
28/01/2024
বন্ধু সে নয়, যে তোমাকে Gift দেয় ।
বন্ধু হলো সে, যে তোমার টি-শার্ট টি নিয়ে আর
ফেরত দেয়না ।
বন্ধু সে নয়, যে তোমাকে Invite করে ।
বন্ধু হলো সে, যে তোমার বাড়িতে এসে
বলবে,"কি রান্না হয়েছে, খেতে দে"।
বন্ধু সে নয়, যে তোমাকে Phone করে দেখা
করতে বলবে ।
বন্ধু হলো সে, যে তোমার বাসার
সামনে এসে বলবে,"দোস্ত কইরে তুই?" . . বন্ধু
সে নয়,
যে তোমার বিপদের খবর শুনে ঘরে বসে থাকবে।
বন্ধু হলো সে,
যে তোমার বিপদে তোমার পাশে এসে দাড়িয়ে
বলবে,"চিন্তা করিসনা দোস্ত,আমি আছি
তো"। . . বন্ধু সে নয়, যে অন্যের কথা শুনে
তোমাকে সন্দেহ করবে ।
বন্ধু হলো সে, যে তোমার উপর সন্দেহ করা
তো দূরের কথা,কেউ তোমার নামে কিছু
বললে,সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে ।
বন্ধু সে নয়, যে তোমার মৃত্যুর পর তোমাকে
ভুলে যাবে ।
বন্ধু হলো সে,
যে তোমার মৃত্যুর পর তোমার কবরের পাশে
গিয়ে কাঁদবে এবং বলবে,"এইনে তোর 'টি-
শার্ট',আর ফিরিয়ে দে আমার বন্ধুত্ব...।