Humayun Kabir

Humayun Kabir Cad All software in solution.I would like to be a highly qualified professional by working in a posi

04/08/2022

আজ আমার আম্মুর জন্ম দিন ।
আম্মুর জন্ম দিনে বড়ো কিছু দিতে পারি নাই তো সামান্য একটা মাত্র বিমান কেনলাম জাতে করে বাবার সপ্ন পুরুন করতে পারে ইনশাআল্লাহ ।
১.বাবার প্রথম সপ্ন আম্মু তুমি মা খাদিজা (রা) এর মতো মা হও।
২.বাবার ২য় সপ্ন আম্মু তুমি ফাতিমা (রা) এর মতো জীবন গড়।
৩.বাবার ৩য় সপ্ন আম্মু তুমি আছিয়ার (রা) এর মতো ধের্য ধারন করিও নিশ্চয় ফল পাবে।
৪.বাবার ৪য় সপ্ন আম্মু তুমি হাজেরা (আঃ) এর মতো ইমান আনিও আল্লাহর প্রতি।
৫.বাবার ৫ম সপ্ন আম্মু তুমি আয়েশা (রা) এর মতো জ্ঞান অর্জন করিও।
৬.বাবার ৬স্ট সপ্ন আম্মু তুমি মরিয়াম (আঃ) এর মতো ইসলামের পথে থেকো।
৭.বাবার ৭ম সপ্ন আম্মু তুমি ভুলে যেওনা লোকমান (আ) এর উপুদেশের কথা - আমি হয়তো তুমাকে শুনানোর সুযোগ হয় নাই ক্ষমা করে দেও আম্মু....................................................................................
এক বাবার গল্প হয়তো ভালো আছে ভালো থাকবে কিন্তু কেও কি এক বার চিন্তা করেছে সে কি হারাল হয়ত কেও ভাব্বে না কিন্তু বিচারের মালিক কি ভুলে যাবে ? আমার ও সপ্ন আছে ,আমার ও ইচ্ছে আছে, হয়ত সেটা পুরুন হবে কিন্তু সেই ফুল টা কি আর ফুটবে জানিনা ?
এ খানে অনেকে বসে আছে অনেক কথা বলার একবার ভাভা দরকার কার নিয়ামত নিয়ে কথা টা বলছি যদি আল্লাহ আমার বাক শক্তি বন্ধ করে দেয়।কি হবে জীবন ভাল থেকো ।
লেখার ভিতরে অনেক ভুল আছে ভুল গুলু ধরিয়ে দিলে খুশী হবো ইনশাআল্লাহ।

20/07/2022
05/07/2022

গ্রন্থঃ সহীহ ইবনু হিব্বান অধ্যায়ঃ ৪. কিতাবুল ঈলম (كتاب العلم)
হাদিস নম্বরঃ ৬৩ হাদিসের মানঃ হাসান (Hasan)
أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ فأنا أولاكم به وإذا سمعتم الحديث عتي تُنْكِرُهُ قُلُوبُكُمْ وَتَنْفِرُ عَنْهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ وَتَرَوْنَ أنه منكم بعيد فأنا أبعدكم منه)
= [66: 3]

[تعليق الشيخ الألباني]
حسن ـ ((الصحيحة)) (732).
الحديث: 63 ¦ الجزء: 1 ¦ الصفحة: 190

ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمَرْءِ كَثْرَةُ سَمَاعِ الْعِلْمِ ثُمَّ الِاقْتِفَاءُ وَالتَّسْلِيمُ

কোন ব্যক্তির জন্য মুস্তাহাব (পছন্দনীয়) হলো প্রচুর ইলম (হাদীস) শোনা এবং তা অনুসরণ করা ও মেনে চলা- এ সম্পর্কিত বর্ণনাসমূহ:

