17/04/2025
সেদিন একটা রিল এলো সামনে যেখানে বলা হচ্ছে, শহরে মহিলারা ৩ বেলা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকে। আর মফস্বল বা গ্রামের মহিলারা দু বেলা খেতে রাজি, এমনকি না খেয়েও থাকতে রাজি কিন্তু কার বাড়িতে কি হয় সেই সমালোচনা ছাড়তে রাজি না!
কথাটির সত্যতা আমি এক্সপিরিয়েন্স করেছি। এই সব মহিলাদের আমি খুবই ভয় পাই। আমি তাদের চাহুনী ভয় পাই। তাদের বাড়ি যেতে ভয় পাই, তারা আমার বাড়িতে আসতে চাইলেও ভয় পাই।
কারণ সারাক্ষনই আমার মাথায় কাজ করতে থাকে এরা আমাকে নন স্টপ স্ক্রুটিনি করবে। কিভাবে খেলাম, কিভাবে বসলাম,কেমন করে কথা বললাম, মেনিকিওর পেডিকিওর করা কিনা, পারলে গালে আঙুল ঠেকিয়ে দেখে মেইকআপ আছে কিনা, বাসায় চায়ের ছাকনি প্লাস্টিকের না মেটালের, কোন চিপায় ধূলা আছে, মানে ছোটবড় কোন কিছুই এদের চোখ এড়াবে না!
সব কিছু তাদের গসিপ টপিক! মানুষের চেহারা থেকে শুরু করে সাধারণ সব বিষয় নিয়ে চলতে থাকে বিচিং! এর চাইতেও খারাপ যারা তারা নাকি অঙ্গ ভংগীও নকল করে আসর বসিয়ে ঠাট্টা বিদ্রুপ করে! লা হাওলা ওয়ালা কুওয়াতা!
উদ্দেশ্য, কাওকে কতটা নীচু করা যায়! অযোগ্য প্রমাণ করা যায়! অথচ যে কাজটি করছে সে হয়ত শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এক জেনারেশন না বরং বংশপরম্পরায় অনেক নীচুতে অবস্থান করছে।
একটি পোস্ট দেখলাম মেয়েটি দু:খের সাথে বলছে গ্রামে পর্দা করা কঠিন। নিকাব পরে দোকানে গেছে। ফট করে অপরিচিত এক মহিলা সেই নিকাব টান দিয়ে খুলেছে! মুখটা দেখতে চায়!
কি আশ্চর্য! কেন তাকে অন্যের মুখ দেখতে হবে? অন্যের গায়ে, কাপড়ে টাচ করবে কেন? গ্রামের পরিবেশ টক্সিক। কেউ মানষিকভাবে যত সভ্য যত উন্নত অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার জ্ঞান তার তত পরিষ্কার। এরা উন্নত নয়। এরা এখনো অনেক পিছিয়ে।
সারাদিন অন্যকে নিয়ে পড়ে থাকা মানুষগুলো হিউমারলেস, লাইফলেস হয়। এই মানুষগুলো সমাজের জন্য অভিশাপ।
মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়না সহজে। বহুদিনের পরিচয়ে একটা কমফোর্ট জোন তৈরি হয়। তাদের সাথে হয়ত আমার আদর্শিক কোনো মিলই নেই, যতই খান্নাস প্রকৃতির হোক একসময় এদের সহজে ছাড়তে পারতাম না ওই যে কম্ফোর্ট জোনটা তৈরি হয়েছে, সে তো আর একদিনে হয়নি, কেবল তার জন্য।
জীবনের অনেকগুলো বছর পার হবার পর ব্যক্তিজীবনে এমন কিছু 'কমফোর্ট জোনের' মানুষদের ভেতর এই তুমুল কদর্য রুপটি যখন টের পেলাম তখনই একদম গুটিয়ে গেলাম ধীরে ধীরে। এসব দেখে আমি অভ্যস্ত ছিলাম না।
এখন আমি সত্যিই মানুষ ভয় পাই। কারও সাথেই আমি কমফোর্টেবল হতে চাই না। কারও কাছে যাই না। কেউ আমার কাছে আসুক তাও চাই না। মানুষ দূর থেকেই সুন্দর।