18/11/2025
কি ভেবেছিলেন NEIR পদ্ধতিতে শুধু আন অফিসিয়াল ফোন নেটওয়ার্ক হারাবে? ভেজাল টা আরো অনেক বেশি জটিল...
সোজা কথায় বলতে NEIR পদ্ধতিতে ১৬ ডিসেম্বরের পূর্বে সব ফোন সয়ংক্রিয় নাকি তাদের ডাটাবেজে যুক্ত হবে। কিন্তু ১৬ ডিসেম্বরের পর আপনাকে তাদের পোর্টাল থেকে আপনার ফোন টি নিবন্ধিত করতে হবে।
খেলাটা জমেছে কোথায়? — আপনার সিম যেভাবে আপনার আইডি কার্ড এর সাথে লিঙ্কড থাকে, ঠিক তেমন ই আপনার ফোন আপনার আইডি কার্ডের সাথে লিঙ্কড থাকবে। আরো মজার ব্যাপার হচ্ছে, আপনার সিম যদি আপনার আইডি কার্ডে না থেকে অন্য কারো আইডি কার্ডে থাকে তাহলে আপনার আইডিতে থাকা ফোনে ঐ সিম কাজ করবে না 😖
মানে আপনার সিম টি আপনার বাবার নামে কেনা, তাহলে হয় সিম টি ট্রান্সফার করে আপনার আইডিতে আনতে হবে। না হয় আপনার ফোন টি আপনার বাবার আইডিতে রেজিস্টার করতে হবে।
এখন আপনি যদি আপনার ফোন বিক্রি করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আগে NEIR সিস্টেম থেকে আপনার ফোন টি ডি রেজিস্টার করতে হবে, তারপর যে ফোন টি কিনবে তাকে ফোন টি তার আইডি তে রেজিস্টার করতে হবে 😑
Sounds Fun?
আরো ফান তো বাকি আছে, দাড়ান। এর মানে দাড়ালো আপনার ফোনে অন্য কোনো সিম কাজ করবে না যেটা আপনার আইডিতে নাই। অথবা আপনার সিম অন্য কোন ফোনে কাজ করবে না যে ফোন আপনার আইডি তে নাই। এখন এই কারণে কত প্রকারের ভোগান্তি হতে পারে আমি আপনাকেই ভাবতে ছেড়ে দিলাম।
আরেকটা মজার ব্যাপার, যদিও এটাই শেষ মজার ব্যাপার নয় — ফোন চুরি হলে আর সহজে খুঁজে পাবেন না। অথবা খুঁজেই পাবেন না।
চুরি যাওয়া ফোন খুঁজে বের করা হয় ক
যখন চোর ঐ ফোনে অন্য সিমে ইনসার্ট করে। নেটওয়ার্ক অপারেটর তখন পুলিশ কে ইনফর্ম করে যে অমুক ফোনে এই নাম্বারের সিম টি ইনসার্ট করা হয়েছে। এরপরে ঐ সিমের রেজিস্ট্রশন ইনফো বা এক্টিভিটিস থেকে ফোনটি খুঁজে পাওয়া যায়।
যেহেতু ফোনে অন্য সিম কাজ ই করবে না। এখন পরের লাইন আপনি মিলিয়ে নিন। এখন লাখ টাকা দিয়ে ফোন না কিনে জমিজমা কিনুন। সেটাও এর থেকে রেজিস্ট্রেশন করা সহজ।
দিন যায় সিস্টেম ইউজার ফ্রেন্ডলি হয়। আমরা আন ফ্রেন্ডলি পথে এগোচ্ছি আর কি। BTRC এইটা কি চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে? ভেবে দেখেছেন কতটা ভোগান্তির মধ্যে পারবেন? আবার একবার ভাবুন।