সিএইচ নিউজ

  • Home
  • সিএইচ নিউজ

সিএইচ নিউজ It's a Bangladeshi news page. which publish essential newses for mass people. Countries Development, political, sports, current news etc.

15/09/2025

রেদোয়ান আহমেদ কে নিয়ে যারা কু'রু'চিপূর্ণ বক্তব্য দেয় তাদের উদ্দেশ্যে যা বললেন সাখাওয়াত হোসেন সাক্কু

15/09/2025

♦️সরাসরি ♦️
চান্দিনার জোয়াগ ইউনিয়নের এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছেন এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ।

15/09/2025

চান্দিনার জোয়াগ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে সরাসরি

15/09/2025

♦️সরাসরি ♦️
চান্দিনা রেদোয়ান কলেজের একাদশ/দ্বাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছেন এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ।

12/09/2025

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

।। প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলা অংশে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর ব্যানারে ওই মিছিল করে তারা।

শুক্রবার দিন ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওই মিছিল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সুজন এর নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার বহন করে এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পারি দিচ্ছে নেতাকর্মীরা।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ঝটিকা মিছিল এর একটি ভিডিও পেয়েছি। কিন্তু মহাসড়কের চান্দিনা অংশে মিছিলটি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন ছেলেকে আমরা শনাক্ত করেছি। তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া চলমান আছে।

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস।। প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)।।কুমিল্লার চান্দিনায় পবিত্...
12/09/2025

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস

।। প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)।।

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী।

সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।

12/09/2025

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় হাই বখসীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে জশনে জুলুছ...

11/09/2025

মাহে রবিউল আউয়াল উপলক্ষে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে নাতে রাসূল, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

09/09/2025

চান্দিনার মাইজখার ইউনিয়নের এওয়াজবন্দ গ্রামে বেইলি ব্রিজের উদ্বোধন।

চান্দিনার মাইজখারে এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলন।। চান্দিনা প্রতিনিধি।।কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এলডিপি’...
07/09/2025

চান্দিনার মাইজখারে এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলন

।। চান্দিনা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়নের এএফএম উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

ইউনিয়ন এলডিপি’র সভাপতি আব্দুল বারেক বারী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, এলডিপি নেতা মো. জাকির হোসেন, মো. রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ফারুক আল মামুন, সালাউদ্দিন সালু, আব্দুল মান্নান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি রাজিব ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

সম্মেলনে মোয়াজ্জেম হোসেন ভূইয়া’কে সভাপতি ও খোরশেদ আলম’কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মাইজখার ইউনিয়ন এলডিপি, আব্দুল হালিমকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, সোহাগ সরকারকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল, মো. কাশেমকে সভাপতি ও অলি উল্লাহকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল এবং মাসুম বিল্লাহকে সভাপতি ও সবুজকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

07/09/2025

চান্দিনার মাইজখার ইউনিয়ন এলডিপি ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছেন বীর মুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ..

06/09/2025

♦️সরাসরি ♦️
চান্দিনার মহিচাইল ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে..

Address

Chandina

3510

Telephone

+8801818599199

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিএইচ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিএইচ নিউজ:

  • Want your business to be the top-listed Media Company?

Share