Irin's creation

  • Home
  • Irin's creation

Irin's creation Assalamualaikum, i am a digital Marketer.

ফ্রিল্যান্সিং সেক্টরে শুরুটা আসলে অনেকেই করে , শেষ পর্যন্ত টিকে থাকে হাতেগোনা কয়েকজন। আর যারা টিকে থাকেন তারাই মূলত নিজ...
22/01/2024

ফ্রিল্যান্সিং সেক্টরে শুরুটা আসলে অনেকেই করে , শেষ পর্যন্ত টিকে থাকে হাতেগোনা কয়েকজন। আর যারা টিকে থাকেন তারাই মূলত নিজের অবস্থানটা পরিবর্তন করতে পারে।
আর ওই সকল মানুষ যারা টিকে থাকেন শেষ পর্যন্ত, যাদের মোটিভ একটাই সেটা হল (নিয়ত)।
যত যাই হয়ে যাক আমি পারবো ইনশাআল্লাহ।
ফ্রিল্যান্সিং সেক্টরে যারা নতুন করে শিখতে যাচ্ছেন বা শুরু করেছেন সকলের জন্যই শুভকামনা রইল।❤️

ফ্রিলান্সিং কি?? আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রিল্যান্সিং কি এর প্রয়োজনীয়তা  কি জানবো :১.ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত ...
15/01/2024

ফ্রিলান্সিং কি??

আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রিল্যান্সিং কি এর প্রয়োজনীয়তা কি জানবো :
১.ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা বা স্বাধীন পেশা।
2.ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আমরা নিজে আয় করতে পারবো এবং নিজের একটা কর্মস্থান করতে পারব।
৩.আমাদের জীবনে ফ্রিল্যান্সিং অনেক প্রয়োজন।
৪.আমরা ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং করতে পারি এবং নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারব।
৫.অফিস বা আদালতে না গিয়ে আমরা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারি।
৬.নির্দিষ্ট কোন সময় না থাকায় আমরা যখন ফ্রি থাকি সে সময় আমরা কাজ করতে পারবো।
৭.সর্বপরি বলতে পারি ফ্রিল্যান্সিং আমাদের সকলের জন্য প্রয়োজন।

©

15/01/2024

ফ্রিল্যান্সিং যা একটা স্বাধীন কাজ😇কোনো ধরাবাঁধা নেই এই কাজে,ছুটি কাটানোর জন্য স্যার/বস থেকে পারমিশন নিতে হয় না,ঘরে বসে নির্দ্বিধায় করা যায়,এর থেকে সহজ আর কি হতে পারে আর এরই জন্য ফ্রিল্যান্সিং এর কাজের দিকে ঝুঁকে পড়ছেন অনেকেই। অফিসের ধরাবাঁধা নিয়মে আটকে না থেকে ফ্রিল্যান্সিংকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকে😇
বাংলাদেশেও ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্যমতে দেশে প্রায় ৭ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন।
পড়াশোনা এবং চাকরির পাশাপাশি ও ফ্রিল্যান্সিং কাজটি সুন্দর ভাবে করা সম্ভব।চাইলে সব সম্ভব,পড়ালেখার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য এই সেক্টরের কোনো বিকল্প নেই,স্কুল কলেজ প্রাইভেট সব কাজ শেষ করেও এটা করা অবশ্যই সম্ভব।ফ্রিল্যান্সিং করে সুন্দর একটি ক্যারিয়ার গড়া সম্ভব ❤️
আলহামদুলিল্লাহ আমি নিজেও পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি।একদিন একজন সফল ফ্রিল্যান্সার হব ইনশাআল্লাহ😇💖



Collected by Sanjida Islam

Social media post design by me💙
15/01/2024

Social media post design by me💙

😊❤️
14/01/2024

😊❤️

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই, ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কিন্তু ভালো ক্য...
14/01/2024

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই, ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কিন্তু ভালো ক্যারিয়ার না হলেnঅনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে, কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে দাম বিদ্যমান।💙💙

বর্তমানে প্রত্যেকটা মেয়েরই একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন। যারা ঘরে বসে পর্দার সহিত হালালভাবে ইনকাম করতে চান তাদের জন্য ফ...
14/01/2024

বর্তমানে প্রত্যেকটা মেয়েরই একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন।
যারা ঘরে বসে পর্দার সহিত হালালভাবে ইনকাম করতে চান তাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরই বেস্ট অপশন।
ফ্রিল্যান্সিং এর অসংখ্য সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং +গ্রাফিক্স ডিজাইন খুবই জনপ্রিয়।
যাদের ল্যাপটপ/পিসি পড়ে আছে,তারা বসে না থেকে ফ্রিল্যান্সিং করে কাজে লাগাতে পারেন।আর যাদের ফোন আছে তারাও ফেইসবুকে অযথা সময় নষ্ট না করে, ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
এতে আপনার ইনকামের পাশাপাশি যোগ্যতা+ অভিজ্ঞতা দুটোই হবে ইনশা আল্লাহ।🤗💙

