15/07/2025
রাসূল (সা.) বলেন:
“তোমাদের মধ্যে যে ব্যক্তি রাতের বেলা জাগে এবং আল্লাহকে স্মরণ করে, তারপর ওজু করে, এরপর নামাজ পড়ে— তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়।”
📘 সহীহ বুখারী, হাদিস: ১১৫৪
এই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, রাতে আল্লাহর কথা স্মরণ করা, নামাজ আদায় করা এবং ওজু করার মাধ্যমে গুনাহ মাফ হতে পারে। এটি একজন মুসলমানের জন্য অনেক বড় আশার কথা।