Prothom Alu News

  • Home
  • Prothom Alu News

Prothom Alu News Choose us to get updates directly from Prothom Alu News in your news feed. To search for customer service.

Choose us to get updates directly from Bangla Sky News in your news feed. To search for customer service, visit www.facebook.com/banglaskynews

🚨বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরবাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ...
14/08/2025

🚨বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে আজ (০৭ আগস্ট ২০২৫) একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

12/08/2025

ভুয়া মুসলিম সেজে বিমানে বোমা হামলার আতংক ছড়াল ভারতীয় এক হিন্দু

লন্ডন থেকে গ্লাসগো যাওয়ার পথে ইজিজেটের একটি ফ্লাইটে এক ভারতীয় যাত্রী আচমকা মাঝআকাশে চিৎকার শুরু করে, “আল্লাহু আকবর, আমার কাছে বোমা আছে। আমি বিমানটা উড়িয়ে দেব।”

৪১ বছর বয়সী অভি নায়ক এর পরে বলতে থাকে, “আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক।” এতে বিমানের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি মুসলিম সেজে ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করে যাতে যাত্রীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে।

পরে বিমানটিকে জরুরীভাবে অবতরণ করানো হয়। এবং এই বদমাশের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস ঠুকে দেয় বিমান সংস্থা এবং যাত্রীরা। (hn)

12/08/2025
11/08/2025

৮.৭ মাত্রার ভুমিকম্পের পরে ৩-৪ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে রাশিয়ার উপকূলে

আল জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফের শেষ বার্তাএটাই আমার উইল এবং শেষ বার্তা। যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে, তবে জে...
11/08/2025

আল জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফের শেষ বার্তা

এটাই আমার উইল এবং শেষ বার্তা। যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে, তবে জেনে রেখো—ইস|রায়ে|ল আমাকে হত্যা করে আমার কণ্ঠ স্তব্ধ করতে সফল হয়েছে। আল্লাহর শান্তি, রহমত ও বরকত তোমাদের ওপর বর্ষিত হোক।

আল্লাহ জানেন, আমি আমার সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে আমার জনগণের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কণ্ঠ হয়েছি—যেদিন আমি চোখ খুলেছি গা|জার জাবা|লিয়া শরণার্থী শিবিরের গলিপথে, সেদিন থেকে শুরু করে।

আমার আশা ছিল আল্লাহ আমার জীবন দীর্ঘ করবেন, যাতে আমি আমার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের মূল শহর, দখলকৃত আসকালন “মাজদাল”-এ ফিরে যেতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছাই কার্যকর হয়েছে, তাঁর ফয়সালা পূর্ণ হয়েছে।

আমি জীবনের প্রতিটি খুঁটিনাটিতে কষ্ট ভোগ করেছি, বারবার হারানো ও শোকের স্বাদ পেয়েছি। তবুও আমি একদিনের জন্যও সত্যকে বিকৃত না করে পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকে পিছু হটিনি — আশা করেছি আল্লাহ সাক্ষী হবেন তাদের বিরুদ্ধে যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে, যারা আমাদের নিশ্বাসকে অবরুদ্ধ করেছে, শিশু ও নারীদের ছিন্নভিন্ন দেহ দেখে নীরব থেকেছে, এবং যারা আমাদের জনগণের ওপর দেড় বছরেরও বেশি সময় ধরে চলা গ|ণহ|ত্যা থামায়নি।

আমি তোমাদের হাতে অর্পণ করছি ফি|লি|স্তিনকে—যা মুসলিম উম্মাহর মুকুটের হীরা, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদয়ের স্পন্দন।

আমি তোমাদের হাতে অর্পণ করছি এর জনগণকে, সেই নির্যাতিত শিশুদের যাদের স্বপ্ন দেখার বা নিরাপদে বাঁচার সুযোগ দেওয়া হয়নি, যাদের নিষ্পাপ দেহ হাজার হাজার টন ইস|রায়ে|লি বোমা ও ক্ষেপণাস্ত্রে চূর্ণবিচূর্ণ হয়েছে, ছিন্নভিন্ন দেহাবশেষ দেয়ালে ছড়িয়ে পড়েছে।