৬৩. আবূ হুমাইদ এবং আবূ উসাইদ হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখন তোমরা আমার পক্ষ হতে হাদীস শুনবে, তোমাদের অন্তর/ বিবেক তা চিনতে পারবে এবং তোমাদের শরীরের লোম ও চামড়া তার প্রতি ঝুঁকে যাবে এবং এটি তোমাদের কাছে অতীব নিকটতম মনে হবে, কেননা আমি তো তোমাদের অতি ঘনিষ্ঠ, আপনজন। অপরদিকে, যখন তোমরা আমার পক্ষ হতে হাদীস শুনবে, আর তোমাদের অন্তর/ বিবেক তা প্রত্যাখ্যান করবে (চিনবে না) এবং তোমাদের শরীরের লোম ও চামড়া তাতে (ভীত শঙ্কিত হয়ে) দ্রুতগতিতে নাড়া দিয়ে উঠবে এবং এটি তোমাদের থেকে ভীষণ দূরবর্তী (অসম্ভব) মনে হবে, কেননা আমি তো তা থেকে তোমাদের চেয়েও অধিক দূরবর্তী।”[1]

[1] আলবানী: হাসান।
আরনাউত্ব: মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: আহমাদ ৩/৪৯৭, ৫/৪২৫; বাযযার, ১৮৭; মাজমাউয যাওয়াইদ ১/১৪৯-১৫০; বুখারী, তারীখুল কাবীর ৩/৪৭৪।

এ হাদীসের সম্বোধনকৃত ব্যক্তিবর্গ হলেন সাহাবীগণ, তাদের অন্তরের তাকওয়া, ইলমের পরিপূর্নতা, ন্যায়পরায়নতা ও রাসূল (সাঃ) এর সিরাত সম্পর্কে সর্বাধিক জ্ঞানী হওয়া ইত্যাদি বৈশিষ্টের কারণে। দেখুন, আলবানী, সহীহাহ হাদীস নং ৭৩২ এর টীকা।

05/07/2022

গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত) অধ্যায়ঃ পর্ব-২৬: মন-গলানো উপদেশমালা (كتاب الرقَاق)
হাদিস নম্বরঃ ৫১৮২ হাদিসের মানঃ সহিহ (Sahih)
দ্বিতীয় অনুচ্ছেদ
اَلْفصْلُ الثَّنِفْ
وَعَن خباب عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْفَقَ مُؤْمِنٌ مِنْ نَفَقَةٍ إِلَّا أُجِرَ فِيهَا إِلَّا نَفَقَتَهُ فِي هَذَا التُّرَابِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

صحیح ، رواہ الترمذی (2483 وقال : صحیح) و ابن ماجہ (4163) ۔
(صَحِيح)

৫১৮২-[২৮] খব্বাব (রাঃ) রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেন। তিনি (সা.) বলেছেন: মু'মিন ব্যক্তি (জীবনধারণের উদ্দেশে) যা খরচ করে, তাকে তার পুণ্য দেয়া হয়। কিন্তু সে এ মাটির মধ্যে যা ব্যয় করে (তাতে কিছুই দেয়া হয় না)। (তিরমিযী ও ইবনু মাজাহ)

সহীহ : তিরমিযী ২৪৮৩, ইবনু মাজাহ ৪১৬৩, সহীহুল জামি' ১৯৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮৩১, মুসনাদে আহমাদ ২১০৯৭, বুখারী ৫৬৭২, সহীহ ইবনু হিব্বান ৩২৪৩, শুআবুল ঈমান ১০৭১৬, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩৫৩৯।

ব্যাখ্যা: অত্র হাদীসে বলা হয়েছে যে, পরিবার-পরিজনের পিছনে যে ব্যক্তি যত প্রকার সম্পদ ব্যয় করে তার সেই সকল ব্যয়ের কারণে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু ঘর-বাড়ী নির্মাণের জন্য প্রয়োজনের অতিরিক্ত যে ব্যয় করে তথা সুখ্যাতি অর্জনের জন্য প্রয়োজনের অতিরিক্ত ঘর বাড়ী নির্মাণ করে এজন্য তাকে কোন সাওয়াব দেয়া হবে না। (তুহফাতুল আহওয়াযী ৬ষ্ঠ খণ্ড, হা. ২৪৮৩; মিক্বাতুল মাফাতীহ)

08/05/2022

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Humayun Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humayun Kabir:

Share

HMK FASHION

আগে নতুন নতুন নাটকের জন্যে অপেক্ষা করতাম, আর এখন কলিজা তারেক স্যারের নতুন লেকচারের জন্যে অপেক্ষা করি