14/12/2025
আমাদের দেশের পুলিশ ভালো হবে কবে, ট্রাফিক পুলিশ সামান্য ১০০ টাকার জন্য গাড়ি আটকে রাখে, লজ্জা লাগতেছে, কেমনে বলতাছে চা খাইতে টাকা দিয়ে যাবে নাকি সার্জেন্টের কাছে যাবি, ওকি টাকা দিয়ে রেখেছিল ড্রাইভার এর কাছে, যে ও টাকা চাইলে দিতে হবে , আমাদের দেশে আইন ব্যবস্থা কবে ঠিক হবে, এর প্রতিকার কি? কোথায় গেলে বিচার পাবে সাধারণ মানুষ, বাঙালি হিসেবে আমরা লজ্জিত, শুধু এই ট্রাফিক সার্জেন্ট না এমন হাজারো ট্রাফিক সার্জেন্ট আছে বাংলাদেশ, যারা 10- 20 টাকা ও ড্রাইভার এর কাছ থেকে ঘু*ষ খায় , এমনকি রাস্তায় হয়রানি করে সব কাগজপত্র ঠিক থাকার পরেও, এগুলো কি ঠিক হবে না, ট্রাফিকের কঠোর শাস্তির দাবি চাই আমরা সবাই, জনস্বার্থে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যেন সকলের কাছে ভিডিওটি পৌঁছায়