Sports News - খেলার খবর

  • Home
  • Sports News - খেলার খবর

Sports News - খেলার খবর Sports News Page of Cultural online Sangskriti.com.
সংস্কৃতি ডটকমের খ?

অভিনন্দন নতুন বাংলাদেশের ক্রিকেট টিম। অভ্যুত্থানের একটা আলাদা স্পিরিট আছে। এই স্পিরিট ধরে রাখতে হবে।
03/09/2024

অভিনন্দন নতুন বাংলাদেশের ক্রিকেট টিম। অভ্যুত্থানের একটা আলাদা স্পিরিট আছে। এই স্পিরিট ধরে রাখতে হবে।

Join - https://www.facebook.com/groups/floodhelplinebdযার যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করুন। ডাক্তার...
22/08/2024

Join - https://www.facebook.com/groups/floodhelplinebd

যার যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করুন। ডাক্তার-নার্সরা তাদের নম্বর লিখে দিয়ে পোস্ট করুন। কেউ কোনো সাহায্য চাইলে যার যা সামর্থ আছে চেষ্টা করুন।
তথ্য দিয়ে, টাকা দিয়ে, ভলান্টিয়ারি করে, যে যেভাবে পারেন পাশে দাঁড়ান প্লিজ...

22/08/2024
গত কোপা আমেরিকা চলাকালীন লিও মেসির জন্মদিন পড়ছিল। রাত বারোটার পর টিমমেটরা সবাই হাত ভরতি উপহার নিয়ে মেসির রুমে হাজির হয়ে ...
16/07/2024

