16/06/2024
বাবা নেই তো কি হয়েছে,? আমরা তো আছি...
দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা।😢😢
কারো জায়গা কেউ নিতে পারেনা, কিন্তু এমন মিথ্যা আশা টুকুও দেওয়াটা খুব বেদনাদায়ক ব্যাপারের মধ্যে পরে। যারা এমন কথা বলে খোঁজ নিয়ে দেখুন তারা আপনার আশেপাশে ও থাকবেনা😥
আজ ৬ টা বছর বাবা নেই, প্রতিটা দিন, প্রতিটা সময় বাবাকে মনে পড়ে ভীষণ ভাবে। বাবার মতো আপন কেউ হয়না। মিস ইউ বাবা😭😭
প্রতিটা মেয়ের ঈদের পর বাবার বাড়ি যাওয়া একটা সপ্ন, আজ বাবা নেই সেই সপ্ন টুকুও নেই, আসলে বাবা নামের সুখ টুকু যে আর নেই, বাবা যখন বকুনি দিতো তখন বিরক্ত হতাম, এখন সেই বকুনিটায় মিস করি বাবা , কারন বাবারা এমনি বকুনি দেয় না😭😭😭
বছর শেষে বাড়ি যাওয়ার কতো শান্তি, সেটা আর নেই, এখন আর ঈদ কে ঈদ মনে হয় না, কেন জানি মনে হয় বাবার সাথে ঈদের শান্তি টুকু চলে গেছে😭😭😭
আজ বাবা নেই বলে কতো ছোট হয়ে থাকতে হয়, জামাই বাড়িতে😭😭😭 বাবা চলে গেছে আমার গ্রামের ভালোবাসা টাও নিয়ে গেছে 😭😭😭 গ্রামে গেলে শান্তি আর পাই না, অনেকেই তো দরজা লাগিয়ে দেয় 😭😭😭
তারা হয়তো জানেনা বাবার কবরে কাছে গেলেও মনে হয় বাবা আমার পাশে আছেন 😭😭😭 বাবাকে তোমাকে ভিশন ভালোবাসি বাবা, সব সময় তোমাকে মনে পরে, বুকের ভেতর টা কেমন যেন হাহাকার হয়ে যায় বাবা😭😭
তুমি ছাড়া আমি কতোটা অসহায় তা বলে শেষ করা যাবে না😭😭
ঈদে বাবার সুরমা ও সুগন্ধি দেওয়া, আমের সময় আম খাওয়া, সবকিছুতে তোমায় মিছ করি বাবা😭😭😭
দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, 🙏🙏🙏 আমিন
সবাই বাবার প্রতি যত্নশীল হউন, সময় শেষ হওয়ার আগেই, ভালো থাকুক সকল বাবারা 💞💞💞
কত কথা কত স্বপ্ন ছিলো বাবার আমাকে ঘিরে। প্রতিটা মহূর্তে যদি কাউকে মিস করি তিনি হলেন আমার বাবা 😭😭😭৷ Happy Fathers day 😭😭😭
゚ ゚