আমি তোমাদের অনুরোধ করছি—শৃঙ্খল যেন তোমাদের নীরব না করে, সীমান্ত যেন তোমাদের আটকাতে না পারে। ভূমি ও জনগণের মুক্তির সেতু হয়ে দাঁড়াও—যতক্ষণ না মর্যাদা ও স্বাধীনতার সূর্য আমাদের লুণ্ঠিত মাতৃভূমির আকাশে উদিত হয়।

আমি আমার পরিবারকে তোমাদের হাতে সঁপে দিচ্ছি—
আমার প্রাণের টুকরা, প্রিয় কন্যা শাম, যাকে আমি স্বপ্নের মতো বড় হতে দেখতে পারিনি।

আমার প্রিয় ছেলে সালাহ, যাকে আমি শক্তিশালী হওয়া পর্যন্ত পাশে থেকে সমর্থন দিতে চেয়েছিলাম, যাতে সে আমার দায়িত্ব বহন করে মিশন চালিয়ে যেতে পারে।

আমার প্রিয় মা—যার দোয়া আমাকে এই অবস্থায় পৌঁছাতে সাহায্য করেছে। তাঁর দোয়া ছিল আমার দুর্গ, তাঁর আলো ছিল আমার পথপ্রদর্শক। আমি প্রার্থনা করি আল্লাহ যেন তাঁর হৃদয়কে ধৈর্য দেন এবং তাঁকে উত্তম প্রতিদান দেন।

আমার আজীবনের সঙ্গিনী, প্রিয় স্ত্রী উম্মে সালাহ বায়ান—যাকে যুদ্ধ দীর্ঘদিন ও মাসের পর মাস আমার থেকে আলাদা করেছে, তবুও তিনি ছিলেন অবিচল জলপাই গাছের কাণ্ডের মতো দৃঢ়, ধৈর্যশীলা, আল্লাহর ওপর ভরসাকারী, আমার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে নিয়েছেন পূর্ণ শক্তি ও ঈমানের সাথে। আমি তোমাদের অনুরোধ করছি—তোমরা তাঁদের পাশে থেকো, আল্লাহর পরে তাঁদের সহায় হও।

যদি আমি মারা যাই, আমি আমার নীতিতে অটল থেকেই মরব—আল্লাহর সামনে সাক্ষ্য দেব যে আমি তাঁর ফয়সালায় সন্তুষ্ট, তাঁর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত এবং নিশ্চিত যে আল্লাহর কাছে যা আছে তা-ই উত্তম ও চিরস্থায়ী।

হে আল্লাহ, আমাকে শহীদদের অন্তর্ভুক্ত করো, আমার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করো, আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের জন্য স্বাধীনতার পথে আলো বানাও। যদি কোনো ত্রুটি থেকে থাকে, আমাকে ক্ষমা করো এবং আমার জন্য রহমতের দোয়া করো—কারণ আমি আমার অঙ্গীকার পূর্ণ করেছি, বদলাইনি, নড়বড়ে হইনি।
গাজাকে ভুলে যেও না…
আমাকে ভুলে যেও না—তোমাদের ক্ষমা ও কবুলের দোয়ার মধ্যে।

আনাস জামাল আল-শরীফ
০৬.০৪.২০২৫

10/08/2025

রাশিয়ায় ভুমিকম্পের মুহূর্ত

চীন উৎক্ষেপণ করল বিশ্বের প্রথম ৬জি পরীক্ষামূলক স্যাটেলাইটবিশ্বের সবচেয়ে বড় টেলিকম অপারেটর চায়না মোবাইল ইতিহাসে প্রথমবারে...
10/08/2025

চীন উৎক্ষেপণ করল বিশ্বের প্রথম ৬জি পরীক্ষামূলক স্যাটেলাইট

বিশ্বের সবচেয়ে বড় টেলিকম অপারেটর চায়না মোবাইল ইতিহাসে প্রথমবারের মতো নিম্ন-কক্ষপথে (লো-আর্থ অরবিট) ৬জি আর্কিটেকচার পরীক্ষার জন্য একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