গত কোপা আমেরিকা চলাকালীন লিও মেসির জন্মদিন পড়ছিল। রাত বারোটার পর টিমমেটরা সবাই হাত ভরতি উপহার নিয়ে মেসির রুমে হাজির হয়ে গেলেন তাঁর বার্থডে সেলেব্রেট করতে। কিন্তু একজন কোনো উপহার নিলেন না, তিনি হলেন এমিলিয়ানো মার্টিনেজ। এ খবর চলে গেল সাংবাদিকদের কাছেও। পরদিন আর্জেন্টিনার মিডিয়া টিওয়াইসির এক সাংবাদিক মজা করে মার্টিনেজকে বলেই ফেললেন, আপনি সম্ভবত মেসির জন্মদিনে কিছুই উপহার দেননি।
মার্টিনেজ উত্তর দিলেন, হ্যাঁ। তবে আমি মেসিকে কথা দিয়ে রেখেছি, এই শিরোপাটা (কোপার) তাকে উপহার দেবো।
সেবার সেমিফাইনালে টাইব্রেকারে দুই-দুইটি দুর্দান্ত সেইভ করে কলম্বিয়াকে হারিয়ে দলকে ফাইনালে নিয়ে গেলেন, এমনকি ফাইনালেও বেশ কয়েকটি টার্গেট অন শট ঠেকিয়ে দিয়েছেন। ডি-বক্সের ভেতর দু'দুটো শট ঠেকিয়ে মার্টিনেজ ঠিকই শিরোপাটা মেসির হাতে তুলে দিলেন।
এই যে কথা দিয়ে কথা রাখতে পেরেছেন, তারপর থেকে তাঁর আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির সাথে অঘটনের পর মেসি যখন হতাশ হয়ে পড়লেন, এমি তখন সাহস দিলেন, ‘চিন্তা করো না মেসি, আমরা তোমার জন্য কাপটা জিতব।’
মেসিও জানেন এমি তাঁর সামর্থ্যের উপর কথা দিয়ে কথা রাখতে পারেন। তাই মেসি প্রথম ম্যাচ হারার পর ভক্তদের উদ্দেশ্য একটি কথাই বলেছেন, ‘বিশ্বাস রাখুন!’
তারপরের গল্পটা আমরা সবাই জানি।
ফাইনালের আগে যখন আর্জেন্টিনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে নানা চুলছেঁড়া আলোচনা চলছিল ফ্রান্স মিডিয়ায়, তখন মেসিকে দুশ্চিন্তামুক্ত রাখতে এমি বলেছিল, ‘চিন্তা করো না মেসি, ফ্রান্স আমাদের জালে বল পৌঁছাতে হলে আমাকে আগে খু ন করতে হবে।’
এমির এই কথা রাতারাতি মিডিয়া পাড়ায় সয়লাব হয়ে গেল। কিন্তু তখনো ফাইনাল ক্ষণ আসেনি।
গোল স্কোরার লেভেল থাকা অবস্থায় অতিরিক্ত সময়ের ১২৩তম মিনিটে মুয়ানির আগুয়ান শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে এমি ঠিকই বিশ্ববাসীকে জানান দিয়েছিল, সে মেসির জন্য এই শিরোপা জিততে মরতেও প্রস্তুত ছিলো।
তারপর তো টাইব্রেকারে গিয়ে লিখালেন মহাকাব্য। মেসির হাতে শিরোপা তুলে দিয়ে সে তাঁর কমিটমেন্ট পূরণ করলো।
এবারও কোপা আমেরিকা চলাকালীন মেসির জন্মদিন গেল, টিমমেটরা সবাই মেসিকে কিছু না কিছু উপহার দিলেও বাদ থাকলেন এমি। গতবারের মতো সেইম তিনি কথা দিলেন, কোপার শিরোপাটাই তাকে উপহার দেবেন।
আবারও শিরোপাটা মেসির জন্মদিনে উপহার দিলেন এমি-লাউতারা। কাকতালীয়, ভাগ্য নাকি অসাধ্য চেষ্টার ফল; কীভাবে সংজ্ঞায়িত করব!
গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রেখে বুক চিতিয়ে লড়াই করেছেন। টাইব্রেকারে যখন প্রতিটি দলের প্লেয়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারায় উদ্বিগ্ন থাকেন, এমি সেখানে চিল করেন। কী অদ্ভূত!
সাংবাদিক বললেন, মেসি আপনাকে বিশ্বসেরা গোলরক্ষক হিসেবে অবহিত করেছেন। এমি উত্তর দেন, মেসিই আমাকে বিশ্বসেরা গোলরক্ষক বানিয়েছেন। কী অসাধারণ বন্ডিং।
এমিলিয়ানো থেকে হয়ত আরও সেরা গোলরক্ষক আছেন, কিন্তু গোলবারে যখন দ্বিধাহীন এমি দু'হাতে বাড়িয়ে ঝাঁপ দেন অন টার্গেট শট কিংবা পেনাল্টি ঠেকাতে, তখন আমরা বলতেই পারি, এমিলিয়ানো তুমিই সনচেয়ে সেরা।
পদার্থ বিজ্ঞানে বাটারফ্লাই ইফেক্টে বলে একটা টার্ম আছে। যার মানে, কোনো ছোটখাটো একটা মিসটিক বা ঘটনার পর থেকে ভিন্ন কিছুতে একের পর এক বড় ঘটনা ঘটতে থাকে। ঠিক এমলিয়ানো মার্টিনেজের জাতীয় দলের উত্থান ছিলো সেরকম। মূল গোলরক্ষকের ইনজুরিতে মাঠে নামার সুযোগ পেলেন। তারপর তো নিজেকে এমনভাবে মেলে ধরেছেন, এখন নিজেই দলের মূল গোলরক্ষক। বিশ্বসেরা গোলরক্ষক।
১০ বছর আগে যখন ক্লাবের দ্বিতীয়/তৃতীয় গোলরক্ষক হিসেবে বেঞ্চে বসে সময় কাটাইতেন তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, ‘মাই টাইম উইল কাম।’
এমি, ইউর টাইম ইজ নাও।

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থাইয়ের পেশি ছিঁড়ে যখন হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন, তখনই ডি মারিয়ার কাছে চিঠি এ...
15/07/2024

