Tamanna's vlog

  • Home
  • Tamanna's vlog

Tamanna's vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamanna's vlog, Digital creator, .

18/07/2025
❤️❤️
18/07/2025

❤️❤️

hasi😍🥰 mashallah ❤️
03/06/2025

hasi😍🥰
mashallah ❤️

Say Mashallah❤️❤️
02/04/2025

Say Mashallah❤️❤️

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন ? ১) দুইজন একসাথে কখনো রেগে যাবেন না।  একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন।  ২) একসাথে স...
30/03/2025

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন ?

১) দুইজন একসাথে কখনো রেগে যাবেন না। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন।

২) একসাথে সময় কাটানোর জন্য সময় বের করুন।একসাথে মুভি দেখুন , একসাথে রান্না করুন , একসাথে শপিং এ যান।দিনে এক বেলা হলেও একসাথে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করুন !

৩) আমাদের অনেক ইগো।তাই ক্ষমা চাবোনা। এটা ভুল।অনেক কষ্ট হলেও ক্ষমা চান আর ক্ষমাটা মন থেকে হতে হবে।

৪) অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শুনাবেন না বা খোটা দিবেন না।আর অতীতের ভুল বারবার করবেন না। অতীত চলে গেছে , বর্তমান সুন্দর করলে ভবিষ্যৎ সুন্দর হবে।

৫) পার্টনার কে কখনো ছোট করে কথা বলবেন না। মানুষের সামনে মজা করেও ছোট করবেন না। বেশি বেশি প্রশংসা করবেন।

৬) মনে রাখতে হবে আপনারা একটা টিম। টিম হয়ে কাজ করতে হবে। একে ওপরের স্বপ্ন , কাজকে সাপোর্ট করতে হবে , সেই কাজে সাহায্য করতে হবে। তার সাকসেস আপনারও সাকসেস !

৭)একসাথে থাকলে রাগারাগি, ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়। এটাকে স্বাভাবিক ভাবেই দেখতে হবে। অস্বাভাবিক বানিয়ে ড্রামা করা যাবেনা !
দিন ঝগড়া দিয়ে শুরু হলেও চেষ্টা করতে হবে দিনের শেষটা যেন ঝগড়া দিয়ে না হয়। দিনের শেষটা মাথা ঠান্ডা করে , সব ভুলে , নরমাল হয়ে শেষ করতে হবে।

৮) ব্লেম গেম খেলা যাবেনা।নিজের ভুল আগে স্বীকার করা শিখুন।দেখুন কোথায় আপনার ভুল আছে।

৯) সবথেকে বড় বিষয় ইচ্ছা থাকতে হবে ! একই মানুষের সাথে ১০০ বছর কাটানোর ইচ্ছা থাকতে হবে ! মন যদি বারবার এদিক ঐদিক চলে যায় অন্য নারী - পুরুষের প্রতি তাহলে কেউ ১০০% এফোর্ট দিলেও কাজে দিবেনা।

১০) সিক্রেটস রাখা যাবেনা ! কথা লুকানো যাবেনা। দুইজন দুইজনের কাছে খোলা বই এর মতো এই আকাশের মতো স্বচ্ছ থাকতে হবে !

collected

জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণ কালএখানে রাস্তা চেনা যায়, মানুষ নয়😔
29/03/2025

জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণ কাল
এখানে রাস্তা চেনা যায়, মানুষ নয়😔

💔"পরকীয়া ভুল নয়,জেনে বুঝে করা প্রতারণা।"◾বেশির ভাগ বিবাহিত সম্পর্ক সাজানো সংসার নষ্ট হয়ে যায় "পরকীয়া" নামক ব্যধির কারনে।...
23/03/2025

💔"পরকীয়া ভুল নয়,জেনে বুঝে করা প্রতারণা।"

◾বেশির ভাগ বিবাহিত সম্পর্ক সাজানো সংসার নষ্ট হয়ে যায় "পরকীয়া" নামক ব্যধির কারনে।
এটা কোন ভুল এর নাম না,এটা জেনে বুঝে করা প্রতারণা।যে প্রতারণা অযুহাত এর চাদরে মোড়ানো থাকে।

◾শুধু মাত্র প্রতক্ষ্য ভাবে সম্পর্কে জড়ালেই তাকে পরকীয়া বলেনা,স্ত্রী বা স্বামীর অগোচরে বেগানা পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাও এক প্রকার পরকীয়া।বলতে পারেন ডিজিটাল পরকীয়া।
যার প্রভাবে ডিভোর্স এর সংখ্যা দ্বিগুন হারে বেড়েছে।

👉অযুহাত:আমার স্ত্রী সুন্দরী না।ওর প্রতি আমার টান রুচি কাজ করেনা,পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে।আমার স্ত্রী আমাকে বোঝেনা,ওর সাথে আমার যায় না,মানসিক যন্ত্রনা দেয়।আমার স্ত্রী স্মার্ট নয়,সেজে গুজে থাকেনা।অথবা স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়া।

আর স্ত্রীদের অযুহাত আমার স্বামী আমাকে সময় দেয় না,আমি সন্তুষ্ট না,আমাকে ভালোবাসে না,বয়সের মিল নেই,মনের মিল নেই,দেখতে ভালো নয়।ভালো ব্যবহার করেনা আরো কতো কি।

