Lal Sobujer Asor - লাল সবুজের আসর

  • Home
  • Lal Sobujer Asor - লাল সবুজের আসর

Lal Sobujer Asor - লাল সবুজের আসর লাল-সবুজের আসর (ছোটোদের ছাপাকাগজ) হলো, মুক্তিযুদ্ধের চেতনাবাহী শিশু-কিশোর-সাহিত্যের একটি ম্যাগাজিন।

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: বুধবার | ১৪ জুন ২০২৩
13/06/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: বুধবার | ১৪ জুন ২০২৩

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: বৃহস্পতিবার | ১২ জুন ২০২৫
12/06/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: বৃহস্পতিবার | ১২ জুন ২০২৫

07/06/2025

ইদের ঘোরাঘুরি
ইমতিয়াজ সুলতান ইমরান
★★★★★★★★★★★

ইদের দিনে নতুন সাজে
ঘুরছি আমি যার সাথে
কচি মায়ায় মন মজেছে
বলব আমি তার সাথে।

গুট-গুটি হেঁটে বেড়ায়
পা চলে তার পা'র সাথে
বলছি এবার চলছি আমি
খুশি-মনে কার সাথে।

কার সাথে আর? নাতনি আমার
তাকে নিয়েই বাইরে যাই
আমার সাথে বাইরে গেলে
মন নাচে তার তাইরে নাই...

ফড়িং পাখি প্রজাপতি...
যা দেখে সব— প্রিয় তার
ইদ মুবারক! ইদ মুবারক!
ইদের সালাম নিয়ো তার।
——————
০৭/৬/২০২৫
এয়ারপোর্ট, সিলেট

কবি তোমার জীবদ্দশায় 'দুখি'র অলংকার আমার হলো নিত্য সাথি হার-মানা এক হার!হার-মানা-হার গলায় পরে শক্তি সাহস খুঁজি জীবনপথে পা...
25/05/2025

কবি তোমার জীবদ্দশায় 'দুখি'র অলংকার
আমার হলো নিত্য সাথি হার-মানা এক হার!
হার-মানা-হার গলায় পরে শক্তি সাহস খুঁজি
জীবনপথে পাচ্ছি আমি বেঁচে থাকার পুঁজি!

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: শনিবার | ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ
24/05/2025

সময়ের ছড়া | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: শনিবার | ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বিবেক বলে জেগে ওঠো ইমতিয়াজ সুলতান ইমরান যাচ্ছি আমি যাচ্ছি...যাচ্ছি যত, হচ্ছে মনেখুব পিছিয়ে যাচ্ছি!পিছিয়ে দিতে বিছিয়ে পথে...
22/05/2025

বিবেক বলে জেগে ওঠো
ইমতিয়াজ সুলতান ইমরান

যাচ্ছি আমি যাচ্ছি...
যাচ্ছি যত, হচ্ছে মনে
খুব পিছিয়ে যাচ্ছি!

পিছিয়ে দিতে বিছিয়ে পথে
লাল গালিচা দিচ্ছে
কারা যেন হারার ভয়ে
পিছন টেনে নিচ্ছে!

পিছন টেনে নিচ্ছে আমায়
নিচ্ছে দেশের কৃষ্টি
দেশের উপর পড়ছে যেন
চিল শকুনের দৃষ্টি!

চিল শকুনের সাথে যেন
করছে কারা দোস্তি
লম্বা সময় করতে তারা
আরাম-মৌজ-মস্তি!

বিবেক বলে, জেগে ওঠো
সাহস নিয়ে বক্ষে
ঐক্য গড়ে, এগিয়ে চলো
মা ও মাটির পক্ষে!

ঢাক বাজে ঢোল বাজেমঙ্গল যাত্রায়,ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ উল্লাসে সাঁতরায়!বৈশাখ নিয়ে এলো সুখ নব মাত্রায়!ইনায়ার নয়া জামাসীমা ...
14/04/2025

ঢাক বাজে ঢোল বাজে
মঙ্গল যাত্রায়,
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ
উল্লাসে সাঁতরায়!
বৈশাখ নিয়ে এলো
সুখ নব মাত্রায়!

ইনায়ার নয়া জামা
সীমা নেই হর্ষের
নানা আর নাতনির
প্রীতি নববর্ষের!

🕌┏━━━﷽━━━━┓🕌🕋🌙𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙🕋🕌┗━━━﷽━━━━┛🕌যতই থাকুক ক্লেশ, নাতনি যখন থাকে পাশেছন্দে আমার মনটা হাসেঅসুখবিসুখ হয় যে তখন একটু ...
31/03/2025

🕌┏━━━﷽━━━━┓🕌
🕋🌙𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙🕋
🕌┗━━━﷽━━━━┛🕌

যতই থাকুক ক্লেশ,
নাতনি যখন থাকে পাশে
ছন্দে আমার মনটা হাসে
অসুখবিসুখ হয় যে তখন একটু নিরুদ্দেশ!
নানা-নাতনির ইদের সালাম, শুভেচ্ছা অশেষ!

