13/01/2024
ফ্রীল্যান্সিং শুরু করবো ভাবতে ভাবতেই সময় পার হয়ে যাচ্ছে। কিছুতেই ডিসিশন নিতে পারছেন না। পরিবার মানবে না, ফিন্যান্সিয়াল প্রবলেম, এক্সাম আরও কত কি! সব চিন্তা সাইডে রেখে দৃঢ় বিশ্বাস রাখুন আর নিজেকে একটু একটু করে তৈরি করে নিন। ফিন্যান্সিয়াল প্রবলেম সবসময়ই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রবলেম থাকবেই। এমনকি আপনি লাখ টাকা ইনকাম করলেও দেখবেন এই সমস্যা লেগেই থাকবে।
সেজন্যেই একটু কষ্ট করে এডমিশন ফি টা যোগাড় করে দক্ষ মেন্টর ও ট্রাস্টেড আইটি প্রতিষ্ঠানের সাহায্যে সঠিক গাইডলাইন নিয়ে শুরু করে দিন। দেখবেন, আপনার জন্য শুরুটা হয়তো একটু কঠিন হবে। তবে, আপনি ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলতা একদিন না একদিন আসবেই ইনশাআল্লাহ। আপনার মধ্যে জেদ থাকতে হবে। আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকতে হবে। মনে রাখবেন, ফ্রীল্যান্সিং এর শুরুর গল্পটা সবারই কষ্টের হয়। সবাই ই অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই সেক্টরে আসে। এরপর ধৈর্য্য ধরে কাজ করে, পরিশ্রম করে, লেগে থাকে। এরপরই তো তাঁরা সফল হয়। তাঁরা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? একটু ত্যাগ স্বীকার করে ও চেষ্টা করে দেখুন না।
আল্লাহ চাইলে একদিন সফল হবোই ইনশাআল্লাহ!💜