⚫কিন্তু বিশ্বাস করুন,সব অযুহাত।বিয়ের পরে সেই একই স্ত্রীকে বা স্বামীকে ভালোবেসে কাটিয়েছেন কতো সুন্দর মূহুর্ত।যখন দুজনের মাঝে একটা বাচ্চা এলো,অথবা বেশ কিছু সময় কেটে গেছে দুজন দুজনের সাথে এখন আর সেই জীবন সঙ্গীকেই আপনার ভালো লাগছে না।সম্পর্ক তো কোন পোশাক নয়,যে পুরোনো হয়ে গেছে আর ভালো লাগছে না।🙃
এটা দ্বায়িত্ব আর মায়ার বাধন।

◾এর থেকেও ভয়ংকর হচ্ছে,স্ত্রী বা স্বামীর সাথে বাস্তবে মধুর সম্পর্ক বজায় রেখে অগোচরে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো।যে মানুষ টা আপনাকে ভালোবাসে বিশ্বাস করে জীবন কাটিয়ে দিচ্ছে,আপনি কষাইয়ের মতো তারই অগোচরে তার বিশ্বাস ভেঙে চুড়ে শেষ করে দিচ্ছেন।

⚫বিবেক আর চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ মানুষ থাকেনা।নর্দমার কিটে পরিনত হয়।

✏️✏️পরকীয়া কখনো ভুল করে হয়না।এটা জেনে বুঝে মানুষ ইচ্ছা করেই করে।এটা একটা নোংরা চরিত্র আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
মানুষ যদি নিজে না চায় তার জীবনে কেউ আসতে পারেনা।তাই আবেগের অযুহাতে পরকীয়াকে ঢাকার চেষ্টা বৃথা চেষ্টা মাত্র।💔

🖋️🖋️লেখা:আফরোজা ইয়াসমিন।

💞💞শুধু ভাত-কাপড় দিলেই স্বামী হওয়া যায় না: একজন স্বামীর দায়িত্ব💞💞বিবাহ শুধুমাত্র একটি সামাজিক বন্ধন নয়, এটি ভালোবাসা, সম্...
20/03/2025

💞💞শুধু ভাত-কাপড় দিলেই স্বামী হওয়া যায় না: একজন স্বামীর দায়িত্ব💞💞

বিবাহ শুধুমাত্র একটি সামাজিক বন্ধন নয়, এটি ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি। অনেকেই মনে করেন, স্ত্রীকে খাওয়ানো, পরানো আর একসাথে বসবাস করাই স্বামীর প্রধান দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো, শুধু ভাত-কাপড় দিলেই একজন প্রকৃত স্বামী হওয়া যায় না। স্ত্রী একজন মানুষের জীবনসঙ্গী, তার সুখ-দুঃখের সাথী। তাই স্বামীর দায়িত্বও অনেক, তাকে ভালোবাসা, যত্ন এবং শ্রদ্ধা করা স্বামীর অন্যতম প্রধান কর্তব্য। সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান অপরিহার্য।
বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের মানসিক সাপোর্টও দেওয়া। স্ত্রীর কোনো সমস্যা বা মানসিক চাপ থাকলে স্বামীকে তার পাশে দাঁড়াতে হবে। তার অনুভূতি বুঝতে হবে, তার কথা শুনতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
স্বামী-স্ত্রী দুজনেরই উচিত সংসারে ভূমিকা রাখা। যদি স্ত্রী কাজ না করেন, তবে সংসারের দায়িত্ব স্বামীর কাঁধে বেশি থাকবে। আর স্ত্রী যদি কাজ করেন, তবে সংসারের খরচ ভাগাভাগি করা এবং বাড়ির কাজেও তাকে সাহায্য করা জরুরি।
শুধু উপার্জন করলেই সংসার সুখী হয় না, একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে সময়, মনোযোগ ও সান্নিধ্যও প্রত্যাশা করে। অফিসের ব্যস্ততা বা অন্যান্য কাজের ফাঁকে স্ত্রীকে যথেষ্ট সময় দেওয়া উচিত, যাতে সে অবহেলিত বোধ না করে।
অনেকেই মনে করেন, ঘরের কাজ করা শুধু স্ত্রীর দায়িত্ব। কিন্তু বাস্তবে সংসার দুজনের, তাই ঘরের কাজেও স্বামীর সহায়তা করা উচিত। এতে সংসার সুন্দর হয়, সম্পর্কও মজবুত হয়।
স্ত্রীকে কোনোভাবেই ছোট করা, তার প্রতি অবহেলা দেখানো বা অসম্মান করা একজন স্বামীর জন্য অনুচিত। বরং তার আত্মবিশ্বাস বাড়াতে, তার কাজকে গুরুত্ব দিতে ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে হবে।
স্ত্রীর স্বাস্থ্য ও মানসিক সুস্থতার প্রতি স্বামীর যত্নশীল হওয়া উচিত। অসুস্থ হলে তার পাশে থাকা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তার ভালো থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া স্বামীর অন্যতম দায়িত্ব।
একজন স্ত্রীও একজন মানুষ, তার নিজস্ব চিন্তা, পছন্দ-অপছন্দ এবং স্বপ্ন থাকতে পারে। তাকে সেগুলো পূরণ করতে দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া এবং তার ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখানো খুবই জরুরি।

শেষ কথা

একটি সুখী দাম্পত্য জীবন কেবলমাত্র দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই একজন স্বামীকে শুধু অর্থ উপার্জন বা শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ না থেকে, স্ত্রীকে মানসিক ও আবেগিকভাবে ভালো রাখার জন্যও সচেষ্ট থাকতে হবে। তাহলেই দাম্পত্য জীবন হবে সুন্দর, সুখী ও প্রশান্তিময়।

collected

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share