MSA Vlogs

MSA Vlogs Welcome to MSA Vlogs. We're all about the open road, stunning scenery, and the freedom to explore.

মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱...
13/08/2025

মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-

👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱.
কখনো বালু, স্টিলের ব্রিজ কিংবা ভেজা রাস্তায় হার্ড ব্রেক করা উচিৎ নয়। এতে বাইক স্লিপ করে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে!

👉 𝟮𝗻𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗦𝘁𝗼𝗽 𝗡𝗲𝗰𝗸 𝘁𝗼 𝗡𝗲𝗰𝗸:
সড়কে চলাকালে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। খুব কাছাকাছি দূরত্বে চললে দুর্ঘটনা ঘটতে পারে।

👉 𝟯𝗿𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗿𝘂𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗶𝗸𝗲 𝗺𝗶𝗱𝗱𝗹𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗹𝗶𝗻𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗶𝗻-𝗳𝗿𝗼𝗻𝘁 𝗿𝗲𝗮𝗿 𝘄𝗵𝗲𝗲𝗹:
বাইক চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনের পিছনে মাঝ বরাবর না থাকাই উত্তম। এতে করে রাস্তা ভাঙ্গা থাকলে হঠাৎ করে বুঝে ওঠা কষ্টকর। আর হঠাৎ ভাঙ্গা রাস্তায় ব্যালেন্স না রাখতে পেড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

👉 𝟰𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗸𝗲𝗲𝗽 𝘀𝗵𝗶𝗳𝘁𝗶𝗻𝗴 𝗹𝗮𝗻𝗲 𝗼𝗻 𝗵𝗶𝗴𝗵𝘄𝗮𝘆:
মহাসড়কে ঘনঘন লেন পরিবর্তন করবেন না। এটি অন্যান্য যানবাহন শুধু বিরক্তের কারণই নয়, বরং আপনার বাইকের সাথে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

👉 𝟱𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘁𝗿𝘆 𝘁𝗼 𝗼𝘃𝗲𝗿𝘁𝗮𝗸𝗲 𝗼𝘃𝗲𝗿 𝟭𝟬𝟬 𝗞𝗺𝗽𝗵:
মহাসড়কে সবাই দ্রুতগতিতে ছোটে। তবে ১০০কিমি চেয়ে বেশি গতিতে ওভারটেক না করাই ভালো। এটা দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে!

👉 𝟲𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗲 𝗼𝗿 𝗯𝗿𝗮𝗸𝗲 𝗵𝗮𝗿𝗱 𝘄𝗵𝗲𝗻 𝗰𝗼𝗿𝗻𝗲𝗿𝗶𝗻𝗴.
কর্ণারিং এর সময় ব্রেক করা বা স্পিড উঠানোর চেষ্টা করবেন না। এতে করে বাইক স্লিপ করার সম্ভাবনা থাকে।

আশা করি, এই বিষয়গুলো মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তবে মহাসড়কে Riding gears এবং Certified Helmet অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বদা আশপাশ নিয়ে সতর্ক থাকতে হবে।

MSA Vlogs

(Collected)

রাতে গোসল করতে ঢুকে দেখি সি%*গারেটের প্যাকেট প্যান্টের পকেটে। বের হয়ে আবার রুমে আসতে ইচ্ছা করলো না। তাই বা%*থরুমে জানালা...
09/08/2025

রাতে গোসল করতে ঢুকে দেখি সি%*গারেটের প্যাকেট প্যান্টের পকেটে। বের হয়ে আবার রুমে আসতে ইচ্ছা করলো না। তাই বা%*থরুমে জানালার পাশে প্যাকেট রেখে গোসল শেষ করি। গোসল করে বের হলাম কিন্তু প্যাকেট নিতে আর মনে নাই।

কিছুক্ষণ পরে হুট করে মনে পড়লে দৌড়ে বা%*থরুমে যাই। গিয়ে দেখি প্যাকেট নাই।

হুট করে মনে পড়লো আমার পরে মনেহয় আব্বা বা%*থরুমে গিয়েছিলেন।

দেখলাম ভদ্রলোক তসবিহ ছড়া গুনতেছেন আর আমার দিকে ট্যা%*ড়া ট্যা%*ড়া চোখে তাকাচ্ছেন।

উনি শিওর প্যাকেট মে%*রে দিছেন। কী বলবো বুঝতেছি না। বুকটা ফেটে যাচ্ছে! এক প্যাকেট সি%*গারেট। ব্যাক পে%*ইনের কারণে এমনেই ফ্লোরে প%*ড়ে থাকি। এই রাতে আর নিচে নামা সম্ভব না।

আম্মারে বললাম, আব্বারে জিজ্ঞেস করেন বা%*থরুমে কিছু পাইছে আমার?

