Poddar Brother

  • Home
  • Poddar Brother

Poddar Brother welcome new official page ❤️❤️
(2)

13/07/2025

হয়তো চাঁদা দে
না হয় জীবন দে
তারা তো আমাকে বাঁচতে দিলো না।

12/07/2025

'আমার বাবাকে নিষ্ঠুরভাবে পাথর দিয়ে মারছে, আমাদের এতিম বানায় দিল'

12/07/2025

Bangladesh 💔

11/07/2025

রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় এভাবেই পাথর খণ্ড দিয়ে ব্যবসায়ী সোহাগকে হ*ত্যা করে যুবদল নেতা মইন ও তার সাঙ্গোপাঙ্গরা!

10/07/2025

SSC পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা 😀

07/07/2025

মৌলভীবাজার সদর হাসপাতালের ভেতরে প্রশ্রাব খানায় একটি নবজাতক শিশুর লা*শ পরে আছে।

07/07/2025

বার বার বললাম ভাস্তে যাইস না কে শোনে কার কথা নগদে চেহারার ডাইস চেঞ্জ

06/07/2025

দুশমনকে কখনো কাছে রাখতে
নেই, হোক সে মানুষ, হোক সে পশু।

05/07/2025

Nokia-1110.Model Dance 🤣 -

05/07/2025

Jēēt Dēy - কাকা ভুল গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন🤣__Power of dasi 🤣🤣 -

একটা সম্পর্ক সৃষ্টি হতেও দুইজনের মত লাগে আবার সম্পর্ক গভীর হতেও দুই জনের মত লাগে। তোর সাথে ২০২৩ এর ফেব্রুয়ারীর ১৭ তারিখ ...
03/07/2025

একটা সম্পর্ক সৃষ্টি হতেও দুইজনের মত লাগে আবার সম্পর্ক গভীর হতেও দুই জনের মত লাগে। তোর সাথে ২০২৩ এর ফেব্রুয়ারীর ১৭ তারিখ থেকে আমার সম্পর্ক শুরু হয়। আমি তো তোরে বলি নাই তুই আমার জীবনে আয় তুই নিজে থেকে আসলি আমিও তোরে নিজের করে নিলাম এর পর ১.৫ টা বছর তোর সাথে আমার লিভিং রিলেশন ছিলো। ১.৫ বছরে ১.৫ হাজার বার তোর সাথে আমার শারীরিক সম্পর্ক হইছে তাহলে তুই কেমনে এগুলা অস্বিকার করছ কেমনে? তোর আম্মু যে বল্লো তোরে জোর করে আমি এগুলা করছি ১-২ বার জোর করে হয় ১.৫ টা বছর কেমন বল আমারে? তুই তোর মা তোর ভাই এখন একত্রিত হই আমারে অপবাদ দিচ্ছছ। তোর ভাই তো সব জানতো রাতে আমি আসার জন্য দরজা খুলে দিতো। তোর আম্মু আরো বল্লো কি আমি ইতালি যাওয়ার জন্য তোরে পাদে আটকাইছি,তুই নিজে এই কথা গুলা আমারে বলি কান্না করছিলি তোর সামনে তোরে তোর আম্মু আমার নামে হেন তেন বলছে!!

আচ্ছা আমি সবার কথা বাদ দিলাম তুই কেমনে এই ভাবে পল্টি মারলি? তোর প্রতি লয়াল থাকাটাই কি আমার অপরাধ ছিলে? তোরে কি ইউজ করে পালাই দেওয়ার উচিত ছিলো এটার প্রমাণ দিলি তুই? তোরে বিশ্বাস করছিলাম কারণ একটা নারীর সব থেকে দামী জিনিস তার সতীত্ব আর তুই সেটা আমাকে দিছিলি। তোর প্রতি একটা বিশ্বাস ছিলো যে তুই আমার জন্য লড়াই করবি!! কিন্তু তোর পরিবারের আগে তুই ই আমার বিরুদ্ধে চলি গেলি।

তোর আম্মু কি বল্লো লাগলে ১০ জাগায় বিয়ে দিবে!! কিন্তু কেন মেয়ে নিয়ে কি ব্যাবসা করতে বসছিলেন?
তোর মায়ের দোষ কি দিব টাকা ওয়ালা পাত্র পাইছত এখন বিয়া বসার জন্য লাফইতেচস!!

আমার ফল্ট টা কোথায়? তোরে মন থেকে ভালোবাসা আমার ফল্ট? তুই আমারে শর্ত দিলি ৭ দিনে ইতালি যাই এক বছর তোদের পরিবার চালাইতাম তাহলে আমারে বিয়ে করবি? কেন আমি কি তোরে কেনার জন্য বিয়ে করতে চাইছি? তোরে যদি কিনার হতো তাহলে তো আমি তোর সাথে রিলেশন করতাম না।

আসলে ভালোবাসা বলতে কিছুই নাই টাকা ই সব বার বার প্রমাণিত।

আর তোরে যে বিয়ে করতেছে হেতে কাপুরষ হইলে তোর লগে সংসার করবো।

কেন করলি আমার সাথে এই নিষ্ঠুর ছলনা। কী দোষ ছিলো আমার? আমি তোর কাছে কিছুই চাইনি তোরে ছাড়া! কতো সহজে একটা ছেলের জীবন নষ্ট করে দিলি। কেন করলি এমন? তোর প্রতি আমার দূবলতা ছিলো তাই নাকি এটাই তোদের সভাব?
তুই তো নিজেই বলছিলি তুই উসমির মতো না টাকা দেখে পাগল হবি না সব কিছু বিরুদ্ধে যাই আমার হবি!! কেন দেখাইছিলি এমন স্বপ্ন? কেমনে পারলি তুই। তুই তোর কথা রাখস নাই আবার বল্লি কি তুই ভুল করচছ এগুলা ভুল?

ছবি গুলো ভিডিও গুলো আর চ্যাট গুলো দেখে কোনো দিক থেকে মন হয় এগুলা জোর করে তুলানো। মানুষ কি আসল নকল এর তফাত বুঝে না। তোর ভাই আগের দিন ও স্বিকার করলো আমার জাগায় আমি সঠিক তার ও প্রমাণ দিলাম। আরো প্রমাণ লাগলে যারা আমার আর তোর রিলেশন সম্পর্কে জানতো তাদের জিজ্ঞেস করলেই হবে। ইভেন ওর নিজের বান্ধবী রাই বলবে😅

আজকে আমার এই মৃত্যুর জন্য দায়ী তানিসা ও তার পরিবার। এটা আত্মহত্যা নয় এটা একটা মাড়ার। সে ও তার মা ভাই আমাকে বাধ্য করেছে মরার জন্য।
আমার পরিবার যদি আমার আত্মার শান্তি চায় তাহলে যেন এই হত্যার সঠিক বিচার করে।

আজ যদি আমি তাকে ইউজ করে ছেড়ে দিতাম তাহলে আমার নামে ধর্ষন মামলা থেকে শুরু করে আরো কতো কিছু হতো। কিন্তু এই জগতে পুরুষের কোনো দাম নাই😅
আমার মতো সন্তান যেন আল্লাহ কোনো মা বাবা রে না দেয়। আম্মু তুমি আমারে মাফ করে দিও আমার আর কিছু করার ছিলো না। সে অন্য কারো এটা চিন্তা করার ও সাহস আমার নাই🙂

28/06/2025

বিধি তুমি বলে দাও আলম কার ?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Poddar Brother posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share