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থাইয়ের পেশি ছিঁড়ে যখন হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন, তখনই ডি মারিয়ার কাছে চিঠি এসেছিলো রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফাইনালের দিন সকালে আহত অবস্থাতেই ডি মারিয়া ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার কোচ সাবেলার কাছে। বলেছিলেন, 'দয়া করে আমাকে আজ খেলতে দিন। আমি জীবন বাজি রেখেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চাই'। কোচের সামনে ডি মারিয়া আবেগে কান্নাতেও ভেঙ্গে পরেছিলেন সেদিন।
তবে সেবার সুযোগ না পেলেও ডি মারিয়া পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ২০১৪ তে রিয়াল মাদ্রিদ ডি মারিয়ার স্থানে যাকে এনেছিলো তিনি জেমস রদ্রিগেজ। আজ সেই রদ্রিগেজকে হারিয়েই চ্যাম্পিয়ন অ্যাঞ্জেল ডি মারিয়ার অবিস্মরণীয় এক বিদায় হলো। এ যেন স্বর্গ থেকে লেখা এক চিত্রনাট্য। যার মহানায়কের নাম অ্যাঞ্জেল ডি মারিয়া।

🗣️লিওনেল স্কালোনি: "মেসির সিদ্ধান্তকে আমি এখনই প্রভাবিত করার চেষ্টা করবো না। ও যদি চায়, তাহলে কোপা আমেরিকার ফাইনালই ওর শ...
15/07/2024

🗣️লিওনেল স্কালোনি: "মেসির সিদ্ধান্তকে আমি এখনই প্রভাবিত করার চেষ্টা করবো না। ও যদি চায়, তাহলে কোপা আমেরিকার ফাইনালই ওর শেষ ম্যাচ হবে।"
"তবে, আর্জেন্টিনা দলের দরজা তার জন্য কখনো বন্ধ হবে না। ও যখন ইচ্ছা, তখন দলে আসতে পারবে। যদি ও অবসরও নেয়, তাও কোচ হিসাবে দলের সাথে থাকতে পারবে।"
"যদি কোচ হিসেবে নাও যেতে চায়, তাও আমি ওকে দলের সাথে রাখবো। যেখানে যাবো, ওকে নিয়ে যাবো। আমি যতোদিন আছি, লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দলের অংশ হয়ে থাকবে।"

বিশ্বকাপ বাছাইপর্বে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তা।বাংলাদেশ নারী ক্রিকেট দলের শারমি...
23/11/2021

বিশ্বকাপ বাছাইপর্বে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের শারমিন আক্তার সুপ্তা খেলেছেন ১৩০ রানের অপরাজিত ইনিংস।
https://sangskriti.com/bangladesh-womens-national-cricket-team-sharmin/

বিশ্বকাপ বাছাইপর্বে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তা। সুপ্তা খেলেছেন ১৩০ র....

২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি করে দল। https://sangskriti.com/world-cup-cricket/
18/11/2021

২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি করে দল।
https://sangskriti.com/world-cup-cricket/

বিশ্বকাপ সুপার লিগ বিলুপ্ত করার ঘোষণা দিলেও অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম একই রাখছে আইসিসি। পরবর্তী চক্রেও .....

বার্সেলোনায় তাহলে শেষ দেখেই ফেললেন লিওনেল মেসি। প্রাণের ক্লাবটি ছেড়ে এখন তিনি যাবেন কোথায়?এই প্রশ্নটা আজ রাত থেকেই ঘুরপা...
06/08/2021

বার্সেলোনায় তাহলে শেষ দেখেই ফেললেন লিওনেল মেসি। প্রাণের ক্লাবটি ছেড়ে এখন তিনি যাবেন কোথায়?

এই প্রশ্নটা আজ রাত থেকেই ঘুরপাক খাবে ইউরোপিয়ান ফুটবলে। বার্সেলোনা জানিয়ে দিয়েছে, কাতালান ক্লাবটিতে মেসি আর থাকছেন না। এখন ইউরোপের বেশ কিছু বড় ক্লাবের নড়চড়ে বসার কথা।

মেসির দেশ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান ও ইন্টার মিয়ামি আছে তাঁকে কিনতে আগ্রহীদের তালিকায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sports News - খেলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share