04/08/2022
আজ আমার আম্মুর জন্ম দিন ।
আম্মুর জন্ম দিনে বড়ো কিছু দিতে পারি নাই তো সামান্য একটা মাত্র বিমান কেনলাম জাতে করে বাবার সপ্ন পুরুন করতে পারে ইনশাআল্লাহ ।
১.বাবার প্রথম সপ্ন আম্মু তুমি মা খাদিজা (রা) এর মতো মা হও।
২.বাবার ২য় সপ্ন আম্মু তুমি ফাতিমা (রা) এর মতো জীবন গড়।
৩.বাবার ৩য় সপ্ন আম্মু তুমি আছিয়ার (রা) এর মতো ধের্য ধারন করিও নিশ্চয় ফল পাবে।
৪.বাবার ৪য় সপ্ন আম্মু তুমি হাজেরা (আঃ) এর মতো ইমান আনিও আল্লাহর প্রতি।
৫.বাবার ৫ম সপ্ন আম্মু তুমি আয়েশা (রা) এর মতো জ্ঞান অর্জন করিও।
৬.বাবার ৬স্ট সপ্ন আম্মু তুমি মরিয়াম (আঃ) এর মতো ইসলামের পথে থেকো।
৭.বাবার ৭ম সপ্ন আম্মু তুমি ভুলে যেওনা লোকমান (আ) এর উপুদেশের কথা - আমি হয়তো তুমাকে শুনানোর সুযোগ হয় নাই ক্ষমা করে দেও আম্মু....................................................................................
এক বাবার গল্প হয়তো ভালো আছে ভালো থাকবে কিন্তু কেও কি এক বার চিন্তা করেছে সে কি হারাল হয়ত কেও ভাব্বে না কিন্তু বিচারের মালিক কি ভুলে যাবে ? আমার ও সপ্ন আছে ,আমার ও ইচ্ছে আছে, হয়ত সেটা পুরুন হবে কিন্তু সেই ফুল টা কি আর ফুটবে জানিনা ?
এ খানে অনেকে বসে আছে অনেক কথা বলার একবার ভাভা দরকার কার নিয়ামত নিয়ে কথা টা বলছি যদি আল্লাহ আমার বাক শক্তি বন্ধ করে দেয়।কি হবে জীবন ভাল থেকো ।
লেখার ভিতরে অনেক ভুল আছে ভুল গুলু ধরিয়ে দিলে খুশী হবো ইনশাআল্লাহ।