06/08/2024
ছাত্র রাজনীতি ও ক্যাম্পাস।
ছাত্ররা স্পষ্টতই আপনাদেরকে চাচ্ছে না। এই সুযোগে আপনারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে নিজেদেরকে ছাত্রদের প্রতিপক্ষ বানাবেন না। বরং ক্যাম্পাসের বাইরে নিজেদেরকে জনগণের জন্য এত নিবেদিত বানিয়ে ফেলুন যেন ছাত্ররা আপনাদের দিকে দলে দলে আকৃষ্ট হয়। এটা করুন। ভুলেও নিজেদেরকে দেশ ও জাতির জন্য নিবেদিত না বানিয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হবেন না। কারণ এই ছাত্রজনতা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ধ্বংস ও অত্যাচার দেখা ছাত্র। তাই আপনারা ফেরেশতা হইলেও আপাতত ক্যাম্পাসমুখো হইয়েন না। আপনাদেরই ভালো। এত বড় সরকারের পতন যারা ঘটাতে পেরেছে তারা কি করতে পারে সেটা নিশ্চই বুঝতে পেরেছেন।
(ক্রেডিট: পাবলিকিয়ান, এবং আংশিক পরিবর্তিত)