবং আপনার ভেহিকেলের আসল ক্ষমতা অনুভব করুন!

📞 বিস্তারিত জানতে বা অর্ডার করতে কল করুন: +880 1876-888203

📍কক্সবাজার, উখিয়া অফিস, পালং ব্যাটারি, কোর্ট বাজার

#সান্ডা #বাংলাদেশ

22/05/2025

বৃষ্টি বেজা সাগর

18/02/2025

বিশ্বজয়ী হাফেজ তাকরীম মৃ'ত্যু বরণ করেছে! এ কেমন গুজব! সে আরেক তাকরীম,সেও কুরআনের হাফেজ ছিলো।

18/02/2025

কুত্তা AMA কফি খাই

17/02/2025
07/02/2025

সূর্য ডুবার আগ মুহুর্থ সমুদ্ররের মধ্যে সাম্পানে বসে কাটানুর মজাই আলাদা

03/02/2025

সম্মানিত যাত্রীগণ,আপনাদেরকে মন যুগ দৃষ্টি আকর্ষণ করছি।

অপেক্ষার প্রহর শেষ এবার শুরু হলো ভালোবাসার ট্রেনে আনন্দের ভ্রমণ।

চট্টগ্রাম - কক্সবাজার - চট্টগ্রাম
রুটে অনুমতি প্রাপ্ত নতুন ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকিট উন্মুক্ত করা হয়েছে।

ট্রেনের টিকিট অনলাইন ও অফলাইনে সংগ্রহ করা যাচ্ছে।

(১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে)

যে-সকল স্টেশনে ট্রেন গুলো ষ্টপিজ নাই এ-সকল এলাকা বাসীর জন্য সমবেদনা প্রকাশ করছি।

সৈকত এক্সপ্রেস 8️⃣2️⃣1️⃣

চট্টগ্রাম ছাড়বে সকাল ০৬:১৫ মিনিট

কক্সবাজার পৌছাবে সকাল ০৯:৫৫ মিনিট।

সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রা পথে যেসব স্টেশনে ষ্টপিজ দেওয়া হয়েছে।

ষোলশহর, জানআলীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু, কক্সবাজার।

#প্রবাল_এক্সপ্রেস 8️⃣2️⃣2️⃣

কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩৫ মিনিটে।

চট্টগ্রাম পৌছাবে দুপুর ০২:২৫ মিনিটে।

প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাত্রা পথে যেসব স্টেশনে ষ্টপিজ দেওয়া হয়েছে।

রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, গোমদন্ডি, ষোলশহর, চট্টগ্রাম।

#প্রবাল_এক্সপ্রেস 8️⃣2️⃣3️⃣

চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর ০৩:১০ মিনিট

কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ০৭:০০ টায়।

প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রা পথে যেসব স্টেশনে ষ্টপিজ দেওয়া হয়েছে।

ষোলশহর, গোমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু, কক্সবাজার।

#সৈকত_এক্সপ্রেস 8️⃣2️⃣4️⃣

কক্সবাজার থেকে ছাড়বে রাত ০৮:১৫ মিনিট

চট্টগ্রাম পৌছাবে রাত ১১:৫০ মিনিট।

সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাত্রা পথে যেসব স্টেশনে ষ্টপিজ দেওয়া হয়েছে।

রামু, ডুলাহাজারা, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারী, পটিয়া, জানআলীহাট, চট্টগ্রাম।

এবার জেনে নিন ট্রেনের ভাড়া সম্পর্কে

ফার্স্ট সিট = ৩৪০ টাকা।
ফার্স্ট চেয়ার = ৩৪০ টাকা।
শোভন চেয়ার = ২২৫ টাকা।
শোভন সিট = ১৮৫ টাকা মাত্র।
উভয় পথে একই ভাড়া একই ধরনের আসন।

ঢাকা থেকে কক্সবাজারের পথে আরো একটি ট্রেনের শিডিউল প্রক্রিয়াধীন খুব শীগ্রই এ বেপারে জানতে পারবেন।

চট্টগ্রাম ও কক্সবাজারবাসীর জন্য শুভকামনা রইলো।

তারিখ ০২/০২/২০২৫ইং রোজ রবিবার

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cox’s Bazar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share