Chittagong University News.Net

Chittagong University News.Net চবি সংবাদ, ঘটনাপ্রবাহ, মতামত, বিজ্ঞপ্তি প্রাণের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য পেইজটি পাবেন।

সঙ্গে থাকুন।

15/10/2025

চাকসু নির্বাচন: হোস্টেল সংসদ ফলাফল ঘোষণা, এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু) শিল্পী আব্দুর রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রশিবিরের তুলনায় এগিয়ে ছাত্রদল প্যানেল। ফলাফলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান।

তিনি বলেন, এই হোস্টেলে মোট ভোটার ১৫৬ জন। ভোট কাস্ট হয়েছে ১২৪টি।

তিনি আরও বলেন, জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট, সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট। এজিএস পদে সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ জন এবং ছাত্রদলের তৌফিক ৩৮ ভোট।

পাশাপাশি এই হোস্টেল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হোস্টেলে সহ সভাপতি নির্বাচিত হয়েছে খন্দকার মাসরুল আল ফাহিম, জিএস মোহাম্মদ আফসার সরকার, খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে সুকুমার রায়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে মো. ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আশিক বাবু, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ পদে জামিল হোসেন এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তুষার দে।

14/10/2025

চাকসু সমাচার...

যারা নির্বাচনে জয়ী হতে অন্য প্রার্থীর পিছনে লেগে আছে, মিথ্যাচার করে বেড়াচ্ছে, তাদের ভোট দিবেন না। বিবেককে প্রশ্ন করে ভোট দিন। ফিরে দেখুন গত এক বছরে ক্যাম্পাসে কে কি কাজ করেছে।

সবার জন্য শুভ কামনা।

14/10/2025

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্....

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সিইউডিএস চ্যাম্পিয়ন।
07/10/2025

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সিইউডিএস চ্যাম্পিয়ন।

ভোটারের রুমের দরজায় লেখা- ‘যে প্রার্থী বিয়ের ব্যবস্থা করে দিবে, তাকে আমরা ভোট দিব।’
05/10/2025

ভোটারের রুমের দরজায় লেখা- ‘যে প্রার্থী বিয়ের ব্যবস্থা করে দিবে, তাকে আমরা ভোট দিব।’

ওমা! সবাই দেখি বাটপার😷
04/10/2025

ওমা! সবাই দেখি বাটপার😷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে প্রশাসনের প্রশ্রয়ে মেধা তালিকায় না থাকার পরেও ‘বিশেষ সুবিধা&r...

04/10/2025

শাফায়াত কিংবা ফারাবী দুইজনই ২৪ এর গণঅভ্যুত্থানে শক্তি। পুরনো দিনের ছবি প্রকাশ করে নোংরামি করার নিন্দা জানাচ্ছি।

03/10/2025

চবির এক ছাত্রীর গলা চেপে ধরলো আরেক ছাত্রী!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের সিটকে কেন্দ্র করে এক ছাত্রীকে গলা চেপে ধাক্কা দেয়ার ঘটনা ঘটে।
চবি ক্যাম্পাসের নবাব ফয়জুন্নেছা হলে সিঙ্গেল বেডে থাকা নিয়ে পাঁচজন ছাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে হলটির নিচ তলার একটি কক্ষে এই ঘটনার সূত্রপাত ঘটে।

জানা যায়, ওই রুমে ছয়জন ছাত্রী অবস্থান করে আসছিলেন। এরমধ্যে একজন ছাত্রী রুম ছেড়ে দিলে ওই রুমে পাঁচজন অবস্থান করছিলেন।

এমন সময় সিঙ্গেল বেডে থাকার জন্য চারজন মেয়ে পঞ্চম ছাত্রীকে ওই রুমে থাকতে না দেওয়ার পরিকল্পনা করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারির ঘটনা ঘটে।

এমনকি ঘটনার এক পর্যায়ে একজনের গলা চেপে ধরারও অভিযোগ উঠেছে।

03/10/2025

হুমকিদাতাদের প্রতি ধিক্কার।

এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিসকে স্টুপিড বললেন চবির বাগছাস নেতা।
02/10/2025

এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিসকে স্টুপিড বললেন চবির বাগছাস নেতা।

01/10/2025
30/09/2025

চাকসু নির্বাচনে বিভিন্ন পেজ থেকে প্রার্থীদের পক্ষে, বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। আবার কিছু কিছু পেজ অনুসন্ধানী সাংবাদিকতা শুরু করছে।

গবেষণা করে দেখলাম পজিটিভের চেয়ে নেগেটিভ মার্কেটিংয়ে প্রার্থীদের ভোট ব্যাংক বাড়ায়। আবার নেগেটিভ মার্কেটিং করা শিক্ষার্থীদের ব্যাকগাউন্ড চেক করে দেখলাম বেশিরভাগই গুপ্ত দলের সাবেক সদস্য। বিরোধিতা করার মাধ্যমে ভোট ব্যাংক বাড়িয়ে দিচ্ছে নিজেদের প্রার্থীদের। মানে মাঠে সরকার দলও আমার, বিরোধী দলও আমার। হাও ফানি। মাঝখানে এসব তথ্য শেয়ার দিচ্ছে গিলু কম ওয়ালা দলের নেতারা।

মজা পাচ্ছি খুব....😁😁

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University News.Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share