
31/01/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী গোপাল রায়ের নতুন বই- কার্বাইন কার্তুজ
তরুণ কবি গোপাল রায় পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে। 'কার্বাইন কার্তুজ' তাঁর প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ।
বইয়ের ফ্ল্যাপ থেকে-
অত্যন্ত প্রত্যক্ষ এবং ভীষণ দুঃসহ সময়ের বিক্ষিপ্ত ধারাপ্রবাহে কবি দ্রোহের বিদ্রোহ করেছেন স্পষ্টভাবে।
সকল অনাচার কৃতকর্মের বিরুদ্ধে কবি কলমের কারবাইন ও কার্তুজ হাতে তুলে নিয়েছেন। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে হয়ে উঠেছেন বিপ্লবী অতৃপ্ত ভূমিপুত্র চাষা আর মা ও মাটির কোলে নিজেকে নিয়োজিত করেছেন অন্তর্বর্তী জীবনের একান্নবর্তী মালভোগ কলার পাললিক কোরাসে। যেন স্বল্পদৈর্ঘ্য জীবনের পৈশাচিক বেত্রাঘাতে জীবন দণ্ডবিধির দুঃখ ধারাবিবরণী।
সকল মৃত শুক্রাণুর বিমল বীর্যে যুবতী ফুলের শুভ্র স্তনের অপার সুঘ্রাণে কবি লিপিবদ্ধ করেছেন ভৈরব ভোমরের আস্ফালন। আর মাছের শীতল কৌমার্য কামের ওষ্ঠে তুলে দিয়েছেন টোপের চুম্বন। এভাবেই বড়শীতে তরবড়ানো মাছের ঝুলে থাকার মতো যাপিত জীবনের অন্তরঙ্গ অতৃপ্ত ক্যানভাসে কবি কোলাস করেছেন অশ্রুসিক্ত চোখের চঞ্চল বিম্বে ঘোর লাগা অনুধ্যানের সীমাহীন দুঃখ-কষ্ট-বেদনা।
জীবনের যবনিকায় শ্বাসরুদ্ধের দণ্ডিত কারায় বন্দি করেছেন শাবক শৈশব। স্কেচ করেছেন লাঙ্গলের ফলার ফলপ্রসূ। অন্তরঙ্গে এঁকেছেন নদীর চিতলে মায়ার মহীরূপ ও বিষাদী বালিকার মুখাবয়বে শব্দের কল্কা আর বহিরঙ্গে পাহাড়ের গুহায় বাইসন আঁকতে গিয়ে কবি এঁকে ফিরেছেন বৈধব্যের পাংশুল।
বই: কার্বাইন কার্তুজ
লেখক: গোপাল রায়
প্রচ্ছদ: তৌহিদ আহাম্মেদ লিখন
প্রকাশক: মনসুর আহমেদ
প্রকাশনী: শব্দকথা প্রকাশন
স্টল নং: ১৭১
(অমর একুশে বইমেলা ২০২৫)
ধন্যবাদ