৫০০ কিলোমিটার উচ্চতায় অবস্থানকারী এই স্যাটেলাইটে দেশীয় প্রযুক্তিনির্ভর ডিস্ট্রিবিউটেড অটোনোমাস ৬জি সিস্টেম রয়েছে, যা কক্ষপথে থেকেই সফটওয়্যার পুনর্গঠন ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা করতে সক্ষম। ফলে নতুন প্রযুক্তিটি কম লেটেন্সি ও উচ্চ গতির ডেটা আদান-প্রদানের সুযোগ দেবে।

প্রতিষ্ঠানটি জানায়, মহাকাশ ও স্থলভিত্তিক যোগাযোগ সমন্বয়ের জন্য আরও কক্ষপথ পরীক্ষা চালানো হবে। চীন ২০২৫ সালের মধ্যে ৬জি মানদণ্ড নির্ধারণ এবং ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যে ৫জি ও ৬জি মোতায়েনের জন্য ৬ গিগাহার্টজ ব্যান্ড বরাদ্দ দেওয়া হয়েছে। (hn)

২০২৪ সালে জাপানের জনসংখ্যা ৯ লাখের বেশি কমেছে—যা এ পর্যন্ত সবচেয়ে বড় হ্রাস। জন্মহার রেকর্ড সর্বনিম্নে নেমেছে, আর মৃত্যুহ...
10/08/2025

২০২৪ সালে জাপানের জনসংখ্যা ৯ লাখের বেশি কমেছে—যা এ পর্যন্ত সবচেয়ে বড় হ্রাস।

জন্মহার রেকর্ড সর্বনিম্নে নেমেছে, আর মৃত্যুহার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

দেশটি বৃদ্ধ জনগোষ্ঠী ও কমতে থাকা শ্রমশক্তির বড় চ্যালেঞ্জের মুখে।

যদিও জাপান ধীরে ধীরে অভিবাসন বাড়াচ্ছে এবং বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, তবুও দীর্ঘমেয়াদে জনসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
[mh]

আজ থেকে ৮০ বছর আগে, ১৯৪৫ সালের ৯ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে একটি পারমাণবিক বোমা ফেলে। এই বিস্ফোরণ...
10/08/2025

আজ থেকে ৮০ বছর আগে, ১৯৪৫ সালের ৯ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে একটি পারমাণবিক বোমা ফেলে। এই বিস্ফোরণে ১৯৪৫ সালের শেষের মধ্যে প্রায় ৭০,০০০ জন মারা যান, যাদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক।

এর তিন দিন আগে হিরোশিমাতেও একই ধরনের বোমা পড়েছিল। ছয় দিন পর জাপান আত্মসমর্পণ ঘোষণা করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।

(ছবি নাগাসাকি বোমার আগে এবং পরে) (hn)

ইস্রায়েলী স্পেশাল ফোর্সের এক সেনা ও তার কুকুর। গা|জা|য় দুজনের পা কে||টে রেখে দিয়েছে হা|মা||স। এখানে কয়টি কুকুরের ছবি দেখ...
10/08/2025

ইস্রায়েলী স্পেশাল ফোর্সের এক সেনা ও তার কুকুর। গা|জা|য় দুজনের পা কে||টে রেখে দিয়েছে হা|মা||স।

এখানে কয়টি কুকুরের ছবি দেখছেন?

10/08/2025

মসজিদের ইমামকে ‘জঙ্গি’ বলে, মামলার-হুমকি ও অকথ্য ভাষায় গালি!

যাত্রাপালার বিপক্ষে মত দেওয়ায়, সম্মানিত ইমামকে প্রকাশ্যে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে, “মামলা হবে” বলে হুমকি ও গালিগালাজ করেছেন NCP উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আলী নাসের।

এটা কেবল একজন আলেমের অপমান নয়, এটা ঈমান, ইসলাম ও মুসলিম সমাজের মর্যাদার ওপর আঘাত।

আর কারো ডাকে কামলা খাটবেন না তাই আসুন, নিজেদের রাজনৈতিক শক্তি নিজেরাই গড়ে তুলি!

Sutro Telegram

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Alu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share