সারা মাস টিউশনি করে ১ ঘণ্টা করে হলেও  ৩০ ঘণ্টার উপর সময় দিয়ে বেতন পাওয়া যায় বড়জোর ২ থেকে ৩ হাজার টাকা। আর আলহামদুলি...
14/01/2024

সারা মাস টিউশনি করে ১ ঘণ্টা করে হলেও ৩০ ঘণ্টার উপর সময় দিয়ে বেতন পাওয়া যায় বড়জোর ২ থেকে ৩ হাজার টাকা। আর আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টরে এমন কিছু প্রজেক্ট এর কাজ আছে ২ থেকে ৩ দিন সময় দিলেই ২ থেকে ৩ হাজার টাকা খুব সহজেই উপার্জন করা যায়। পার্থক্য এটাই কেউ সারা মাস কষ্ট করে ২ থেকে ৩ হাজার টাকা উপার্জন করে। আর কেউ ২ থেকে ৩ দিন সময় দিয়ে খুব সহজেই ২ থেকে ৩ হাজার টাকা উপার্জন করতে পারে। শর্ত একটাই ফ্রিল্যান্সিং সেক্টরে ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ তাইতো আমি ফ্রিল্যান্সিং সেক্টর কে বেছে নিয়েছি।😊
Collected

14/01/2024

বর্তমানে প্রত্যেকটা মেয়েরই একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন।
যারা ঘরে বসে পর্দার সহিত হালালভাবে ইনকাম করতে চান তাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরই বেস্ট অপশন।
ফ্রিল্যান্সিং এর অসংখ্য সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং +গ্রাফিক্স ডিজাইন খুবই জনপ্রিয়।
যাদের ল্যাপটপ/পিসি পড়ে আছে,তারা বসে না থেকে ফ্রিল্যান্সিং করে কাজে লাগাতে পারেন।আর যাদের ফোন আছে তারাও ফেইসবুকে অযথা সময় নষ্ট না করে, ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
এতে আপনার ইনকামের পাশাপাশি যোগ্যতা+ অভিজ্ঞতা দুটোই হবে ইনশা আল্লাহ।

যেকোনো ধরনের কোম্পানি লোগো, বিজনেজ কার্ড, পোস্ট ডিজাইন করতে ইনবক্স করুন!🌸 ~Paid work
14/01/2024

যেকোনো ধরনের কোম্পানি লোগো, বিজনেজ কার্ড, পোস্ট ডিজাইন করতে ইনবক্স করুন!🌸

~Paid work

ফ্রীল্যান্সিং শুরু করবো ভাবতে ভাবতেই সময় পার হয়ে যাচ্ছে। কিছুতেই ডিসিশন নিতে পারছেন না। পরিবার মানবে না, ফিন্যান্সিয়াল প...
13/01/2024

ফ্রীল্যান্সিং শুরু করবো ভাবতে ভাবতেই সময় পার হয়ে যাচ্ছে। কিছুতেই ডিসিশন নিতে পারছেন না। পরিবার মানবে না, ফিন্যান্সিয়াল প্রবলেম, এক্সাম আরও কত কি! সব চিন্তা সাইডে রেখে দৃঢ় বিশ্বাস রাখুন আর নিজেকে একটু একটু করে তৈরি করে নিন। ফিন্যান্সিয়াল প্রবলেম সবসময়ই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রবলেম থাকবেই। এমনকি আপনি লাখ টাকা ইনকাম করলেও দেখবেন এই সমস্যা লেগেই থাকবে।
সেজন্যেই একটু কষ্ট করে এডমিশন ফি টা যোগাড় করে দক্ষ মেন্টর ও ট্রাস্টেড আইটি প্রতিষ্ঠানের সাহায্যে সঠিক গাইডলাইন নিয়ে শুরু করে দিন। দেখবেন, আপনার জন্য শুরুটা হয়তো একটু কঠিন হবে। তবে, আপনি ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলতা একদিন না একদিন আসবেই ইনশাআল্লাহ। আপনার মধ্যে জেদ থাকতে হবে। আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকতে হবে। মনে রাখবেন, ফ্রীল্যান্সিং এর শুরুর গল্পটা সবারই কষ্টের হয়। সবাই ই অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই সেক্টরে আসে। এরপর ধৈর্য্য ধরে কাজ করে, পরিশ্রম করে, লেগে থাকে। এরপরই তো তাঁরা সফল হয়। তাঁরা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? একটু ত্যাগ স্বীকার করে ও চেষ্টা করে দেখুন না।

আল্লাহ চাইলে একদিন সফল হবোই ইনশাআল্লাহ!💜

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Irin's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Irin's creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share