ইলশেগুঁড়ি | দৈনিক আমাদের সময় প্রকাশকাল: মঙ্গলবার | ২৪ ডিসেম্বর ২০২৪প্রকাশিত ছড়ার শিরোনাম: ছবি আঁকার আবেশে
24/12/2024

ইলশেগুঁড়ি | দৈনিক আমাদের সময়
প্রকাশকাল: মঙ্গলবার | ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত ছড়ার শিরোনাম: ছবি আঁকার আবেশে

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ স্মরণে বিজয় দিবসের ছড়া--বিজয়নিশান আঁকেইমতিয়াজ সুলতান ইমরানতোমার আমার বিয়ে হবার ...
15/12/2024

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ স্মরণে
বিজয় দিবসের ছড়া--

বিজয়নিশান আঁকে
ইমতিয়াজ সুলতান ইমরান

তোমার আমার বিয়ে হবার মাত্র ছ-মাস পরে
তুমি গেলে মুক্তিযুদ্ধে আমায় রেখে ঘরে।
যুদ্ধবিমান ঝাঁকে উড়ে শব্দে মাটি নড়ে...
গোলাগুলির শব্দ শোনে প্রাণটা ভয়ে মরে!

পাকিশত্রুর চামচাগুলো তাকায় বাঁকা চোখে
আমায় নিয়ে নোংরা কথা বলে বাজে লোকে!
আমি তখন অন্তঃসত্ত্বা খোকা আমার পেটে
বাবার বাড়ি চলে গেলাম বুড়ির বেশে হেঁটে!

গিয়ে শুনি, ভাইয়া নাকি যুদ্ধে গ্যাছে চলে
রাজাকাররা বাবা মা-কে ধমকে কথা বলে!
মুক্তিযুদ্ধ চলাকালেই খোকা এলো কোলে
খোকার হাসি দেখে যেন রবি শশী দোলে!

স্বাধীনের পর ভাইয়া এলো বিজয়নিশান সাথে
তুমি নাকি প্রাণ দিয়েছো খান-সেনাদের হাতে!
খোকা তোমার ছবি দেখে, বাবা... বলে ডাকে...
খাতার মাঝে লাল-সবুজের বিজয়নিশান আঁকে।
_______________________________________

ইষ্টিকুটুম 🇧🇩 দৈনিক ভোরের কাগজ প্রকাশকাল: বুধবার | ৪ ডিসেম্বর ২০২৪প্রকাশিত শিশুতোষ ছড়াকবিতা: 'রাঁধুনি'
03/12/2024

ইষ্টিকুটুম 🇧🇩 দৈনিক ভোরের কাগজ
প্রকাশকাল: বুধবার | ৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত শিশুতোষ ছড়াকবিতা: 'রাঁধুনি'

সোমবার | ২১ অক্টোবর ২০২৪জাতীয় দৈনিক 'যায়যায়দিন' পত্রিকার 'হাট্টি-মা-টিম-টিম' পাতায় প্রকাশিত ছড়াকবিতা..._________________...
21/10/2024

সোমবার | ২১ অক্টোবর ২০২৪
জাতীয় দৈনিক 'যায়যায়দিন' পত্রিকার
'হাট্টি-মা-টিম-টিম' পাতায় প্রকাশিত ছড়াকবিতা...
_______________________________________

মা
ইমতিয়াজ সুলতান ইমরান

রাত পোহালে পুব আকাশে সূর্য যখন ওঠে
সুয্যিমামা উঁকি দিলে দিনের আলো ফোটে।
রোদের ছোঁয়ায় ঘাসের ডগা হাসে ঝিকিমিকি
এরচে বেশি আলো ছড়ায় মায়ের হাসি ঠিকই।

রাঙাঠোঁটে মধুর হাসে সকালবেলার পাখি
ফুল পাখিদের বনে যতই হাসির মাখামাখি।
ফুলের হাসি পাখির হাসি যতই দেখি সুখে
তারচে বেশি মধুর হাসি দেখি মায়ের মুখে।

দুপুর যখন উপুড় হয়ে ক্লান্তি ডেকে আনে
মনটা যখন উদাস করে শীতল ছায়ার টানে।
যতই আরাম পাও না কেন সাঁতার কেটে জলে
তারচে বেশি পরান জুড়ায় মায়ের আঁচলতলে।

বিকেলবেলায় খেলার মাঠে গায়ে ব্যথা পেলে
দেখায় যতই যত্ন সোহাগ পাড়ার সকল ছেলে।
কারও সোহাগ কোনোদিনও হয় না মায়ের মতো
মায়ের সোহাগ এক নিমিষেই দেয় জুড়িয়ে ক্ষত।

রাতের বেলায় রাশি-রাশি চাঁদের কিরণ ঝরে
তারার মেলায় যেতে যখন মনটা আকুল করে।
তখন যদি তাকিয়ে দেখো মায়ের বদনখানি
দেখবে তখন মায়ের মুখেই অনন্য ঝলকানি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Lal Sobujer Asor - লাল সবুজের আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share