
14/07/2025
মোটরবাইকের সমস্যাঃ সুনির্দিষ্ট তথ্যই পারে সঠিক ও দ্রুত সমাধান দিতে
আপনি একজন বাইকার, মোটরবাইক চালান আপনার প্রয়োজনে। আপনার মোটরবাইক নষ্ট হবেনা আর সবার সেরা এটা ভাবার কোনো কারণ নাই। শুধু এটুকুই জানুন যে আপনি যেটা চালান সেটা আপনার পছন্দের মোটরবাইক, যেটা আপনার প্রিয় বাহন ও আপনার কাছে সেরা।
যেহেতু মোটরবাইক চালান ও সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির অথরাইজড ডিলারের সার্ভিস সেন্টারে যেতে হয়। সেখানে গিয়ে কেউ ভালো সার্ভিস পান আবার কেউ খারাপ সার্ভিস পেয়ে থাকেন। যদিও কোম্পানি গুলো তাদের কে প্রয়োজনীয় ট্রেনিং ও দিকনির্দেশনা দিয়ে থাকে। এবং এই নির্দেশনা প্রতিপালন না করলে তার ব্যবসায়ে সমস্যা হতেও পারে।
আপনারা যখন কোন সমস্যায় পরেন, সঠিক সেবা পান না, চেষ্টা করুন সেই ডিলারশিপের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বা ডিলারের সাথে যোগাযোগ করতে। আর তাতেও কাজ না হলে কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। হয়তো তারপরেও আপনার সমস্যা ঠিক হবেনা, তাহলে তাদের কল সেন্টারে জানান অথবা সোশ্যাল মিডিয়া তো আছেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু তথ্য সহকারে পোষ্ট করবেন। সুনির্দিষ্ট ডিলারশীপের নাম, লোকেশন ও কবে কীভাবে কি হয়েছিলো এই তথ্য সহকারে পোষ্ট করবেন, ফলে একশন ও ফলাফল দ্রুত পাবেন। অর্থাৎ সুনির্দিষ্ট তথ্যসহ সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করবেন।
আশা করা যায় এভাবে পোষ্ট করলে কোম্পানি গুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারবে ও আপনার সমস্যার আশু সমাধান হবে। আর সমাধান না হলে সেই কোম্পানির মোটরবাইকের প্রতি বাইকারদের মন উঠে যাবে। খেয়াল রাখবেন দালালদের পোষ্ট ও কমেন্টস যেনো আপনাকে বিভ্রান্ত না করে।
-হ্যালোবাইকারস