আম্মা বললেন, বা%*থরুমে আবার কী রাখছোস? টাকা?

বললাম, ওই এমনই কিছু। জিজ্ঞেস করেন কিছু পাইছে কিনা।

আম্মা আব্বাকে জিজ্ঞেস করলেন, কিছু পাইছো রায়হানের?

আব্বা তসবিহ গুনতে গুনতে সুরা পড়তেছেন আর চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বা না কী বললেন কিছুই বুঝলাম না।

চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে! এ কেমন বাপ? ওনার দরজার সামনেই ওনাকে দেখায়া দুই হাত তুলে দাঁড়িয়ে আছি। বুঝাচ্ছি, আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি!

ভদ্রলোক আমার দেখাদেখি নিজেও দুই হাত উপরে তুলে ফেললেন!

মানে কী!

উনি হাত তুলছেন কেন? উনি কি ছেলের সি%*গারেট চু%*রির জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন?

এমন বাপই কি চেয়েছিলাম আমি?

রাতে ভদ্রলোকের রুম থেকে সি%*গারেটের গন্ধ ভেসে আসলে দরজার সামনে দাঁড়িয়ে শুনি, আম্মা বলতেছেন, ছেলের সি%*গারেট মা%*ইরা খাও তোমার লজ্জা করে না? আব্বা বললেন, ওমা তুমিইতো আমারে বাথ%*রুম থেকে প্যাকেটটা আইনা দিলা!

আমি জাস্ট মেঝেতে বসে পড়লাম! বুকটা চা%*পড়াচ্ছি আর ভাবতেছি আমি এই কাদের সাথে বাস করি? ওরা কারা?

© (Collected)

কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির...
01/08/2025

কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।
MSA Vlogs

শেয়ার করে মা-বাবার কাছে পৌঁছাতে সহায়তা করুন।
21/07/2025

শেয়ার করে মা-বাবার কাছে পৌঁছাতে সহায়তা করুন।

নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ বাংল...
13/04/2025

নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর।

সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন।

শুভ বাংলা নববর্ষ!

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❣️ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।রমজানের ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এল ঈদ, ঈদ...
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❣️

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি।
রমজানের ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এল ঈদ, ঈদের এই আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে।

সবাইকে জানাই প্রানঢালা ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক❣️🌹

🌞🌞🌞
22/02/2025

🌞🌞🌞

“If you love, love their darkness too. Not just their light.”
21/02/2025

“If you love, love their darkness too. Not just their light.”

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে...
20/02/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি।

কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি।

এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!

পুরো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম আমি একটা সঠিক মানুষ চুজ করতে পারলাম না!🖤

(Collected)

Happy New Year! 🎉 Here's to making 2025 your best year yet - filled with success, joy, growth, and fresh opportunities. ...
31/12/2024

Happy New Year! 🎉
Here's to making 2025 your best year yet - filled with success, joy, growth, and fresh opportunities.

📢পূর্বাচাল কাঞ্চন ব্রিজ থেকে ৩০০ ফিট আসার সময় ৪ নাম্বার ব্রিজের নিচ থেকে এই মেয়েটির মরদেহটি পাওয়া যায়।মেয়েটির কাছে আইড...
17/12/2024

📢পূর্বাচাল কাঞ্চন ব্রিজ থেকে ৩০০ ফিট আসার সময় ৪ নাম্বার ব্রিজের নিচ থেকে এই মেয়েটির মরদেহটি পাওয়া যায়।

মেয়েটির কাছে আইডি কার্ড মোবাইল কিছুই পাওয়া যায়নি।

এখন রুপগঞ্জ থানায় লাশ রয়েছে।

কেউ যদি চিনে থাকেন তাহলে উনার পরিবারকে অবগত করবেন।



(Collected)

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদে...
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when MSA Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share